Info Express SUMON

Info Express SUMON ইতিহাস উন্মোচিত।
উপজেলা মোড়, নিতপুর, পোরশা, নওগাঁ।
01707370482

10/11/2024

পোরশা উপজেলা, নওগাঁ।
নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুর সীমান্তে, বাংলাদেশ ও ভারতকে বিভক্ত করেছে পূণর্ভবা নদী।

এই পূণর্ভবা নদীর পূর্বে বাংলাদেশ ও পশ্চিমে ভারত সীমান্ত অবস্থিত হলেও নিতপুর সীমান্তে পারঘাটি নামক স্থানে পূণর্ভবা নদীর ওপারে প্রায় ২ বর্গ কিলোমিটার পর্যন্ত কোথাও কোথাও আবার গড়ে ৫ বর্গ কিলোমিটার পর্যন্ত একেবারে ভারতের গা ঘেঁষে বাংলাদেশের শতশত বিঘা আবাদি জমিয়ে রয়েছে।

ধান চাষাবাদের স্বল্প খরচ আর অধিক ফলন হওয়ায় প্রতিবছর কৃষকেরা প্রচুর ধান, নিজের গোলায় ভরে তুলতে সক্ষম হয়। কিন্তু কোন কোন বছর আগাম বৃষ্টি বা বন্যা হলে শত শত বিঘার পালিত স্বপ্নের ধান নিমেষেই পূণর্ভবা নদীর বন্যার পানিতে প্লাবিত হয়ে কৃষকের হাজারও স্বপ্ন বন্যার পানিতে ভাসিয়ে নিয়ে যায়!

এর ফলে কৃষকেরা ঝুঁকি নিয়ে ধান চাষাবাদ আগ্রহ হারিয়ে ফেলে। শত শত বিঘা জমি অনাবাদি রয়ে যায়। কৃষকদের এমন দুর্দশার একটি ভিডিও চিত্র সোশ্যাল মিডিয়াতে গত মে'২০২০ সালে প্রকাশ করলে, পোরশা উপজেলা প্রশাসনের সুদৃষ্টি গোচর হলে, সেখানে একটি ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। এ ব্রিজটি ২০২১ সালে নির্মাণে কার্যক্রম শুরু হয়েছে এবং অব্যাহত আছে ।

তবে এলাকাবাসীর দাবি, দীর্ঘদিনের প্রত্যাশিত, বহুল আকাঙ্ক্ষিত এই পারঘাটি ব্রিজ নির্মাণের কাজ দ্রুত গতিতে সম্পন্ন করতে জোর দাবি জানিয়েছেন।

আসছে আগামী বৌর মৌসুম'২০২৫, এ বোর মৌসুমে কৃষকরা যাতে জমি চাষাবাদ করে নির্বিঘ্নে এই ব্রিজের উপর দিয়ে তাদের সোনালী স্বপ্নের পালিত ধান নিয়ে যাতায়াত করতে পারে । পারঘাটি ব্রিজের কাছে কৃষকদের, কৃষি জমি চাষাবাদে আগ্রহ বৃদ্ধি করতে এবং বোর মৌসুমে ধান কর্তনের আগেই ব্রিজের কাজ সম্পন্ন করতে পোরশা উপজেলা প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছি।

কৃষি বাঁচলে
বাঁচবে দেশ
স্বনির্ভর হবে বাংলাদেশ।

হঠাৎ বন্যার কারণে ২০২০ সালের কৃষকদের দুর্দশার
ভিডিও চিত্র দেখতে নিচে ক্লিক করুনঃ
https://www.facebook.com/share/v/1D5DFUbu9L/

29/10/2024

আর মাত্র কয়েকটা দিন ধৈর্য্য ধরেন, এসব পিয়াজগুলো পঁচতে শুরু করবে। পিঁয়াজ সিন্ডিকেট ব্যবসায়ীদের খুবই তীক্ষ্ণ মগজ দিয়ে তৈরি "পণ্য বাজারজাতকরণ পরিকল্পনা"। পিঁয়াজের দাম যদি ১০০/১১০ অথবা ১২০ টাকা কেজি থাকে তাহলে, সহজ, সরল সাধারণ আমজনতা অল্প অল্প পিঁয়াজ কিনবে এবং ব্যবহার করবে।আর ভোক্তরা যদি অল্প অল্প পিঁয়াজ ব্যবহার করে তাহলে পিঁয়ার সিন্ডিকেট ব্যবসায়ীদের গুদামে যে পিঁয়াজের পাহাড় আছে তা পঁচতে শুরু করবে, তারা ক্ষতির সম্মুখীন হবে।

কিন্তু যখন রাতারাতি পিঁয়াজের দাম ১০০ টাকা থেকে ১৫০ টাকা কেজি হয়ে যাবে এবং ৪-৫ দিনের মধ্যে আরও পিঁয়াজের দাম বাড়ার গুজব রটানো হবে। তখন সহজ সরল সাধারণ আমজনতা এই তথ্য পাওয়ার পর পিঁয়াজের দোকানে ভিড় করবে। অন্ততপক্ষে ২ মাস চলার জন্য ৫/১০ কেজি পিঁয়াজ কিনে ঘরে মজুদ করবে। এরই মধ্যে পিঁয়াজ সিন্ডিকেটদের গুদাম ঘরে জমে থাকা সব পিঁয়াজ নিমিষেই শেষ হয়ে যাবে। পিঁয়াজ পঁচনের হাত থেকে রেহাই পাবে, টাকা লস বা ক্ষতির সম্মুখীন হবে না, তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজও পড়বে না।

ভাই, সিন্ডিকেট ব্যবসায় এমনি এমনি চলে না! সিন্ডিকেট ব্যবসায় করতে হলে মাথার অরজিনাল মগজ লাগে। এই সিন্ডিকেট ব্যবসায়ীরা তাদের মাথার তীক্ষ্ণ মগজ খাটাই বলেই তারা দেশের সরকারকে দীর্ঘদিন থেকে জব্দ করে রাখতে সক্ষম হয়েছে, তাদের মগজের খেলার বেড়াজেলা আবদ্ধ করেছে, এ দুর্নীতি থেকে মুক্তি পাওয়ার পথে লাগাম টেনে ধরেছে। এ সিন্ডিকেট ব্যবসায়ীরা বারবার জনগণকে হয়রানি করছে, কষ্ট আর ভোগান্তির মধ্যে পতিত করেছে। সরকারকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে, বিদেশের মাটিতেও দেশের সুনাম নষ্ট করে দেয়, এই সিন্ডিকেট ব্যবসায়ী।

সিন্ডিকেট ব্যবসায়ীদের যত কালো পরিকল্পনা, অপরাধ অনিয়ম, দুর্নীতি আছে, তা এক্কেবারে গোড়া থেকে মূল উৎপাটন করার জন্য সরকারের সাথে দেশের আমজনতাকেও এক হয়ে কাজ করতে হবে। আর আমজনতার হাতে এই সিন্ডিকেট ব্যবসায়ী ধরা পড়লে কি হবে তা খুব সহজে আঁচ করতে পেরেছেন। না জেনে থাকলে, ইতিহাস ঘাটাঘাটি করুন, সহজেই জানতে পারবেন।

সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করবো, এসব সিন্ডিকেট ব্যবসায়ীদের জেল, জরিমানা করলে তেমন কিছুই হবেনা। তাদের কাছে এই শাস্তিটা অতি নগন্য, মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে! তাই তাদের এর চেয়েও বেশি কঠিন শাস্তির আওতায় মুখোমুখি করা খুব জরুরী।

আর সিন্ডিকেট ব্যবসায়ী ভাইদের অনুরোধ করে বলছি, সময় সুযোগ থাকতে সহজ সরল জীবন যাপননের অভ্যাস গড়ে তুলুন। সুন্দর জীবন গঠনের জন্য একটা বিষয় মনে রাখবেন। "আপনি সম্পদ ভোগ করতে পারবেন কিনা, তা অনিশ্চিত, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম করেছেন তার ফল ভোগ করতে হবে, এটা শতভাগ নিশ্চিত।

প্রয়োজনের চেয়ে বেশি, পিঁয়াজ ক্রয় করা থেকে বিরত থাকুন। নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন।

কার্ড ছাড়াও মিলবে টিসিবির পণ্যকার্ডধারীদের পাশাপাশি সাধারণ ভোক্তার কাছে টিসিবির পণ্য বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃ...
24/10/2024

কার্ড ছাড়াও মিলবে টিসিবির পণ্য

কার্ডধারীদের পাশাপাশি সাধারণ ভোক্তার কাছে টিসিবির পণ্য বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার থেকে নির্ধারিত পয়েন্টে ট্রাকের সামনে লাইনে দাঁড়িয়ে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য (৪৭০ টাকা দিয়ে ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন) নিতে পারবেন ভোক্তা।
টিসিবির দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিন্ম আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্যাদি বিক্রয় কার্যক্রমের পাশাপাশি সাধারণ ভোক্তার কাছে ঢাকা মহানগরীতে ৫০ ও চট্টগ্রাম মহানগরীতে ২০ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি তেল, ডাল ও খাদ্য অধিদপ্তরের মাধ্যমে সরবরাহ করা চাল বিক্রয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই কার্যক্রম ২৪ অক্টোবর থেকে ৩১ নভেম্বর পর্যন্ত চলবে। তবে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে না আসলে পরবর্তীতে কার্যক্রম বৃদ্ধি করা হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বৃহস্পতিবার সকাল ১০টায় দক্ষিণ বেগুনবাড়ি (দীপিকার মোড়), তেজগাঁও শিল্প এলাকা থেকে এ কার্যক্রম উদ্বোধন করবেন।

17/10/2024

বাজার থেকে মাঝারি আকারের একটা পোল্ট্রি মুরগী কিনলাম। মুরগীটাকে কেটে দিতে বলে দাঁড়ালাম
দোকানের সামনে।

দোকানে দুজন কিশোর বয়সী ছেলে। একজন আমার পাশে দাঁড়ানো দু'জন মহিলার সাথে কিছুটা বিরক্তি নিয়ে বারবার মুরগী ওজন করছে আর পাল্টাচ্ছে। মহিলা দুজন প্রতিবার মুরগীর ওজন ও দাম শুনছে আর নিজেরা কী যেন হিসাব করছে, তারপর বলছে এর থেকে আর একটু বড়, এমন কয়েকবার হবার পর আমি অযাচিতভাবেই বললাম,
সামান্য কম বেশি তো হতে পারে। আপনাদের নির্ধারিত মাপে তো আর পাওয়া যাবে না। কাছাকাছি হলে নিয়ে নেন।

আমার কথায় মহিলা দুজন কিছুটা লজ্জিত হয়ে চুপসে যান। দুই কেজির সামান্য কম একটা মুরগী নেয়ার পর বুঝতে পারলাম, তাদের এতোটা হিসেব করার রহস্য কী!
যা আমাকে মুহুর্তেই স্তব্ধ করে দিলো।

ওনারা মুরগীটা কিনে দাম জেনে নিলেন।
তারপর একজন তার আঁচলের গিট থেকে বেশ কিছু খুচরা টাকা বের করে গুনে গুনে পাশের জনের হাতে দিলেন। বললেন, "এই নেও, এইখানে দামের অর্ধেক আছে।
আর অর্ধেক তুমি মিলাইয়া দেও। তারপর বাসায় গিয়া মুরগী কাইটা ভাগ কইরা নিমুনে"

বুঝতে পারছেন অবস্থা?
তাদের সন্তানরা হয়তো ডাল, আলু খেতে খেতে অতিষ্ঠ হয়ে মায়ের কাছে বায়না ধরেছে একটু মুরগীর গোস্ত খাবে।
সেটা সেই হতভাগা মায়েদের একা কেনার সামর্থ্য নেই বলে
দুজন মিলে কিনতে এসেছেন, একটা মুরগী!

যারা ফার্মের মুরগীর নাম শুনলেই নাক সিটকান্ তারা জানেন না যে, আপনাদের কাছে যেটা অখাদ্য, সেই একটা ফার্মের মুরগী কেনার সামর্থ্যও অনেকের নেই।

এটা আমার দেখা বাজারের একটা খন্ডচিত্র মাত্র।
এরকম অসংখ্য চিত্র ও সংকটের গল্প তৈরি হয় রোজ আমাদের চারপাশে। আমরা এসব গল্পের নানা চরিত্র দেখি ৷ কষ্ট পাই, আমাদের নিজেদেরও এরকম অসংখ্য গল্প আছে৷ যা নিজেদের অনিচ্ছাতেও সামাজিক বৈষম্যের কারণে নির্মান হয়। যা নাটক সিনেমার গল্পের থেকেও অনেক বেশি অমানবিক ও নিষ্ঠুর। অত্যন্ত সতর্কতার সাথে আমরা আড়াল করে রাখি। কারণ আত্মসম্মানের ভয়ে মধ্যবিত্ত ট্যাগ লাগানো হলেও আদতে আমরাও গরীব মানুষ। যাদের একটা ফার্মের মুরগী কিনতে গেলেও নানারকম হিসাব করতে হয়।

প্লাস্টিকের পণ্য বা আধুনিক সব তৈজসপত্রাদি  ব্যবহারে বা বাজার দখলের কারণে বাঁশ বেতের হস্তশিল্প বা কুটির শিল্পের তৈজসপত্রা...
10/10/2024

প্লাস্টিকের পণ্য বা আধুনিক সব তৈজসপত্রাদি ব্যবহারে বা বাজার দখলের কারণে বাঁশ বেতের হস্তশিল্প বা কুটির শিল্পের তৈজসপত্রাদির ব্যবহার প্রায় বিলুপ্তির পথে।

১০ অক্টোবর'২৪ ছবিটি তোলা হয়েছে উপজেলা মোড়, নিতপুর, পোরশা, নওগাঁ থেকে।

দেশের সব বিভাগেই তিন দিন ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কয়েক বিভাগে ভারি বর্ষণ হতে পারে বলেও আশঙ্কা করা হচ...
06/10/2024

দেশের সব বিভাগেই তিন দিন ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কয়েক বিভাগে ভারি বর্ষণ হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

শীতকাল আসতে এখনও ঢের দেরি। তবুও বাজারে চলে এসেছে বেশিরভাগ শীতের সবজি। রাজধানীর বাজারগুলোতে শীতের আগাম সবজির পসরা সাজিয়েছ...
04/10/2024

শীতকাল আসতে এখনও ঢের দেরি। তবুও বাজারে চলে এসেছে বেশিরভাগ শীতের সবজি। রাজধানীর বাজারগুলোতে শীতের আগাম সবজির পসরা সাজিয়েছে বসেছেন দোকানিরা। তবে কোনটার দামই নাগালে নেই। এ উত্তাপে বাড়ছে অন্যান্য সবজির দামও।

03/10/2024

হারানো বিজ্ঞপ্তি
পথে ঘাটে, হাটে বাজারে, বিভিন্ন পাড়া, গ্রাম, মহল্লায় মানসিক ভারসামহীন মানুষ, অজ্ঞাত পরিচয়হীন অসুস্থ মানুষ প্রায় ঘোরাফেরা করতে দেখা যায়। তারা নিজের নাম ঠিকানা বা পরিচয় কিছুই বলতে পারে না বলে আমরা তাকে "পাগল" বলে আখ্যায়িত করি।

একটা কথা কি জানেন, আমরা যাকে পাগল বলি, মূলত সে ব্যক্তিও কারো না কারো আদরের সন্তান, ভাই/বোন, বাবা/মা বা কারো স্বামী/ স্ত্রী। তারও একটা নির্দিষ্ট গন্তব্য, পরিচয় আছে। কিন্তু তার মানসিক সমস্যা বা অন্য কোন কারণে আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে তাকে পথে-ঘাটে, হাটে বাজারে দেখতে পাওয়া যায়।

আপনারা যদি এমন ধরনের মানুষ দেখতে পান তাহলে, তাদের ছবিসহ, অবস্থানের নাম ঠিকানা বিস্তারিত লিখে আমার "হারানো বিজ্ঞপ্তি" এই গ্রুপে পোস্ট করুন। হয়তো আপনার পোষ্টের মাধ্যমে খুঁজে পাবে তার প্রিয়জন, পৌঁছে যাবে তার নিজ গন্তব্য, আসল ঠিকানায়।

যত ধরনের নিখোঁজ বা হারিয়ে যাওয়া সংবাদ সব এই গ্রুপে পোস্ট করতে পারবেন। যেমনঃ মানুষ হারিয়ে বা নিখোঁজ হয়ে যাওয়ার সংবাদ, আপনার কোন পণ্যদ্রব্য বা ডকুমেন্ট যেমনঃ মোটরসাইকেলের নম্বর প্লেট, মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেলে, গবাদি পশু, যেমনঃ গরু, ছাগল, ভেড়া, ঘোড়া, মহিষ ইত্যাদি। হারিয়ে যাওয়া প্রাণি, পণ্যদ্রব্য বা ডকুমেন্ট বিস্তারিত লিখে এই গ্রুপে পোস্ট করুন।

পথে-ঘাটে, হাটে বাজারে যা কুড়িয়ে পাবেন তা ফেরত দেওয়ার জন্য সাথে সাথে এই গ্রুপে পোস্ট করুন। আপনার কিছু হারিয়ে গেলে সাথে সাথে এই গ্রুপে চোখ রাখুন। কেউ না কেউ পোস্ট দিবে, সাথে থাকুন এবং আপনার হারিয়ে যাওয়া প্রিয়জন বা জিনিস অচিরেই খুঁজে পাবেন- ইনশাআল্লাহ্।

"হারানো বিজ্ঞপ্তি" ফেসবুকের এই গ্রুপে আজকের আলোচিত বিষয়টি বর্তমান সময়ের যুগোপযোগী চিন্তা চেতনা, মনোভাব ও তথ্য প্রযুক্তিকে কাজে লাগানোর ক্ষুদ্র প্রয়াসে আপনার সহযোগিতায় একটি বিশ্বস্ত অনলাইন প্লাটফর্মের মাধ্যমে নিখোঁজ ব্যক্তির তথ্য নিমেষে দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়বে।

তাই ভিডিওটি শেয়ার করে সবাইকে অবগত করার সুযোগ তৈরি করে দিন। "হারানো বিজ্ঞপ্তি" এই গ্রুপের লিংক কমেন্টস্ বক্সে দেওয়া আছে, সবাই দ্রুত যোগ দিন।

গ্রুপের সংযুক্ত হওয়ার জন্য নিচে ক্লিক করুনঃ
https://www.facebook.com/groups/2350763258577802/?ref=share&mibextid=NSMWBT

ভুট্টু পান বিতান উপজেলা মোড়, নিতপুর, পোরশা, নওগাঁ।
30/09/2024

ভুট্টু পান বিতান
উপজেলা মোড়, নিতপুর, পোরশা, নওগাঁ।

08/09/2024

পোরশা উপজেলা, নওগাঁ।
আপনি রাজনৈতিক যে দলই করেন না কেন, সেটা আপনার ব্যক্তিগত পছন্দ। কিন্তু অন্যায়কে, অন্যায় বলার সাহস যদি না থাকে, তাহলে আপনি সমাজের 'আবর্জনা'।

দল মত নির্বিশেষে অন্তকোন্দল, দলাদলি, রাগ, হিংসা, বিদ্বেষ সবকিছু বাদ দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে সবাই একআত্মা প্রকাশ করে পোরশা উপজেলার উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে।

দেশ স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও পোরশা উপজেলার উন্নয়নের জন্য শক্ত হাতে কেউই হাল ধরে ইতিহাস রচনা করতে পারেনি।

শুধুমাত্র রাগ, হিংসা বিদ্বেষ, দলা দলিলের কারণে যাবতীয় উন্নয়নমূলক পরিকল্পনাগুলো বারবার ভেস্তে গেছে। পোরশা উপজেলা উন্নয়নের চিত্র একেবারে তলানিতে পৌঁছে গেছে!

পার্শ্ববর্তী উপজেলা গুলোর উন্নয়ন দেখলে খুব সহজে বোঝা যায় পোরশা উপজেলার করুন অবস্থা।

তাই পোরশা উপজেলাবাসীর সকলের কাছে বিনীত অনুরোধ, আপনারা সবাই একআত্মা প্রকাশ করে আমাদের মাতৃভূমি, জন্মভূমি পোরশা উপজেলার উন্নয়নের জন্য যাবতীয় পরিকল্পনা গ্রহণ ও তার দ্রুত বাস্তবায়নের জন্য সবার একান্তই সুমহানমর্জি হয়।

06/09/2024

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, চাপ কমাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালগুলোকে আরো বেশি দায়িত্ব সচেতনতার পরিচয় দিতে হবে।

ছোটখাটো অপারেশন, তুচ্ছ তুচ্ছ রোগ, অসুস্থ রোগী গুলোকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে না পাঠিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে গুলোতেই চিকিৎসা করা সম্ভব।

একজন ডাক্তার যত রোগী বেশি নাড়াচাড়া করবে তত বেশি তার কর্ম দক্ষতাও বাড়বে।

একজন অসুস্থ রোগী বা রোগীর লোক তখনই সবচেয়ে বেশি হতাশায় ভোগে, যখন সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে নার্স বা দায়িত্বরত ডাক্তার নাক বিচকিয়ে বলে সামন্য এ রোগের জন্য আপনি অতদূর থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে চলে এসেছেন, এটাতো তুচ্ছ, মামুলি ব্যাপার! উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালগুলোতেই আপনার এ রোগের চিকিৎসা করা সম্ভব। শুধুমাত্র তাদের সদিচ্ছার বিষয় ছিল।

31/08/2024

পোরশা উপজেলা, নওগাঁ।
পোরশা উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত বহুল আকাঙ্ক্ষিত প্রধান সরকারের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। রাস্তার পাশে ড্রেন তৈরি করা হবে এমন কথাও শোনা যাচ্ছে। তবে ড্রেন করার আগে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে যদি রাস্তার দুই পাশে ড্রেন তৈরি করা হয় তাহলে কোন কথাই নাই আর যদি রাস্তার এক পাশের ড্রেন তৈরি করা হয় তাহলে, ক্ষয়ক্ষতি দিক বিবেচনা করে রাস্তার যে পাশে ড্রেন তৈরি করা হলে দোকানপাট ও বসতভিটার ক্ষয়ক্ষতির কম হবে বা কমিয়ে আনা যায় সেই পাশে ড্রেন তৈরি করা পরিকল্পনা নিতে হবে।

ইতোমধ্যে আরও একটি পরিকল্পনা কথা শোনা যাচ্ছে যে, উপজেলা প্রধান ফটকের পূর্ব পাশ থেকে রাস্তার দক্ষিণ পাশে ৬০ মিটার পর্যন্ত বর্তমানে অবস্থিত দোকানপাট গুলো উচ্ছেদ করে প্রধান সড়ক আরো প্রশস্ত করা হবে। এতে রাস্তার উপর যত্রতত্র ভ্যান, চার্জার গাড়ি, বাস ইত্যাদি বর্ধিত সড়কে পার্কিং করতে পারবে কিন্তু এ পরিকল্পনা পরিবর্তন করা খুব জরুরী কারণ, অবহেলিত নিতপুরের উন্নয়ন ঘটাতে হলে প্রথমেই ব্যবসা বাণিজ্যের অবশ্যই উন্নয়ন ঘটাতে হবে।

রাস্তার দক্ষিণ পাশে অর্থাৎ মাদ্রাসামোড় থেকে খাদ্য গুদাম পর্যন্ত দোকানঘর নির্মাণ করা খুব জরুরী। আর রাস্তার উত্তর পাশে (জামতলা হোটেল) বিশাল জায়গা ফাঁকা আছে সেখানে রাস্তা বর্ধিত করে ভ্যান, চার্জার গাড়ি, বাস পার্কিংয়ের পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে । রাস্তার উত্তর পাশে আগে থেকেই স্থায়ী দোকান আছে। সে দোকানগুলোর সামনে আবার নতুন করে দোকান তৈরি করা সম্ভব নয় কিন্তু রাস্তা প্রশস্ত করা সম্ভব।

তাই হাই স্কুল রোড সংলগ্ন অর্থাৎ ফলের দোকান থেকে শুরু করে ৬০ মিটার পর্যন্ত পার্কিংয়ের জন্য প্রধান সড়ক প্রশস্ত করার পরিকল্পনা গ্রহণ করার জন্য উপজেলা প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ করছি।

শুভ সকাল! আজ ১১ই ভাদ্র, শরৎকাল,১৪৩১ বঙ্গাব্দ।অবহেলা করা যাবে না!সপ্তাহে অন্তত একবার সকাল- সন্ধ্যা ।
26/08/2024

শুভ সকাল!
আজ ১১ই ভাদ্র, শরৎকাল,
১৪৩১ বঙ্গাব্দ।

অবহেলা করা যাবে না!
সপ্তাহে অন্তত একবার সকাল- সন্ধ্যা ।

কথায় কথায় আন্দোলন, কথায় কথায় ধর্মঘট, আজ সবাই ধর্মঘটী! দেশের যেখানে হাত দেয় সেখানেই গর্ত হয়ে আছে তারমধ্যে  বন্যা পর...
26/08/2024

কথায় কথায় আন্দোলন, কথায় কথায় ধর্মঘট, আজ সবাই ধর্মঘটী!

দেশের যেখানে হাত দেয় সেখানেই গর্ত হয়ে আছে তারমধ্যে বন্যা পরিস্থিতি নিয়ে গোটা দেশের মানুষ চিন্তিত। যে যার সামর্থ্য অনুযায়ী উজাড় করে দান করছে, ঘন্টার পর ঘন্টা লাইনে থেকে দান ও সহযোগিতা করছে যা দেশের ইতিহাস এটাই প্রথম।

আর
একশ্রেণীর লোক নিজেদের স্বার্থ হাসিলের জন্য স্বার্থপরের মত স্বার্থ অর্জনের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে মিছিল মিটিং সমাবেশ করেই যাচ্ছে। এটা মেনে নেওয়ার মতো না, চরম লজ্জার বিষয়। আপনাদের হাতে যখন এতই সময় আছে তাহলে বন্যাদুর্গত এলাকায় গিয়ে স্বেচ্ছাশ্রম দিন। তখন তো শরীরে ঘুন ধরে যাচ্ছে, মুরিচা পড়ে যাচ্ছে।

আপনারা যারা নিজের দাবি নিয়ে আন্দোলন করছেন, একটু সময় দিন, অন্তর্বর্তী সরকারের একমাসও হয়নি!

ডঃ মুহাম্মদ ইউনুস তো আলাদিনের চেরাগ নিয়ে আসেনি। আপনারা তাকে দায়িত্ব বুঝে নেওয়ার সময়টুকু দিচ্ছেন না। দেশ এবং দেশের সজীবতা ফিরে আসুক, তখন আপনারা আপনাদের দাবি সুশৃংখলভাবে উপস্থাপন করুন। আপনাদের এমন গর্হিত কাজের জন্য গোটা দেশের মানুষ আপনাদেরকে ধিক্কার জানাচ্ছে।

প্রশাসন শুধু এমনি এমনি কঠোর হয়ে যায় না, তাকে কঠোর বানানো হয়। আজকের এই গণ বিজ্ঞপ্তিটি তারই উৎকৃষ্ট প্রমাণ।

সময়ের সঠিক সিদ্ধান্ত, ধন্যবাদ "বাংলাদেশ পুলিশ"

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধের ১৬ টি গেটের পানি ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়েছে।
25/08/2024

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধের ১৬ টি গেটের পানি ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়েছে।

পতনের পর প্রথমবার হাসিনা ও সাবেক মন্ত্রী-এমপিরা একসঙ্গে সবাই বড় বিপদে।সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্...
25/08/2024

পতনের পর প্রথমবার হাসিনা ও সাবেক মন্ত্রী-এমপিরা একসঙ্গে সবাই বড় বিপদে।

সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যদের (এমপি) জন্য বরাদ্দকৃত সব কূটনৈতিক (লাল) পাসপোর্ট বাতিল করার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের বহিরাগমন-৪ শাখার উপসচিব মো. কামরুজজামান স্বাক্ষরিত নির্দেশনাপত্র বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, ‘কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার ও সমর্পণের ভিত্তিতে নতুন পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে জারিকৃত নির্দেশনাগুলো হলো- প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রাক্তন মন্ত্রিসভার সদস্য, সদ্য বিলুপ্ত জাতীয় সংসদের সব সদস্যসহ যেসব ব্যক্তিবর্গ কোনো পদে অধিষ্ঠিত থাকায় যোগ্য হিসেবে কূটনৈতিক পাসপোর্ট গ্রহণ করেছেন, ওই পদে তাদের নিয়োগ বা কর্মকালের অবসান ঘটলে তাদের এবং তাদের স্পাউসগণের কূটনৈতিক পাসপোর্ট অবিলম্বে প্রত্যাহার করতে হবে।’

উল্লিখিত ব্যক্তিদের মধ্যে যারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করবেন, অন্তত দুটি তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে তাদের অনুকূলে সাধারণ পাসপোর্ট ইস্যু করা যেতে পারে বলেও পত্রে বলা হয়েছে।

Address

Porsha
6550

Telephone

+8801707370482

Website

Alerts

Be the first to know and let us send you an email when Info Express SUMON posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Info Express SUMON:

Videos

Share