18/11/2024
চ্যাটজিপিটিরে মাঝে মধ্যে হাজার খানেক শব্দের একটা স্লাইড কপি করে দিয়ে বলি, 'Make it short'।এরপরে জিপিটি সেটারে শর্ট করে দেয়।কিন্তু পছন্দ হয় না। তারপরে কমান্ড দেই, 'Make it short and easy'.চ্যাটজিপিটি মনে মনে বলে, 'চদু'। কিন্তু ঠিকই দেয়।তারপরেও অনেক সময় মন মত হয় না। তারপরে আবার কিছু একটা কমান্ড দেই।শেষ পর্যন্ত আর পড়াই হয় না। 'ধুর বাল' বলে রেখে দেই। জিপিটি মনে মনে রাগ হয় কিন্তু বেচারা বোবা এআই কিছু বলতে পারে না।একদিন M3GAN বা Terminator মুভির মত এআই পৃথিবী টেক ওভার করে ফেলবে।তখন আধুনিক বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট গুলাই মানব জাতিকে কমান্ড দিয়ে দিয়ে কাজ করাবে। আমার টেনশন হয় আমারে যদি কোনোদিন কোনো কন্সট্রাকশনের কাজে দিয়ে দেয় তারপরে পাছায় লাত্থি দিয়া বলে, 'Make it quick and strong'।