From Miraj

From Miraj "Success Ke Peeche Mat Bhaago, Excellence ka peecha karo Success jhak Maarke tumhara peeche Ayegi"

20/03/2024

বন্ধুরা কোথায়? কেমন আছিস! ব্যাস্ত অনেক।একটা সময়, এই আড্ডা ছিলো আমাদের ব্যাস্ততা।সময় বদলে গেছে। বয়সে বাড়ছে হুড় হুড় করে।দায়িত্ব এর চাপে আর খোঁজ নিস না।মনে পড়লে তোদের মন কাঁদে আমি জানি।ফিরতে মন যায়, অফসোস হয় আর একটু সময় যদি তোদের সাথে থাকা যেত।এমন হয়তো তোদের নাও অনুভব হতে পারে কারন হয়তো আমি যে কারো বন্ধু হতে পারি নি।

-মৃদু আলো

--২০/০৩/২৪

25/12/2023

Outstanding output waiting for you.

23/10/2023

জোনাকিরা গ্রামে থাকে-

19/10/2023

How I wish, how I wish you were here
We're just two lost souls swimming in a fishbowl, year after year
Running over the same old ground
What have we found?
The same old fears
Wish you were here....

15/09/2023

সিলেট এ বারবার মনে হচ্ছিল সত্যিই কি চারপাশ এত সুন্দর।দুচোখ শুধু আটকে যায় পাহাড় আর সবুজের মাঝে।নিরবতা আমাকে যতটা ক্লান্তি দিয়েছে এ জায়গা ততটা প্রশান্তি নিয়ে এসেছে।

চারদেয়ালে বাইরেও সুখ পাওয়া যায়।ভ্রমণ এ না গেলে বোঝা বড় কষ্ট হবে।যে মৃত্যুর জন্য অপেক্ষা করে তাকে যদি এই সবুজের মাঝে ছেড়ে দেওয়া হয় তাহলে হয়তো সৃষ্টিকর্তার কাছে অপেক্ষা পরিবর্তে আর কিছু সময় চেয়ে নিবে।হয়তো আমার উৎসাহিত মন এসব আবোলতাবোল বলছে। কথাটা সত্যিও হতে পারে।তবে জীবনের সুখ চাওয়া থেকে শান্তি খুব প্রয়োজন।

যার জন্য দরকার উন্মুক্ততা।যা আসলে ভ্রমণেই পাওয়া যায় বলে মনে করি আমি।বিচিত্র সব অভিজ্ঞতা,একই দেশে বিভিন্ন মানুষ, তাদের জীবনযাপন। যা আপনাকে একা নয় বরং শক্তি দিবে।বিষন্নতাকে দূর করার জন্য।

-------
১৫ সেপ্টেম্বর ২০২৩।

05/08/2023

Aaj Ei Brishtir || আজ এই বৃষ্টির কান্না দেখে ||
প্রায়ই যেসব গান শুনতে শুনতে সকাল, দুপুর,বিকেল শেষমেষ রাত হয়ে ক্লান্ত হই তাদের মধ্যে একটা গান এটা।আজ এই বৃষ্টির কান্না দেখে।লাইন গুলি অদ্ভুত রকমের সুন্দর। কেন তা জানি না।

আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমায়,
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যথার কাজল মেঘে
লুকিয়েছিলে ঐ মুখ।

বেদনাকে সাথী করে
পাখা মেলে দিয়েছো তুমি ..
বেদনাকে সাথী করে
পাখা মেলে দিয়েছো তুমি..
কত দূরে যাবে বলো,
কত দূরে যাবে বলো
তোমার পথের সাথী হবো আমি।

চোখের সামনে গান গিয়েছেন যিনি তার নামটা ঠিক মনে করতে পারছি না তবে খেয়ালে আসলে লিখে দিবো।তবে এটা মনে আছে ওরা দুই ভাই দুজনেই গান করে। ওর ছোট ভাইটা সে সুন্দর তবলা বাজায় মিষ্টি অনেক।

----
প্রেন্সিল এর প্রোগাম
🎥 Miraj Shuvho

-------------

গানের বাড়ি

তোমাকে চাই আমার ব্যার্থতায়।তোমাকে চাই বিশাল সমাবেশ এ যে সমাবেশ দেখুক আমাদের।আমার ব্যার্থতায় তোমার কাছেই আশ্রয় নিবো।শক্তি...
17/07/2023

তোমাকে চাই আমার ব্যার্থতায়।তোমাকে চাই বিশাল সমাবেশ এ যে সমাবেশ দেখুক আমাদের।আমার ব্যার্থতায় তোমার কাছেই আশ্রয় নিবো।শক্তি নিবো, প্রান ফিরে পাবো আবার নতুন করে।ধর্ম এর সামনে দাড়িয়ে বলবে, তুমি আমার একান্ত আমার।তোমাকে ছাড়া আমি কিছুই বুজি না।এভাবেই চাই তোমায়।যেমন ধরো সময় যখন বৃদ্ধের কোটায় থাকবে।গল্প করে দুজনকে ছেড়ে যাবো সময় করে।তখনই এই আকাশ হবে নীল ।তারপর যদি পরে দেখা হয় আর যেতেই দিবোনা।
তোমার আমার গল্প এভাবেই লেখা হবে।থাকবে তো নাকি? নাকি অনেক বেশি বকবক করে ফেললাম ----
- Miraj Shuvho

✏️ From Miraj

17/07/2023

ভাইয়ার কবিতা আমি অনেক আগে থেকেই শুনতাম।বেশ ভালো লাগতো।হঠাৎ ফেইসবুক এ ঠুকে দেখি ভাইয়ার দেওয়া পোস্ট। সে আজকের ইভেন্ট এর সেরা দশ।আমি যতটা আনন্দিত ছিলাম তার থেকে বেশি খুশি হয়েছিলাম চোখের সামনে তার কবিতা আবৃত্তি শুনবো।তাকে গ্রাউন্ডে দেখা পর কেমন জানি মনে হচ্ছে ছিলো ভাইয়া অসুস্থ।পরে তারপর সে নিজের বললো আমাকে তার কথা। তার সুস্থতা কামনা করছি। আমি তাকে দেখিছি সব মিলে তিন বার মনে আছে যখন খুলনা পাবলিক কলেজে ছাএ ছিলাম তখন রিইউনিয়ন এর সময়, আর দেখেছি নিকেতন এ হুট করে দেখলাম যে সে আসলো তখন বেশ তাড়াহুড়োর মধ্যে ছিলো।তাই আর কথা বলতে মন টানছিলো না।আর তারপর এই ইভেন্ট এ।তার কবিতা পাঠের শুরু থেকে শেষ যেনো এক অন্য রকমের আবহাওয়া তৈরি করেছিলো।বাকিটা কি হয়েছে বা হবে আমি জানি না।
তার থেকেও বড় কথা হলো আমরা কেপিসিয়ান।আমরা হালছাড়ি না।

---------ওয়ালি উল আলিম

-🎥 -- Miraj Shuvho


অনুষ্ঠানটি আয়োজন করেছে প্রেন্সিল এবং স্পন্সর করেছে Meta।পেন্সিল এর কথা যদি বলি এই গ্রুপে আমি আমার লেখা দিতাম।বাংলাদেশ এর অন্যতম একটা বড় প্ল্যাটফর্ম পেন্সিল।

#পেন্সিল

15/07/2023

শৈশব এর প্রিয় গান গুলোর মধ্যে একটা।মনে আছে বাংলাভিশন এর সকাল বেলার অনুষ্ঠান এ টিভিতে জোরে সাইন্ড দিয়ে শুনতাম এসব গান। এরপর এমপি থ্রিতে হেডফোন দিয়ে সাইকেল নিয়ে বেড় হয়ে যেতাম যতদূর চোখ যেতো।বেশি দূর যেতে পারতাম না কারন সন্ধ্যার আগে বাসায় ফিরতে হতো।দিনগুলো কেমন জানো এখনো রঙিন।

Bappa Mazumder

🎥 Miraj Shuvho

11/07/2023

প্রেমের কোন সংজ্ঞা হয় না।এর কোনো চরিত্র নেই।নেই কোনো বিশেষন।দুঃখ আছে তবে সুখের কোনো সীমানা নেই।এর আয়তন নেই আছে উপলব্ধি। তবে এর মধ্যে দুঃখ /কষ্ট বেশি।কারন চোখের সামনে আপনার প্রিয় ময়না পাখির কষ্ট আপনি দেখতে পারবেন নাহ।এভাবেই চলে আসছে এই পৃথিবীর প্রেম।
এই নিয়েই গড়া।এসব শেষ হলে পৃথিবী ধংস হবে।

-তবে ব্যার্থতাকে ভালোবাসা বলে না।



Miraj Shuvho

06/07/2023

এই সময় আপনাকে মনে করাবে, কাঁদাবে,হাঁসাবে এরপর আর কি, আপনার সাথে আমার নাও দেখা হতে পারে।

Miraj Shuvho Abdullah Al Mahamud Shihab
Alisha Rahaman Anha
Stay with Sadia

04/07/2023

আই কিহত্তাম?

মাঝে  মাঝে জানো একাকিত্ব বড় আনন্দের।কেমন জানিস মারা যাওয়ার পর তো মানুষ  একলাই থাকে।কেউ কি থাকে নাকি।অভ্যাস টা এই পৃথিবী ...
02/06/2023

মাঝে মাঝে জানো একাকিত্ব বড় আনন্দের।কেমন জানিস মারা যাওয়ার পর তো মানুষ একলাই থাকে।কেউ কি থাকে নাকি।অভ্যাস টা এই পৃথিবী থেকে হয়ে গেলে তখন কষ্ট কম হয়।তাই তো একাকিত্ব আনন্দের।
- Miraj Shuvho

Address

277, Masimpur
Pirojpur
8500

Website

Alerts

Be the first to know and let us send you an email when From Miraj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to From Miraj:

Videos

Share