P News 24

P News 24 The dayly news patuakhali district.

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা আপিল রোববার খারিজ করে দ...
20/11/2023

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা আপিল রোববার খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, আদালতে আপিলকারীর পক্ষে কোনো আইনজীবী না থাকায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আদালত আপিলটি খারিজ করে দেয়।

এই আদেশের ফলে এখন জামায়াতে ইসলামী দলীয়ভাবে কিংবা দলীয় প্রতীক নিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না।

03/07/2023

আমরা সব সময়ই আশা করি নির্বাচনে যেন সবচেয়ে যোগ্য প্রার্থীরই জয় হয়। কিন্তু দূর্ভাগ্যজনকভাবে কখনোই সেটা হয় না।
-উইল রজার্স

12/12/2022

যাত্রী সংকটে ঢাকা -পটুয়াখালী নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ..।।

08/12/2022

গতকালকে বিকালে দশমিনা উপজেলার টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সামনে একটি মোটরসাইকেল একটি অটো এর সাথে মারাত্মকভাবে এক্সিডেন্ট হয়। ওই মোটরসাইকেলে ৪ জন লোক ছিল দুই জন ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্র। আর দুইজন অষ্টম শ্রেণীর ছাত্র। জানা গেছে ওদের ঠিকানা একজনের বাড়ি আদমপুর আর তিনজনের বাড়ি বেতাগী সাংকিপুর। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ওদের সবাইকে দশমিনা হাসপাতালে নিয়ে গেছে। একজনকে দশমিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে আর তিনজনকে বরিশাল হাসপাতালে রেফার করা হয়েছে।

- ওদের অবস্থা খুব খারাপ সবাই ওদের জন্য একটু দোয়া করবেন।

01/12/2022

⭕ বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় মোাট ৮ টি উপজেলা ও ৭৩ টি ইউনিয়ন আছে। সেগুলো নিচে দেয়া হলঃ

⭕ পটুয়াখালী সদর উপজেলা, ইউনিয়ন সংখ্যা ১২ টি।
✴ 1. আউলিয়াপুর
✴ 2. বদরপুর
✴ 3. লাউকাঠি
✴ 4. কালিকাপুর
✴ 5. লোহালিয়া
✴ 6. ইটবাড়ীয়া
✴ 7. কমলাপুর
✴8. বড়বিঘাই
✴ 9. ছোট বিঘাই
✴ 10. জৈনকাঠী
✴ 11. মরিচবুনিয়া
✴ 12. মাদারবুনিয়া

⭕ মির্জাগঞ্জ উপজেলা, ইউনিয়ন সংখ্যা ৬ টি।
✴ 1. দেউলী সুবিদখালী
✴ 2. কাকড়াবুনিয়া
✴ 3. মজিদবাড়ীয়া
✴ 4. মাধবখালী
✴ 5. মজিদবাড়ীয়া
✴ 6. আমড়াগাছিয়া

⭕ কলাপাড়া উপজেলা, ইউনিয়ন সংখ্যা 12 টি।
✴ 1. চাকামইয়া
✴ 2. টিয়াখালী
✴ 3. লালুয়া
✴ 4. মিঠাগঞ্জ
✴ 5. নীলগঞ্জ
✴ 6. খাপড়াভাঙ্গা
✴ 7. লতাচাপলী
✴ 8. ধানখালী
✴ 9. ধুলাসার
✴ 10 বালিয়াতলী
✴ 11 ডালবুগণ্জ
✴ 12 চম্পাপুর

⭕ দশমিনা উপজেলা, ইউনিয়ন সংখ্যা ৭ টি।
✴ 1. রনগোপালদী
✴ 2 আলীপুরা
✴ 3 বেতাগী সানকিপুর
✴ ৪ দশমিনা
✴ 5 বহরমপুর
✴ 6. বাঁশবাড়ীয়া
✴ ৭ চরবোরহান

⭕ বাউফল উপজেলা, ইউনিয়ন সংখ্যা 14 টি।
✴ 1. কাছিপাড়া
✴ 2 কালিশুরী
✴ 3 ধুলিয়া
✴ 4 কেশবপুর
✴ 5 সূর্যমনি
✴ 6 কনকদিয়া
✴ 6 বগা
✴ 7 মদনপুরা
✴ 9 নাজিরপুর
✴ 10 কালাইয়া
✴ 11 দাসপাড়া
✴ 12 বাউফল
✴ 13 আদাবাড়ীয়া
✴ 14 নওমালা

⭕ গলাচিপা উপজেলা, ইউনিয়ন সংখ্যা 12 টি।
✴ 1. আমখোলা
✴ 2 গোলখালী
✴ 3 গলাচিপা
✴ 4 পানপট্টি
✴ 5 রতনদী তালতলী
✴ 6 ডাকুয়া
✴ 7 চিকনিকান্দি
✴ 8 বকুলবাড়িয়া
✴ 9 চরকাজল
✴ 10 চর বিশ্বাস
✴ 11 কলাগাছিয়া
✴ 12 গজালিয়া

⭕ রাঙ্গাবালী উপজেলা, ইউনিয়ন সংখ্যা 5 টি।
✴ 1. রাঙ্গাবালী
✴ 2. ছোট বাইশদিয়া
✴ 3. বড়বাইশদিয়া
✴ 4. চালিতাবুনিয়া
✴ 5 চর মোন্তাজ

⭕ দুমকি উপজেলা, ইউনিয়ন সংখ্যা 5 টি।
✴ 1. শ্রীরামপুর
✴ 2. পাংগাশিয়া
✴ 3. লেবুখালী
✴ 4. মুরাদিয়া
✴ 5. আংগারিয়া।

Follow our page.

10/11/2022

পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম।।
এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফ।।

10/11/2022

গলাচিপায় প্রতিবন্ধীদের প্রতিযোগিতা মুলক নির্বাচন।

কেসমী সরকার
গলাচিপা,পটুয়াখালী।

'প্রতিবন্ধী ব্যক্তির সামজিক মর্যাদা ও অধিকার সুরক্ষায় কর্মরত' পটুয়াখালীর গলাচিপা পৌরসভা সৌহার্দ্য প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নয় সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে মোঃ আবুল কালাম হুইল চেয়ার মার্কা ১৫৪ ভোট পেয়ে সভাপতি ও শুভ মালী সাধারণ সম্পাদক পদে দেওয়াল ঘড়ি মার্কা ৬১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক এবং সহ সভাপতি পদে কাঁলাচান বিশ্বাস আনারস মার্কা ৮৭ ভোট, ক্যাশিয়ার পদে মোসাঃ সাথী বেগম কলস মার্কা ১৩৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার (৯ নভেম্বর) সকাল ৯ টায় সৌহার্দ্য প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার কার্যালয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় দুপুর ২টায়। এসময় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠপর্যায়ে পুলিশ বাহিনী কাজ করেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচনে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন ও ক্যাশিয়ার পদে ২ জন করে চারটি পদের বিপরীতে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মোট ২০৭ জন ভোটারের মধ্যে ১৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তার মধ্যে ৩৩ টি ভোট বাতিল হয়। এছাড়া কার্যনির্বাহী পরিষদের নয়টি পদের মধ্যে পাঁচটি পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন দপ্তর সম্পাদক পদে মোঃ বেল্লাল ফটিক, প্রচার সম্পাদক পদে মোঃ কবির হোসেন, ক্রিড়া সম্পাদক পদে মোসাঃ খাদিজা বেগম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক পদে মোসাঃ সুখী আক্তার ও সাংস্কৃতিক সম্পাদক পদে লিটন মালী নির্বাচিত হন।
নির্বাচন কমিশনার মোঃ জাকির হোসেন রিপন এর পরিচালনায় নির্বাচনে প্রিজাইটিং অফিসার হিসেবে মোঃ চুন্নু হাওলাদার ও সহকারী প্রিজাইটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন স্বপন পাল। এদিকে নির্বাচনকে ঘিরে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটার ও তাদের অভিভাবকদের মাঝে আনন্দ বিরাজ করে। ছোট, বড় পোষ্টারে ভোট কেন্দ্রের আশপাশ সেজে ওঠে।
উল্লেখ্য, প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে ও তাদের অধিকার প্রতিষ্ঠায় প্রতি তিন বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ব্যালটের মাধ্যমে প্রতিবন্ধী সদস্যরা ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করে।।

09/11/2022

অভিনন্দন

বাউফল চ্যাম্পিয়ন ♥♥

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বরিশাল বিভাগে চ্যাম্পিয়ন বাউফলের মাধবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।

আজ বেলা ১২ টার বরিশাল আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে পটুয়াখালী জেলার চ্যাম্পিয়ন দল হিসাবে বিভাগীয় পর্যায়ে ফাইনাল খেলায় বরিশাল জেলা দলকে পরাজিত করে বিভাগীয় চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে।

09/11/2022

কুয়াকাটা সমুদ্রে চলছে পূণ্যস্নান, হাজারো মানুষের সমাগম।

পর্যটকরা বেড়েই চলেছে প্রতিনিয়ত।‌।

09/11/2022

বাউফল ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে নিজ কলেজের মেয়েদের অনৈতিক প্রস্তাব দেওয়া সহ শিক্ষার্থীদের ফেসবুক আইডি নিয়ে সেখানে বাজে ম্যাসেজ দেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী।।

09/11/2022

পটুয়াখালী পৌর নিউমার্কেট দোকান বরাদ্ধের লটারি !!

14/10/2022

তেতুঁলিয়ায় মাছ ধরা বন্ধ বুজলাম।

তাহলে উপজেলার আশেপাশে বসবাস করা চাকুরীজীবীদের বাসায় জামা-কাপড়ের ব্যাগে করে যে ঝাটিকা ইলিশগুলো আসে সেগুলো কোথা থেকে আসে ?
প্রশ্ন হলো দশমিনা বাউফল বাসীর।

14/10/2022

#নিজ_জেলা_পটুয়াখালী 🌺🇧🇩(Patuakhali Town)
পটুয়ার খাল থেকে 1980 সালে পটুয়াখালী উৎপত্তি হয়। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি পটুয়াখালী জেলাকে বলা হয় সাগরকন্যা। ১ জানুয়ারি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। এই জেলায় জাতীয় সংসদ আসন হচ্ছে ৪ টি, আয়তন -৩২২১.৩১ বর্গ কিলোমিটার জনসংখ্যা 2011 আদমশুমারি অনুযায়ী 1535854 জন শিক্ষার হার 65% পটুয়াখালী রয়েছে ৮টি উপজেলা। বাংলাদেশের সর্ব দক্ষিনে কুয়াকাটা সমুদ্র সৈকত এ জেলার ঐতিহ্য বহনকারী জেলাভৃমি একই স্থানে দাঁড়িয়ে কুয়াকাটা সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখার পর্যটন স্পট। একমাত্র কুয়াকাটা এসেই সমুদ্রের নানারুপ বিভিন্ন ভাবে উপভোগ করা সম্ভব। পটুয়াখালী জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য হল কুয়াকাটা সমুদ্র সৈকত, ফাতরার চর, বৌদ্ধমন্দির, কাজলার চর,সোনার চর, কানাইদিঘি,রাখাইন পল্লী, হযরত ইয়ার উদ্দিন খলিফা মাজার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পায়রা সমুদ্র বন্দর, মজিদবাড়িয়া মসজিদ, সীমা বৌদ্ধ বিহার, এশিয়ার বৃহত্তম বীজ বর্ধন খামার, পানি জাদুঘর, কালাইয়া প্রাচীন বন্দর ইত্যাদি।

24/09/2022

পটুয়াখালীর দশমিনা ঢাকা মহাসড়কের পাশে নবনির্মিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে উপজেলার ১১৪ নং গোপালদী নিজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে পঞ্চায়েত বাড়ি পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার জনগুরুত্বপূর্ণ রাস্তাটি উঁচু ও পাকাকরণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত দুই ঘন্টা ব্যপী দশমিনা ঢাকা মহাসড়কে টিটিসি ভবনের উত্তর পাশে এ মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।

দশমিনা সদর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য আবু হানিফ, বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য মো. আফজাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন।

বক্তব্যে তারা জানান, উপজেলা সদরের দশমিনা ঢাকা মহাসড়কের পাশে নবনির্মিত টিটিসি ক্যাম্পাসের উত্তর পাশ দিয়ে উপজেলার ১১৪ নং গোপালদী নিজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে পঞ্চায়েত বাড়ি জামে মসজিদ পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তাটি কাঁচা ও নীচু থাকায় বর্ষায় ও অতি জোয়ারে হাঁটু পানির নীচে তলিয়ে যায়। যুগ যুগ ধরে ওই রাস্তা দিয়ে চলাচলকারী শিশু শিক্ষার্থীসহ বিভিন্ন স্কুল কলেজগামী ছাত্রছাত্রী, রোগী, মহিলা ও বৃদ্ধদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। অতি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ওই রাস্তা উঁচু ও পাকাকরণের দাবী জানান মানববন্ধনকারীরা।

জানতে চাইলে দশমিনা উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. মকবুল হোসেন মুঠোফোনে সাংবাদিকদের বলেন, মানববন্ধনের বিষয়ে আমার জানা নাই। গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। মাটি দিয়ে রাস্তা উঁচু করার দায়িত্ব পিআইও অফিসের।

অভিনন্দন, সালেহ আহমাদ তাকরিম। ছবিটা প্রথম আলোর।
24/09/2022

অভিনন্দন, সালেহ আহমাদ তাকরিম।
ছবিটা প্রথম আলোর।

লজ্জিত নোয়াখালী,,,,,,,,,,,,,,,,,, লজ্জিত বাংলাদেশ😭😭ধর্ষণ না হত্যা! নাকি ২টাই!নোয়াখালীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে গলা কেটে ...
23/09/2022

লজ্জিত নোয়াখালী,,,,,,,,,,,,,,,,,, লজ্জিত বাংলাদেশ😭😭
ধর্ষণ না হত্যা! নাকি ২টাই!
নোয়াখালীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে গলা কেটে হত্যা। 😭
নিহত ওই স্কুল ছাত্রীর নাম তাসমিয়া হোসেন অদিতি (১৪)
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার নোয়াখালী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর এলাকায় ওই শিক্ষার্থীর নিজ বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই,,,

সাংবাদিক লিটু দার ওপর সন্ত্রাসী হামলা,জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি .................................পটুয়াখালী প্রেস...
23/09/2022

সাংবাদিক লিটু দার ওপর সন্ত্রাসী হামলা,
জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি .................................
পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও News 24 টেলিভিশনের জেলা প্রতিনিধি সঞ্জয় দাস লিটুকে সন্ত্রাসীরা রক্তাক্ত জখম করেছে। তাঁকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শান্তি দাবি করছি।
প্রসঙ্গত লিটু দাদা ঢাকা থেকে বাসে করে পটুয়াখালী ফিরছিলেন।পটুয়াখালী ব্রীজের কাছে আসলে তাঁর উপর সন্ত্রাসী হামলা হয়।

সৌদি আরবের পবিত্র মক্কায় ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদে...
23/09/2022

সৌদি আরবের পবিত্র মক্কায় ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশি হাফেজ সালেহ আহমাদ তাকরীম। প্রতিযোগিতায় ১১১টি দেশের ১৫৩ জন হাফেজ কোরআন তেলোয়াতে অংশ নেন। হাফেজ তাকরীম মারকাযুল ফয়জিল কোরআন আল ইসলামী ঢাকার কৃতি শিক্ষার্থী।
প্রতিযোগিতায় তৃতীয় হয়ে বাংলাদেশি টাকায় প্রায় ২৯ লক্ষ টাকা পে‌য়ে‌ছে সে। তার বাবা হাফেজ আবদুর রহমান একটি মাদরাসার শিক্ষক। মা গৃহিণী।

সংগ্রহীত

আর কোন দাবি নাই------------কাঁদার রাস্তা পাকা চাইদশমিনা উপজেলাধীন ৪নং দশমিনা সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের টি. টি. সি ভবনের ...
23/09/2022

আর কোন দাবি নাই------------কাঁদার রাস্তা পাকা চাই

দশমিনা উপজেলাধীন ৪নং দশমিনা সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের টি. টি. সি ভবনের উত্তর পাশে দিয়ে। ১১৪ নং উত্তর গোপালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পর্যন্ত। প্রায় ৩ কি. মি. রাস্তা পাকা করণ দাবিতে এক মানববন্ধনের আয়োজন করা হইছে।

আয়োজনেঃ- স্কুল ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী। 🙏🙏

16/09/2022

পটুয়াখালীর মহিপুর থানার ৭ নং লতাচাপলি ইউনিয়নের,৮ নং ওয়াড,পৌরঘোজা আজিজ মাস্টার বাড়ি ডাকাতি হওয়ার সময়,দুই পুলিশ সহ পাঁচ থেকে ছয় জন গুলিবিদ্ধ ডাকাতের হাতে ।

রাত ১.৩০ মিনিট ১৩/০৯/২০২২ ইং।

দশমিনার কাটাখালী গৃহবধুকে যৌতুকের জন্য মধ্যযুগীয় নির্যাতন ...
16/09/2022

দশমিনার কাটাখালী গৃহবধুকে যৌতুকের জন্য মধ্যযুগীয় নির্যাতন ...

14/09/2022

কাবাডি প্রতিযোগিতায় জেলা চ্যাম্পিয়ন দশমিনা বেগম আরেফাতুন্নেছা বালিকা বিদ্যালয়...

দশমিনায় পাগলী মা হয়েছে।----------------পটুয়াখালীর দশমিনায় এক পাগলীর (২৫) সন্তান প্রসবের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স...
09/09/2022

দশমিনায় পাগলী মা হয়েছে।
----------------
পটুয়াখালীর দশমিনায় এক পাগলীর (২৫) সন্তান প্রসবের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বিভিন্ন সূত্রে জানাগেছে, বুধবার রাতের কোন এক সময় উপজেলার বাংলাবাজার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নীচতলার একটি পরিত্যাক্ত কক্ষে এক পাগলী ফুটফুটে একটি কন্যা সন্তান প্রসব করেন। গতকাল বৃহস্পতিবার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী আনোয়ার হোসেন বিদ্যালয়ে এসে জানতে পারেন পাগলী সন্তান প্রসব করেছেন। তিনি বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করে স্থানীয় মেম্বার ও চৌকিদারের সহায়তায় পাগলীকে দশমিনা হাসপাতালে ভর্তি করান। স্থানীয় ইউপি সদস্য মোঃ সিদ্দিকুর রহমান বলেন, ওই পাগলী কয়েকদিন যাবত বাংলাবাজার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একটি পরিত্যাক্ত কক্ষে রাত্রি যাপন করতেন এবং আশ পাশের বাড়িতে খাবার খেতেন, তবে তিনি তার নাম ঠিকানা বলতে পারেন না। দশমিনা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার ১০টায় ওই মহিলা ও তার সদ্যজাত সন্তানকে স্থানীয় মানুষ হাসপাতালে নিয়ে এলে তাৎক্ষনিক তার চিকিৎসা দেওয়া হয়। তিনি আরো বলেন, মা ও সন্তান সুস্থ রয়েছেন এবং তাদের চিকিৎসার সকল ব্যয়ভাড় হাসপাতাল কর্তৃপক্ষ বহন করছেন। দশমিনা থানার ওসি মোঃ মেহেদী হাসান বলেন, ওই মহিলার ঠিকানা খুজে বের করার চেষ্টা করা হচ্ছে এবং কয়েকজন নিঃসন্তান দম্পতি তার সদ্যজাত সন্তানকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন আল হেলাল হাসপাতালে গিয়ে পাগলী ও তার সন্তানের খোজ খবর নিয়ে বলেন, ওই মা ও শিশুর ব্যাপারে উপজেলা শিশু কল্যান বোর্ডের সভায় সিদ্ধান্ত গ্রহন করা হবে॥

07/09/2022

পটুয়াখালী জেলায় পুর্বের চেয়ে বহুগুণ বেড়ে গিয়েছে দুর্ঘটনা।

তাই দুর্ঘটনা এড়াতে সবার সর্তক হওয়াটা অতীব জরুরী।।

05/09/2022

বাউফলে ইজিবাইক উল্টে শিশু নিহত
পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামের কুরপির ব্রিজে যাত্রীবাহী ইজিবাইক উল্টে এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার ভাই।

রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আয়েশা আক্তার (৫)। আহত শিশুর বড় ভাই ওমর মিয়া (৬)। তারা কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামের শাকিল মিয়ার কন্যা।

কাছিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার জানান, বিকেলে যাত্রীবাহী ইজিবাইকটি কাছিপাড়া বাজার থেকে জয়বাংলা বাজারে যাচ্ছিল। পথে কুরপির ব্রিজে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ইজিবাইকটি উল্টে রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। এতে ইজিবাইকের দুই শিশু যাত্রী বোন আয়েশা ও ভাই ওমর পানির মধ্যে পড়ে যায়।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বগা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আয়েশাকে মৃত ঘোষণা করে। পানিতে পড়ে আয়েশার ডুবে মৃত্যু হয়।

ভাই ওমরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়।

04/09/2022

পটুয়াখালীতে উদ্ভোধন হতে যাচ্ছে বাংলাদেশের বড় ডিপার্টমেন্টাল সপ "স্বপ্ন"।
শহরের মুক্তি ক্লিনিক মোড়,সিভিল সার্জনের অফিস এর পুর্ব পার্শে।
আপনাদের কেনাকাটায় এক নতুন মাত্রা যোগ হল।
এক যায়গায় সব। স্বপ্নের মতই।।।।

02/09/2022

দশমিনায় ফ্রি ফায়ার গেম খেলতে বাধা দেয়ায় গতকাল এসএসসি পরীক্ষার্থী নাবিলের আত্মহত্যা ।
লাশ ময়নাতদন্তে শোকাহত এলাকাবাসী ও বন্ধুদের বাধা উপেক্ষা করে মরদেহ নিয়ে গেল দশমিনা থানা পুলিশ।

02/09/2022

এখন থেকে কুকুর কামড়ের ভ্যাকসিন জলাতঙ্ক প্রতিরোধক টিকা গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগে বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

সরকারি সেবা গ্রহণ করুন, সুস্থ থাকুন।

কাজী আব্দুল মমিন
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার গলাচিপা উপজেলা

01/09/2022

বাউফলে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান চলছে।

01/09/2022

প্রস্তাবিত
ভাঙ্গা জংশন - বরিশাল - কুয়াকাটা
রেলপথে ১৯ টি রেল স্টেশনের নাম,,,,,

১/ ভাঙ্গা জংশন
২/ বড়ইতলা
৩/ টেকের হাট
৪/ মাদারীপুর
৫/ কালকিনি
৬/ গৌরনদী
৭/ উজিরপুর
৮/ বরিশাল বিমান বন্দর
৯/ বরিশাল সদর
জ১০/ দপদপিয়া
১১/ বাকেরগঞ্জ
১২/বদরপুর
১৩/ পটুয়াখালী
১৪/ কুকুয়া
১৫/ আমতলী
১৬/ পায়রা বন্দর
১৭/ পায়রা বন্দর ইয়াড
১৮/ লেমুপাড়া
১৯/ কুয়াকাটা

Address

Barishal
Patuakhali

Alerts

Be the first to know and let us send you an email when P News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share