স্বপ্ন

স্বপ্ন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from স্বপ্ন, Digital creator, Rajarbag.

23/09/2024
অর্থের কাছে সবাই নতজানু, এই অর্থই সকল ক্ষমতার মূল উৎস। কাকে বিশ্বাস করবো, সবাই তো টাকার আর ক্ষমতার গোলাম। এই দেশ নিয়ে আর...
21/09/2024

অর্থের কাছে সবাই নতজানু, এই অর্থই সকল ক্ষমতার মূল উৎস। কাকে বিশ্বাস করবো, সবাই তো টাকার আর ক্ষমতার গোলাম। এই দেশ নিয়ে আর স্বপ্ন দেখি না, দেখবো না।

29/08/2024

হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন। আর আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন।

- আল বাকারা, ২০১

25/08/2024

আমরা কি এমন স্বাধীনতা চেয়েছি?

#র
#ডাকাত
#সনাতনী
#সুশীল
#আনসার_বাহিনী

আর কি কি রূপ নিবে কে জানে???🙄🙄
#বহুরূপী_লীগ😅😅😅

23/08/2024

ইয়া আল্লাহ, আপনি হুকুম দিন,😭😭😭😭

❝হে ভূমি! তুমি নিজ পানি গ্রাস করে নাও এবং হে আকাশ! তুমি ক্ষান্ত হও। ❞

(সুরা হুদঃ ৪৪)

08/08/2024

আজকে আবার ডাকাত আতঙ্কে মানুষের ঘুম হারাম, মসজিদে মসজিদে শুধু মাইকিংকের আওয়াজ!!!!😰😰😰

কি এক্টা অবস্থা!!!! 😰😰😰

05/08/2024

সাবধান⚠
দেশের ভিতরে ভারতীয় অনেক রয়ের এজেন্ট সাধারণ মানুষের ছদ্মবেশে আছে!
তারা যেকোনো সময় সমন্নয়কদেকে গুম-খুনের লিপ্ত হতে পারে।

05/08/2024

জরুরী লাল সতর্ক (Emergency Red Alert: বার্তা...

শেখ হাসিনার পদত্যাগের পরবর্তী ২৪ ঘণ্টার (After 24 hours of Resignation of PM) মধ্যে দেশে এমন কিছু ঘটনা ঘটানো হবে যেন, সাধারণ মানুষ এই আন্দোলনকারীদের থেকে মুখ ফিরিয়ে নেয়। এজন্য বিশেষ পরিকল্পনা নিয়ে মাঠে কাজ করছে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়োগ দিয়ে হাসিনার তৈরি করা একটি গোয়েন্দা বাহিনীর প্রধানমন্ত্রীর (হাসিনার) অধীনস্ত থাকা স্পেশাল ব্রাঞ্চ (পিমও) প্রায় ৫০০ সদস্য। তাদের পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে:

Task 1. হাসিনার পদত্যাগের ২৪ ঘণ্টার মধ্যে সাধারণ মানুষের সঙ্গে মিশে কিছু বিভৎস হত্যাকাণ্ড ঘটিয়ে সেখানে নারায়ে তাকবির স্লোগান দিয়ে ভিডিও করে সামাজিকমাধ্যমে প্রকাশ করা। Goal: মূলত এই আন্দোলন জামাত-শিবির করেছে সেটা বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করতে করা হবে।

Task 2. সংখ্যালঘুদের ওপর ব্যাপক হামলা-হত্যা-লুটপাট করা হবে। সেগুলো ভিডিও ও ছবি সামাজিকমাধ্যমে প্রচার করা হবে। Goal: হাসিনা ছাড়া কারো কাছে সংখ্যালঘুরা নিরাপদ নয় প্রমাণ করা এবং সংখ্যালঘু নিরাপত্তার অজুহাতে ভারতকে বাংলাদেশের অভ্যন্তরে হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি করা।

Task 3. বিদ্যুৎকেন্দ্র, বড় সেতু, কারখানা বা এমন অনেক স্থাপনা ধ্বংস করে দেয়া। Goal: মেরামত করতে পরবর্তী সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। পরবর্তী সরকার যেন দেশ চালাতে ব্যর্থ হয়।

- দ্রুত দেশবাসীর কাছে এই বার্তা ছড়িয়ে দেয়া দরকার। আজ রাতে যেন সংখ্যালঘুদের পাহারা দেয়া হয় সেই ব্যবস্থা করা দরকার। আন্দোলনের সমন্বয়কদের এই ২৪ ঘণ্টা সরকার গঠনসহ নানা গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত রাখা হবে। এর মধ্যে সব ঘটনা ঘটিয়ে ফেলা হবে।©

05/08/2024

আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ

14/06/2024

ধন-সম্পদের অহঙ্কার থেকে আল্লাহর পানাহ চাও।
এটা এমন এক রোগ,
যা মানুষকে ধ্বংসের শেষ পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত প্রশমিত হয় না ।

- হযরত আলী ( রাঃ)।

06/06/2024

ধন-সম্পদের অহঙ্কার থেকে আল্লাহর পানাহ চাও।
এটা এমন এক রোগ,
যা মানুষকে ধ্বংসের শেষ পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত প্রশমিত হয় না ।

- হযরত আলী ( রাঃ)।

16/05/2024

রাগের সময় ৪টি কাজ করবেন না :-

১। েন_না।

২। #গালি_দিবেন_না।

৩। #শাস্তি_দিবেনা_না।

৪। #আদেশ_করবেন_না।

14/05/2024

প্রত্যেক আদম সন্তানই অপরাধী আর তন্মধ্যে উত্তম তারাই যারা তওবা করে।

- হযরত মুহাম্মদ (সাঃ)।

10/05/2024

নিঃসন্দেহে আল্লাহ তাদের গোপন ও প্রকাশ্য যাবতীয় বিষয়ে অবগত। নিশ্চিতই তিনি অহংকারীদের পছন্দ করেন না।

- সূরা নাহল ২৩।

Address

Rajarbag

Telephone

+8801711025594

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্ন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to স্বপ্ন:

Videos

Share