শরীয়তপুর পরিক্রমা

শরীয়তপুর পরিক্রমা Shariatpur based world wide news site. Sports politics entertainment economics etc

https://www.economictimes24.com/article/3474
07/09/2024

https://www.economictimes24.com/article/3474

নিজস্ব প্রতিবেদক: “নেমেছি যুদ্ধে, নেশার বিরুদ্ধে”স্লোগান নিয়ে শরীয়তপুর জেলার সখিপুর থানার চরভাগায় মাদক ও জুয়া ব....

হাসপাতালে রোগীর স্বজনদের হামলাজরুরি সেবা ছাড়া সব বন্ধভর্তি ফাইল নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে রোগীর স্বজনরা শরীয়তপুর সদর ...
07/09/2024

হাসপাতালে রোগীর স্বজনদের হামলা
জরুরি সেবা ছাড়া সব বন্ধ

ভর্তি ফাইল নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে রোগীর স্বজনরা শরীয়তপুর সদর হাসপাতালে হামলা চালিয়েছে। এতে সিনিয়র স্টাফ নার্সসহ তিনজন আহত হয়েছেন। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি বিভাগের সেবা ছাড়া অন্যান্য সকল সেবা বন্ধ করে দিয়ে কর্মবিরতির ডাক দিয়েছেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, সিনিয়র স্টাফ নার্স আবু হানিফ, কর্মচারী আব্দুল খালেদ ও দুলাল ঢালী।

হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানায়, বেলা ১১টার দিকে সদর উপজেলার তুলাসার এলাকার শারমিন নামে এক রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এ সময় রোগীর ভর্তি ফাইল নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তর্কে জড়ায় রোগীর স্বজনরা। তর্কবিতর্কের এক পর্যায়ে রোগীর স্বজনরা চিকিৎসক ও কর্মচারীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে হাসপাতালের জরুরি সভা করে দোষীদের গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। খবর পেয়ে হাসপাতাল পরিদর্শন করেছে সেনাবাহিনী।

ভুক্তভোগী সিনিয়র স্টাফ নার্স আবু হানিফ ঢাকা পোস্টকে বলেন, রোগীর স্বজনরা বেআইনিভাবে ভর্তি ফাইল নিতে চাইলে তা দিতে অস্বীকৃতি জানান কর্মকর্তারা। এরপর তারা বাইরে গিয়ে লোকজন নিয়ে এসে হাসপাতালে ঢুকে আমাদের ওপর হামলা চালায়। হামলায় আমিসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।

সিনিয়র স্টাফ নার্স সানজিদা বলেন, রোগীর স্বজনরা জোর করে ফাইল নিতে চাইলে আমি তাদেরকে ফাইল না দিয়ে চিকিৎসককে জানাতে বলি। এরপর তারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে বাইরে গিয়ে লোকজন নিয়ে এসে হামলা চালায়।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইকবাল হোসেন বলেন, রোগীর ভর্তি হওয়া নিয়ে আমাদের কর্মচারীদের সঙ্গে তুচ্ছ একটি ঘটনা ঘটে। পরে তারা বহিরাগত লোক নিয়ে এসে আমাদের ওপর হামলা চালায়। আমরা এখানে নিরাপত্তাহীনতায় ভুগছি, তাই আপাতত জরুরি চিকিৎসা সেবা ছাড়া অন্য সকল সেবা কার্যক্রম বন্ধ রেখেছি। আমরা দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাই।

হাসপাতালের তত্ত্বাবধায়ক হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, প্রথমে তারা হাসপাতালের ফার্মেসিতে ঢুকে পড়েছিলেন। পরে তাদের কাছে জানতে চাইলে তারা আমার সঙ্গে অসঙ্গতিপূর্ণ কথা বলেন। এরপর আমি গেট বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলে তারা দৌড়ে বাইরে চলে যান। এরপর লাঠিসোঁটা নিয়ে তারা হাসপাতালে কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছেন।

বিষয়টি নিয়ে শরীয়তপুরের পুলিশ সুপার মো. মাহবুবুল আলম বলেন, হাসপাতালের পরিস্থিতি পুলিশ সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ দায়ের করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শরীয়তপুরে শোক র‍্যালিশেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথজাতীয় শোক দিবস উপলক্ষে শরীয়তপুরের জাজিরায় দোয়া ও মিলাদ মাহফিল থেক...
15/08/2024

শরীয়তপুরে শোক র‍্যালি
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ

জাতীয় শোক দিবস উপলক্ষে শরীয়তপুরের জাজিরায় দোয়া ও মিলাদ মাহফিল থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট)দুপুরে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোবারক আলী সিকদারে বাড়ির সামনে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা ও কাঙ্গালি ভোজের আয়োজনও করা হয়।

আলোচনা সভা শেষে ঢাকা-শরীয়তপুর সড়কে জাজিরার টিএএন্ডটি মোড়ে শোক র‍্যালি করা হয়।

এই বিষয়ে জানতে চাইলে মোবারক আলী শিকদার সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা দেশের মানুষের শান্তির জন্য পদত্যাগ করেছেন। তিনি চাননি সহিংসতাকে কেন্দ্র করে কোনো মায়ের বুক খালি হোক। শেখ হাসিনা দমে যাওয়ার রাজনীতিবিদ নন। তিনি পালিয়ে যাননি। তিনি অবশ্যই দেশে ফিরে আসবেন। নির্বাচনের জন্য আমরা প্রস্তুত রয়েছি। অশান্তি চাইনি বলেই আওয়ামী লীগ কর্মীরা সংঘাতে জড়াননি। আমরা শেখ হাসিনার অপেক্ষায় রয়েছি। আর আমরা শপথ নিয়েছি শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে আনব।

আলোচনা সভায় আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর দিবসটি আওয়ামী লীগ পালন করে আসছে। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুরাল ভাঙচুর করা হয়েছে। আমরা শপথ করছি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনব। আমি খুব শিগগির আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হব।

https://www.economictimes24.com/article/3304
15/08/2024

https://www.economictimes24.com/article/3304

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরাতে মোটরসাইকেল দুর্ঘটনায় ইনজামুল হক সুমন (৩৪) নামের এক আইনজীবীর মৃত্যু হয়ে....

শরীয়তপুর সুপার সার্ভিস লিঃসকল রোডে গাড়ী ছাড়ার সময়সূচিশরীয়তপুর টু যাত্রাবাড়ীঃ সকাল ৬ টা থেকে রাত ৯.৩০ পর্যন্ত প্রতি ১৫...
31/07/2024

শরীয়তপুর সুপার সার্ভিস লিঃ
সকল রোডে গাড়ী ছাড়ার সময়সূচি

শরীয়তপুর টু যাত্রাবাড়ীঃ সকাল ৬ টা থেকে রাত ৯.৩০ পর্যন্ত প্রতি ১৫ মিনিট পরপর গাড়ি ছাড়া হয়।

যাত্রাবাড়ী টু শরীয়তপুরঃ সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত প্রতি ১৫ মিনিট পরপর গাড়ি ছাড়া হয়।

শরীয়তপুর টু কদমতলীঃ সকাল ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রতি ২০ মিনিট পরপর গাড়ি ছাড়া হয়।

কদমতলী টু শরীয়তপুরঃ সকাল ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রতি ২০ মিনিট পরপর গাড়ি ছাড়া হয়

নড়িয়া টু যাত্রাবাড়ীঃ সকাল ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রতি ৩০ মিনিট পরপর গাড়ি ছাড়া হয়।

যাত্রাবাড়ী টু নড়িয়াঃ সকাল ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রতি ৩০ মিনিট পরপর গাড়ি ছাড়া হয়।

আলুবাজার ফেরিঘাট টু নারায়ণগঞ্জ চাষারাঃ সকাল ৬.৩০ মিনিটে, সকাল ৭.৩০ মিনিটে, বিকেল ৪ টায় ও ৫ টায় নারায়ণগঞ্জ এর উদ্দেশ্যে গাড়ি ছেড়ে যায় ।

নারায়ণগঞ্জ চাষারা টু আলুবাজার ফেরিঘাটঃ সকাল ৭.৩০ মিনিটে, সকাল ৯.৩০ মিনিটে, বিকেল ৪ টায় ও সন্ধা ৬ টায় নারায়ণগঞ্জ থেকে শরীয়তপুরের উদ্দেশ্যে গাড়ি ছেড়ে আসে।

শরীয়তপুর টু ফরিদপুরঃ সকাল ৭ টায় ৮.২০ মিনিট ১১ টায় ও বিকেল ৪.২০ মিনিটে শরীয়তপুর থেকে ফরিদপুরের উদ্দেশ্যে গাড়ি ছাড়া হয়।

ফরিদপুর টু শরীয়তপুরঃ সকাল ৭ টায় ১২ টায় ১ টায় ও বিকেল ৩.৪০ মিনিটে ফরিদপুর থেকে শরীয়তপুর এর উদ্দেশ্যে ছেড়ে আসে।

নড়িয়ায় কৃতিনাশা নদী
06/07/2024

নড়িয়ায় কৃতিনাশা নদী

ঠেলার নাম বাবাজি...
31/01/2024

ঠেলার নাম বাবাজি...

সর্ব সাধারনের জন্য পোষ্টযারা মোটরসাইকেল বা চার চাকার গাড়ী নিয়েঢাকা থেকে নড়িয়া/সখিপুর বা নড়িয়া-সখিপুর থেকে ঢাকা যাবেন। তা...
31/01/2024

সর্ব সাধারনের জন্য পোষ্ট
যারা মোটরসাইকেল বা চার চাকার গাড়ী নিয়ে
ঢাকা থেকে নড়িয়া/সখিপুর বা নড়িয়া-সখিপুর থেকে ঢাকা যাবেন। তারা অবশ্যই শরীয়তপুরের প্রেমতলা ঘুরে যাবেন। নড়িয়া উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, নতুন ব্রিজের কাজ করার সুবিধার্থে ৩১ জানুয়ারি বুধবার থেকে পূর্বের পুরাতন ব্রিজটি ভাঙ্গার কাজ শুরু হয়। তবে যাত্রীদের পারাপারের জন্য বিকল্প ট্রলারের ব্যবস্থা রয়েছে।

যাত্রী পারাপারের জন্য কোন প্রকাশ অর্থ বিনিময় করতে হবে না বলে জানান নড়িয়া উপজেলার নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য। তবে ট্রলারে কেউ মোটরসাইকেল পারাপার করতে চাইলে প্রতিবার তাকে দিতে হবে ১০ টাকা করে।

 #যারা_বই_নিতে_আগ্রহী_তাদের_জন্যশরীয়তপুর জেলার পেশাজীবীদের নিয়ে প্রকাশিত "জ্যোতির্ময়" বইটির জন্য অনেকেই নক করেছেন।সবার প...
23/08/2023

#যারা_বই_নিতে_আগ্রহী_তাদের_জন্য
শরীয়তপুর জেলার পেশাজীবীদের নিয়ে
প্রকাশিত "জ্যোতির্ময়" বইটির জন্য অনেকেই নক করেছেন।
সবার প্রতিষ্ঠানে গিয়ে দেয়া আমার একার পক্ষে সম্ভব না। বইটি যারা নিতে আগ্রহী তারা ২ ভাবে নিতে পারবেন।

১. মতিঝিল দৈনিক গণমুক্তি অফিস থেকে কিংবা
২. কুরিয়ার সার্ভিসের মাধ্যমে।

নোট: অফিসে এসে কেউ নিলে বই এর কোন মূল্য দিতে হবে না। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিলে বই এর মূল্য সহ কুরিয়ার সার্ভিসের টাকা অগ্রিম পরিশোধ করতে হবে।

বইতে যা আছে
১. জেলার ইতিহাস
২. জেলার বিশিষ্ট ব্যক্তিদের তথ্য
৩. বর্তমান সংসদ সদস্যদের তথ্য
৪. জেলা সৃষ্টির পর থেকে সকল রাজনীতিবিদদের তথ্য
৫. জাতীয় রাজনীতিতে নেতৃবৃন্দদের তথ্য
৬. সরকারের উচ্চপদে কর্মরত ব্যক্তিবর্গদের তথ্য
৭. সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপকদের তথ্য
৮. প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের তথ্য
৯. স্বাস্থ্য বিভাগে কর্মরত ব্যক্তিদের তথ্য
১০. পুলিশ প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের তথ্য
১১. ব্যাংক কর্মকর্তাদের তথ্য
১২. সরকারি-বেসরকারি কর্মকর্তা ও তরুণ উদ্যোক্তাদের তথ্য
১৩. জেলার এবং ঢাকার আইন পেশাজীবীদের তথ্য
১৪. ঢাকায় কর্মরত সংবাদকর্মীদের তথ্য
১৫. বিনোদন জগতের তারকা শিল্পীদের তথ্য
১৬. ক্রীড়াঙ্গনে যারা কৃতিত্ব দেখিয়েছেন তাদের তথ্য
১৭. জেলায় কর্মরত প্রশাসনিক কর্মকর্তাদের তথ্য
১৮. স্থানীয় সংবাদকর্মী/ জেলা প্রতিনিধিদের তথ্য

#কমেন্ট বা মেসেজ করতে পারেন অথবা ফোন করুণ এই নাম্বারে 01855-03 14 52. সরাসরি এসেও নিতে পারেন এই ঠিকানায়: হোটেল রহমানিয়া ইন্টারন্যাশনাল কমপ্লেক্স, মতিঝিল, ঢাকা। লিফটের ৫.

শরীয়তপুর নড়িয়া ঘড়িসারেমানসিক অসুস্থ্য ছেলের হাতে মা খুন!জানা যায়, ঘড়িষার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সেলিম মাঝির স্ত্রীকে ...
21/06/2023

শরীয়তপুর নড়িয়া ঘড়িসারে
মানসিক অসুস্থ্য ছেলের হাতে মা খুন!

জানা যায়, ঘড়িষার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সেলিম মাঝির স্ত্রীকে তারই বড় ছেলে (২০) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। বুধবার সন্ধার দিকে এ ঘটনা ঘটায়।

স্থানীয়দের অভিযোগ, এই ছেলের বিরুদ্ধে উগ্রবাদে জড়িত থাকার অভিযোগ রয়েছে। উগ্রবাদী ক‍াজ/ কথা বার্তার বাঁধা দেয়ায় তার মাকে নৃশংশভাবে কুপিয়ে খুন করে।

এর আগে উগ্রবাদী লেখালেখির কারনে র্যাব তাকে ধরে নিয়ে যায়। সেখান থেকে আসার পর ডিপ্রেশনে চলে যায়। পরিবার থেকে জানান, অতিরিক্ত ডিপ্রেশনের কারনেই এমন ঘটনা ঘটিয়েছে।

আহারে জীবন!

20/06/2023

বৃষ্টির সময় টিকটক করতে গিয়ে
বজ্রপাতে আহত ২ নারী

শরীয়তপুরে ছাদে উঠে টিকচক ভিডিও বানাতে গিয়ে বজ্রপাতে আহত হয় দুই নারী।

শরীয়তপুর জেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের ছাদে এই ঘটনা ঘটে। জানা যায় তারা দুজনই শরীয়তপুর ইসলামী চক্ষু হাসপাতের স্টাফ।

মাদারীপুর শিবচরের কুতুবপুর এলাকায় পদ্মা সেতু হাইওয়ে সড়ক থেকে চলন্ত যাত্রীবাহী EMAD বাস খাদে পড়ে মারাত্মক দুর্ঘটনা ঘট...
19/03/2023

মাদারীপুর শিবচরের কুতুবপুর এলাকায়
পদ্মা সেতু হাইওয়ে সড়ক থেকে চলন্ত যাত্রীবাহী EMAD বাস খাদে পড়ে মারাত্মক দুর্ঘটনা ঘটেছে ! ঘটনাস্থলে ১৬ জন নিহত 😭 ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

15/02/2023

শরীয়তপুর জাজিরা উপজেলার বিলাশপুর
ইউনিয়নে ভোররাত থেকে দুপুর পর্যন্ত চলে দু'পক্ষে সংঘর্ষ। এতে ১০ থেকে ১২ জন আহত হয়েছে বলে জানা যায়।

অতি জরুরী পোষ্টনিন্মের আইডির এই ভদ্রলোকের নাম : মাহামুদ গোলাম কিবরিয়া। উনি আমেরিকার  Brooklyn, New York  এ গত জুলাইতে মা...
13/01/2023

অতি জরুরী পোষ্ট
নিন্মের আইডির এই ভদ্রলোকের নাম : মাহামুদ গোলাম কিবরিয়া। উনি আমেরিকার Brooklyn, New York এ গত জুলাইতে মারা গেছেন। আত্নীয় পরিজনের খবর না পাওয়াতে তার মরদেহ এখনো হাসপাতালের এক্সামিন সেন্টারে সংরক্ষিত আছে। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার, জাজিরা থানার, বড় গোপালপুর ইউনিয়নে। কেউ যদি উনাকে চিনে থাকেন তাহলে উনার পরিবারকে নিন্মের নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ রহিল।
এ কে এম মাসুদ :+1 646 289 2775 USA
কাজী হারুন : +1 646 549 4280 USA

শরীয়তপুরে পুত্রকে ত্যাজ্য ঘোষণাশরীয়তপুর জেলা আংঙ্গারিয়া ইউনিয়ন এর বাসিন্দা রাজিব।  #বিশ্ব_নবীহযরত_মোহাম্মদ (সাঃ) কে নিয়ে...
06/10/2022

শরীয়তপুরে পুত্রকে ত্যাজ্য ঘোষণা
শরীয়তপুর জেলা আংঙ্গারিয়া ইউনিয়ন এর বাসিন্দা রাজিব। #বিশ্ব_নবীহযরত_মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করায়, সেই কষ্ট সহ্য করতে না পেরে নিজ সন্তান রাজিব কে আইনি মাধ্যমে #ত্যাজ্যপুত্র ঘোষণা করলেন তার পিতা মোঃ সেলিম মুন্সি (মাস্টার)সেই সাথে রাজিবের শাস্তি দাবি করেন..!

31/08/2022

সততাই কাল হলো এডিসি ইকবাল হোসেনের
ভূমি অধিগ্রহণের ১০ থেকে ১৫ % টাকা চেক প্রাপ্তিদের কাছ থেকে আদায়ে ব্যর্থ হওয়ায় ২৬ দিনের মাথায় শরীয়তপুরের এডিসি (রাজস্ব) ইকবাল হোসেনকে স্ট্যান্ড রিলিজ করা হলো.. এমন সৎ অফিসারদেরই চায় শরীয়তপুরের সাধারণ মানুষ।
ভিডিও সংগ্রহ: সত্য কথা

27/08/2022

২ মানুষ সমান লম্বা পাট
এত ভালো ফলন, এর আগে দেখেনি শরীয়তপুরবাসী
বিস্তারিত দুই চাচার মুখেই শুনুন।
চরভাগা, সখিপুর, শরীয়তপুর। ২৬/০৮/২২

মোঃ সাইফুল হকপুলিশ সুপার, শরীয়তপুর যোগদানের তারিখ- ২৩/০৮/২০২২খ্রিঃ।মোবাইল নং- ০১৩২০১০০৩০০
23/08/2022

মোঃ সাইফুল হক
পুলিশ সুপার, শরীয়তপুর
যোগদানের তারিখ- ২৩/০৮/২০২২
খ্রিঃ।
মোবাইল নং- ০১৩২০১০০৩০০

চরআত্রা, নড়িয়া,শরীয়তপুর
19/07/2022

চরআত্রা, নড়িয়া,শরীয়তপুর

সরু সড়ক শরীয়তপুরবাসির দুঃখ। প্রেমতলায় কীর্তিনাশা নদীর উপর ব্রীজ, জামতলা এবং কাজীরহাট মোড়সহ বেশ কয়েকটি পয়েন্টে দুটি গাড়ী ...
12/07/2022

সরু সড়ক শরীয়তপুরবাসির দুঃখ। প্রেমতলায় কীর্তিনাশা নদীর উপর ব্রীজ, জামতলা এবং কাজীরহাট মোড়সহ বেশ কয়েকটি পয়েন্টে দুটি গাড়ী এক সাথে পাস হতে পারেনা। সদর থেকে পদ্মা সেতুতে আসতেই সময় লাগে দুই ঘন্টারও বেশী। এজন্য পদ্মাসেতুর সুবিধা বঞ্চিত থেকে যাচ্ছে এ এলাকার হাজার হাজার মানুষ।
আজ বিকেল চারটার দিকে শরীয়তপুর থেকে ঢাকা আসার জাজিরার মৌলভীকান্দিতে একটি বাস বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসকে জায়গা দিতে যেয়ে অর্ধেকটা খন্দকে পড়ে যায়। এতে কয়েক কিলোমিটার যানযটের সৃষ্টি হয়। যানযটে প্রায় এক ঘন্টা ধরে শরীয়তপুর সুপার সার্ভিসের একটি বাসে আটকে অাছি। কয় ঘন্টায় ঢাকা ফিরতে পারবো জানিনা।
কোনো মন্ত্রী, এমপিকে দায়ী করবোনা। আমার মনে হয় এর জন্য শুধু আমাদের ভাগ্যই দায়ী! চার লেনের সড়কের জন্য অপেক্ষার প্রহর গুনছে ভুক্তভোগীরা। ঢাকা আসার পথে মৌলভীকান্দি ও জামতলায় জ্যামের কয়েকটি ছবি।
লেখা: Rafiqul Islam Azad

শ্রদ্ধীয় Asadujjaman Arshad ভাইব্যবস্থাপনা পরিচালক, শরীয়তপুর পরিবহন।আপনি আমার ক্যাম্পাসের বড় ভাই, আমার ইউনিট ছাত্রলীগের ...
08/07/2022

শ্রদ্ধীয় Asadujjaman Arshad ভাই
ব্যবস্থাপনা পরিচালক, শরীয়তপুর পরিবহন।
আপনি আমার ক্যাম্পাসের বড় ভাই, আমার ইউনিট ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক।

ছাত্রলীগের অগ্রজ হিসেবে বিনয়ের সাথেই জিজ্ঞাস করতে চাই, শরীয়তপুর আন্তঃজেলা বাস মালিক সমিতির অনুমোদিত আপনাদের "শরীয়তপুর পরিবহন" ঈদ উপলক্ষে যে শরীয়তপুরের সাধারন মানুষদের ভোগান্তিতে রেখে ভাঙ্গা-ফরিদপুরের মানুষকে সার্ভিস দিচ্ছে! এটা কিভাবে দেখছেন ভাই?

নিজ জেলার নামে একটা পরিবহন! কোম্পানী আপনার, কিন্তু এটার সাথে জড়িয়ে আছে আমাদের ইমোশনও। আর আমাদের ইমোশন নিয়ে খেইলা সার্ভিস দিচ্ছেন ভাঙ্গা! কেনো ভাই? আপনাদের প্রমোট তো আমরাই করেছি, পজিটিভ রিভিউও দিয়েছি। তাহলে কোন লোভে পড়ে আপনারা বিগত দিনের রেপুটেশনটা নষ্ট করলেন ভাই?

শরীয়তপুর সদরের কথা বলতে পারি না, কারন সেখানে রাজনৈতিক জটিলতা আছে অনেক। কিন্তু ভাই
"জাজিরা-কাজির হাটের" যাত্রী তথা সাধারন মানুষের মন থেকে উইট্টা যাইয়েন না। তাইলে রুট চেঞ্জ করাও লাগতে পারে।

আবার গতকাল দেখলাম, নির্ধারিত ভাড়ার চেয়ে ভাড়া কেনো বেশি নেওয়া হচ্ছে? এই প্রশ্ন করায় এটিএন বাংলার শরীয়তপুর জেলা প্রতিনিধি কে মারধর করেছে আপনার স্টাফরা! ওরা এতো সাহস কোথায় পেলো? ওদের দৌড়াত্ন কতোটুকু তা বলে দিবেন, শিখাইয়া ও দিবেন কিভাবে যাত্রীদের সাথে ব্যবহার করতে হয়। তাদের এটাও বলে দিবেন, সারা বছর কিন্তু ঈদ না, কাজেই এতো যাত্রীও তখন থাকবে না। ভালো ব্যবহার/ভালো সার্ভিসেই কিন্তু যাত্রী বৃদ্ধির মূলমন্ত্র!

তাই বড় ভাইয়ের প্রতি ছোট ভাইয়ের অনুরোধ থাকবে, আপনাদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনুন! আমাদের ভালোবাসায় বেধে রাখুন।

লিখেছেন: আরিফুল ইসলাম হিমেল

অতিরিক্ত ভাড়া নেয়ায় ৫টি পরিবহণকে জরিমানাঢাকা থেকে ঘরমুখো মানুষের কাছে দ্বিগুন পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ প্রমানি...
08/07/2022

অতিরিক্ত ভাড়া নেয়ায় ৫টি পরিবহণকে জরিমানা
ঢাকা থেকে ঘরমুখো মানুষের কাছে দ্বিগুন পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ প্রমানিত হওয়ায় ৫ টি পরিবহনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে শরীয়তপুর জেলা প্রশাসন।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শরীয়তপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক পারভেজ হাসান ও পুলিশ...
05/07/2022

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী
শেখ হাসিনার সাথে শরীয়তপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক পারভেজ হাসান ও পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান।

Address

Rajarbag

Alerts

Be the first to know and let us send you an email when শরীয়তপুর পরিক্রমা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শরীয়তপুর পরিক্রমা:

Videos

Share

Nearby media companies


Other News & Media Websites in Rajarbag

Show All