Mkks Live

Mkks Live ”সত্য প্রচারে আপোষহীন”
(1)

27/12/2023

উত্তরাঞ্চলের বাল্যবিবাহ ও প্রাচীন রীতিনীতি ।

সরকারি চাকরি পেয়ে স্ত্রীকে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মাহমুদ ...
24/12/2023

সরকারি চাকরি পেয়ে স্ত্রীকে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মাহমুদ আল ফয়সালের বিরুদ্ধে। এ ব্যাপারে সাবেক স্বামী আল মাহমুদ ফয়সালের বিরুদ্ধে থানায় মামলা করেছেন তার স্ত্রী ।
জানা যায়, এক যুগ আগে ভালোবাসার সম্পর্ক হয় গৌরনদী শহরের আল মাহমুদ ফয়সাল ও বরগুনার মেয়ে সাদিয়ার (ছদ্মনাম) সঙ্গে। দুজনই পড়াশোনা করতেন বরিশাল রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে। বন্ধুত্বের সম্পর্ক ৬ মাস না পেরোতেই ভালোবাসার সম্পর্কে রূপ নেয় ফয়সাল সাদিয়ার সম্পর্কে । ২০১৩ সালে ডিপ্লোমা শেষ করেন একইসঙ্গে। তারপর বিএসসি গ্রাজুয়েশন করতে ২০১৫ সালে ভর্তি হন ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।

ফয়সাল লেখাপড়া করত সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে। আর সাদিয়ার বিষয় ছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ২০২০ সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ হওয়ার আগেই দুই পরিবারের সম্মতিতে ২০১৯ সালে বিয়ে করেন ফয়সাল এবং সাদিয়া। ভালোবাসার প্রথম দিকে মেয়ে পক্ষের মা বাবা রাজি না থাকার কারণে ভালোবাসার সম্পর্ককে স্থায়ী সম্পর্কে রূপান্তর করার জন্য একটু তড়িঘড়ি করেই বিয়েটা করে নেন সাদিয়া এবং ফয়সাল।

দুই পরিবার থেকেই মেনে নিয়েছিলেন তাদের বিয়ের সম্পর্ক। লেখাপড়া চলাকালীন অনুষ্ঠান করে সাদিয়াকে তার স্বামীর ঠিকানায় উঠিয়ে দিতে চেয়েছিলেন মেয়ের মা-বাবা। কিন্তু, বিপত্তি জানায় ফয়সাল এবং ফয়সালের পরিবার। ফয়সালের পরিবার সাদিয়ার পরিবারকে জানায়, লেখাপড়া শেষ করুক তারপর উঠিয়ে আনব। ২০২০ সালে দুজনের বিএসসি শেষ হওয়ার পর আবারও মেয়েকে শ্বশুরবাড়িতে উঠিয়ে দিতে চান সাদিয়ার মা-বাবা। কিন্তু, তখনও অমত প্রকাশ করে ফয়সালের পরিবার।

তারা বলেন, ছেলে সবেমাত্র লেখাপড়া শেষ করল, একটা
চাকরি হোক তারপর অনুষ্ঠান করে আমাদের পুত্রবধূকে উঠিয়ে আনব। এমনটাই সাংবাদিকদের জানান সাদিয়ার বাবা বজলুর রহমান। তারপর চাকরির জন্য চেষ্টা করতে থাকেন দুজনেই। অনেক চেষ্টার পর ২০২৩ সালে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের, উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে নেছারাবাদ পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যোগদান করেন মো. মাহমুদ আল ফয়সাল। চাকরিতে যোগদান করার পর বিয়ের অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করেন ফয়সাল ও সাদিয়ার পরিবার।

ফয়সাল চাকরিতে যোগদানের পর প্রায়ই আসতেন শ্বশুর এর বাসায় এমনটাই বলেন সাদিয়া ও তার পরিবার। স্বাভাবিক দিনের মতো ফয়সাল তার শ্বশুর বাড়ি থেকে সকাল বেলা কর্মস্থলে চলে যান।

পরে সাদিয়া বিছানা ঠিক করতে গিয়ে একটা হলুদ খাম দেখতে পায় ফয়সালের বালিশের নিচে। খামটি খুলে সাদিয়া দেখেন তার স্বামী তাকে ডিভোর্স দিয়েছে। পরে সাদিয়া তার মায়ের ফোন থেকে ফয়সালকে কল দিতে থাকে, কিন্তু কোনোভাবে ফয়সালের সঙ্গে যোগাযোগ করতে পারেন না তিনি।

এই ব্যাপারে সাদিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি জানি না কী আমার অপরাধ। ফয়সাল যেই সময় আমার কাছে যা চাইত ও যেভাবে চলতে বলত আমি সব সময় সেই রকম
চলতাম। আমরা দুজন যখন ঢাকাতে ভর্তি হই তখন ওর ইউনিভার্সিটির সেমিস্টার ফি সহ ওর যাবতীয় খরচ আমি বহন করেছি। আমার টিউশনির টাকা পুরোটা ফয়সালের হাতে তুলে দিতাম।

সাদিয়ার বাবা জানান, আমাদের মেয়ের সঙ্গে হওয়া সকল অন্যায়ের বিচার চাই।

এই ঘটনার পরে সাদিয়ার সাবেক স্বামীর বিরুদ্ধে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলা করেছে সাদিয়া। যার মামলা নম্বর ৫৭৩/২০২৩।

মামলা সূত্রে জানা যায়, ফয়সাল বিভিন্ন সময় তার স্ত্রীর কাছে যৌতুক দাবি করে। স্ত্রীর পরিবার কমবেশি ফয়সালকে টাকা-পয়সা দিতেন। এরই মধ্যে ফয়সাল পরনারীর প্রতি আকৃষ্ট হয়। এসব নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের ফাটল ধরে।

ফয়সাল এ বছর ১৫ অক্টোবর তার স্ত্রীকে রেজিস্ট্রি তালাক দিয়ে সেই তালাক গোপন রেখে ১৯ অক্টোবর হতে ৪ নভেম্বর পর্যন্ত বিভিন্ন সময় বরগুনার শ্বশুরের বাসায় তার স্ত্রীর সঙ্গে দৈহিক মেলামেশা করে। ৫ নভেম্বর সকালে ফয়সাল তার শ্বশুরের বাসা থেকে তাদের বাড়ি যাওয়ার সময় শ্বশুরের বাসায় যেখানে ফয়সাল ঘুমাতেন সেখানের বালিশের নিচে একটি খামে তালাকের নোটিশ গোপনে রেখে যায়।

এ বিষয়ে অভিযুক্ত ফয়সাল গণমাধ্যমকে বলেন, মামলায় উল্লেখিত বিষয়গুলো মিথ্যা। তাকে ডিভোর্স দেওয়া হয়েছে। ওই মেয়ে আমার সঙ্গে সংসার করতে ইচ্ছুক, কিন্তু আমি ইচ্ছুক না ।

21/12/2023

বয়স্কদের ইজতেমায় যুবকেরা কেন, দেখুন !!
#ধুনট, #বগুড়া

আপনারে আমি ভালোবাসি, এই কথাখান আপনারে জানাতেই হইবো। কেমনে জানামু? এসিড দিয়া শরিলের চামড়া পুড়াইয়া বুকের ভিত্তে নাম লেইখা ...
21/12/2023

আপনারে আমি ভালোবাসি, এই কথাখান আপনারে জানাতেই হইবো। কেমনে জানামু? এসিড দিয়া শরিলের চামড়া পুড়াইয়া বুকের ভিত্তে নাম লেইখা দিলে কি আপনি বুঝবেন? মনের ভিত্তে যে নাম লেখছি ওইটাতে কি হইবো না?
শরীল পুড়াইয়া, হাত কাইট্টা ভালোবাসা জানান আমার কাছে ন্যাকামি মনে হয়।
এক বন্ধু কইলো "চিঠি লেইখাও তো কইবার পারোস" আমি চিঠি লিখতে গিয়া আউলাইয়া যাই। ভালোবাসি কথাখান গুছাইয়া লিখতে লিখতে চাষী দু'কাঠা জমির ধান কাইটা ফেলে, আবৃত্তিকার তিনবার আবৃত্তি কইরা ফেলে জসিমউদ্দিনের "কবর" কবিতা, মাঝি কিনারে নাও ভিড়াইয়া হালকা নাস্তা কইরা ঘুম দিয়া ফেলে চার ঘন্টার। তবুও আমি ভালোবাসি কথাখান গুছাইয়া লেখবার পারি না !!
লজ্জা সরমের মাথা খাইয়া রাস্তার মোড়ে আপনার পথ আটকামু, চোখে চোখ রাইখা জানান দিমু ভালোবাসি। পরক্ষণেই বুক থরথর কইরা কাঁইপা উঠে মাইনষের ভয়ে, মাইনষে দেইখা নিলে কেলেংকারি লাইগা যাইবো, আপনার চরিত্রে চুনকালি মাইখা দিবো। এইসব ভাইবা শামুকের লাহান গুটাইয়া নেই আমার দুইখান পা'ও। মনের কথা মনের ভিত্তে ধামাচাপা দিয়া পিরিতের আগুনে জইলা পুইড়া আঙ্গার হইয়া যাই।
ইতিহাস সাক্ষি ভালোবাসা জানান দেওয়ার লাইগা যুগে যুগে কতো মানুষ কত্তো কিছু করল প্রিয়তমার লাইগা। শাহ্জাহান তাজমহল বানাইছে, চণ্ডিদাস বারো বৎসর বর্সী বাইসে, জীবনানন্দ কবিতা লিখছে, হাছন রাজা গান গাইছে, কত্তো মানুষ কত্তো কিছু করছে। অথচ আমি হতভাগা আপনারে মনের কথাখান কইতে পারলাম না।
চোখের সামনে আপনে। তারপরও না ছুঁইবার পারতাছি, না কইবা পারতাছি, না সইবা পারতাছি, শালা এমন টানাপোড়ন জীবন নিয়া বুঝি বাঁইচা থাহা যায়? আপনি কেন বুঝেন না আপনারে মেলা ভালোবাসি। আপনে কেন বুঝেন না আপনারে ভালোবাসি কথাখান কইতে না পারার দুঃখ এত বেশি যে, সাতশো বছর বন উজাড়ের দাবানলেও ফুরাইবো না।

মোঃ খাইরুল কবির সোহাগ

17/12/2023

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুন্দর একটি প্রদর্শনী ।
ধুনট সরকারী প্রাথমিক বিদ্যালয় ।
#ধুনট, #বগুড়া, #বাংলাদেশ

16/12/2023

স্বাধীনতা অর্জনের প্রদর্শনী ।
ধুনট ডিগ্রী কলেজ, #ধুনট, #বগুড়া

বিষাক্ত সাপ নয়, ভয় পাই মিষ্টি ভাষী-কুলষিত মনের মানুষদেরকে,,,,
09/12/2023

বিষাক্ত সাপ নয়, ভয় পাই মিষ্টি ভাষী-কুলষিত মনের মানুষদেরকে,,,,

08/12/2023

সাদ গ্রুপের ইজতেমা অনুষ্ঠিত, যোবায়ের গ্রুপের ইজতেমা সামনে ।
বিস্তারিত; বগুড়া জেলার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম হাইস্কুল মাঠে সাদপন্থিদের তিনদিন ব্যাপী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে, অন্যদিকে জোবায়ের গ্রুপের পক্ষ থেকে ধুনট সদর ইউনিয়নের পূর্ব ভরনশাহী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে তিনদিন ব্যাপী বিশ্ব ইজতেমা আগামী ২১,২২,২৩ ডিসেম্বর ২০২৩ তারিখ নির্ধারণ করা হয়েছে।

07/12/2023

দেশব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ প্রতারণা । চক্র ধরলাম জয়পুরহাট ।
(শফিক; পিতা: তোজাম্মেল হক, আতিক; পিতা: সেকেন্দার আলী)
#মাত্রাই, #কালাই, #জয়পুরহাট

05/12/2023

অনলাইন প্রোডাক্ট নিয়ে মাদকসেবীদের একি কাণ্ড।
#ধুনট, #বগুড়া

ঢাকা দিনাজপুর মহাসড়কে খড়ের গাদা ফেলে আগুন ধরিয়ে দিয়েছে বিএনপি, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে, এদিকে ঢ...
03/12/2023

ঢাকা দিনাজপুর মহাসড়কে খড়ের গাদা ফেলে আগুন ধরিয়ে দিয়েছে বিএনপি, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে, এদিকে ঢাকাগামী কাঁচা সবজির ট্রাক ও যাত্রিবাহী বাস সহ বিভিন্ন ধরনের যানবাহনের কয়েক কিলোমিটার রাস্তা জ্যাম হয়ে আছে ।

উপজেলা ভিত্তিক তথ্যচিত্র দেখুন Mkks Diary তে
02/12/2023

উপজেলা ভিত্তিক তথ্যচিত্র দেখুন Mkks Diary তে

খুলনার পাইকগাছায় পাঁচ কন্যাকে সম্পত্তি ফাঁকি দিয়ে ছেলের নামে সমুদয় সম্পত্তি লিখে দেওয়ায় পিতার মরদেহ দাফন করতে দিচ্ছেন না...
30/11/2023

খুলনার পাইকগাছায় পাঁচ কন্যাকে সম্পত্তি ফাঁকি দিয়ে ছেলের নামে সমুদয় সম্পত্তি লিখে দেওয়ায় পিতার মরদেহ দাফন করতে দিচ্ছেন না মেয়েরা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে এই রিপোর্ট লেখা পর্যন্ত থানা পুলিশের হস্তক্ষেপে মরদেহ দাফনের ব্যবস্থার চেষ্টা অব্যাহত রয়েছে।

নিবন্ধিত দলগুলোকে নির্বাচনে আসার জন্য অনুরোধ করেছে নির্বাচন কমিশন, নির্বাচনে আসা বা না আসার অধিকার তাদের রয়েছে কিন্তু ক...
29/11/2023

নিবন্ধিত দলগুলোকে নির্বাচনে আসার জন্য অনুরোধ করেছে নির্বাচন কমিশন, নির্বাচনে আসা বা না আসার অধিকার তাদের রয়েছে কিন্তু কেউ নির্বাচনে আসতে চাইলে বাধা প্রদান করার এখতিয়ার কারো নেই _ প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল

29/11/2023

সন্তানকে অফিসার গড়তে পুরুষের জীবন বেছে নিয়েছে বিধবা মা ।
গোপালপুর (খাদুলী), মথুরাপুর, ধুনট, বগুড়া

"দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন না, আওয়ামীলীগের মনোনয়ন তালিকায় বাদপড়া বর্তমান মন্ত্রী, স...
28/11/2023

"দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন না, আওয়ামীলীগের মনোনয়ন তালিকায় বাদপড়া বর্তমান মন্ত্রী, সংসদ সদস্য ও তার পরিবারের সদস্যরা "
দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে আজীবনের জন্য বহিষ্কার হতে পারেন ! (শিঘ্রই ঘোষণা আসছে কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে)

24/11/2023

ঐতিহ্যবাহী মোহনপুর । ধুনট, বগুড়া

19/11/2023

অসৎ মায়ের বালিশ চাপায় ৪বছরের সিয়াম খু’ন ।
#পিরাহাটি, #মথুরাপুর, #ধুনট, #বগুড়া

07/11/2023

ধুনট উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের চত্বরের আশে পাশে অবৈধ স্থাপনার বিস্তার ঘটছে প্রতিনিয়ত। ইতিমধ্যে শহীদ মিনারের পূর্ব ও পশ্চিম পাশে টং দোকান তুলে ব্যবসা পরিচালনা করছে কিছু লোক, এতে রাস্তায় চলাচল ব্যাহত হচ্ছে, পথচারী ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের যাতায়াতে সমস্যার সৃষ্টি করছে, শহীদ মিনারের সৌন্দর্য নষ্ট হচ্ছে। আজকে সকাল থেকে শহিদ মিনারের পূর্ব পার্শের দুই দোকানদার দিলীপ কুমার ও নীলমনি দত্ত ফুটপাত দখল নিয়ে ঝগড়া করছে, যে কোন সময় খারাপ পরিবেশ সৃষ্টি হতে পারে ।
দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

05/11/2023

বিএনপি'র অবরোধের বিরুদ্ধে ধুনট উপজেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ । Mkks live

05/11/2023

আশ্রয়কেন্দ্রে মসজিদ/মন্দির স্থাপনে দ্বন্দ্ব ।
সরকারের ভূয়সী প্রসংসার প্রশ্নে কি উত্তর দিলো কমিটি ?
#কুঠিবাড়ী বঙ্গবন্ধুপাড়া আশ্রয়কেন্দ্র শ্রী শ্রী রাধাগোবিন্দ ও দূর্গামন্দির, #ধুনট, #বগুড়া

04/11/2023

বগুড়ার ধুনটের বথুয়াবাড়ীতে অনুষ্ঠিতব্য নৌকা বাইচ প্রতিযোগিতায় ”আল্লাহ ভরসা” নামক নৌকাটিকে উদ্দেশ্য প্রনোদিতভাবে হারিয়ে দিলো কমিটি

03/11/2023

দিনমজুর আঃ মালেকসহ তার পরিবার পথে বসার উপক্রম ।
#বিস্তারিত; বগুড়া জেলার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের রুদ্রবাড়ীয়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে আঃ মালেক মন্ডলের ছেলে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছেন । তাকে সহযোগিতা করতে বিকাশ করুন ০১৭৪৪-২৮৩৬২৭

অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন: #বিস্তারিত; আজ (২ নভেম্বর) বিকেলে এই অভিনেত্রী মারা গেছেন বলে নিশ্চিত করে অভিনয়শিল্...
02/11/2023

অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন:
#বিস্তারিত; আজ (২ নভেম্বর) বিকেলে এই অভিনেত্রী মারা গেছেন বলে নিশ্চিত করে অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, 'হিমুকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হিমুর মোবাইল ফোনসহ নিখোঁজ রয়েছেন তার প্রেমিক। নাসিম আরও বলেন, ‘আত্মহত্যা নাকি হত্যা; এখনই বলা যাচ্ছে না। বিকেলে তাকে হাসপাতালে নিয়ে যায় তার ছোট বোন মিহির ও প্রেমিক। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত্যু ঘোষণা করেন। কর্তব্যরত ডাক্তার পুলিশ কল করলে তার প্রেমিক হিমুর ফোন নিয়ে পালিয়ে যায়।’
হুমাইরা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। হিমু ইডেন মহিলা কলেজে ভর্তি হন এবং এ কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
মঞ্চ নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্য জগতে প্রবেশ করেন। তারপর 'বাড়ি বাড়ি সারি সারি', 'হাউজফুল' 'গুলশান এভিনিউ'সহ অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন এই অভিনেত্রী।
ছোট পর্দার পাশাপাশি হিমু নাম লিখিয়েছেন চলচ্চিত্রেও। ২০১১ সালে 'আমার বন্ধু রাশেদ' সিনেমার মাধ্যমে এই ভুবনে তার অভিষেক হয়। মুক্তিযুদ্ধভিত্তিক এ চলচ্চিত্রে 'অরু' চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়ান তিনি।
ফ্রেঞ্চ নামক নাট্য দলের হয়ে তিনি অভিনয় করেন। তার মামা মূর্শেদ নাটকটিতে নির্দেশনা দিয়েছিলেন।

29/10/2023

হাতে নাতে চোর ধরা পড়ার পর পুলিশের কাছে কি বলে দেখুন।
#বিস্তারিত; বগুড়া জেলার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পূর্ব গুয়াডহরী (মন্ডলবাড়ী) গ্রামের শফিকুল ইসলামের ছেলে মিলন ধুনট বাজারের বিশিষ্ট বাইসাইকেল ও অটোরিকশা পার্টস ব্যবসায়ী সুজনের দোকানে ঢুকে ব্যাটারী ও সাইকেল চুরি করে বাইরে বের হতে গিয়ে জনতার হাতে ধৃত হয়ে পুলিশে সোপর্দ হয়েছে।
সে তার মিথ্যা পরিচয় দিয়ে বলে, সে শেরপুর উপজেলার ফুলবাড়ি পূর্ব পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ সবুজ সেখ ।

29/10/2023

বগুড়া ধুনটের হরতাল পরিস্থিতি

সহিংস আন্দোলন কে না বলি :আমরা দুইটি লাশ পেলাম, দুইটি পরিবার হারালো তাদের আপনজনদের ! রাজনীতি এগিয়ে গেল আরো এক ধাপ ।সময় ...
29/10/2023

সহিংস আন্দোলন কে না বলি :
আমরা দুইটি লাশ পেলাম, দুইটি পরিবার হারালো তাদের আপনজনদের ! রাজনীতি এগিয়ে গেল আরো এক ধাপ ।
সময় গড়াবে, এই লাশের মিছিল আরো দীর্ঘ হবে!
রাজনৈতিক সহিংসতায় নিহত পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ ও যুবদল নেতা শামীম মোল্লার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

বিএনপি জামায়াতের নাশকতা ঠেকাতে বায়তুল মোকাররম গেইটে আওয়ামীলীগের শান্তি সমাবেশে মারামারির ঘটনা ঘটেছে। বেলা ২টার দিকে ছ...
28/10/2023

বিএনপি জামায়াতের নাশকতা ঠেকাতে বায়তুল মোকাররম গেইটে আওয়ামীলীগের শান্তি সমাবেশে মারামারির ঘটনা ঘটেছে। বেলা ২টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য দিচ্ছিলেন। এ সময় সমাবেশের মঞ্চের কাছে মারামারি ও লাঠি-ছোড়াছুড়িতে জড়ান ছাত্রলীগের বেশকিছু নেতাকর্মী। এ সময় মঞ্চ থেকে সমাবেশের মাইকে ছাত্রলীগের নাম উল্লেখ করে মারামারি থামাতে বারবার অনুরোধ জানানো হয়। ১০ মিনিটের মতো এই মারামারি চলে। এরপর পরিস্থিতি শান্ত হয়।

২৮ অক্টোবর শনিবার ঢাকার নয়াপল্টনে বিএনপি’র মহাসমাবেশে পুলিশী হামলা’র প্রতিবাদে আগামীকাল সারাদেশে সকাল-সন্ধা হরতাল ডেকেছে...
28/10/2023

২৮ অক্টোবর শনিবার ঢাকার নয়াপল্টনে বিএনপি’র মহাসমাবেশে পুলিশী হামলা’র প্রতিবাদে আগামীকাল সারাদেশে সকাল-সন্ধা হরতাল ডেকেছে বিএনপি।

20/10/2023

বগুড়া ধুনটের আমেনা ময়েন অলোয়া মথুরাপুর আলিম মাদ্রাসায় গেট বন্ধ রেখে রাত্রিতে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ।
রাত্রী আটটায় পরিক্ষা গ্রহণ শেষে পিছনের গেট দিয়ে পালিয়ে বের হয়ে যায়।
ধেরুয়াহাটি গ্রামের মোঃ আল মাহমুদ ও গোয়ালভাগ গ্রামের সাবেক মথুরাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলজার হোসেন জানান অত্র প্রতিষ্ঠানের সভাপতি আঃ কুদ্দুস বলেছেন "আমরা ভোট নিয়েছি রাতে, নিয়োগ পরীক্ষা নেবো রাতে, দেখি কে কি করতে পারে"
এবিষয়ে সভাপতি আঃ কুদ্দুস মোবাইলে বলেন, অমি উপর মহলের চাপে আছি, আমি বয়ষ্ক মানুষ আমাকে বিরক্ত করো না, পরে তোমাদের সাথে কথা বলবো ।

18/10/2023

নাসিমার জীবনের মতো আর কারো যেন এমন না হয় ।
নাসিমার সন্ধান পেতে ভিডিওটি শেয়ার করুন এবং নাসিমার সন্ধান পেলে যোগাযোগ করুন 01776-379231 অথবা 01792-474163 ।
নাসিমার নিখোঁজের বিষয়ে বগুড়া জেলার সারিয়াকান্দি থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে, তাই চাইলে নিকটস্থ থানাতেও খবর পৌঁছে দিতে পারবেন ।

17/10/2023

পাক বাহিনী নয় ওরা নাপাক বাহিনী _ টি আই এম নুরুন্নবী তারিক (সভাপতি - ধুনট উপজেলা আওয়ামীলীগ)

16/10/2023

কন্যা দায়গ্রস্থ পিতার মৃ'ত্যূর কারন গোপন করার চেষ্টা !! বেরিয়ে এলো রহস্য !!
#চালাপাড়া , #ধুনট , #বগুড়া

16/10/2023

মুজিব সিনেমায় দর্শক শূন্য সিনেমা হল ।
#ক্লিওপেট্রা , #ধুনট , #বগুড়া

15/10/2023

ক্যান্সার আক্রান্ত মিন্টু বাাঁচতে চায় ।
যোগাযোগ; ০১৭৯৭-৫১০৯৬৫
#দিঘলকান্দি, #ধুনট, #বগুড়া

12/10/2023

রংপুর বনাম জয়পুরহাট মহিলা ফুটবল খেলা ।
#ধুনট , #বগুড়া ,

নাটোরের বাগাতিপাড়ার অসুস্থ হয়ে মারা যান ফজলুর রশিদ (৩৮) নামের এক ব্যক্তি। তার মৃত্যুর খবর দেওয়া হয় ভাই-ভাবিকে। এই খব...
11/10/2023

নাটোরের বাগাতিপাড়ার অসুস্থ হয়ে মারা যান ফজলুর রশিদ (৩৮) নামের এক ব্যক্তি। তার মৃত্যুর খবর দেওয়া হয় ভাই-ভাবিকে। এই খবরে ঢাকা থেকে বাড়ির উদ্দশে যাত্রা করেন তারা (ভাই-ভাবি)। পথেই অসুস্থ হয়ে পড়েন ভাবি রোজিনা বেগম (৪১)। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

03/10/2023

বগুড়ায় চাঞ্চল্যকর সাগর হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার ।

যমুনার চরে ক্লান্তি হারাতে, কোন এক উদাস দুপুরে,,,,
30/09/2023

যমুনার চরে ক্লান্তি হারাতে, কোন এক উদাস দুপুরে,,,,

Address

Bogura
Puran Bogra
5850

Alerts

Be the first to know and let us send you an email when Mkks Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mkks Live:

Videos

Share

Nearby media companies