বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে জেলার আহবায়ক এবং যুগ্ম আহবায়ক গ্রুপের মধ্যে হাতাহাতি। মিল্টন নামের শহর যুবদলের এক কর্মী ছুরিকাহত।
বগুড়া সদর থানার অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা যায় বারোপুর এলাকার লালীপাড়ার আলহাজ্ব আঃ রহমানের পুত্র ও তার পরিবারের সদস্যদেরকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার ফজলুর রহমানের পুত্র শাওন, ফজলুর রহমান, পিয়াস, মাহমুদা বেগম সহ আরও ১০/১২ জন পূর্ব পরিকল্পিত ভাবে হাতে দেশীয় অস্ত্র, লাঠিশোঠা নিয়ে মারপিট করতে থাকে। তাদের মারপিটে আবুল হোসেন, তার স্ত্রী, মেয়ে তানিয়া গুরুতর আহত হয়। এঘটনায় আবুল হোসেনের চাচাত ভাই রুমন আগাইতে আসিলে তাকেও হত্যার উদ্যেশে বিবাদী গণ মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে, স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করে। আবুল হোসেন আরও জানান আমার পিতা ফজলুদের পিতা ও তাদের অংশীদারের কাছে থেকে ১৩ শতাং জমি বেশ কয়েক বছর পূর্বে কবলা ক্রয় করে। সেখানে বাঁশ ঝাড় রয়েছে। নিজের বাঁশ ঝাড়ে নি
বগুড়া শিবগঞ্জে দুই সাংবাদিকের গোপন ফোন আলাপ ফাঁস।
আগামী ১৫জুন, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ১ নম্বর চালুয়াবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে, চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান সফল চেয়ারম্যান শওকত আলী, আনারস মার্কা প্রতিকের, ভোটারদের সঙ্গে নিয়ে শুক্রবার বিকেলে, কাচারি বাজারে ভোটারদের কাছে ভোট ও দোয়া চেয়ে গণসংযোগ ও মিছিল করেন। শওকত আলী জানান, সাধারণ ভোটাররা যদি, ভোট কেন্দ্র গিয়ে, ভোট দিতে পারে তাহলে আমার আবারও বিজয় সুনিশ্চিত, বলে উল্লেখ করে তিনি বলেন আমি নির্বাচিত হলে, চালুয়াবাড়ী ইউনিয়ন হবে উপজেলার মধ্যে একটি শ্রেষ্ঠ মডেল ইউনিয়ন। থাকবে না কোনো দুর্নীতি , কালো থাবা, বা কোন হয়রানি । তিনি মানুষের কল্যাণে, ইউনিয়নের সার্বিক উন্নয়নে, নিজেকে বিলিয়ে দেবেন। আনারস মার্কায় ভোট দিলে সরকারের দেয়া যে কোন সেবা পেতে, কাউকে হয়রানির শিকার হতে হবে না।
আগামী ১৫ জুন, বগুড়া সারিয়াকান্দি উপজেলার, চালুয়াবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কা প্রতিক এর চেয়ারম্যান পদপ্রার্থী, মোঃ তাজুল ইসলাম বাদশা ভুঁইয়া কে, বিজয় করার লক্ষ্যে, শুক্রবার বিকেলে চালুয়াবাড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড শিমুলতাইড় গ্রাম বাসির উদ্দ্যোগে, শতশত নারী পুরুষ, একসঙ্গে মিলেমিশে ভোটারদের কাছে ভোট ও দোয়া চেয়ে গণসংযোগ শেষে মিছিল করেছেন।
বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে বাড়িতে এসে হামলা- থানায় অভিযোগ
বৃহস্পতিবার (২৬ মে ) সকাল ১০ টায় বগুড়া সদর উপজেলার
নুনগোলা ইউনিয়নে শশীবদনী ফকির পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন, মোজাম ফকির এর ছেলে মোঃ রন্জু (৩০) রন্জুর স্ত্রী জলি বেগম।
হামলার ভুক্তভোগী আহত রন্জু বলেন, সকাল ১০টায় বিবাদী একই গ্রামের হাফিজার রহমান এর ছেলে মাফুজার রহমান(৪৫), ও মোঃ মিস্টার (৩৩), মৃত রইছ এর ছেলে বেল্লাল হোসেন, কুদ্দুস, বৃষ্টি বেগম, জাহানারা বেগম, মোছাঃ ফোদ্দে বেগম, বীনা বেগম, হাতে দেশিও অস্ত্রসহ আমাদের বাড়িতে এসে আমাকে হামলা চালিয়ে এলোপাতাড়ি মারপিট ও জখম করে দিয়ে, আমার শয়ন ঘরের মধ্যে প্রবেশ করিয়া আমার ড্রেসিন টেবিলের ড্রয়ার ভাঙিয়া তাহাতে আমার গরু বিক্রির ৬,১৭,০০০/( ছয় লক্ষ সতরে হাজার টাকা) উক্ত বিবাদীদ্বয় বাহির করিয়া নেয় এবং অন্যান্য বিবাদীগণ আমার ঘরের দরজা জানালা ভাংচুর
বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান আলতাফের কাছে থেকে চাঁদা দাবী করে হত্যার উদ্যেশে মারপিট করার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে বুধবার বিকালে জামিল বাড়িয়া বাজারে ইউনিয়নের সর্বস্তরের জনগনের আয়োজনে মানব বন্ধন শেষে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয।
মানব বন্ধনে বক্তব্য রাখেন চেয়ারম্যানের বড় ভাই মাষ্টার মোহাম্মাদ আলী, চেয়ারম্যানের স্ত্রী রুমা আক্তার, ইউপি সদস্য হযরত আলী, সংরক্ষিত মহিলা আসনের সদস্য বাবলী আক্তার, কহিনুর আক্তার, সমাজ সেবক শাহিনুর রহমান শাহিন, তোতা মন্ডল, জাহিদুল ইসলাম, ফজলুল হক, বাদল, মতিয়ার রহমান সরকার, আতোয়ার রহমান, জহুরুল ইসলাম,জালাল উদ্দিন, মন্টু,ওয়াহেদ আলী, আকমল হোসেন, আমিনুর রহমান, লিটন, সৈয়দ জামান, মুকুল প্রমুখ। বক্তাগণ অবিলম্ভে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে কঠিন শাস্তি প্রদানের দাবী জানান।
শনিবার বিকালে বগুড়া সদরের বাঘোপাড়া সরকার মার্কেটের প্রোঃ আব্দুল খালেকের আয়োজনে ও রুপসা পাটোয়ারীর সার্বিক ব্যবস্থাপনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
হিন্দু থেকে মুসলমান হলেন মহাস্থানের অন্তর কুমার =====================================
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান হিন্দু সম্প্রদায়ের শ্রী স্বপন কুমার দাস এর ছেলে অন্তর কুমার দাস। সে বগুড়া রোটারী পাবলিকে এফিডেভিড করে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছে। গড় মহাস্থান গ্রামের আলহাজ্ব মাওলানা আমিনুর রহমান তার নাম রেখেছেন উমর আব্দুল্লাহ। সবাই তার জন্য দোয়া করবেন, সে যেনো সকল বাধা উপেক্ষা করে ইসলামের হুকুমগুলো পালন করতে পারে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উম্মে কুলসুম সম্পা এই অভিযান পরিচালনা করেন।
মোকামতলা হাটের মাংসপট্টি এলাকায় হাটের ইজারদার ও তার সহযোগিরা অবৈধভাবে রাতে আধারে ঐ দোকান ঘরগুলো নির্মাণ করেন। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা, এমন অভিযান পরিচালনা করেন। অভিযানে তিনি ৫টি ইট দ্বারা নির্মিত দোকান ঘর ভেঙ্গে দেন।
দোকান ঘর উচ্ছেদের বিষয়ে তিনি বলেন, “সরকারি হাটের জায়গায় সাধারণ মানুষ উন্মুক্ত ভাবে হাট-বাজার করবে, কিন্তু কতিপয় লোক অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করার চেষ্টা করায় ৫টি দোকান ঘর ভেঙ্গে দেওয়া হয়েছে। ভবিষ্যতে যদি কেউ হাটের জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযান চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন মোকামতলা ইউপি চেয়ারম্
বগুড়ার শিবগঞ্জের মোকামতলা, মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। সচেতন এলাকাবাসী ও মোকামতলা প্রেসক্লাবের আয়োজিত উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি নুরুল আমিন তালুকদার। প্রায় ঘন্টাব্যাপী চলা এই মানববন্ধনে সাংবাদিক ছাড়াও এলাকার কয়েকশত মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন ইউপি সদস্য শফিকুল ইসলাম, মিজানুর রহমান বাদল, শাহ্ আলম, যুবলীগ নেতা এম.এ মারুফ মন্ডল, সাংবাদিক এনামুল হক, শফিউল আলম ডিউ, আতিক রহমান, কনক দেব, রুহুল আমিন, খালিদ হাসান, আপেল মাহমুদ প্রমুখ। সভায় দোষীদের অবিলম্বে গ্রেফতার করার দাবী জানানো হয়। একই সাথে ২৪ঘন্টার মধ্যে তাদের গ্রেফতার করা না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচী গ্রহন করা হবে বলে জানান বক্তরা। উল্লেখ্য. গত মঙ্গলবার মোকামতলা হাটের সংবাদ সংগ্রহ করতে গেলে আবু জাফর ইকবালের উপর সন