Payra Tv

Payra Tv Payra Tv
অনুভূতির মুক্ত প্রকাশ
Online Television
News & Entertainment

24/10/2022
06/10/2022

আমতলীতে পিতাকে কুপিয়ে জখম।।

বিস্তারিতঃ https://youtu.be/U-RNe_Z4rvE

০৬ অক্টোবর (বৃহস্পতিবার) বরগুনার আমতলীতে সকাল ০৮ টার দিকে আমতলী পৌর শহরের ০১ ওয়ার্ডের ওয়াপদা সড়ক এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলে তার পিতা কে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে। পিতা রনজিৎ হাওলাদার বাদী হয়ে ছেলে বিশ্বজিৎ হাওলাদার ও স্ত্রী অনিমা রানী'র বিরুদ্ধে আমতলী থানায় অভিযোগ দায়ের করেছেন। রনজিৎ হাওলাদারের ভাই ধর্মরাজ হাওলাদার রনজিৎ হাওলাদারকে বাঁচাতে গেলে তিনিও আহত হন। স্থানীয় লোকজন জানান রনজিৎ হাওলাদারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন তারা।
কর্তব্যরত ডা. ফারহা ফারুকী বলেন হাসপাতালে ভর্তি রেখেছি যথেষ্ট খারাপ অবস্থা ছিল, ভর্তি রেখেই চিকিৎসা দিতে হচ্ছে।

আহত পিতা রনজিত হাওলাদার জানান, গত দূর্গা পূজাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা হতে পাশের বাড়ি আনসার পুলিশ সদস্যরা আসে। পাশের বাড়ি ফ্যান না থাকায় আমার বাড়ি থেকে একটি সিলিং ফ্যান তাদেরকে দেই। আমি অসুস্থ থাকায় (০৬ অক্টোবর) উক্ত ফ্যান আনতে বিলম্ব হলে আমার ছেলে বিশ্বজিৎ আমার উপর ক্ষিপ্ত হয়ে আক্রমণ করে ও রক্তাক্ত জখম করে। লোকজন দ্রুত ঘটনাস্থলে এগিয়ে এলে বিশ্বজিৎ দৌড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মিজানুর রহমান বলেন, বাবাকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা রুজু করা হয়েছে। ছেলেকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে। # # #

দাম কমানো হলেও বাজারে কমেনি সয়াবিন তেলের দাম (পায়রা নিউজ ডেক্স): ০৩ অক্টোবর(সোমবার) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্...
04/10/2022

দাম কমানো হলেও বাজারে কমেনি সয়াবিন তেলের দাম

(পায়রা নিউজ ডেক্স): ০৩ অক্টোবর(সোমবার) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সয়াবিন তেলের দাম কমানোর ঘোষণা দেয়। এতে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিনে ৬৫ টাকা ও খোলা সয়াবিন লিটারপ্রতি ১৭ টাকা কমানো হয়। মঙ্গলবার (৪ অক্টোবর) থেকে নতুন এ দাম কার্যকর হওয়ার কথা।

বিক্রেতারা বলছেন, দাম কমানো হলেও সেই তেল এখনো বাজারে ছাড়েনি কোম্পানি। কম দামের তেল বাজারে আসতে ৫-৭ দিন লাগবে। নতুন দামের তেল না আসা পর্যন্ত যে তেল বিক্রি হবে, তা আগের দরে কিনতে হবে ভোক্তাদের।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৯২ টাকা দরে। কোথাও নতুন দামে (১৭৮ টাকা) তেল পাওয়া যাচ্ছে না।

জাতীয়গ্রীডে বিপর্যয়, বিদ্যুৎহীন ৩২ জেলা। (পায়রা নিউজ ডেক্স): জাতীয় গ্রিডে বিপর্যয়ে ৪ বিভাগের মোট ৩২ জেলায় বিদ্যুৎ বিপর্য...
04/10/2022

জাতীয়গ্রীডে বিপর্যয়, বিদ্যুৎহীন ৩২ জেলা।

(পায়রা নিউজ ডেক্স): জাতীয় গ্রিডে বিপর্যয়ে ৪ বিভাগের মোট ৩২ জেলায় বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। দেশের বড় অঞ্চল বিদ্যুৎ বিপর্যয়ের মুখে।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টা ৫ মিনিটে আশুগঞ্জে জাতীয় গ্রিডে ট্রিপ বা বিপর্যয় দেখা দেয়। বিদ্যুৎ বিভাগ ও পিজিসিবির কর্মকর্তারা জানান, বিপর্যয়ের কারণে ঢাকা, ময়নমনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বড় একটি অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

দেশে বিদ্যুৎ সঞ্চালনের দায়িত্বে থাকা একমাত্র প্রতিষ্ঠান পিজিসিবির মুখপত্র (উপমহাবস্থাপক) এ বি এম বদরুজ্জা খান মোবাইল ফোনে দৈনিক বাংলাকে বলেন, ‘ট্রিপ কোথায় হয়েছে তা এখনো আমরা জানতে পারিনি। তবে যুমনার ওপারে কোনো সমস্যা হয়নি। সেখানে বিদ্যুৎ আছে।’ খুলনা ও বরিশাল বিভাগও এই সংকটের বাইরে রয়েছে বলে জানান তিনি।

জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে দেশের বড় একটি অংশ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও নেই বিদ্যুৎ। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) বলছে, বিপর্যয় কাটিয়ে উঠতে কাজ চলছে।

এদিকে, বিদ্যুৎ চলে যাওয়ায় সচিবালয়সহ ঢাকার সব গুরুত্বপূর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। তবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বিকল্প বিদ্যুৎ বা জেনারেটর চালিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

পিজিসিবির কর্মকর্তারা বলছেন, গ্রিড বিপর্যয়ের পর এরই মধ্যে ময়মনসিংহ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এবার ঢাকায় বিদ্যুৎ সরবরাহ শুরুর চেষ্টা করা হচ্ছে। তবে খুলনা, বরিশাল ও যমুনা নদীর ওপারে উত্তরাঞ্চলের জেলাগুলোতে এই সংকট হয়নি।

গত সেপ্টেম্বর মাসে জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেওয়ায় রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগসহ দেশের বিস্তীর্ণ এলাকা ৪০ মিনিট থেকে দেড় ঘণ্টা বিদ্যুৎহীন ছিল। এর আগে ২০১৪ সালে বড় ধরনের গ্রিড বিপর্যয় হয়েছিল দেশে। সেবার প্রায় ৩৮ ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিল সারা দেশ।

আমতলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতা সভা। আমতলী সংবাদদাতা (বরগুনা):০৪ অক্টোবর (মঙ্গলবার) বরগুনার আমতলী উপজেলা মৎস অফিসের উদ্যো...
04/10/2022

আমতলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতা সভা।

আমতলী সংবাদদাতা (বরগুনা):
০৪ অক্টোবর (মঙ্গলবার) বরগুনার আমতলী উপজেলা মৎস অফিসের উদ্যোগে ২০২২-২০২৩ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২২ উপলক্ষে আমতলী মৎস্য দপ্তরে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস কর্মকর্তা হালিমা সরদার এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, আমতলী সদর ইউনিয়ন চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, পৌর ক্ষুদ্র মৎস ব্যাবসী সভাপতি মাহবুবুর রহমান হিমু গাজী, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সোহাগ বিশ্বাস সহ উপজেলার বিভিন্ন ওয়ার্ডের মৎসজীবীরা।

সভায় ইলিশ মা ইলিশ রক্ষায় প্রজনন সময়ে সকল ধরনের ইলিশ ধরা, বিক্রি ও আহরণ না করার জন্য নির্দেশনা দেয়া হয়।
উল্লেখ্য যে, রোববার মধ্যরাত থেকে দেশের নদ-নদী ও বঙ্গোপসাগরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে বেশ কয়েক বছর ধরে এই নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। এই সময় মাছ ধরা, বিক্রি, বিপণন, মজুত ও পরিবহন নিষিদ্ধ থাকে। নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হলে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে।

মৎস্য অধিদপ্তর বলছে, ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে জেলেরা ২০ কেজি করে চাল সহায়তা পাবেন। বরিশাল বিভাগের ৬ জেলায় এই সহায়তা পাবেন ৩ লাখ ৭ হাজার ১২৪ জেলে।

বরগুনা জেলায় ৩৭ হাজার ৭৪ জন জেলে সহায়তা পাবেন। বরিশাল বিভাগের জন্য ৬ হাজার ৯৪২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

আজ ভোররাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।(পায়রা নিউজ ডেক্স)০৪ অক্টোবর (মঙ্গলবার) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের...
04/10/2022

আজ ভোররাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

(পায়রা নিউজ ডেক্স)
০৪ অক্টোবর (মঙ্গলবার) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট ভোররাত একটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে ফ্লাইটটি ওয়াশিংটন ডিসি থেকে গত রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় (বাংলাদেশ সময় সোমবার ভোর সাড়ে ৪টায়) উড্ডয়ন করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত। প্রধানমন্ত্রী ওয়াশিংটন থেকে দেশে ফেরার পথে লন্ডনে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন।

শেখ হাসিনা যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে ১৫ সেপ্টেম্বর লন্ডন যান। সেখানে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া ও রাজা তৃতীয় চার্লসের অভ্যর্থনায় যোগ দেন।

তিনি ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ছাড়েন। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে ভাষণ দেন। পাশাপাশি বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন।

ইমরান খানের বিরুদ্ধে করা আদালত অবমাননার মামলা খারিজ করেছেন ইসলামাবাদের হাইকোর্ট।(পায়রা আন্তর্জাতিক ডেক্স)৩ অক্টোবর (সোমব...
04/10/2022

ইমরান খানের বিরুদ্ধে করা আদালত অবমাননার মামলা খারিজ করেছেন ইসলামাবাদের হাইকোর্ট।

(পায়রা আন্তর্জাতিক ডেক্স)
৩ অক্টোবর (সোমবার) ইসলামাবাদের হাইকোর্টের পাঁচ সদস্যের একটি বেঞ্চ এ রায় দিয়েছেন। নিজ বক্তব্যের জন্য ইমরান খান ক্ষমা চাওয়ায় মামলা খারিজ করা হয়েছে বলে জানানো হয়। মামলা থেকে মুক্তি পাওয়ায় আগামী নির্বাচন করতে আপাতত কোনো বাধা রইল না ইমরানের।

২০ আগস্ট পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক সমাবেশে সেখানকার নারী বিচারক ও পুলিশপ্রধানকে হুমকি দেয়ার অভিযোগ ওঠে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে। পরে ঘটনার তদন্ত শেষে সন্ত্রাসবিরোধী আইনে অভিযুক্ত করে তার বিরুদ্ধে মামলা করা হয়। মামলার শুনানিতে হাজির না হওয়ায় গত শুক্রবার ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

এই পরিস্থিতিতে রোববার এ মামলায় আগাম জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। মামলা থেকে রেহাই পেতে একটি হলফনামাও জমা দিয়েছিলেন ইমরান খান।

অবশেষে ইমরান খানের বিরুদ্ধে হওয়া সেই মামলা তুলে নিয়েছেন দেশটির আদালত। পাঁচ সদস্যের একটি বেঞ্চ এ রায় দিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন। আদালতের কাছে ক্ষমা প্রার্থনা ও নারী বিচারক জেবা চৌধুরীর কাছে দুঃখ প্রকাশ করার ইচ্ছা জানানোয় মামলাটি তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইমরান খানের আইনজীবী।

পাকিস্তানের আইন অনুযায়ী কোনো রাজনীতিবিদকে আদালত অবমাননার জন্য দণ্ড দেয়া হলে আগামী পাঁচ বছর নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি। মামলা থেকে মুক্তি পাওয়ায় এখন নির্বাচন করতে কোনো বাধা রইল না ইমরান খানের সামনে।

আজ বিকেলে আওয়ামী লীগ মনোনয়ন বোর্ডের যৌথসভা।(পায়রা নিউজ ডেক্স)আজ মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেল ৪টায় শুরু হবে আওয়ামী লীগের সং...
04/10/2022

আজ বিকেলে আওয়ামী লীগ মনোনয়ন বোর্ডের যৌথসভা।

(পায়রা নিউজ ডেক্স)
আজ মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেল ৪টায় শুরু হবে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

০৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
04/10/2022

০৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

চিরনিদ্রায় শায়িত হলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক তোয়াব খান।(পায়রা নিউজ ডেক্স)৩ অক্টোবর (সোমবার) বাদ আসর রাজধানীর বনানী কব...
03/10/2022

চিরনিদ্রায় শায়িত হলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক তোয়াব খান।

(পায়রা নিউজ ডেক্স)
৩ অক্টোবর (সোমবার) বাদ আসর রাজধানীর বনানী কবরস্থানে মেয়ে এষা খানের কবরে চিরনিদ্রায় শায়িত হন এই কিংবদন্তি।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুজ্জামান পিন্টু, নিউজবাংলার নির্বাহী সম্পাদক হাসান ইমাম রুবেল, আজকের পত্রিকার নির্বাহী সম্পাদক তোয়াব খানের ভাগ্নে সেলিম খান, তোয়াব খানের ছোট ভাই ওবায়দুল কবীর খানসহ আত্মীয় স্বজনরা।

সকাল ১০টার দিকে গুলশান-তেজগাঁও লিংক রোডে তোয়াব খানের শেষ কর্মস্থল দৈনিক বাংলা ও নিউজ বাংলার কার্যালয়ে তার প্রথম জানাজা হয়। সেখান থেকে তার মরদেহ নেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। ঢাকার জেলা প্রশাসকের পক্ষ থেকে সেখানে তাকে গার্ড অব অনার দেয়া হয়।

শহীদ মিনার থেকে তোয়াব খানের মরদেহ নেয়া হয় জাতীয় প্রেসক্লাবে। সেখানে দ্বিতীয় জানাজার পর তার মরদেহ রাখা হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। সেখানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী দীপু মনি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংবাদিকদের সংগঠনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হন তিনি।

জাতীয় প্রেসক্লাবের আজীবন সদস্য ছিলেন তোয়াব খান। সেখানে শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানানোর পর তার মরদেহ নেয়া হয় গুলশানের কেন্দ্রীয় জামে মসজিদে। বাদ আসর তৃতীয় জানাজার পর তার মরদেহ দাফন করা হয় বনানী কবরস্থানে।
পায়রা টিভির পক্ষ থেকে এই কিংবদন্তি সাংবাদিকদের প্রয়াণে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।

03/10/2022

পটুয়াখালীতে শারদীয় দূর্গোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন

(পায়রা নিউজ ডেক্স) পটুয়াখালীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো শারদীয় দূর্গোৎসবের। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ পটুয়াখালী জেলা শাখার উদ্যেগে নতুন বাজার শ্রী শ্রী মদন মোহন জিউঁর আখঁড়া বাড়ীতে মঙ্গল প্রদীপ জ্বেলে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। এর আগে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি স্বপন ব্যানার্জীর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ভিপি আব্দুল মান্নান সম্প্রীতি বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সুলতান আহমদ মৃধা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট উজ্জ্বল বোস, অর্থ বিষয়ক সম্পাদক গাজী হাফিজুর রহমান শবীর প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির এক মেল বন্ধন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ এ উৎসবে অংশগ্রহন করে আনন্দ উপভোগ করেন। এই উৎসবকে সাফল্যমন্ডিত করতে নিশ্ছিদ্র নিরাপত্তাসহ নানা উদ্যোগ গ্রহন করা হয়েছে। তাই সকলকে শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও পুজা উদযাপন কমিটিকে সহায়তা করার পাশাপাশি ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষা করে আনন্দ উপভোগের আহবান জানান বক্তারা। নতুন বাজার শ্রী শ্রী মদন মোহন জিউঁর আখঁড়া বাড়ী প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন পুজা মন্ডপ প্রদক্ষিন করে পুরান বাজার শ্রী শ্রী মদন মোহন জিউঁর আখঁড়া বাড়ী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।শোভাযাত্রা শেষে পুরান বাজার শ্রী শ্রী মদন মোহন জিউঁর আখঁড়া বাড়ী পুজা কমিটির উদ্যেগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিকে রাতে বিভিন্ন মন্ডপে বেল তলায় পুজোর মাধ্যমে দেবীর অধিবাস ও আবাহন করা হয়। রবিবার দেবীর মহা সপ্তমী বিহীত পুজা, সোমবার মহা অষ্টমী বিহীত পুজা ও অঞ্জলী প্রদান, মঙ্গলবার মহা নবমী বিহীত পুজা এবং বুধবার বিজয়া দশমী বিহীত পুজা শেষে দেবীকে বিদায়ী বরণ করবেন নারীরা। পরে দেবী প্রতিমা বিষর্জন দিয়ে ঘরে ফিরবেন ভক্তরা।

02/10/2022

আমতলীতে মহা ধুমধামে পালিত হচ্ছে দুর্গাপূজা
https://youtu.be/yus0fxdOXDE

26/09/2022

Payra Tv Studio

পটুয়াখালীর পাঁচটি ইউপি নির্বাচনে নৌকা পেলেন যারাপটুয়াখালী প্রতিনিধিঃ দীর্ঘ প্রায় একযুগ পরে  ১৫ জুন অনুষ্ঠিতব্য পটুয়াখালী...
14/05/2022

পটুয়াখালীর পাঁচটি ইউপি নির্বাচনে নৌকা পেলেন যারা

পটুয়াখালী প্রতিনিধিঃ দীর্ঘ প্রায় একযুগ পরে ১৫ জুন অনুষ্ঠিতব্য পটুয়াখালী সদর উপজেলাধীন কালিকাপুর, লাউকাঠী, মৌকরন, ইটবাড়িয়া ও জৈনকাঠী ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের (নৌকা প্রতীক) মনোনীত ৫ জন চেয়ারম্যান প্রার্থী ঘোষনা করেছে কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাচন বোর্ড।
আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ৫ জন হলেন- কালিকাপুর ইউনিয়নে মোসাঃ সালমা জাহান, ইটবাড়িয়া ইউনিয়নে মো. মোজাম্মেল হক, লাউকাঠী ইউনিয়নে এ্যাডভোকেট আশিষ কুমার চক্রবর্তী, মৌকরন ইউনিয়নে একেএম বশির উদ্দিন ও জৈনকাঠী ইউনিয়নে এ্যাডভোকেট মোহাম্মদ মহসীন।
এতথ্য নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।
উক্ত ৫ টি ইউনিয়নে আওয়ামীলীগের (নৌকা) মনোনয়ন প্রত্যাশী হয়ে পটুয়াখালী সদর উপজেলার আওয়ামীলীগের নির্বাচন বোর্ডের কাছে ২৭ জন সম্ভাব্য প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছিলেন।
কেন্দীয় আওয়ামীলীগের স্থানীয় নিবার্চন বোর্ড যোগ্য প্রার্থী নির্বাচনে অনেক বিচার বিশ্লেষন করে উক্ত পাঁচজনকে আওয়ামীলীগের (নৌকা) প্রার্থী হিসেবে মনোনীত ঘোষনা করা হয়েছে বলে জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর তার মুঠো ফোনে নিশ্চিত করেছেন ।

পটুয়াখালীর পাঁচটি ইউপি নির্বাচনে কে কে হবেন নৌকার কান্ডারিপায়রা প্রতিবেদক : দীর্ঘ প্রায় একযুগ পরে আসছে ১৫ জুন পটুয়াখালী...
11/05/2022

পটুয়াখালীর পাঁচটি ইউপি নির্বাচনে কে কে হবেন নৌকার কান্ডারি

পায়রা প্রতিবেদক : দীর্ঘ প্রায় একযুগ পরে আসছে ১৫ জুন পটুয়াখালী সদর উপজেলাধীন কালিকাপুর, লাউকাঠী, মৌকরন(নবগঠিত), ইটবাড়িয়া ও জৈনকাঠী ইউনিয়নের নির্বাচনে কে কে হবেন নৌকার কান্ডারী। উক্ত ৫ টি ইউনিয়নে আওয়ামীলীগের (নৌকা) মনোনয়ন প্রত্যাশী হয়ে পটুয়াখালী সদর উপজেলার আওয়ামীলীগের নির্বাচন বোর্ডের কাছে ২৭ জন সম্ভাব্য প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেন। সবাই নৌকা নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে এখন ঢাকায় অবস্থান করছেন। নৌকা পেতে চলছে দৌড় ঝাফ। সংশ্লিস্ট ইউনিয়ন সমূহের হাট-বাজারে, দোকান-পাটে ভোটার সধারনের মধ্যে চলছে হিসাব-নিকাশ।
কালিকাপুর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ৪ জন প্রার্থী হলেন মোসাঃ সালমা জাহান, মো. শহিদুল ইসলাম খান, এড. মো.দেলোয়ার হোসেন ও মো. সিদ্দিকুর রহমান।
লাউকাঠী ইউনিয়নে আওয়ামীলীগের নৌকা মনোনয়ন প্রত্যাশী ৪ জন হলেন - আবুল বাশার সোহাগ, এ্যাডভোকেট আশিষ কুমার চক্রবর্তী, মো. মনির বাদশা ও মো. নজরুল ইসলাম বাবুল।মৌকরন ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ৫ জন হলেন মো. শামিমুজ্জামান কাসেম, একেএম বশির উদ্দিন, কাজী ইসরাত হোসেন বাদল, কাজী রাইসুল ইসলাম সেলিম ও মো. ফরিদ আহমেদ আবির।ইটবাড়িয়া ইউনিয়নে আওয়ামীলীগের নৌকা মনোনয়ন প্রত্যাশী ৫ জন হলেন মো. মোজাম্মেল হোসেন, আব্দুস সোবাহান হাওলাদার, মো. মিজানুর রহমান, এড. মো. মাহামুদুল হাসান ও মো. ফরিদ শিকদার।
জৈনজাঠী ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ৯ জন হলেন মো. মিজানুর রহমান, সৈয়দ মোহাম্মদ মোহসীন, এড.মো. শহিদুল ইসলাম মৃধা, সৈয়দ মেহেদী হাসান সেহেল, মো.আ. মান্নান হাওলাদার, মো. শহিদুল ইসলাম তালুকদার, মো. আঃ জলিল শিকদার, সৈয়দ কুদ্দুস ও মো. মিলন মৃধা।

ঘূর্ণিঝড় অশনি'র দুর্যোগপুর্ন আবহাওয়ার মধ্যে  কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক  পটুয়াখালীতে মুগডাল ও  বোরোধানে'র প্রদর্শনীর ...
09/05/2022

ঘূর্ণিঝড় অশনি'র দুর্যোগপুর্ন আবহাওয়ার মধ্যে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক পটুয়াখালীতে মুগডাল ও বোরোধানে'র প্রদর্শনীর মাঠ পরিদর্শন করেন

স্টাফ রিপোর্টার : আজ ৯ মে সোমবার দুপুরে পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ও বদরপুর গ্রামে খাদ্য উৎপাদনবৃদ্ধির লক্ষ্যে "উপকূলীয় বরিশাল ও খুলনা পানি সম্পদ ও মাটির লবনাক্ততা ব্যবস্থাপনার মাধ্যমে নিবিড়তা কর্মসূচী সেচ ব্যবস্থাপনার মাধ্যমে কৃষকদের মাঠে স্থাপিত বোরো ধান ব্রি ধান ৭৪, ব্রি ধান ৯ ও ব্রি হাইব্রিড ধান ৫ এর জাত প্রদর্শনীর নমুনা শস্য কর্তন ও মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে মাঠ পরিদর্শন ও নমুনা শস্য কর্তন করেন কৃষকবান্ধব কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এড. মো. শাহজাহান মিয়া, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন, বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো. হামিদুর রহমান, অতিরিক্ত পরিচালক বাদল চন্দ্র রায়৷ জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক একেএম মহিউদ্দিন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সহ-সভাপতি এড. মো. সুলতান আহম্মেদ মৃধা, যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান এড. গোলাম সরোয়ার, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী আলী হোসেন, সাধারন সম্পাদক সরদার সোহরাব হোসেনসহ কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান সমূহ সার্বিকভাবে উপস্থাপনা করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মার্জিন আরা মুক্তা।

ভাঙ্গা মহাসড়কে তরমুজের ট্রাক দূর্ঘটনা বরিশাল থেকে ঢাকাগামী তরমুজবাহি ট্রাক রাত ১০ টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ...
29/04/2022

ভাঙ্গা মহাসড়কে তরমুজের ট্রাক দূর্ঘটনা

বরিশাল থেকে ঢাকাগামী তরমুজবাহি ট্রাক রাত ১০ টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উলটে যায়। রাস্তার মাঝে ট্রাক উলটে যাওয়ার ফলে রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ হতাহত হয়নি। উদ্ধার কাজ চলছে।

পটুয়াখালীর ব্যবসায়ী শিবু লাল দাস অপহরণ মামলায় গ্রেফতার- ৬ জন।পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর আলোচিত ব্যবসায়ী শিবু লাল ...
17/04/2022

পটুয়াখালীর ব্যবসায়ী শিবু লাল দাস অপহরণ মামলায় গ্রেফতার- ৬ জন।

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর আলোচিত ব্যবসায়ী শিবু লাল দাস ও তার ব্যক্তিগত ড্রাইভার মিরাজকে অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে প্রাথমিকভাবে ৬ জনকে আলামতসহ গ্রেফতার করেছে জেলা পুলিশ।

অদ্য ১৭ এপ্রিল রবিবার দুপুর ১২.৩০ মিনিটের সময় পটুয়াখালীর পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করেছেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মাঈনুল হাসান।

আটককৃতরা হলেন, ১.শামীম আহমেদ (৩৯), পিতাঃ আবুল হোসেন। ২.আখতারুজ্জামান সুমন (৩২), পিতাঃ আজিজুল রহমান মৃধা। ৩.আতিকুর রহমান পারভেজ (৩২), পিতাঃ আজিজুর রহমান মৃধা। ৪.মিজানুর রহমান (সাবু গাজী) (৪০), পিতাঃ মৃত গাজী মোখলেছুর রহমান। ৫.বেল্লাল (৪১), পিতাঃ মো. মফিজ উদ্দীন গাজী। ৬.সাব্বির হোসেন জুম্মান(২২), পিতাঃ মাহাবুব মাতুব্বর।


পুলিশ আরো জানায়, উক্ত অপহরন পরিকল্পনায় আরো অনেকে জড়িত আছে। এছাড়া মূল পরিকল্পনাকারী মামুন ওরফে ল্যাংড়া মামুন সহ সবাইকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত আছে।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল সোমবার রাতে অপহরণের ২৪ ঘণ্টা পর অক্ষত অবস্থায় শহরের কাজী পাড়াস্থ এসপি কমপ্লেক্সে নামের শপিংমলের আন্ডারগ্রাউন্ড থেকে শিবু লাল দাসকে উদ্ধার করে পুলিশ। পরে তার ব্যক্তিগত ড্রাইভারকেও উদ্ধার করা হয়।

পটুয়াখালী ও বরগুনার ১৪টি  পেট্রোলপাম্প ব্যবসায়ীরা ডাকাতি আতংকেপটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী ও বরগুনা জেলা পেট্রোলপাম্প ...
30/03/2022

পটুয়াখালী ও বরগুনার ১৪টি পেট্রোলপাম্প ব্যবসায়ীরা ডাকাতি আতংকে

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী ও বরগুনা জেলা
পেট্রোলপাম্প এজেন্ট ও ট্যাংকলরী মালিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
৩০ মার্চ বুধবার বিকাল ৪.৩০ মিঃ পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাম্প সমিতির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। তিনি লিখিত বক্তব্যে বলেন, গত কয়েকদিনে তিনটি পেট্রোলপাম্পে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতরা ১৮ লক্ষাধিক টাকা লুট করে নিয়েছে। তার মধ্যে ২৭.০২.২২ ইং তারিখ রাতে একদল দুধর্ষ ডাকাত দেশী তৈরী অস্ত্র শস্ত্র নিয়ে বরগুনা জেলার আমতলী মেসার্স সৈকত ফিলিং স্টেশনে হামলা চালিয়ে ১২ লক্ষ ৫৯ হাজার টাকা, ১৪. ০৩.২২ ইং তারিখ রাতে বরগুনার মেসার্স এসএম ফিলিং স্টেশনে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ২ লক্ষ ৩৭ হাজার টাকা। এর কিছুদিন পর একদল দুর্বৃত্ত ২৮.০৩.২২ ইং তারিখ রাতে পটুয়খালী সদরের মেসার্স পায়রা অয়েল লিঃ একই কায়দায় একদল ডাকাত হামলা চালিয়ে কর্মচারীকে মাধরকরে ক্যাশ বাক্স থেকে ৩ লক্ষ ৯৮ হাজার ৮৬ টাকা লুট করে নিয়ে গেছে বলে সমিতির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি তার লিখিত বক্তব্যে বলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত পাম্প মালিকরা জানান, উক্ত ডাকাতি ঘটনায় বরগুনা সদর থানায়, আমতলী থানায় ও পটুয়াখালী সদর থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। এ মামলায় সিসি ফুটেজ দেখে মো. জাকির হোসেন নামে এক দুর্বৃত্তকে পুলিশ গ্রেফতার করেছে বলেও পাম্প মালিকরা সাংবাদিকদের জানান।
আজ ৩০ মার্চ দুপুরে উক্ত পাম্প সমূহে সংঘটিত ডাকাতি ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও তাদেরসহ পাম্প সমূহের ব্যবসার নিরাপত্তা চেয়ে পুলিশ সুপার পটুয়াখালীর জাছে একটি লিখিত আবেদন করা হয়েছে বলেও পাম্প মালিকরা জানান।
এ সময় পাম্প মালিকদের মধ্যে উপস্থিত ছিলেন পাম্প সমিতির সাধারন সম্পাদক মো. গোলাম সরোয়ার ফোরকান, যুগ্ম সাধারন সম্পাদক মো. জসীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান শিপন তালুকদার, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম লিটন, দপ্তরসম্পাদক রাজু আহমেদ রাজা, নির্বাহী সদস্য মো. আবুল কালাম মৃধা, মো. আলতাফ খান, মো. আঃ কাদের প্রমুখ।

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিতপটুয়াখালী প্রতিনিধিঃ  পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান ...
26/03/2022

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ প্রত্যুষে ডিসি স্কোয়ারে ৩১ বার তোপধ্বনি ও স্মৃতিসৌধে ও বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের শুভ সূচনা হয়। ভোর ৬ টায় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধু ও সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন, জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ পিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সহ-সভাপতি এড. মো. সুলতান আহমেদ মৃধা, যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান এড. গোলাম সরোয়ার, সদর ইউএনও জান্নাত আরা নাহিদ, বীর মুক্তিযোদ্ধা এমএ হালিমসহ প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবালসহ আওয়ামীলীগ ও আওয়ামীলীগের সহযোগী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী দপ্তর সমূহের প্রধানগণ। এ ছাড়া সকাল ৮ টায় এড. আবুল কাশেম স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, মনোমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বিকালে ডিসি স্কোয়ারে আলোচনা সভা ছাড়া সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পটুয়াখালীতে বিধবার ভোগ দখলীয় জমিতে ইউপি সচিবের ক্ষমতার দাপটে ঘর নির্মাণের অভিযোগ  পটুয়াখালী   প্রতিনিধি:   পটুয়াখালীর   ...
19/02/2022

পটুয়াখালীতে বিধবার ভোগ দখলীয় জমিতে ইউপি সচিবের ক্ষমতার দাপটে ঘর নির্মাণের অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের ঝিলনা গ্রামে ফকির বাড়ি বিধবার নিজ বাড়ি ও স্বামী মৃত হারুন অর রশিদসহ তার বাবা,মায়ের কবরের সামনে রাতের আধারে জীবিত ফলজ ও বনজ গাছ ও কুড়ে ঘর,গরু ঘর ভেঙ্গে অবৈধ ভাবে জোরপূর্বক ইউপি চেয়ারম্যানের নির্দেশে ইউপি সচিবের খমতার দাপট দেখিয়ে ঘর নির্মণ। পটুয়াখালীর বাউফল উপজেলার ঝিলনা মৌজার জে,এল, নাং-১৩, এস এ খতিয়ান নং-৩১১, দাগ নং-৫৫৫, ৫৪৮,৫৬৯,৫৫৩,৫৪৭ এর মোট জমি ২১.৫৬ একর। মস্তফা ফকির ও রাজ্জাক ফকির এক শরীক এবং আউয়াল ফকির, ইসমাইল ফকির ও ইব্রাহীম ফকির আরেক শরীকদার। তারা দীর্ঘদিন ধরে নিজ নিজ অংশের জমিতে বসত ঘর নির্মান করে ভোগ দখল করে আসছেন। ইসমাইল ফকির গত ০৫.০২.২০২২২ তারিখ সকাল ৭টায় লোকজন নিয়ে মস্তফা ফকিরের জমিতে প্রবেশ করে জোর পূর্বক তার ভোগ দখলীয় জায়গা রেখে অন্য শরীকদার মস্তফা ফকিরের জমির গাছপালা কেটে অবৈধভাবে বসতঘর নির্মাণ ও ইসমাইল ফকিরের ভাই ইব্রাহীম ফকির কালিশুরী ইউনিয়নের সচিব দাপট দেখিয়ে এবং ৬নং কনকদিয়া ইউনিয়নের চেয়ারম্যানের নির্দেশে কাজ করেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। জানাযায়, উক্ত জমি নিয়ে পটুয়াখালী আদালতে মামলা চলমান আছে, যারনং- ৪০/১৮। এঘটনায় মস্তফা ফকিরের ভাই মৃত হারুন অর রশিদের ছেলে মোঃ শাকুর ফকির (৩৪) বাদী হয়ে ইসমাইল ফকির (২৫), ইব্রাহীম ফকির (২৭),মোঃ মাহবুব মৃধা (৩৫) ও মোঃ আরিফ মৃধাকে বিবাদী করে বগা পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এবিষয়ে ৬নং কনকদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার বলেন, তারা আমাকে শালিসে ডেকেছে এবং তারা উভয় পক্ষ একতম হয়ে যে সিদ্ধান্ত নিয়েছে আমি তাতে একমত পোষন করেছি। আমি কোন পক্ষপাতিত্ব করিনি।

Address

Patuakhali

Alerts

Be the first to know and let us send you an email when Payra Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Payra Tv:

Videos

Share