Traveler Taslim

Traveler Taslim Here I Am Publishing Some Parts Of My Daily Life

01/09/2024

ডায়মন্ড নিয়ে আমার যে সন্দেহ বা প্রশ্ন ছিলো বহু বছর পর হলেও উত্তর পেলাম 😁😁

29/08/2024

টাকা কেন ছিঁড়ে ফেললাম??

26/08/2024

ট্রল করা ও প্রতিশোধ নেয়ার আগে এই ভিডিও টা দেখুন

25/08/2024

আনসার আনসার আনসার

25/08/2024

মায়ের স্মৃতি নিয়ে অঝরে কাঁদলেন এই কাকা এবং দান করে দিলেন মায়ের জমানো অর্থ

23/08/2024

এই একটা ভিডিও আপনার জীবনের মোড় ঘুড়িয়ে দিবে,, বন্ধু রাষ্ট্র ভারত তাকে ছিনতাই করল এবং মারধর করল অথচ তাদের পক্ষে কত রায় দিয়েছিলেন তিনি, অন্যদিকে তার অহংকারী জীবন তাকে আজ কলা পাতায় শুইতে হলো এই বন্যা পাড়ি দিয়ে বৃষ্টিতে ভেজা কাকের মতো হাপাচ্ছে, হায়রে জীবন

22/08/2024
ফেনীর ফাইনাল আপডেট হচ্ছে পুরা ফেনী তলিয়ে গেছে। ইলেক্ট্রিসিটি , মোবাইল নেটওয়ার্ক কিছুই নেই। দুয়েক ঘন্টা পরে ফেনীর ভেতর থে...
22/08/2024

ফেনীর ফাইনাল আপডেট হচ্ছে পুরা ফেনী তলিয়ে গেছে। ইলেক্ট্রিসিটি , মোবাইল নেটওয়ার্ক কিছুই নেই। দুয়েক ঘন্টা পরে ফেনীর ভেতর থেকে আর কোনো খবর মোটেও পাওয়া যাবেনা। এখনো যদি রাষ্ট্র সর্বসর্বশক্তি দিয়ে ঝাপিয়ে না পড়ে লক্ষাধিক প্রাণহানি ঘটে যাবে। কারো সাথে কারো যোগাযোগ নেই। ভলান্টারিং অনেকাংশে ভেঙে পড়েছে, সবাই প্রাণ বাচাতে ব্যস্ত। মূলত ভোর থেকে এখন অবধি টানা বৃষ্টি সব শেষ করে দিয়েছে। সবাই দোয়া করেন। প্রশিক্ষিত এবং সজ্জিত বাহিনী ছাড়া এই মুহুর্তে কেউ ওখানে খুব বেশি কিছু আর করতে পারবেনা।
😥😥
© Masud Zakaria

22/08/2024

ঢাকা বা বন্যাকবলিত পার্শ্ববর্তী এলাকা থেকে উষ্ণ কাপড়, রেইনকোট, ছাতা, লাইফ জ্যাকেট, চার্জার লাইট, পাওয়ার ব্যাংক (চার্জ দিয়ে) পাঠান।

21/08/2024

দেশের ক্রাইসিস মোমেন্ট বন্যার্তদের জন্য আমাদের কিছু করার আছে কিনা?? থাকলে কিভাবে করা যায় পরামর্শ দিন!!

19/08/2024

বাচ্চাটা যে বড় হয়ে গেছে, বুঝলাম খাটিয়ায় তোলার পরে, পুরো খাটিয়া জুড়ে আমার ছেলে। নিহত ১৭ বছরের নাফিজের মা

19/08/2024

আমার সময় যখন খারাপ যায়

18/08/2024

মেরে ফেললে ফেলল আলো তো দেখলাম।।
আহ!! কত নির্মমতা লুকিয়ে আছে এই বাক্যে!
"মাইকেল চাকমা"

এটি একটি UFi ডিভাইস যার মাধ্যমে মোবাইল ইঞ্জিনিয়ার /টেকনিশিয়ানরা IC partition এর মত ক্রিটিক্যাল কাজগুলোকরে থাকে, এক বড় ভ...
13/08/2024

এটি একটি UFi ডিভাইস যার মাধ্যমে মোবাইল ইঞ্জিনিয়ার /টেকনিশিয়ানরা IC partition এর মত ক্রিটিক্যাল কাজগুলোকরে থাকে, এক বড় ভাই বিক্রি করতে চাচ্ছেন কেউ প্রয়োজন মনে করলে যোগাযোগ করবেন,
ধরন : ইউজড কিন্তু ফ্রেশ ,, আমি কাজ করে দেখেছি ঠিক আছে

10/08/2024

হিন্দুদের মে*রে ফেলার হু*মকি, সত্যিটা কি ছিলো, কিছু ঘটনা হয়ত ঘটে তবে সাবধান অনেকটা ভিন্ন রকমও হয়।।

08/08/2024

আসসালামু আলাইকুম
দোয়া ও ভালোবাসা রইলো,, রাষ্ট্রের প্রতিটি জনগণই সময়সাপেক্ষ পুলিশ তাই পুলিশের সাথে সম্পর্ক খারাপ করাটা যেন নিজের সাথে নিজের সম্পর্ক খারাপ।।
আমাদের সংকট কেটে যাবে, পুলিশের সাথে আমাদের যে সম্পর্কের বাঁধনে বেধে দেওয়া হয়েছে, দোয়া রইল তাদের জন্য আল্লাহ যেন তাদেরকে দেখে নেয়,

সাধারণ মানুষ বিপদে পড়লে নিজের বাবা মাকে ফোন দেওয়ার আগে 999 ফোন দেয় পুলিশের সাথে কথা বলে সহায়তা নেয়ার জন্য,,, তাহলে বুঝতে হবে সাধারণ মানুষের বিশ্বাসের লেভেল টা কোথায়, পুলিশকে তারা কতটা আপন মনে করে কিন্তু কেমনে কেমনে জানি মানুষ এই জায়গায় ব্যাপক ছ্যাঁকা খেয়েছে,,কিছু ভয়ঙ্কর গুটিবাজ উপরস্থ কর্মকর্তা এবং তাদের সাথে তাল মেলানো কিছু পুলিশের কারণে আজ আমাদের এই অবনতি,, আশা করি সবকিছু খুব দ্রুত ঠিক হয়ে যাবে আমাদের পুলিশ হবে গৌরবময় এবং সম্মানিত।।

পাসপোর্ট অফিসে গেলাম একটা জরুরি পাসপোর্ট করার জন্য। জিজ্ঞেস করলাম কত দিন লাগবে। বল্লেন সাধারনত ১২ দিনে পাওয়ার কথা। তবে ...
08/08/2024

পাসপোর্ট অফিসে গেলাম একটা জরুরি পাসপোর্ট করার জন্য। জিজ্ঞেস করলাম কত দিন লাগবে। বল্লেন সাধারনত ১২ দিনে পাওয়ার কথা। তবে এখন বই সংকট। ১ মাসও লাগতে পারে। মন খারাপ করে বাইরে চলে এলাম। অমনি এক দরবেশ বাবা ডাক দিলো। হে বৎস, মন খারাপ করে কোথায় যাচ্ছিস? তোর কি লাগবে আমাকে বল। বললাম, বাবা আমার জরুরি পাসপোর্ট দরকার। কিন্তু ওনারা বলছে ১ মাসও লাগতে পারে।

হোক মাওলা, দেখি তোর কাগজপত্র গুলো। তারপর দরবেশ বাবা আমার কাগজ গুলো নিয়ে ফচাৎ করে ছিড়ে ফেললেন। তারপর নতুন ফরম দিয়ে বললেন এটা পুরন কর। বললাম, বাবা আমিতো অরিজিন্যাল কুমিল্লার রসমালাইর মতো খাটি ফার্স্ট ক্লাশ গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করে এনেছিলাম। এখন আবার গ্যাজেটেড কর্মকর্তা পাব কোথায়?

বাবা বললেন, আমার চেয়ে বড় কর্মকর্তা আর কে আছেরে এই জগতে। তুই পূরণ কর। সত্যায়িত আমি করব। ফরম পূরণ করে বাবার হাতে দিলাম। বাবা বললেন হাদিয়া দিয়ে ছবি তুলে তুই যাগা। ঠিক ৪ দিন পর তোকে স্বপ্নে কল দেব। এসে বই নিয়ে যাবি।
বলেন কি বাবা, মাত্র ৪ দিন! এ কি করে সম্ভব! সত্যি করে বলেন বাবা, আপনি মানুষ নাকি জিবন্ত অলি? পাসপোর্ট অফিসের লোকজন বলে ১ মাস লাগবে। আর সরকারি নিয়মে ১২ দিনের নিচে কোন ভাবেই বই পাওয়া যায় না, কিন্তু আপনি ৪ দিনে কিভাবে দেবেন?
এসব তুই বুঝবি নারে, সব উপরওয়ালার লীলা খেলা। তারাতারি টাকাটা দে, উপর ওয়ালাকে দিয়ে আসি।

৬.৫ হাজার সরকারি ফি। আর বাবার হাদিয়া ৮ হাজার। মোট ১৪.৫ হাজার টাকা দিলাম। বাবা কাগজগুলো নিয়ে উপরওয়ালার কাছে চলে গেলেন। এই টাকার ভাগ বাবা একা নেবেন না। ভাগ পাবেন বাবা, তার বাবা, তার বাবা পর্যন্ত। বাবাকে জিজ্ঞেস করেছিলাম, পুলিশ বাড়িতে যাবে না ভেরীফিকেশন করতে?
বাবা বললেন তুইতো ভেরী বোকা লোকরে। পুলিশের দুই চোখে দুইটা কচকচে নোট নিয়ে চাপ দিয়ে একটা ফু দেব, অমনি তোর বাড়ি ঘর সব স্বপ্নে ভেরীফিকেশন করে ফেলবে। সব উপর ওয়ালার লীলা খেলারে। হোক মাওলা।

ঠিক চার ওয়ার্কিং ডে এর পর আজকে বাবা কল দিলেন। আয় বৎস পাসপোর্ট নিয়ে যা। আজকে ১০ জুলাই, অথচ ডেলিভারী স্লিপে লিখা ডেলিভারী ডেট ১৯ জুলাই ২০২৪।
সত্যি দরবেশ বাবার হেকমত বড় কড়া। আমি বাবার চরন দুটিতে লুটিয়ে পড়লাম। বাবা আপনিই সেরা। আপনার পদধুলি দেন।

হাসপাতাল, বিআরটিএ, পাসপোর্ট অফিস,ভূমি অফিস সহ সরকারী সব প্রতিষ্ঠানের আশেপাশে এমন অনেক দরবেশ বাবা দলে দলে বসে জিকির আসগারে মত্ত আছেন।

সংগৃহিত

07/08/2024

আমাদের পুলিশ হোক গৌরবময় এবং সন্মানিত

06/08/2024

পুলিশরাও মানুষ শুধু কিছু লোভি বিবেকের কাছে হেরে গিয়েছিল। যাহার স্বিকার তারাও আমরাও

#বাংলাদেশ

05/08/2024

সচেতন হন।। আমরা অন্যায় এর বিপক্ষে

17/07/2024

এদের কোটা কে দিবে? এদের পরিবার থেকেই আমাদের সাধারণ ছাত্ররা উঠে আসে

চমৎকার পরিবেশ মনোমুগ্ধকর
09/07/2024

চমৎকার পরিবেশ মনোমুগ্ধকর

07/07/2024

পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা

28/06/2024

শেষ তারিখ পার হয়ে গেলেও দিতে পারবেন বিদ্যুৎ বিল

30/03/2024

বিজ্ঞান নাকি কুরআন?

16/03/2024

কেউ আপনাকে এড়িয়ে চলছে?? দুর্দিনে পাশে নেই?? হতাশ হবেন না!!

Address

Patuakhali
8600

Telephone

+8801717552271

Website

Alerts

Be the first to know and let us send you an email when Traveler Taslim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Patuakhali

Show All