Nadim lifestyle

Nadim lifestyle যখন স্বপ্ন পূরণের কথা আসে,
তাহলে আল্লাহর উপর ভরসা করাই উত্তম।

20/01/2024

Let us all support everyone by liking, commenting and following. Those who will support me, I will definitely support them with likes, comments and follows.💯💯✅
I follow everyone..💯✅

Do you like, comment, follow???

18/01/2024

জীবনের কাহিনী থেকে গল্প তৈরি করা যায়।
কিন্তু, চাইলেই আমরা গল্পের কাহিনী দিয়ে, জীবন সাজাতে পারি না।

16/01/2024

জেতার খিদে আছে বলেই লড়াইটা ছাড়িনি।
লক্ষ্য ডাকছে, তাই এখনো স্বপ্ন গুলো কাঁধে নিয়ে ছুটছি অনবরত।

15/01/2024

কাউকে উড়তে দেখে তার ডানা কাটার চিন্তা বাদ দিয়ে, আপনি নিজেও উড়তে শিখুন।
দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর।--

হিংসা এক অদৃশ্য পোকা। মানুষের দেহে বাসা বেঁধে, সে-চিরকাল মানুষকেই ধীরে ধীরে ধ্বংস করে এসেছে।
10/01/2024

হিংসা এক অদৃশ্য পোকা।
মানুষের দেহে বাসা বেঁধে, সে-
চিরকাল মানুষকেই ধীরে ধীরে ধ্বংস করে এসেছে।

বাজারে গিয়ে বন্ধুদের সাথে হঠাৎ দেখা -😃😃
06/01/2024

বাজারে গিয়ে বন্ধুদের সাথে হঠাৎ দেখা -😃😃

জীবনের পথ প্রত্যেক মানুষেরই ক্ষেত্রেই কঠিন।তবে, এই কঠিন পথকে যে সহজ করে নিয়ে এগিয়ে চলতে পারবে, সেই হলো প্রকৃত জীবন পথে...
06/01/2024

জীবনের পথ প্রত্যেক মানুষেরই ক্ষেত্রেই কঠিন।
তবে, এই কঠিন পথকে যে সহজ করে নিয়ে এগিয়ে চলতে পারবে, সেই হলো প্রকৃত জীবন পথের দিশারী।

05/01/2024

নতুন বছর আরঙ্ভ হয়ে গেলো, তবে আজ আর সেই নতুন বই পাওয়ার উৎসুকতা গুলো নেই।
পাতা উল্টাতেই সেই বইয়ের ঘ্রাণ হারিয়ে গেছে।
দোকান থেকে এখন আর কেনা হয় না খবরের কাগজ, মলাট লাগানোর জন্য।
সময়ের সাথে সাথে সব কিছুই যেন হারিয়ে গেল।

যেই জিনিস গুলো পাওয়া অনেক  কষ্টকর, অনেক শ্রম লাগে এবং অনেকটা সময় ব্যয় করতে হয়। আমাদের মন সবসময় সেই কঠিন জিনিস গুলোই পেতে...
03/01/2024

যেই জিনিস গুলো পাওয়া অনেক কষ্টকর, অনেক শ্রম লাগে এবং অনেকটা সময় ব্যয় করতে হয়।
আমাদের মন সবসময় সেই কঠিন জিনিস গুলোই পেতে চায়। অর্থাৎ, সস্তায় পাওয়া জিনিস গুলো অপেক্ষা, পরিশ্রমের মাধ্যমে পাওয়া জিনিস গুলোর মধ্যে আমরা সবসময়ই বেশি তৃপ্তি খুঁজে পাই

আর যতো দিন পর্যন্ত আমরা ঠিক ঐ নির্দিষ্ট স্থানে না পৌঁছাতে পারি ঠিক ততো দিন পর্যন্তই না পাওয়ার যন্ত্রণা গুলো আমাদের কুরে কুরে খায়।

জীবন স্বপ্নের মতো রঙিন নয়। আমরা যেভাবে দেখি বা দেখতে চাই জীবনকে, জীবন আমাদের ঠিক সেভাবে দেখে না।
02/01/2024

জীবন স্বপ্নের মতো রঙিন নয়।
আমরা যেভাবে দেখি বা দেখতে চাই জীবনকে, জীবন আমাদের ঠিক সেভাবে দেখে না।

02/01/2024

ঘুমের মধ্যে একটু ডিস্টার্ব দিলাম--

31/12/2023

নতুন বছরকে স্বাগত জানাতে চারপাশের মানুষ গুলো যেভাবে আতশবাজি ও ডিজে বাজাচ্ছে, সেটা মোটেই কল্যাণকর নয়। মদ, গাজা, নেশা-পানি দিয়ে নতুন বছরকে উদযাপন, এ কেমন সংস্কৃতি?

দিনে দিনে আমরা কেমন যেন অমানবিক ও বিবেকহীন হয়ে উঠছি। যারা এগুলো করে তাদের মনে ও বিবেক এ কী একটুও বাঁধা দেয় না? আমাদের চারপাশে কতো অসুস্থ মানুষ আছে। তারপর, পাখপাখালির জন্য কতোটা অসুবিধা সৃষ্টি করে , আমরা কেন এগুলো চিন্তা করি না? আমরা মানুষ হবো কবে??

Address

Patuakhali
8640

Telephone

+8801719378988

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nadim lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nadim lifestyle:

Videos

Share