পোরশা উপজেলা, নওগাঁ।
নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুর সীমান্তে, বাংলাদেশ ও ভারতকে বিভক্ত করেছে পূণর্ভবা নদী।
এই পূণর্ভবা নদীর পূর্বে বাংলাদেশ ও পশ্চিমে ভারত সীমান্ত অবস্থিত হলেও নিতপুর সীমান্তে পারঘাটি নামক স্থানে পূণর্ভবা নদীর ওপারে প্রায় ২ বর্গ কিলোমিটার পর্যন্ত কোথাও কোথাও আবার গড়ে ৫ বর্গ কিলোমিটার পর্যন্ত একেবারে ভারতের গা ঘেঁষে বাংলাদেশের শতশত বিঘা আবাদি জমিয়ে রয়েছে।
ধান চাষাবাদের স্বল্প খরচ আর অধিক ফলন হওয়ায় প্রতিবছর কৃষকেরা প্রচুর ধান, নিজের গোলায় ভরে তুলতে সক্ষম হয়। কিন্তু কোন কোন বছর আগাম বৃষ্টি বা বন্যা হলে শত শত বিঘার পালিত স্বপ্নের ধান নিমেষেই পূণর্ভবা নদীর বন্যার পানিতে প্লাবিত হয়ে কৃষকের হাজারও স্বপ্ন বন্যার পানিতে ভাসিয়ে নিয়ে যায়!
এর ফলে কৃষকেরা ঝুঁকি নিয়ে ধান চাষাবাদ আগ্রহ হারিয়ে ফেলে। শত শত বিঘা জমি অনাবাদি
আর মাত্র কয়েকটা দিন ধৈর্য্য ধরেন, এসব পিয়াজগুলো পঁচতে শুরু করবে। পিঁয়াজ সিন্ডিকেট ব্যবসায়ীদের খুবই তীক্ষ্ণ মগজ দিয়ে তৈরি "পণ্য বাজারজাতকরণ পরিকল্পনা"। পিঁয়াজের দাম যদি ১০০/১১০ অথবা ১২০ টাকা কেজি থাকে তাহলে, সহজ, সরল সাধারণ আমজনতা অল্প অল্প পিঁয়াজ কিনবে এবং ব্যবহার করবে।আর ভোক্তরা যদি অল্প অল্প পিঁয়াজ ব্যবহার করে তাহলে পিঁয়ার সিন্ডিকেট ব্যবসায়ীদের গুদামে যে পিঁয়াজের পাহাড় আছে তা পঁচতে শুরু করবে, তারা ক্ষতির সম্মুখীন হবে।
কিন্তু যখন রাতারাতি পিঁয়াজের দাম ১০০ টাকা থেকে ১৫০ টাকা কেজি হয়ে যাবে এবং ৪-৫ দিনের মধ্যে আরও পিঁয়াজের দাম বাড়ার গুজব রটানো হবে। তখন সহজ সরল সাধারণ আমজনতা এই তথ্য পাওয়ার পর পিঁয়াজের দোকানে ভিড় করবে। অন্ততপক্ষে ২ মাস চলার জন্য ৫/১০ কেজি পিঁয়াজ কিনে ঘরে মজুদ করবে। এরই মধ্যে পিঁয়াজ সিন্ডিকেটদের গুদাম ঘরে জমে থাকা স
বাজার থেকে মাঝারি আকারের একটা পোল্ট্রি মুরগী কিনলাম। মুরগীটাকে কেটে দিতে বলে দাঁড়ালাম
দোকানের সামনে।
দোকানে দুজন কিশোর বয়সী ছেলে। একজন আমার পাশে দাঁড়ানো দু'জন মহিলার সাথে কিছুটা বিরক্তি নিয়ে বারবার মুরগী ওজন করছে আর পাল্টাচ্ছে। মহিলা দুজন প্রতিবার মুরগীর ওজন ও দাম শুনছে আর নিজেরা কী যেন হিসাব করছে, তারপর বলছে এর থেকে আর একটু বড়, এমন কয়েকবার হবার পর আমি অযাচিতভাবেই বললাম,
সামান্য কম বেশি তো হতে পারে। আপনাদের নির্ধারিত মাপে তো আর পাওয়া যাবে না। কাছাকাছি হলে নিয়ে নেন।
আমার কথায় মহিলা দুজন কিছুটা লজ্জিত হয়ে চুপসে যান। দুই কেজির সামান্য কম একটা মুরগী নেয়ার পর বুঝতে পারলাম, তাদের এতোটা হিসেব করার রহস্য কী!
যা আমাকে মুহুর্তেই স্তব্ধ করে দিলো।
ওনারা মুরগীটা কিনে দাম জেনে নিলেন।
তারপর একজন তার আঁচলের গিট থেকে বেশ কিছু খুচরা টাকা বের করে গুনে গুনে পাশের জনে
খুঁজে পাবে প্রিয় জন...
হারানো বিজ্ঞপ্তি
পথে ঘাটে, হাটে বাজারে, বিভিন্ন পাড়া, গ্রাম, মহল্লায় মানসিক ভারসামহীন মানুষ, অজ্ঞাত পরিচয়হীন অসুস্থ মানুষ প্রায় ঘোরাফেরা করতে দেখা যায়। তারা নিজের নাম ঠিকানা বা পরিচয় কিছুই বলতে পারে না বলে আমরা তাকে "পাগল" বলে আখ্যায়িত করি।
একটা কথা কি জানেন, আমরা যাকে পাগল বলি, মূলত সে ব্যক্তিও কারো না কারো আদরের সন্তান, ভাই/বোন, বাবা/মা বা কারো স্বামী/ স্ত্রী। তারও একটা নির্দিষ্ট গন্তব্য, পরিচয় আছে। কিন্তু তার মানসিক সমস্যা বা অন্য কোন কারণে আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে তাকে পথে-ঘাটে, হাটে বাজারে দেখতে পাওয়া যায়।
আপনারা যদি এমন ধরনের মানুষ দেখতে পান তাহলে, তাদের ছবিসহ, অবস্থানের নাম ঠিকানা বিস্তারিত লিখে আমার "হারানো বিজ্ঞপ্তি" এই গ্রুপে পোস্ট করুন। হয়তো আপনার পোষ্টের মাধ্যমে খুঁজে পাবে তার প্রিয়জন, পৌঁছে যাবে তার নিজ গন্তব
পোরশা উপজেলা, নওগাঁ।
আপনি রাজনৈতিক যে দলই করেন না কেন, সেটা আপনার ব্যক্তিগত পছন্দ। কিন্তু অন্যায়কে, অন্যায় বলার সাহস যদি না থাকে, তাহলে আপনি সমাজের 'আবর্জনা'।
দল মত নির্বিশেষে অন্তকোন্দল, দলাদলি, রাগ, হিংসা, বিদ্বেষ সবকিছু বাদ দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে সবাই একআত্মা প্রকাশ করে পোরশা উপজেলার উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে।
দেশ স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও পোরশা উপজেলার উন্নয়নের জন্য শক্ত হাতে কেউই হাল ধরে ইতিহাস রচনা করতে পারেনি।
শুধুমাত্র রাগ, হিংসা বিদ্বেষ, দলা দলিলের কারণে যাবতীয় উন্নয়নমূলক পরিকল্পনাগুলো বারবার ভেস্তে গেছে। পোরশা উপজেলা উন্নয়নের চিত্র একেবারে তলানিতে পৌঁছে গেছে!
পার্শ্ববর্তী উপজেলা গুলোর উন্নয়ন দেখলে খুব সহজে বোঝা যায় পোরশা উপজেলার করুন অবস্থা।
তাই পোরশা উপজেলাবাসীর সকলের কাছে বিনীত অনুর
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, চাপ কমাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালগুলোকে আরো বেশি দায়িত্ব সচেতনতার পরিচয় দিতে হবে।
ছোটখাটো অপারেশন, তুচ্ছ তুচ্ছ রোগ, অসুস্থ রোগী গুলোকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে না পাঠিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে গুলোতেই চিকিৎসা করা সম্ভব।
একজন ডাক্তার যত রোগী বেশি নাড়াচাড়া করবে তত বেশি তার কর্ম দক্ষতাও বাড়বে।
একজন অসুস্থ রোগী বা রোগীর লোক তখনই সবচেয়ে বেশি হতাশায় ভোগে, যখন সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে নার্স বা দায়িত্বরত ডাক্তার নাক বিচকিয়ে বলে সামন্য এ রোগের জন্য আপনি অতদূর থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে চলে এসেছেন, এটাতো তুচ্ছ, মামুলি ব্যাপার! উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালগুলোতেই আপনার এ রোগের চিকিৎসা করা সম্ভব
পোরশা উপজেলা, নওগাঁ।
পোরশা উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত বহুল আকাঙ্ক্ষিত প্রধান সরকারের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। রাস্তার পাশে ড্রেন তৈরি করা হবে এমন কথাও শোনা যাচ্ছে। তবে ড্রেন করার আগে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে যদি রাস্তার দুই পাশে ড্রেন তৈরি করা হয় তাহলে কোন কথাই নাই আর যদি রাস্তার এক পাশের ড্রেন তৈরি করা হয় তাহলে, ক্ষয়ক্ষতি দিক বিবেচনা করে রাস্তার যে পাশে ড্রেন তৈরি করা হলে দোকানপাট ও বসতভিটার ক্ষয়ক্ষতির কম হবে বা কমিয়ে আনা যায় সেই পাশে ড্রেন তৈরি করা পরিকল্পনা নিতে হবে।
ইতোমধ্যে আরও একটি পরিকল্পনা কথা শোনা যাচ্ছে যে, উপজেলা প্রধান ফটকের পূর্ব পাশ থেকে রাস্তার দক্ষিণ পাশে ৬০ মিটার পর্যন্ত বর্তমানে অবস্থিত দোকানপাট গুলো উচ্ছেদ করে প্রধান সড়ক আরো প্রশস্ত করা হবে। এতে রাস্তার উপর যত্রতত্র ভ্যান, চার্জার গাড়ি, বাস ইত্যাদি বর্ধ
ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় যারা সরকারি চাকরি নিয়েছেন, সরকারি যত সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন, সম্পুর্ণ বেতন-ভাতার টাকা তার কিডনি বিক্রি করে হলেও রাষ্ট্রকে ফেরত দিতে হবে। তাকে এবং তার সাথে নিয়োগদাতাকেও সারা জীবন জেলের ঘানি টানতে হবে।
#reelsfbシ #facebookreelsviral #shortsvideos #facebookviral #Bangladesh #facebookvideo #reels #motivation #FacebookPage #instagram #reels #short #instagram #tiktok
ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় যারা সরকারি চাকরি নিয়েছেন, সরকারি যত সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন, সম্পুর্ণ বেতন-ভাতার টাকা তার কিডনি বিক্রি করে হলেও রাষ্ট্রকে ফেরত দিতে হবে। তাকে এবং তার সাথে নিয়োগদাতাকেও সারা জীবন জেলের ঘানি টানতে হবে।
#reelsfbシ #facebookreelsviral #shortsvideos #facebookviral #Bangladesh #facebookvideo #reels #motivation #FacebookPage #instagram #reels #short #instagram #tiktok
খাদ্যদ্রব্য মজুতকারীরা বাজারে চাল ছাড়তে শুরু করেছে।
#reelsfbシ #facebookreelsviral #shortsvideos #Bangladesh #reels #FacebookPage #motivation #facebookviral #facebookvideo #instagram
মজুত পণ্য, বিক্রির জন্য আজকেই বাজারে ছেড়ে দিন।
#reelsfbシ #shortsvideos #facebookviral #Bangladesh #reels #motivation #instagram #Dhaka #shorts #facebookvideo #facebookreelsviral #FacebookPage
মজুদ পণ্য, বিক্রির জন্য আজকেই বাজারে ছেড়ে দিন।
#reelsfbシ #shortsvideos #facebookviral #Bangladesh #reels #motivation #instagram #Dhaka #shorts #facebookvideo #facebookreelsviral #FacebookPage