AzzuBhai

AzzuBhai Feelings Sk.rafi

Follow me
19/07/2023

Follow me

মরিচ বিক্রেতা হতে পারলে ভালো হইতো
04/07/2023

মরিচ বিক্রেতা হতে পারলে ভালো হইতো

04/06/2023

কেমন আছেন সবাই?

নাও সবাই খাও। তোমাদের জন্য আমার পক্ষ থেকে ভালোবাসা 😇😇🫶🫶
22/05/2023

নাও সবাই খাও। তোমাদের জন্য আমার পক্ষ থেকে ভালোবাসা 😇😇🫶🫶

এই কবিতাটির কথা মনে আছে 🙂❤️
22/05/2023

এই কবিতাটির কথা মনে আছে 🙂❤️

15/05/2023

মাত্র দুইশ পঁয়তাল্লিশ টাকা দিয়ে ওনার জন্য দুই জোড়া চুঁড়ি কিনেছিলাম! কমদামি ছিলো। আমার দু'বেলা ভাতের বিল জমিয়ে কিনেছিলাম। ভাত না খাওয়ায় প্র'চ'ন্ড ক্ষু'দা'য় পে'ট ব্যা'থা হচ্ছিলো। কমদামি গিফট দেয়ায় আপনি সেটা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। আমার নাম দিয়েছিলেন ছো'ট'লো'ক। 🙂

[ সংগৃহীত ]

15/05/2023

যখন আম্মু বলে, "তোকে ছাড়া ঘরটা খালি খালি লাগে" তখন দু'নিয়ায় সেরা অনুভূতি কাজ করে। ❤️

15/05/2023

আগে ভাবতাম আমরা মানুষ। Youtube Vloger-রা আসার পর বুঝতে পারলাম আমরা আসলে মা'নু'ষ না আমরা "হ্যাল্লো গাইজ"🙂

15/05/2023

ব্রিটিশ মিউজিয়ামে এখনও লেখা আছে,!

𝗦𝘂𝗽𝗽𝗲𝗿𝗺𝗮𝗻 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝘄𝗼𝗿𝗹𝗱 হযরত মুহাম্মদ (সা.)🖤🌸

15/05/2023

একজনের লেখা পড়ছিলাম, একটা লাইন মাথা থেকে যাচ্ছে না।

"যারা আল্লাহর কাছ থেকে নিতে শিখে গেছে, তাদের আর দুনিয়ার কারো কাছ থেকে কিছু চাওয়ার দরকার নেই।"

কি শক্তিশালী চিন্তা! 🖤

15/05/2023

গার্লফ্রেন্ড আজ ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে। আমি সাথে এসেছি। ওর বাসায় জানেনা তা। জানে, ও বান্ধবীদের সাথে এসেছে! পরীক্ষার হলে প্রবেশের আগে অনেকটা ভয় পেয়ে গেছে! চোখে জল এসেছে!
ওকে সাহস দেওয়ার জন্যে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম আর সাহস জোগাচ্ছিলাম! তারপর ও পরীক্ষা দিলো, বাসায়ও গেলো!

পরের দিন সকালে খবরের কাগজ হাতে পেয়ে চোখ ছা-না-ব-ড়া!
হেডলাইনে লেখা, " পরীক্ষার হলে প্রবেশের আগে মেয়েকে সাহস যোগাচ্ছেন বাবা।" আমি পুরাই আহাম্মক হয়ে গেলাম! আমাদের রিলেশনের ব্যাপার কেউ জানত না, এবার আর রক্ষা নাই! ওদিকে ওর মা এই নিউজ দেখার পর তেলেবেগুলে জ্ব-লে একাকার! তার কথা মনে হয় চৈত্রে বিনা মেঘে গর্জন, " তুই এই বাপ পাইলি কোথায়, নতুন বাপও বানাইলি কাকে, আর তোর সেই বাপের বউ কেটা?"

এদিকে দুপুর বেলা ওর আব্বু বাসায় এসে তো-ল-পা-ড় তুললেন। হবু শাশুড়ির সাথে ব-ক্সি-ং শুরু করলেন। " তুই এই ভা-তা-র পাইলি কই, তোর মেয়ে পরীক্ষা দিতে না গেলে তো জানতামই না, তোর আরেকটা নাং আছে।"

অবস্থা খারাপ!🙂

14/05/2023

গতকাল আমার ফ্রেন্ড এর ব্রেক-আপ হয়ে গেছে।যদিও বিষয়টা আমি জানতাম না।ঘুম থেকে অন্যদিনের তুলনায় লেট করে উঠে।উঠে অনেক্ষন চুপচাপ বসে ছিলো। তারপর ফ্রেস হয়ে এসে আবারও বসে ছিলো।এরমধ্যে আমি একবার জিজ্ঞেস করেছি কি হয়েছে,বলেছে শরীর দূ'র্বল লাগছে মনে হয় প্রেশার লো।স্যালাইন খেলো,খেয়ে আবারও বসে ছিলো। আমিও খেয়ে ঘুমিয়ে যাই,সে বলেছে পরে খেয়ে নিবে। আমি বিকেলে উঠে দেখি ফ্লোরে শুয়ে আছে,অনেক্ষন ডাকাডাকির পরে উঠছে না দেখে ভ!য় পেয়ে যাই,তারপর মুখে পানির ছিটান দিলে উঠে।তারপর খেয়াল করি সে রা'মেন খেয়েছে।সে ঝাল খেতে পারে না,ঝাল খেলে অ!জ্ঞান হয়ে যায়।কখনো দেখি নি সাহস করে ঝাল খেতে,আর আজকে ডিরেক্ট রা'মেন খেয়ে প্রায় ৩ ঘন্টা অ!জ্ঞান ছিলো। তারপর আমাকে জড়িয়ে ধরে কান্না করে আর বলে "আমার ভালো লাগছে না,আমি কি আসলেই কাওরে ভালোবাসি না নাকি মানুষ ধরে রাখতে পারি না।"
আহ ভালোবাসা,বাকরুদ্ধ 😅

14/05/2023

প্রত্যেক হাইস্কুলে এমন একটা দপ্তরি থাকে,যে নিজেকে প্রিন্সিপাল ভাবে।🙂

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when AzzuBhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share