Md Nur Hossain Tuhin

Md Nur Hossain Tuhin Digital Creator

17/03/2023

যে দিন জাহান্নামিদের প্রশ্ন করা হবে, তোমরা জাহান্নামে কেন.......??

তখন তারা বলবে-------
‘অহেতুক সমালোচনা কারীদের সাথে মিলে অহেতুক সমালোচনা করতাম ।
( সুরা আল মুদদাসসির, ৭৪: ৪৫ )

কোথায় জানি পড়ে ছিলাম,জিহবা জাহান্নামে যাওয়ার কারন শুনে এক সাহাবী ভয়ে হাত দিয়ে জিহবা চেপে ধরে রেখে ছিলেন......!!

আল্লাহুমাগফিরলী......""

আর আমরা এই জবানকেই যেন সংযত করতে পারি....!!

গীবত, সমালোচনা,মিথ্যা কথা,চোঘল খোরী,ফাসাদ সৃষ্টি সহ যাবতীয় কাজ এই জিহবার মাধ্যমেই করে থাকি......!!

কত ভয়ানক অবস্থা হবে যে দিন জিহবা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে....."!

বইঃ---- ফিকহু রমাদান

06/03/2023

জীবনের দর্শন বদলানো মানে হলো জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জায়গা দেওয়া। তাঁকে ভালোবাসা এবং ভয় করা। সাধারণত কাউকে ভয় পেলে আমরা তার কাছ থেকে পালিয়ে বেড়াই। দূরে দূরে থাকি। কিন্তু আল্লাহকে ভয় পাওয়াটা একেবারেই অন্য জিনিস! এই ভয় যতো বেশি প্রকট হয়, আমরা ততোই আল্লাহর কাছাকাছি চলে আসি।

- আরিফ আজাদ
# " কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ " বই থেকে

26/02/2023

★★ ফুল দিতে যাচ্ছিলাম #শহিদ_মিনারে ,,,
পথ আগলে দাঁড়ালো .......!! #রবকত, #রফিক, #সালাম, #জব্বার, #শফিউর .........?? ★★

★★ রফিক ---- কই যাও ...... ?
★★ আমি ---- জ্বি শহিদ মিনারে যাচ্ছিলাম ফুল দিতে....!!
★★ সালাম ---- ফুল দিয়ে কি হবে ........ ?
★★ আমি --- না,মানে আপনাদের সস্মর করার জন্য,,যাতে আপনাদের আত্না শান্তি পায় .........!!
★★ রবকত-- হাহাহাহা, কোরআন হাদিসের কোথাও লিখা আছে,ফুল দিলে আত্নার শান্তি হয় ....... ? কখনো কি কবর জিয়ারত করেছো ........ ? দুই রাকাত নামায পড়ে,,আমাদের জন্য দোয়া করেছো ....... ??
★★ আমি -- জ্বি... না , মানে....
★★ রফিক--- হুমম.. প্রতি বছর কত টাকার ফুল দিয়ে এভাবে শ্রদ্ধা জানাও ........ ?
★★ আমি ---জ্বি.. কোটি টাকার উপরে ......!!
★★ শফিউর--- আচ্ছা আমার মা যে চিকিৎসার অভাবে মারা গেছে কেউ কি খোঁজ নিয়েছে ........??
★★ সালাম --- আমার আত্নীয় স্বজনরা যে রিকসা চালিয়ে,দিন মজুরি করে জীবিকা নির্বাহ করে,তার কি কোন খবর রাখে কেউ ......... ?
★★ আমি --- ভাই আসলে জীবন তো দিছেন আপনারা........!! আপনাদের আত্নীয় স্বজন রা তো দে নাই, তাদের খোঁজ কেন নিব .......... ?
★★ বরকত ---- যুদ্ধ তো করছে মুক্তি যোদ্ধরা .........!! তাদের নাতি,পুতিরা এতো সুযোগ সুবিধা পায় কেন .......!!
★★ শফিউর ------ বাদ দাও তো রবকত ...... ! ওদের কে বেশি উস্কে দিও না,বেশি উস্কালে হয়ত,নতুন প্রজন্মের মুক্তি যোদ্ধার মত,,নতুন প্রজন্মের ভাষা সৈনিক নামে ও তারা আরেকটা পার্টি বানাবে .......!!
★★ আমি --- মনটা #খারাপ হয়ে গেল ......!! বাসায় ফিরে আসলাম আর কোন দিন ফুল দিতে যাবো না …...!!

(( #গল্পটি রূপক কিন্তুু এটাই ইসলামের শিক্ষা,, #রাসূলের_আদর্শ )) আমরা মৃত মানুষের জন্যে #ফুল ,, #মিষ্টি ,, মহিলা ইত্যাদি সব কিছু করে থাকি ...!! বাটঃ---- কখন ও #জায়নামাজে বসে মোজাতে রাখি না ...!! ))

[[ আমরা আল্লাহর কাছে দোয়া চাই যেন জানা অজানা শিকর কাজ থেকে আমাদের কে হেফাজত করেন ]]

[[ #আমিন ]]

26/02/2023

@@12///প্রশ্নঃ স্কুলে পড়ালিখা করা কি নিষেদ ইসলামে, ইসলাম কি বলে??

@@উত্তরঃ প্রথমে অামি বলতে চাই, অামরা সাধারণত বুঝি যারা মাদ্ররাসায় পড়া লেখা করে তারা ইসলামীক অার যারা স্কুলে পড়া লেখা করে তারা সব ধরণের ঙ্গান রাখে।

তবে স্কুলে অানেক ভাল কিছু শিক্ষা রয়েছে, অাবার অনেক সমস্যা ও রয়েছে।

যেমন, স্কুলে গিয়ে অাপনাকে সর্ব প্রথম শিক্ষা দেয়া হবে জাতীয় সংগীত।

অাপনি লক্ষ্য করে দেখেন, সেই সংগীতে সৃষ্টার প্রসংসা না করে।
তার সৃষ্টির প্রসংসা করা হয়েছে।

ঠিক হিন্দুদের মতো অার কেনই হবে না লিখক একজন অমুসলিম?

ধরেন অাপনি বাগানের মালিক কেউ বিনিময় ছারাই ফল খাচ্ছে অার প্রসংসা অাপনার না করে, প্রসংসা করতেছে অাপনার গাছের , কেমন লাগবে অাপনার??

এর পর দেখেন সেখানে বাল্য বিবাহ নিয়ে কি তুলকালাম চলতেছে,

মা অায়িশা রাঃ কে রাসুল সাঃ বিয়ে করেছেন তখন তার বয়স ১০ বছরের নিচে,, তাহলে দেখেন তারা অাপনাকে শিক্ষা দিচ্ছে ইসলামের অাইনকে অবজ্ঞা করা, অাপনার নবীর সিদ্ধান্তকে ভুল প্রমাণীত করা,, অাসোলে সমাধানটা কি তারা জানে না তাই এরকম।

তার পর দেখেন তারা অাপনাকে দেখাচ্ছেন, ধর্ম নিয়ে বারা বাড়ি করবে না, অর্থ সকল ধর্মেই ঠিক।

যদি অালোচনা করি তো এভাবে সারা রাত লিখা যাবে ভুল গুলো নিয়ে।

ভুল তো থাকবেই কেন থাকবে না কারণ কি জানেন?

স্কুল গুলো নিয়নতরণ করতেছে তারা, যারা সকল ধর্মও জনসাধারণের মতামত অনুসরণ করে,।

যেমন কয়েক দিন হয়, ইনডিয়াতে একটা অাইনের পরিবর্তন করা হয়েছে।

, অাগে ছিল কোন বিবাহিত নারীর সাথে কেউ যৌন সম্পর্ক স্থাপন করলে তার শাস্তী সর্বচ্চ্য ৫ বছরের জেল হতে পারে ।

অার এখন সেই অাইনটা ভুল বলা হচ্ছে, অাইন পাশ হলো এটা ব্যাক্তি স্বাধীনতাকে বাধা দেয়া হচ্ছে।

নারীদেরকে হেয়ো করা হচ্ছে। তার কি ইচ্ছা নেই বহু গামী হওয়া?

অাপনি বলেন তো এমনটা হলে কি করে ঠিক করবেন ইনডিয়ার কোন সন্তানটা জারজ অার কোন সন্তানটা জারজ নয়???

এর পর রয়েছে সমকামিতা অারো অনেক কিছু।

অামি বলতে চাই, এই সব জনমতের দেশ, এমন কি অামাদের বাংলাদেশও তারা যেটা প্রধান্য দেয় যা তাদের নফস ভাল মনে করে বা জন্যগণ যেখানে বেশি রায় দেয়, ঠিক সেই বিষয় গুলো তারা তাদের পাঠ্যপুস্তোকে তুলে ধরে, যেমন বাল্য বিবাহ অন্দোদলন।

অার এভাবে তারা অামাদের এবং অামাদের সন্তানদের ভুল শিক্ষা দিচ্ছে।
অার যুদ্ধ না করেই তারা বিজয় অর্জন করতে যারা শয়তানের অনুসারী তারা।

তাই অাপনি যদি অাপনার সন্তান এ সমস্ত প্রতিষ্ঠানে দেন তা কি ইসলাম অনুমতি দেয় বলেন?

কখনই ইসলাম, ইসলাম বিরোধী শিক্ষা অর্জন করার অনুমতি দিবে না।

তবে কিছু মানুষের জন্য জায়েজ যেমন, অাপনি গুপনে কোন শক্তুর কাফেলায় ঢুকতে চান অার তাদের মধ্যকার উত্তম বিষয় গুলো শিক্ষা নিয়ে মুসলিমদের মাঝে ছরিয়ে দিতে চান, তাহলে ইসলাম অনুমতি দেয়।

নয় তো তারা অাপনাকে অাপনার সন্তানকে কখনই ইসলামের শিক্ষা দিবে না??

ধরেন অাপনার সন্তানকে কি অাপনি অাবু জালের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে নিবেন??
কখনই না? কারণ সে হলো অাল্লাহদ্রহী?

তাই এমন একটি প্রতিষ্টানে দেন যেখানে অাল্লাহর সম্পর্কে অাপনার সন্তানকে কোন ভুল শিক্ষা দেয়া হবে না এবং অাধুনীক বিঙ্গান সম্পর্কেও শিক্ষা দেয়া হবে।

@@অসা করি উত্তরটি পেয়েছেন??
(সত্যের সৈনিক)

14/02/2023
12/02/2023

@@20// প্রশ্নঃ নারী এবং পুরুষরা বর্তামান ফেসবুক ম্যাসেনজারে চেটিং করতে পারবে, ইসলাম কি বলে???

@উত্তরঃ নারী অার পুরুষরা সাধারণত ফেসবুক ম্যাসেনজারে কথা বলে থাকে।
তবে কথা বলার ধরণ মূলত দুই প্রকার।

@প্রথমত নারী এবং পুরুষরা তাদের ইনবক্সে কথা বলে থাকে।

যে সকল নারীর সাথে ইসলামে গুপনে কথা বলা নিষেদ তাদের সাথে ইনবক্সে মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা টেটিং করা যাবে না।

কারণ, অাল্লাহ বলেছেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ وَمَن يَتَّبِعْ خُطُوَاتِ الشَّيْطَانِ فَإِنَّهُ يَأْمُرُ بِالْفَحْشَاء وَالْمُنكَرِ وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ مَا زَكَا مِنكُم مِّنْ أَحَدٍ أَبَدًا وَلَكِنَّ اللَّهَ يُزَكِّي مَن يَشَاء وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ

হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যে কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, তখন তো শয়তান নির্লজ্জতা ও মন্দ কাজেরই আদেশ করবে। যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া তোমাদের প্রতি না থাকত, তবে তোমাদের কেউ কখনও পবিত্র হতে পারতে না। কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করেন। আল্লাহ সবকিছু শোনেন, জানেন।
:সুরা নুর ২১ অায়াত।

হাদিসে এসেছে, রাসুল (সাঃ) বলেছেন, কোন নারী এবং কোন পুরুষ যখন নির্জনে গুপোনে কথা বলে তখন তিতীয় ব্যাক্তি হিসাবে সেখানে শয়তান উপস্তিত হয়।
(ইবনে মাজাহ)

এটাই হলো শয়তানের দেখানো পথ, প্রথমে হয় তো কিছু ভাল কথা হবে, তারপর শুরু হবে কিভাবে তা অাপনারাও ভাল জানেন।

তাই কোন নারী এবং পুরুষ ইসলামে গুপনে কোন অালোচনা করতে পারবে না, তা কোন রুমের ভিতরে বা অপিসে অথবা ইবক্সে হক না কেন।
ইসলামে গুপনে কথা বলে নিষেদ নারী এবং পুরুষের।

তবে অনেকেই ইসলামীক গুরুপ করেছে, সেখানে সবার সামনে অনেকেই ইসলামীক প্রশ্ন করে, অন্যরা উত্তর দেয়।

অাবার অনেকেই পোষ্ট করে সদশ্য পড়ে থাকে।

এ বিষয়ে ইসলাম অনুমতি দিয়েছে, অাল্লাহ তায়ালা বলেছেন,
وَالْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاء بَعْضٍ يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَيُقِيمُونَ الصَّلاَةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَيُطِيعُونَ اللّهَ وَرَسُولَهُ أُوْلَـئِكَ سَيَرْحَمُهُمُ اللّهُ إِنَّ اللّهَ عَزِيزٌ حَكِيمٌ

আর ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী একে অপরের বন্ধু। তারা ভাল কথার শিক্ষা দেয় এবং মন্দ থেকে বিরত রাখে। নামায প্রতিষ্ঠা করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তাঁর রসূলের নির্দেশ অনুযায়ী জীবন যাপন করে। এদেরই উপর আল্লাহ তা’আলা দয়া করবেন। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশীল, সুকৌশলী।
:সুরা তাওবা ৭১ অায়াত।

পাবলিগ পেলেসে যেখানে একাধিক মানুষ থাকে সেখানে মুসলিম নারী পুরুষ ইসলামের সীমায় থেকে তারা অালোচনা করতে পারে, ইসলাম অনুমতি দিয়েছে।

তারা একে অপরকে সৎকাজের অাদেশ করতে পারবে এবং অসৎকাজে নিষেদও করতে পারবে।

হাদিসে এসেছে,حَدَّثَنَا عَمْرُو بْنُ عَبَّاسٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، قَالَ خَرَجْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم يَوْمَ فِطْرٍ أَوْ أَضْحَى، فَصَلَّى ثُمَّ خَطَبَ، ثُمَّ أَتَى النِّسَاءَ فَوَعَظَهُنَّ وَذَكَّرَهُنَّ، وَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ‏.‏

ইব্‌নু ‘আব্বাস (রাঃ)
তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সঙ্গে ‘ঈদুল ফিতর বা আযহার দিন বের হলাম। তিনি সালাত আদায় করলেন। অতঃপর খুতবা দিলেন। অতঃপর নারীদের নিকট গিয়ে তাঁদের নসীহত করলেন এবং তাঁদেরকে সদকা করার নির্দেশ দিলেন।

সহিহ বুখারী, হাদিস নং ৯৭৫
হাদিসের মান: সহিহ হাদিস।

হাদিসে বলা হয়েছে, রাসুল সাঃ নারীদের সামনে গিয়েছিলেন, সেখানে নারীরা ওনাকে প্রশ্ন করেছিল, রাসুল তাদেরকে নসিয়ত কনতেন।

সুতরাং ইসলামী গুরুপে নারী পুরুষ ইসলাম নিয়ে অালোচনা করতে পারবে ইসলাম অনুমকি দিয়েছে, উপরের দলিল থেকে প্রমাণিত হয়েছে।, তবে ইনবক্সে নয়।

@@অাশা করি উত্তরটি পেয়েছেন??
(সত্যের সৈনিক)

12/02/2023

🔰🔰একজন বেদ্বীন মেয়ের থেকে একটা দ্বীনদ্বার মেয়ের এক জোড়া চোখ,

⭕একটা দ্বীনদ্বার ছেলের জন্য ভয়াবহ ফেতনা।

⭕আল্লাহ বলেন, আমি পুরুষদের কে নারীর প্রতি দূর্বল করে সৃষ্টি করেছি! (সূরা নিসা :২৮)

⭕বেদ্বীন মেয়ের প্রতিই একটা দ্বীনদ্বার ছেলের দুর্বলতা প্রচুর!

⭕তার মধ্যে আবার দ্বীনদ্বার মেয়ে! তার চোখ দেখলেই ভয়াবহ ফেতনা জাগে মনে!

⭕মনে মনে ইচ্ছা করে যদি এমন একটা মেয়ে অথবা এই মেয়েটাই আমার বউ হতো!

⭕যেইটার জন্য আসলে অন্তরের জেনা আর চোখের জেনা দুইটাই হয়!

⭕বর্তমানে দ্বীনদ্বার ভাইয়েরা যে শুধু দ্বীনদ্বার মেয়ে দেখলে

⭕তাকিয়ে থাকে মনে মনে অনেক চিন্তা করে তা কিন্তু নয়!

⭕দ্বীনদ্বার মেয়েরাও দাড়ি-টুওি ওয়ালা হুজুর দেখলে হা কইরা তাকিয়ে থাকে!

⭕ মেয়েরাও সেইম চিন্তা করে, এই হুজুরটা অথবা অনার মতো একজন স্বামী চাই ইত্যাদি ইত্যাদি!

⭕তো বোন এখন কথা হচ্ছে চোখ কি শুধু পুরুষেরজন্যই

⭕নামানো ফরজ নাকি আপনার জন্যও!!

⭕মেয়েরা সব ফরজ বিধান মানলেও এই বিধানটা এড়িয়ে যায়!

⭕মেয়েরা হুজুরদের বক্তব্য কিংবা কোনো দ্বীনদ্বার ছেলের

⭕ হালাল ফানি ভিড়িও দেখে তার দেখে তার দিকে হা করে তাকিয়ে!!

⭕হে রাসুল!আপনি ইমানদ্বার নারী-পুরুষের বলুন

⭕তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং লজ্জাস্থানের হেফাযত করে!(সূরা নূর: ৩১,৩১),

#আল্লাহুম্মাগ_ফিরলানা-🥲🤲🤲

Address

Porsha

Telephone

+8801784771923

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Nur Hossain Tuhin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Nur Hossain Tuhin:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Porsha

Show All

You may also like