30/04/2023
শক্তি রেখে যারা চলে
তারা হারে না।
ব্যার্থতা একটা পরিক্ষা মাত্র,
স্বীকার করো,
কি ঘাটতি রয়েছে দেখো,
পূরণ করো।
যতক্ষন না সফল হও,
শান্তির ঘুম ত্যাগ করো,
লড়াই করো,
মাঠ ছেড়ে পালিয়ে যেওনা।
কিছু না করলে জয়ধ্বনি শুনা যায়না।
যে শক্তি রেখে চলে
সে হারে না কখনো।