This is Saiful

This is Saiful সবার জন্য উন্মুক্ত ( ইনবক্স )
পেজটি ফলো দিয়ে রাখুন আপনারই উপকারে আসবে।
UBT EXAM - 185

07/06/2024

উৎপাদন শিল্পের কাটমার্ক ১৭০

আল্লাহ তায়ালা বাকি ভাইদের ধৈর্য ধারন করার তৌফিক দান করুক ,আমিন🤲

21/05/2024

যে সকল ইপিএস কর্মী ভাইয়েরা নিজেদের নিরলস কর্মদক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের কোরিয়ান মালিকদেরকে খুশি ও সন্তুষ্ট করেন এবং পরবর্তীতে আরও বাংলাদেশী কর্মী নিয়োগের জন্য উৎসাহিত করেন, সে সকল ভাইদেরকে হৃদয়ের অন্তস্থল থেকে স্যালুট জানাই..💚

আশা করি প্রতিবারের মত এবারো কোরিয়াতে অবস্থানরত আমাদের সকল সিনিয়র ভাইয়েরা তাদের মালিকদের আসন্ন ইস্যুতে বাংলাদেশ থেকে কর্মী নেয়ার জন্য উৎসাহিত করবেন এবং বাংলাদেশের ইপিএস কে তাদের নিজ হাতে আরও মজবুত ও শক্তিশালী করে তুলবেন ইনশাআল্লাহ।
সকলের জন্য অসংখ্য দোয়া ও শুভকামনা রইলো..❤️

18/05/2024

🇧🇩🇰🇷লটারি ভাই/আপু দেখে নিন,,,
💥লিসেনিং হিট কি ওয়ার্ড🎧💯

👉어디-- দ্বারা প্রশ্ন করলে উত্তর হবে কোন জায়গার নাম।

👉어느--দ্বারা প্রশ্ন করলে উত্তর হবে কোন দেশের নাম।

👉언제-- দ্বারা প্রশ্ন করলে উত্তর হবে মিনিট, ঘন্টা, দিন, রাত, মাস, বছর ইত্যাদি।

👉얼마--দ্বারা প্রশ্ন করলে উত্তর হবে কোরিয়ান মুদ্রা উয়ন।

👉얼마나--দ্বারা প্রশ্ন করলে উত্তর হবে কতক্ষণ লাগবে।

👉누구--দ্বারা প্রশ্ন করলে উত্তর হবে মানুষের নাম।

👉왜--দ্বারা প্রশ্ন করলে উত্তর হবে কেন??

👉주세요-- প্রশ্নের শেষে থাকলে উত্তর হবে-------------여기 있어요 বা এখানে আছে

👉어떻게--দ্বারা প্রশ্ন করলে উত্তর হবে কিভাবে, বয়স, নাম, দাম।

👉부터--দ্বারা প্রশ্ন করলে উত্তর হবে হতে বা থেকে।

👉무슨/어떤-- দ্বারা প্রশ্ন করলে, উত্তর হবে কোন ধরনের।

👉무엇/뭐--প্রশ্ন করলে উত্তর হবে, কি?

🔺🎧লিসেনিং প্রশ্ন ধরতে হলে উপরের শব্দ গুলো জানতে হবে।

17/05/2024

আগামী ২৭ই মে থেকে লটারি প্রার্থীদের পরীক্ষা শুরু হবে। ব্যক্তি ভিত্তিক পরীক্ষার সিডিউল আগামী সপ্তাহে ঘোষণা করার সম্ভাবনা আছে। ইনশাআল্লাহ।

16/05/2024

আলহামদুলিল্লাহ।
২২মে থেকে ২৮শে মে পর্যন্ত এমপ্লয়মেন্ট পারমিট ইস্যূ হবে। আল্লাহ সকল রোস্টারভুক্ত ভাই বোনদের তুমি একটা উওম ব্যবস্তা করে দিও!
আমিন।🤲🤲

অতিরিক্ত ইস্যুর তারিখ ৭ ও ১০ জুন।

16/05/2024

💥গুরুত্বপূর্ণ এই গ্রামার টা এবারের ইউবিটি পরিক্ষায় আসছিল✌️
👇
★(적이 없다)--কাজের অভিজ্ঞতা থাকা বা না থাকা বুঝায়।কাজটি আগে কখনও করেনি এমনটা বুঝায়✅

👉যেমনঃ 가: 바루 씨, 제주도에 간 적이 있어요? বারু, আপনি কখনো জেজু দ্বীপে গিয়েছেন।
나: 아니요. 가 본 적이 없어요 না, আমি কখনো যাই নাই। এখানে যাওয়ার অভিজ্ঞতা নাই তাই(적이 없다) ব্যবহৃত হয়েছে✅

★(적이 있다)--কাজের অভিজ্ঞতা আছে এবং কাজটি আগেও করেছে এমনটি বুঝায়।

👉যেমনঃ가: 투안 씨는 이 작업복 처음 입어 보지요? তুয়ান, এই কাজের পোশাকটি আপনি এই প্রথম পরলেন তাই না।
나: 아니요, 전에 입은 적이 있어요.না, এর আগেও পরেছি।এখানে কাজটি আগেও করেছে তাই(적이 있다) ব্যবহৃত হয়েছে✅

কোন বিষয় না বুঝতে পারলে মেসেজ দিবেন ধন্যবাদ💙🇰🇷

14/05/2024

স্কিল_টেস্ট_সম্পর্কিত_পোস্টঃ
১) সামনে যারা স্কিল দিবেন তারা ভাইবা ভালো প্রস্তুতি নিবেন।
২) রিং,কাঠি,নাট বল্টু এগুলো যে সময়ের মধ্যে করতে হয় তার মধ্যে করলেই হলো।
কোন তারাহুরো করে যে ৩০/৩৫ সেকেন্ডে করতে হবে এমন কোন বাধ্যকতা নিয়ম নাই। তারাহুরো করতে গেলে আরও সমস্যা হতে পারে। সুতরাং এ সব বিষয় সর্তক থাকবেন।
৩) আরও একটা কথা বলি স্কিলে খুব কম ফেল যায় সুতরাং কারো কথায় কান দেওয়ার দরকার নাই।
৪) যারা মোটামুটি ভালো মাকস নিয়ে পাশ করছে তারা স্কিলের ভাইবা নোট গুলো পড়ে নিজেকে এগিয়ে রাখুন তাহলে সামনে পড়ার চাপ থাকবেনা।
৫) তুলনামূলক কম মার্কস পাইছেন তারা স্কিল উত্তীর্ণ রেজাল্ট পাবলিশ পর ভর্তি হবেন। এখন আপাতত নিজ দায়িত্বে ভাইবা নোট পড়ে রাখুন।

রোস্টার_মার্কস_নিয়ে যারা নেগেটিভ কথা বলে তাদের এরিয়ে চলুন।

🔥 ধন্যবাদ 🔥
কোন কিছু জানতে চাইলে ইনবক্স করুন ☺️

14/05/2024

স্বপ্নের দেশে একদিন ঠিকই পাড়ি দিব! শুধু একটু সময়ের অপেক্ষা ইনশাআল্লাহ 💚🇰🇷🫰

🔴কোরিয়ান পরিধানের একক👚👔👗🧦🧤🧢🎒⛑️💍👟👓
13/05/2024

🔴কোরিয়ান পরিধানের একক👚👔👗🧦🧤🧢🎒⛑️💍👟👓

13/05/2024

Lesson 6 video eps text book

10/05/2024

💯ইউবিটি পরীক্ষায় ৩ টা থেকে ৪ টা প্যাসেজ প্রশ্ন আসে। নিচের গুরুত্বপূর্ণ কি ওয়ার্ড গুলো মুখস্ত করে ফেলুন।কাজে লাগবে

প্যাসেজ প্রশ্নের গুরুত্বপূর্ণ
কি_ওয়ার্ড সমূহ দেওয়া হলোঃ

১) 어떤- কেমন
২) 어디- কোথায় (জায়গা)
৩) 무어 / 무엇 - কী
৪) 오늘-আজ
৫) প্রশ্নে 잘 먹겠 습니다 থাকলেই উত্তর হবে 많이 드세요 / 많이 드십시오 বেশি বেশি খান।
৬) প্রশ্নে যদি 잘 먹었 습니다 মজা করে খেয়েছি থাকলেই উত্তর হবে 네 ।
৭) 언제 কখন (সময়)
৮) প্রশ্নের ভিতরে 제일 (সবচেয়ে) কথাটি থাকলেই প্যাসেজের ভিতরে 제일 কথাটি খুজতে হবে।
৯) 차이 দুজনের বয়সের পার্থক্য বুঝাবে কিন্ত 사이 দুজন মানুষের মধ্যে বুঝাবে।
১০) 지 않 / 못 / 아닌/ 없/ 다른 না বোধক শব্দ।
১১) 지난주 গত সপ্তাহ
১২) 같은 / 맞는 সত্য কথা/ সঠিক
১৩) প্রশ্নে 누구 থাকলেই উত্তরে ব্যাক্তি হবে।
১৪) 설명 বর্ণনা
১৫) 안녕하세요 এটি থাকলেই উত্তরে 인사법 হবে।
১৬) 어떻게 কিভাবে

" প্রশ্নে যদি,,

১৭) 어떻게 왔어요 কিভাবে এসেছেন থাকে তাহলে উত্তর হবে কোনো মাধ্যম।
যেমন: বাস,ট্রাক,বিমান ইত্যাদি।
১৮) .প্রশ্নে যদি 어떻게 오셨어요 থাকে তাহলে উত্তর হবে যে কোনো উদ্দেশ্য। যেমনঃ খেলার জন্য, পড়ার জন্য ইত্যাদি।
১৯) প্রশ্নে যদি 어떻게 되세요থাকে তাহলে উত্তর হবে বড়দের বয়স।
২০) 어떻게 드려요 বড়দের কিভাবে দিবেন। দুইহাত দিয়ে দিতে হয়।
২১) 고싶다 / 려고하다 প্রশ্নে থাকলে কোনো কিছু চাওয়া বুঝায়।
২২) 이글 의 제목 으로 적당 한 것을 এই প্যাসেজের উপযুক্ত শিরোনাম।
২৩) 근로 계약서 কোম্পানিতে কাজ করতে যে লিখিত চুক্তিপত্র লাগে।
২৪) 이력서- জীবনবৃত্তান্ত খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড) / 자기 소개서 জীবন বৃত্তান্ত কোম্পানিতে চাকুরীর জন্য জমা দিতে হয় যে সকল কাগজ।

🔴আশা করছি কাজে আসবে।

07/05/2024

Alhamdulillah UBT exam 07-05-2024 4th sift results 185

05/05/2024

কোরিয়াতে ইপিএসের আওতাধীন ১৬টি দেশের ভিতরে ৬টি দেশের নাগরিকদের জন্য কোরিয়ার ন্যাশনাল পেনশন স্কিম(국민연금)চালু নেই।

দেশ ৬টি হলোঃ বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, মায়ানমার, উজবেকিস্তান ও পূর্ব তিমুর।

কোরিয়ার ন্যাশনাল পেনশন স্কিম চালু না থাকায় বাংলাদেশে ফিরে যাওয়ার সময় একটা মোটা অংকের অর্থ থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশের কর্মীরা। বাংলাদেশে অবস্থানরত কোরিয়ানদের বাংলাদেশের ন্যাশনাল পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করাতে পারলে আমাদের দেশের কর্মীদের জন্য এই সূবর্ণ সুযোগের দ্বার উন্মোচিত হবে।তাই বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ ও দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে দ্রুত এই ন্যাশনাল পেনশন স্কিমের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরী হয়ে পড়েছে।
(Copy post:- Asaduzzaman Asad sir)

03/05/2024

🚫সতর্ক মূলক পোস্ট
⭕একটি ভুল সারাজীবনের কান্না।⭕
বোয়েসেল এ পরিক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই আগে সাথে করে আপনার পাসপোর্ট এবং এডমিট কার্ড নিয়ে নেবেন । কোন ভাবেই ভুল করা যাবেনা। বার বার চেক করতে থাকবেন।

Solve it
03/05/2024

Solve it

প্রশ্নের ভেতর থাকা কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং এগুলো পড়লে ইনশাল্লাহ আপনার প্রশ্ন বুঝতে অনেক সুবিধা হবে💯
03/05/2024

প্রশ্নের ভেতর থাকা কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং এগুলো পড়লে ইনশাল্লাহ আপনার প্রশ্ন বুঝতে অনেক সুবিধা হবে💯

03/05/2024

কেউ হতাশ হবেন না ভাই🙂
আল্লাহর উপরে ভরসা রাখুন

02/05/2024

★ভাই... ভাষাপারদর্শী যারা এই মাসে পরিক্ষা দিবেন তাদের জন্য কিছু কথা✌️

★বিগত দিনে যারা পরীক্ষা দিয়েছেন তাদের কোশ্চেন মোটামুটি সহজ ছিল বলা যায়।যার কারণে সবাই ভাবতেছেন রোস্টার মার্কস একটু বেশি হবে।

★এখন থেকে হয়তো একটু ঘুরিয়ে পেচিয়ে কোশ্চেন করবে তাই আমাদের সতর্কতার সহিত প্রশ্ন উত্তর করার চেষ্টা করতে হবে। জানা বিষয়ে ভুল করা যাবে না কোন ভাবে❌

★পরীক্ষার হলে স্থির থাকার চেষ্টা করবেন,উত্তেজিত হবেন না, ঠান্ডা মাথায় প্রশ্নের উত্তর করবেন✅

★প্রথমের লিসেনিং গুলো মন দিয়ে শুনে,শেষ করবেন। তারপর রিডিং প্রশ্ন আনসার করবেন।
🚫ভুলকরেও রিডিং প্রশ্ন আগে দিতে যাবেন না, তাহলে সময় কভার করতে পারবেন না। 🚫

👉দুই দিন আগে এক ভাই রিডিং প্রশ্ন আগে দিতে গিয়ে পরে লিসেনিং এ সময় কভার করতে পারেনাই।সেজন্য ১৪৫ পেয়েছে। তাহলে বুঝেন ভাই কি করতে হবে আপনাকে✅

★★পরীক্ষা মোটামুটি সহজই হয় তাই দুশ্চিন্তা করবেন না।আল্লাহ উপর ভরসা রাখেন।উনি উত্তম পরিকল্পনাকারী বেশি বেশি আল্লাহকে ডাকুন।ইনশাআল্লাহ নিরাশ হবে না।❤️

30/04/2024

Welcome

Address

Rajshahi Division

Telephone

+8801601724386

Website

Alerts

Be the first to know and let us send you an email when This is Saiful posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to This is Saiful:

Videos

Share

Category

Nearby media companies


Other Video Creators in Rajshahi Division

Show All

You may also like