Bdnewstoday71

Bdnewstoday71 We are the new news media, we want to provide update and right information to you all
(1)

27/09/2022

* মাত্র ৫ বছর বয়সে তিনি বাবাকে হারান
* ১৬ বছর বয়সে স্কুল থেকে ঝড়ে পড়েন
* ১৭ বছরের মাথায় মোট ৪ বার চাকরী হারিয়েছিলেন
* ১৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন
* ১৯ বছর বয়সে তিনি বাবা হন
* ২০ বছর বয়সে তার স্ত্রী তাঁকে ফেলে রেখে চলে যায় আর কন্যা সন্তানটিকেও নিয়ে যায় সাথে
* সেনাবাহিনীতে যোগদান করেন এবং সেখানে ব্যর্থ হন
* ইনস্যুরেন্স কোম্পানীতে যোগদান করেন এবং সেখানেও সফলতার দেখা পান নি
* নিজের মেয়েকে নিজেই অপহরণ করতে গিয়েছিলেন এবং সেখানেও ব্যর্থ হন
* চাকরী নিয়েছিলেন রেললাইনের কন্ডাকটর হিসেবে, সুবিধে করতে পারেন নি
* অবশেষে এক ক্যাফেতে রাধুনীর চাকুরী নেন
* ৬৫ বছর বয়সে তিনি অবসরে গিয়েছিলেন।
* অবসরে যাবার প্রথম দিন সরকারের কাছ থেকে ১০৫ ডলারের চেক পেয়েছিলেন।
* তাঁর কাছে মনে হয়েছিল জীবন তাঁর মূল্যহীন
* আত্মহত্যা করবার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
* এরপর একটী গাছের নিচে বসে জীবনে কি কি অর্জন করেছেন তাঁর একটা লিস্ট বানাতে শুরু করলেন।
* হঠাত তাঁর কাছে মনে হল জীবনে এখনো অনেক কিছু করবার বাকি আছে আর তিনি বাকি সবার চাইতে একটি জিনিসের ব্যাপারে বেশি জানেন- রন্ধনশিল্প
* তিনি ৮৭ ডলার ধার করলেন সেই চেকের বিপরীতে আর কিছু মুরগী কিনে এনে নিজের রেসিপি দিয়ে সেগুলো ফ্রাই করলেন।
* এরপর Kentucky তে প্রতিবেশীদের দ্বারে দ্বারে গিয়ে সেই ফ্রাইড চিকেন বিক্রি করা শুরু করলেন!
* জন্ম নিল KENTUCY FRIED CHICKEN তথা KFC র...

* ৬৫ বছর বয়সে তিনি দুনিয়া ছাড়তে চেয়েছিলেন আর ৮৮ বছর বয়সে এসে Colonel Sanders বিলিওনার বনে গিয়েছিলেন।

* স্মরণীয় হয়ে আছেন KFC এর প্রতিষ্ঠাতা হিসেবে!
-----হতাশ হবার কিছু নেই, আপনার হাতে এখনো অনেক সময় আছে বিলিওনার হবার...শুধু চেষ্টাটি প্রয়োজন!❤

02/09/2022

কেউ খাবার যোগাতে কাজের সন্ধানে দৌড়াচ্ছে, আবার কেউ অতিরিক্ত খেয়ে, খাবার হজমের জন্য দৌড়াচ্ছে.

গভীর রাতে কারো পাজেরো গাড়ি থামছে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে!
কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে!

কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি? কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে চলছে.

কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে. কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে!

কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছেনা!
কেউ পেঁয়াজ, কাঁচামরিচ কচলিয়ে গোগ্ৰাসে ভাত গিলছে.

কারো দামি খাটে শুয়েও আবার ঘুমের ওষুধ খেতে হচ্ছে! কেউ আবার হিমেল হাওয়ায়,রাস্তায়,ওভার ব্রিজে অঘোরে ঘুমোচ্ছে.

কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়তে ইচ্ছে করছেনা.
কেউ পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে!

কেউ বিলাস বহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলোনা! এতো সম্পত্তি রাখতে পারবেতো?
কেউ পায়ে হেঁটে পথ চলছে, মনে মনে ভাবছে সন্তানতো মানুষ করতে পেরেছি! আল্লাহ চাইলে, ওরাই জীবনটা এখন গড়ে নিবে.

সত্যিই নানান রঙের মানুষ, নানান রঙের স্বপ্নের ঘুড়ি...!
তবে শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটি।
©

02/09/2022

শাক সবজির ইংরেজী নাম:

শাক সবজি (Vegetables)
গোল আলু – Potato (পটেটো)
টমেটো – Tomato (টম্যাটো)
গোল/তাল বেগুন – Brinjal (ব্রিনজাল)
লম্বা বেগুন – Eggplant (এগপ্লান্ট)
করলা – Balsam Apple (বোলসাম এ্যাপেল)
পটল – Pointed gourd (পয়েন্টেড গোর্ড)
লাউ/কদু – Bottle Gourd (বটল গোর্ড)
মটর শুঁটি – Green Pea(গ্রীন পী)
কাঁচা পেঁপে – Green Papaya (গ্রীন পাপ্যায়া)
কাঁকরোল – Sweet Bitter Gourd (সুইট বিটার গোর্ড)
শসা – Cucumber (কিউকাম্বার)
গাঁজর – Carrot (ক্যারট)
ফুলকপি – Cauliflower (কলি ফ্লাওয়ার)
মুলা – Radish (র‍্যাডিস)
ঝিংগে – Rige Gourd (রিজ গোর্ড)
চাল কুমড়া – Green Cucumber (গ্রীন কিউকাম্বার)
মিষ্টি আলু – Sweet Potato (সুইট পটেটো)
সাজনা – Drum Stick (ড্রাম স্টিক)
বরবটি – Asparagus Bean (অ্যাস্প্যারাগাস বিন)
চিচিংগা/চিচিংগা – Snake Gourd (স্নেক গোর্ড)
মিষ্টি কুমড়া – Pumpkin (পামকিন)
কাঁচা কলা – Green Banana (গ্রীন ব্যানানা)
পুঁই শাক – Basil (বেসিল)
পালং শাক – Spinach (স্পিনাজ)
কচু – Arum (অ্যারাম)
কচুর লতি – Arum (অ্যারাম)
Arum-lobe কচুর লতি।
সিম – Bean (বিন)
ঢেঁড়স – Lady’s Finger (লেডিস ফিংগার)
কচুর ছড়া – Arum (অ্যারাম)
কলার মোচা – Plantain Flower (প্লান্টেইন ফ্লাওয়ার)
কলমি শাক – Bindweed (বাইন্ডউইড)
শালগম – Turnip (টারনিপ)
লাল শাক – Read Leafy (রেড লিফি)
Cress হেলেঞ্চা শাক।
বাঁধাকপি – Cabbage (ক্যাবেজ)
মাশরুম – Mushroom (মাশরুম)
ভূট্টা – Maize (মেইজ)
শিমলা মরিচ – Capsicum (ক্যাপ্সিকাম)
পেঁয়াজ – Onion (অনিয়ন)
রসুন – Garlic (গার্লিক)
আদা – Zinger (জিনজার)
হলুদ – Turmeric (টার্মারিক)
মরিচ – Red Chili (রেড চিলি)
ধনে পাতা – Coriander (করিয়্যান্ডার)
পুদিনা পাতা – Mint (মিন্ট)
লেবু – Lemon (লেমন)
কাঁচা মরিচ – Green Chili (গ্রীন চিলি)
Zucchini ধুন্দুল।
Leek পেঁয়াজ পাতা।
Grum ছোলা।
Lentils মসুর ডাল।
Lettuce লেটুসপাতা।
Drum-stick সজনে।
Eggplant সাদা বেগুন।

বাসের রুটটা দেখে অবাক হবেন না। একসময় কোলকাতা থেকে দিল্লি হয়ে লন্ডন যাওয়া যেত বাসে করে। তখন বিশ্বের সবচেয়ে বড় বাস রুট ছিল...
30/08/2022

বাসের রুটটা দেখে অবাক হবেন না। একসময় কোলকাতা থেকে দিল্লি হয়ে লন্ডন যাওয়া যেত বাসে করে। তখন বিশ্বের সবচেয়ে বড় বাস রুট ছিল কোলকাতা টু লন্ডন ভায়া দিল্লি। কোন ভারতীয় বা ব্রিটিশ কোম্পানি না, অস্ট্রেলিয়ার সিডনি শহরের #অ্যালবার্ট_ট্যুর_কোম্পানি এই বাস চালাতো। প্রায় ২৫ বছর ধরে চলে এই বাস সার্ভিস।

১৯৫০ সালের প্রথম পর্যন্ত এই বাস সার্ভিস চালু ছিল। এই বাসের ভাড়া কোলকাতা থেকে লন্ডন ৮৫ পাউন্ড থেকে ১৪৫ পাউন্ড ছিল। বাস কোলকাতা ধর্মতলা থেকে ছেড়ে বেনারস, এলাহাবাদ, আগ্রা, দিল্লি,লাহোর, রাওয়ালপিন্ডি, কাবুল, কান্ধাহার, তেহরান, ইস্তানাবুল, যুগোস্লাভিয়া, বুলগেরিয়া হয়ে ইংল্যান্ড পৌছাত।এই রুটটি হিপ্পি রুট নামেও পরিচিত। খবরে বলা হয়েছে, লন্ডন থেকে বাসটি কলকাতায় পৌঁছাতে প্রায় ৫০ দিন সময় লেগেছিল।
এই রাস্তা কমবেশি ২০৩০০ কিমি ছিল। ১১টি দেশ পার করে অবশেষে লন্ডন পৌছানো যেত।
#সংগৃহীত

London–Calcutta bus service

The bus service from London, England to Calcutta, India (now Kolkata) is considered to be the longest bus route in the world. The service, which was started in 1957, was routed to India via Belgium, Yugoslavia and North Western India.This route is also known as the Hippie Route. According to the reports, it took about 50 days for the bus to reach Calcutta from London. The voyage was over 10,000 miles (16,100 km) one way and 32669 km (20300 miles) for the round trip. It was in service until 1976. The cost of the trip one-way was £85 in 1957 and £145 in 1973. This amount includes food, travel and accommodation.

Route

The bus service was operated by Albert Travel.The maiden travel began in London on April 15, 1957. The first service ended on June 5 in Kolkata. That is, it takes about 50 days to complete the journey. The countries the bus traveled during its journey: from England to Belgium, and from there to India via West Germany, Austria, Yugoslavia, Bulgaria, Turkey, Iran, Afghanistan, Pakistan and North Western India. After entering India, it eventually reached Calcutta via New Delhi, Agra, Allahabad and Banaras.

Facilities on the bus

The trip was equipped with reading facilities, separate sleeping bunks for everyone, and fan-operated heaters. There was a kitchen with all equipment and amenities. There was a forward observation lounge on the upper deck of the bus. The trip was more like a tour than just a trip. The bus provided radio and music system for parties. It had time to spend at major tourist destinations along the way, including Banaras and the Taj Mahal on the banks of the Yamuna. Shopping was also allowed in Tehran, Salzburg, Kabul, Istanbul and Vienna.

Later history

After some years the bus met with an accident and became unusable. Later the bus was purchased by Andy Stewart, a British traveler. He rebuilt it to be a double-decker mobile home, which marked the beginning of the bus's next journey. The double-decker was renamed as Albert and was traveled from Sydney to London via India on October 8, 1968. It took about 132 days for the bus to reach London. Albert Tours was a company based in England and Australia and it operated on London–Calcutta–London and London–Calcutta–Sydney routes.

The bus reached India through Iran and then it traveled to Singapore through Burma, Thailand and Malaysia. From Singapore, the bus was transported to Perth in Australia by ship, and from there it traveled by road to Sydney. The charge for this service from London to Calcutta was £145. The service had all the modern facilities as before. The bus service was discontinued in 1976 due to the problems in Iran and the escalation of tensions between Pakistan and India.It is reported that the Albert Tours completed about 15 trips between Kolkata to London and again from London to Sydney, before the service ended permanently.

https://lm.facebook.com
01/07/2022

https://lm.facebook.com

২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা দশে স্থান করে নিয়েছিলেন উপমা বিশ্বাস। অর্জন কর...

http://bdnewstoday71.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%...
18/06/2022

http://bdnewstoday71.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6-%e0%a6%93-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/

বিশিষ্ট রাজনীতিবিদ ও প্রযোজক এ্যাড. শাহিদা রহমান রিংকু’র জন্মদিন পালিত স্টাফ রিপোর্টার:বিশিষ্ট রাজনীতিবিদ ও প্.....

মোঃ আসতম আলী মাদবর (হাসু) বড় গোপালপুর ইউপির ৩নং ওয়ার্ডকে উন্নত সমৃদ্ধ মডেল ওয়ার্ডে রুপান্তরিত করতে চানশরীয়তপুর প্রতি...
04/06/2022

মোঃ আসতম আলী মাদবর (হাসু) বড় গোপালপুর ইউপির ৩নং ওয়ার্ডকে উন্নত সমৃদ্ধ মডেল ওয়ার্ডে রুপান্তরিত করতে চান

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলার বড় গোপালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ডের মেম্বার (সদস্য) পদে জনগণের মনোনীত প্রার্থী হয়েছেন, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, গরিব দুঃখী মেহনতী মানুষের বন্ধু, সৎ, যোগ্য ও জনপ্রিয় ব্যক্তিত্ব মোঃআসতম আলী মাদবর (হাসু)। তিনি ফুটবল মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

তিনি এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি ওয়ার্ড বাসীর কাছে সালাম পৌছে দিচ্ছেন । তিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। এর আগে তিনি জনপ্রতিনিধি না হয়েও ৩ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন। সকল দূর্যোগে বিপদে আপদে পাশে থেকেছেন। তাই আগামী ৫ বছরও মেম্বার হিসেবে এই ওয়ার্ড বাসীর পাশে থাকতে চান। এই জন্য তিনি বিজয়ী হওয়ার লক্ষে ব্যাপক গনসংযোগ করে চলছেন।

এসময় তিনি বলেন, সারাজীবন মানুষের কল্যাণে কাজ করতে চাই। আমি এই ৩ নং ওয়ার্ডবাসীর সুখে-দুঃখে সবসময় পাশে ছিলাম, আছি ও থাকবো। যদি সুষ্ঠভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে আমি বিপুল ভোটে মেম্বার (সদস্য) নির্বাচিত হবো, ইনশাআল্লাহ। আর নির্বাচিত হলে এই ৩ নং ওয়ার্ডকে একটি উন্নত সমৃদ্ধ মডেল ওয়ার্ডে রুপান্তরিত করবো। আপনারা আমার জন্য দোয়া ও আশির্বাদ করবেন।

ময়না বিবি পূর্ব  নাওডোবা ইউপির ১, ২, ৩নং ওয়ার্ডকে উন্নত সমৃদ্ধ মডেল ওয়ার্ডে রুপান্তরিত করতে চান শরীয়তপুর প্রতিনিধি: ...
03/06/2022

ময়না বিবি পূর্ব নাওডোবা ইউপির ১, ২, ৩নং ওয়ার্ডকে উন্নত সমৃদ্ধ মডেল ওয়ার্ডে রুপান্তরিত করতে চান

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১, ২, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে মেম্বার পদে জনগণের মনোনীত প্রার্থী হয়েছেন, সমাজ সেবিকা, শিক্ষানুরাগী, গরিব-দুঃখী-মেহনতী মানুষের আস্থার প্রতিক ও নারীনেত্রী ময়না বিবি। তিনি বক মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।
তিনি এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি ওয়ার্ড বাসীর কাছে সালাম পৌছে দিচ্ছেন । তিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। এর আগে তিনি জনপ্রতিনিধি না হয়েও ১, ২, ৩ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন। সকল দূর্যোগে বিপদে আপদে পাশে থেকেছেন। তাই তিনি আগামী ৫ বছর মেম্বার হিসেবে এই ওয়ার্ড বাসীর পাশে থাকতে চান। এই জন্য তিনি বিজয়ী হওয়ার লক্ষে ব্যাপক গনসংযোগ করে চলছেন। তার আত্মীয়-স্বজন ও শুভাকাংখীরাও গনসংযোগ করে চলছেন।

এসময় তিনি বলেন, সারাজীবন মানুষের কল্যাণে কাজ করতে চাই। আমি এই ওয়ার্ডবাসীর সুখে-দুঃখে সবসময় পাশে ছিলাম, আছি ও থাকবো। যদি সুষ্ঠভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে আমি বিপুল ভোটে মেম্বার (সদস্য) নির্বাচিত হবো, ইনশাআল্লাহ। আর নির্বাচিত হলে এইসব ওয়ার্ডকে একটি উন্নত সমৃদ্ধ মডেল ওয়ার্ডে রুপান্তরিত করবো। আপনারা আমার জন্য দোয়া ও আশির্বাদ করবেন।

02/06/2022

মোহাম্মদ আলী মৃধা পূর্ব নাওডোবা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডকে উন্নত সমৃদ্ধ মডেল ওয়ার্ডে রুপান্তরিত করতে চান

02/06/2022

মোঃ মজিবুর রহমান মাতবর পূর্ব নাওডোবা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের জনগণের কল্যাণে কাজ করতে চান।

31/05/2022

মোঃ নাসির সরদার চিতলিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডকে উন্নত সমৃদ্ধ মডেল ওয়ার্ডে রুপান্তরিত করতে চান

31/05/2022

মোঃ ফিরোজ সরদার চিতলিয়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের জনগণের কল্যাণে সর্বদা কাজ করতে চান

আনিছ উদ্দিন মোল্লা  চিতলিয়া ইউপিকে একটি পরিকল্পিত  আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান শরীয়তপুর জেলার  শরীয়তপুর সদর উপজেলা...
31/05/2022

আনিছ উদ্দিন মোল্লা চিতলিয়া ইউপিকে একটি পরিকল্পিত আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান

শরীয়তপুর জেলার শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ডের মেম্বার পদে জনগণের মনোনীত প্রার্থী হয়েছেন, বিশিষ্ট সমাজ সেবক, ব্যবসায়ী, শিক্ষানুরাগী, গরিব দুঃখী মেহনতী মানুষের বন্ধু ও জনপ্রিয় ব্যক্তিত্ব আনিছ উদ্দিন মোল্লা। তিনি জনতার দোয়া ও আশির্বাদে ফুটবল মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

তিনি এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থণা করছেন। তিনি অতীতে চিতলিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। তিনি ও তার পরিবারের সদস্যরা সকল দূর্যোগে বিপদে আপদে মানুষের পাশে থেকেছেন। তাই তিনি আগামী ৫ বছর মেম্বার হিসেবে এই ইউনিয়ন বাসীর পাশে থাকতে চান। এই জন্য তিনি বিজয়ী হওয়ার লক্ষে ব্যাপক গণসংযোগ করে চলছেন। এছাড়াও তার পরিবারের সদস্য সহ শুভাকাংখীরাও গণসংযোগ করে চলছেন।

এব্যাপারে আনিছ উদ্দিন মোল্লা বলেন, আমি সারাজীবন চিতলিয়া ইউনিয়ন বাসীর জন্য কাজ করতে চাই। আমি এই ইউনিয়ন বাসীর সুখে-দুঃখে সবসময় পাশে ছিলাম, আছি ও থাকবো। আশাকরি উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য জনগণের ভোটে আমি বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হবো, ইনশাআল্লাহ। আমি এই ইউনিয়ন’কে একটি পরিকল্পিত আদর্শ ইউনিয়ন গড়ে তুলতে চাই। এই জন্য সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছি।

30/05/2022

আল্লাহ্ ভরসা

23/05/2022

গাথুনী এবং প্লাস্টারের হিসাব(টাইমলাইনে রেখে দিন)
গ্রুপের সাথেই থাকি প্রয়োজনীয় কিছু শিখি👆
১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।
০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।
গাথুনী এর প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়।
নিচের ছলিং এ প্রতি ০১’ (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে।পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।সিএফটি অর্থাৎ ঘনফুট।
এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।* ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।
* ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
* প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
* মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)
মসলাসহ = (১০”*৫”৩”)10 mm =1 cm
100 cm = 1 m (মিটার)Convert
1″ = 25.4 mm
1″ = 2.54 cm
39.37″ = 1 m
12″ = 1′ Fit
3′ = 1 Yard (গজ)
1 Yard = 36″
72 Fit = 1 bandil.
রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি
10 mm = 0.616 kg/m = 3 suta
12 mm = 0.888 kg/m = 4 suta
16 mm = 1.579 kg/m = 5 suta
20 mm = 2.466 kg/m = 6 suta
22 mm = 2.983 kg/m = 7 suta
25 mm = 3.854 kg/m = 8 suta
রডের ওজন
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।
উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ।আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . . .
8 mm -7 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet – 1 kg
16 mm -2.15feet -1kg

22/04/2022

বাংলাদেশ নিয়ে
এ সব তথ্য সকলের জানা উচিৎ।।

আয়তন: ১,৪৭,৫১০ বর্গ কি:মি
✪বাংলাদেশ' নামকরণ করা হয়: ১৯৬৯ সালের
৫ডিসেম্বর
✪রাষ্ট্রীয় নাম: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ
✪ইংরেজি নাম: The people's Republic of Bangladesh.
✪বিজয় লাভ: ১৯৭১ সালের ১৬ ডিসেস্বর
✪স্বাধীনতা ও জাতীয় দিবস: ২৬ মার্চ
✪বিজয় দিবস: ১৬ ডিসেস্বর
✪উপনিবেশ ছিল: প্রথমে যুক্তরাজ্যের কাছে
(১৭৫৭-১৯৪৭) এবং পরে পাকিস্তানের কাছে
(১৯৪৭-১৯৭১)
✪স্বাধীনতা লাভ: পাকিস্তানের কাছ থেকে।
✪জাতিসংঘের সদস্য পদ লাভ: ১৯৭৪ সালের ১৭
সেপ্টেম্বর (২৯তম অধিবেশনে)
✪রাজধানী: ঢাকা
✪বানিজ্যিক রাজধানী: চট্টগ্রাম
✪রাষ্ট্রভাষা: বাংলা (৯৮শতাংশ)
✪সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়: মুসলিম (৯০.৩৯%), হিন্দু
(৮.৫৪%), বৌদ্ধ (০.৬২%), খ্রিষ্টান (০.৩১%) ও অন্যান্য
(০.১৪%)
✪সরকার পদ্ধতি: সংসদীয় পদ্ধতির সরকার
✪আইন সভা: জাতীয় সংসদ
✪স্থানীয় সময়: গ্রিনিচ মান সময় ৬+ ঘন্টা
✪জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য প্রেরণে : ২য়
✪মোট উপজাতি ৪৮ টি
✪জাতীয় সংসদের মোট আসন : ৩৫০ টি (নির্বাচিত
৩০০টি এবং সংরক্ষিত মাহিলা আসন ৫০টি)
✪জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে : ১১ বার
✪আবহাওয়া কেন্দ্র : ৪টি
✪আবহাওয়া স্টেশন : ৩৫টি
✪এভারেস্ট জয়ী দেশ : ৬৭ তম
✪ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য : ৩টি (ষাট গম্বুজ
মসজিদ, পাহাড়পুর বৌদ্ধ বিহার ও সুন্দরবন)
✪প্রশাসনিক বিভাগ : ৮টি (সর্বশেষ ময়মনসিংহ)
✪জেলা : ৬৪টি
✪সিটি কর্পোরেশন : ১২টি (১২ তম ময়মনসিংহ সিটি
কর্পোরেশন)
✪পৌরসভা : ৩২৮টি
✪উপজেলা: ৪৯২ টি
✪থানা : ৬৫০ টি
✪ইউনিয়ন : ৪৫৬২ টি
✪গ্রাম: ৮৭১৯১ টি
✪আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান: ৯৪ তম
✪ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র: ৪ টি
✪নদী বন্দরের জন্য সতর্ক সংকেত: ৪টি
✪সমুদ্র বন্দরের জন্য সতর্ক সংকেত: ১১টি
✪উপকূলীয় জেলা: ১৯টি
✪বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য: ৫টি
✪বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের
জেলা: ৮টি
✪জনসংখ্যায় বিশ্বে অবস্থান: ৮ম
✪জনসংখ্যায় এশিয়া মহাদেশের মধ্যে অবস্থান: ৫ম
✪জনসংখ্যায় দক্ষিণ এশিয়ার মধ্যে অবস্থান: ৩য়
✪জনসংখ্যায় মুসলিম বিশ্বে অবস্থান: ৪থ
✪সীমান্তবর্তী দেশ: ২টি (ভারত, মায়ানমার)
✪আদমশুমারি হয়েছে: ৫বার
✪মুক্তিযুদ্ধের সেক্টর সংখ্যা: ১১টি
✪নিবন্ধিত রাজনৈতিক দল: ৪১টি
✪ভূ-উপগ্রহ কেন্দ্র: ৪টি
✪অভিন্ন নদীর সংখ্যা: ৫৭টি
✪আন্তর্জাতিক মানের নদী: ১টি (পদ্মা)
✪সরকারি নোট: ৩টি (১টাকা, ২টাকা ও ৫ টাকা)
✪ব্যাংক নোট: ৬টি (১০

09/04/2022

😆🤣

হিন্দু মা ও ছেলের কিছু কথোপকথন।
🙄ছেলে = মা তাজমহল এতো সুন্দর তাজমহল আমরা বানিয়েছি তাই না ???
😥 মা = জ্বী না , যিনি বানিয়েছিলেন উনার নাম শাজাহান বাদশা , উনি মুসলিম ছিলেন ।
ছেলে = ওহ । আচ্ছা তাহলে কুতুবমিনার নিশ্চয়ই আমরা বানিয়েছি ???🙄
মা= জ্বী না । উনিও মুসলিম ছিলেন । উনার নাম কুতুবুদ্দিন আইবক ।😥
ছেলে = । তাহলে লালকেল্লা নিশ্চয়ই আমরা বানিয়েছি ??🙄
মা = না । ওটাও মুসলিম শাসকরা বানিয়েছে ।🤧
ছেলে = তাহলে পুরাতন কেল্লা আমরা বানিয়েছি ??🙄
মা= না। পুরাতন কেল্লা মুসলিমরা বানিয়েছে ।😔
ছেলে =তাহলে চারমিনার নিশ্চয়ই আমরা বানিয়েছি😕
মা= না। চারমিনার মুসলিম শাসকরা বানিয়েছে।😟
ছেলে = মা আমি শুনেছি ভারত প্রথম মিসাইল তৈরি করেছিল , মিসাইল হিন্দু শাষকরা বানিয়েছে তাই না😀
মা= না । ভারতে প্রথম মিসাইল আবিষ্কার করেছিলেন টিপু সুলতান । উনিও মুসলিম।😪
ছেলে= মা আমি শুনেছি ভারতের সবচেয়ে বড় ও পুরাতন রোড গ্ৰান্ড ট্রাঙ্ক রোড ।
প্রায় ৩০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ।
আচ্ছা মা সেটা তো আমরা বানিয়েছি ??😌
মা=না । গ্ৰান্ড ট্রাঙ্ক রোড আমরা বানায়নি ।
গ্ৰান্ড ট্রাঙ্ক রোড একজন মুসলিম শাসক বানিয়েছি , উনার নাম শের শাহ 🙁
ছেলে = তাহলে মোঙ্গলদের সাথে যুদ্ধ আমরা করেছি , তাই না ?? 🤗
মা = না । আলাউদ্দিন খলজি মোঙ্গলদের সাথে যুদ্ধ করেছেন । সেই যুদ্ধে আলাউদ্দিন খলজি যদি পরাজিত হতো , তাহলে আজ ভারত ধ্বংস হয়ে যেতো ।😟
ছেলে = আচ্ছা তাহলে হাজারদোয়ারি পেশেস নিশ্চয়ই আমরা বানিয়েছি ??😲
মা = না বেটা । ওটাও মুসলিম শাসকরা বানিয়েছে।😔
ছেলে = আচ্ছা তাহলে মুঘল সাম্রাজ্য আমাদের ছিল, তাই না ???😯
মা = না । মুঘল সাম্রাজ্য মুসলিমদের সাম্রাজ্য ছিল ।😒
ছেলে = আচ্ছা জয় হিন্দ , এই শব্দটি আমরা প্রথম তৈরি করেছিলাম , তাই না ??🤤
মা = না । ওটাও একজন মুসলিম প্রথম বলেছিল ।😢
ছেলে = আচ্ছা মা , সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তান হামারা , এই শব্দটি আমরা প্রথম বলেছিলাম , তাই না ??? 🙂
মা = না , ওটা একজন মুসলিম কবি লিখেছিলেন । উনার নাম ইকবাল ।😢
ছেলে = আচ্ছা তাহলে ভারতের পতাকা আমরা বানিয়েছি, তাই না ???😯
মা = হ্যাঁ , তবে বলতে গেলে না । ভারতের পতাকা পিঙ্গলি ভেনকায়া তৈরি করলেও , তো
উনার তৈরি করা পতাকাকে স্বীকৃতি দেওয়া হয়নি ।
ভারতের পতাকার Latest Update করেছিলেন একজন মুসলিম মেয়ে । উনার নাম সুরিয়া তৌওবজি , উনার বাড়ি হায়দ্রাবাদে ।😞
ছেলে = তাহলে প্রথম Satellite launch করেছিলাম আমরাই,তাই না মা ???😀
মা = জ্বী না । ভারত অনেক বার Satellite launch করেছিল , কিন্তু প্রতিবারই Failed হয়েছে ।
তারপর APJ. Abdul Kalam Azad প্রথম Successful ভাবে Satellite launch করেছিল ।😤😖
উনি না থাকলে আজ ভারত Satellite launch করতে পারতো না । 😭
ছেলে = তাহলে Nuclear weapons নিশ্চয়ই আমরা বানিয়েছি ???😡
মা = না । Nuclear weapons একজন মুসলিম আবিষ্কার করেছে ।
উনার নাম APJ Abdul Kalam Azad । 😭
উনি Nuclear weapons তৈরি না করলে আজকে চীন ও পাকিস্তান মিলে আমাদের আদর করতো ।😱
ছেলে = ব্রিটিশদের বিরুদ্ধে ভারত ছোড়ো আন্দোলন প্রথম আমরা করেছিলাম তাই না ??😨
মা = না । ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলন শুরু করেছিল টিপু সুলতান ।😭

তাইলে আমরা কি করছি????? 😤
গোমুত্র পান করছি আর কি ?? 😭 এইবার থাম,

💞 অন্ধকারাচ্ছন্ন ইতিহাসের দুনিয়া থেকে বের হয়ে সত্যেকে জানুন 💙

সংগ্রহীত ও পরিমার্জিত

20/03/2022
১০০ বছর আগে সিরাজগঞ্জ রেলওয়ে  Station এর ছবি
19/03/2022

১০০ বছর আগে সিরাজগঞ্জ রেলওয়ে Station এর ছবি

01/02/2022

মোঃ আবদুল সোবাহান খান চিকন্দী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার হিসেবে বিজয়ী হওয়ার পর--

চিকন্দী ইউনিয়নে ৯ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ আমলগীর ঢালী
31/01/2022

চিকন্দী ইউনিয়নে ৯ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ আমলগীর ঢালী

29/01/2022

জয়নাল বয়াতি নাওডোবা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের জনগণের কল্যাণে কাজ করতে চান

29/01/2022

মোঃ গোলাম মোস্তফা হাওলাদার নাওডোবা ইউনিয়ন পরিষদকে একটি পরিকল্পিত আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান

27/01/2022

জাজিরা উপজেলার জাজিরা ইউনিয়ন পরিষদকে আব্দুর রহমান হাওলাদার একটি পরিকল্পিত আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান

27/01/2022

বি. এম. লুৎফর রহমান নাওডোবা ইউনিয়ন পরিষদের জনগণের কল্যাণে সারা জীবন কাজ করতে চান

27/01/2022

নূর মোহাম্মদ মৃধা বড়কান্দি ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের জনগণের কল্যাণে সর্বদা কাজ করতে চান

27/01/2022

বড়কান্দি ইউনিয়ন পরিষদকে শফি উদ্দিন আহম্মেদ খলিফা একটি পরিকল্পিত আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান

26/01/2022

হাজী মোঃ দেলোয়ার সরদার নাওডোবা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের জনগণের কল্যাণে কাজ করতে চান

26/01/2022

মোঃ কামাল বেপারী নাওডোবা ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের জনগণের পাশে থেকে তাদের জন্য কল্যাণকর কাজ করতে চান

26/01/2022

মোঃ আবু সাঈদ গোমস্তা নাওডোবা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডকে উন্নত সমৃদ্ধ মডেল ওয়ার্ডে রুপান্তরিত করতে চান

26/01/2022

আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম হাওলাদার নাওডোবা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের জনগণের কল্যাণে কাজ করতে চান

25/01/2022

হানিফ মোল্যা সেনেরচর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডকে উন্নত সমৃদ্ধ মডেল ওয়ার্ডে রুপান্তরিত করতে ও সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে যেতে চান

25/01/2022

মোঃ শাহীন মাদবর সেনেরচর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের জনগণের কল্যাণে সারাজীবন কাজ করে যেতে চান

24/01/2022

মোঃ মনির খাঁ জাজিরা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের জনগনের পাশে থাকতে চান ও জনগণের জন্য কল্যাণকর কাজ করতে চান

24/01/2022

মোঃ আনিছ মাদবর জাজিরা ইউনিয়ন পরিষদের
৬ নং ওয়ার্ডের মানুষের কল্যাণে কাজ করে যেতে চান

24/01/2022

মোঃ জসিম (জসিম হাওলাদার) জাজিরা ইউনিয়ন পরিষদের
৮ নং ওয়ার্ডকে উন্নত সমৃদ্ধ মডেল ওয়ার্ডে রুপান্তরিত করতে চান

23/01/2022

মোঃ বিল্লাল মোড়ল জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড একটি মডেল ওয়ার্ডে রুপান্তিত করতে চান

23/01/2022

জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের সংরক্ষিত ৭, ৮, ৯ নং ওয়ার্ডে মহিলা আসনে মেম্বার প্রার্থী মোসাঃ লাকী আক্তার এর পক্ষে বলেন তার স্বামী হাবিবুর রহমান জনগণের কল্যাণে কাজ করতে চাই

23/01/2022

মোঃ ইসকান্দার খাঁ নাওডোবা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মানুষের জন্য সর্বদা কাজ করে যেতে চান

23/01/2022

আঃ লতিফ তালুকদার নাওডোবা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডকে একটি পরিকল্পিত আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান

Address

Rajarbag

Alerts

Be the first to know and let us send you an email when Bdnewstoday71 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bdnewstoday71:

Videos

Share

Nearby media companies


Other News & Media Websites in Rajarbag

Show All

You may also like