sujon mistry

sujon mistry আমি আপনাদের সকলের পাশে আছি।
আপনাদের সহযোগিতা একমাত্র আমার কাম্য।
আমাকে ফলো দিয়ে সহযোগিতা করবেন।

08/04/2024

সাবধান সাবধান সাবধান সম্প্রতি একটা কেমিক্যাল এর ব্যবহার তথ্য প্রযুক্তির কল্যাণে কিছু অসৎ মানুষের হাতে পড়েছে। কেমিক্যাল টার নাম হচ্ছে 'স্কোপোলামিন'। এটা সাধারণত সাড়ে তিন ফিট দূর থেকেও বাতাসের মাধ্যমে একজন মানুষকে আসক্ত করতে পারে। এই কেমিক্যালটা আমাদের ন্যাসাল রুটের মাধ্যমে যখন ভেতরে প্রবেশ করে তখন মানুষের মস্তিষ্কের প্রাইমারি ইনিশিয়াল স্টেজ অফ থিংকিং সহজ বাংলায় বললে মানুষের চিন্তা করার ক্ষমতা নষ্ট করে দেয়। যে কারণে মানুষ তাৎক্ষণিকভাবে সামনে থাকা মানুষের নাচের পুতুলে পরিণত হয়। তখন আপনাকে ওই লোক যা কমান্ড দেবে আপনি সেটাই করবেন।

এটা থেকে বাঁচতে নীচের কিছু বিষয়ের কথা বলছি, এগুলো মাথায় রাখবেন:

১. অপরিচিত কারো থেকে কোন কিছু খাবেন না, সে যত ভালই মনে হোক না কেন।

২. সব সময় মাস্ক পরবেন।

৩. আপনার মুখের সামনে অপরিচিত কোন লোকের হাত আনতে দিবেন না, হাতটা আপাত দৃষ্টিতে খালি মনে হলেও।

৪. যেন-তেন লোকের কাছ থেকে মাস্ক কিনবেন না।

৫. একা যাত্রী হয়ে কোন গাড়িতে উঠবেন না।

৬. সিটে অথবা সিটের আশেপাশে পড়ে থাকা পানি কখনোই চোখে মুখে দিবেন না।

৭. অপরিচিত কোন লোক আপনার এড্রেস জানার জন্য কোন কাগজ হাতে দিতে চাইলে সেটা ধরবেন না।

৮. কোন কাগজ ঠিকানা দেখার বাহানা করে আপনার চোখের সামনে আনতে দেবেন না।

৯. গাড়ির ভেতরে কেউ আপনাকে মুখ দিয়ে বাতাস করার সাথে সাথে চিৎকার করে উঠবেন। আশেপাশে থাকা সবাইকে অবহিত করবেন যে আমি যদি অজ্ঞান হয়ে যাই তার জন্য আমার এই পাশে বসা লোক দায়ী।

১০. দেখতে একেবারে খুউবই ভালো মানুষ , দেখে মনে হবে অসাধারণ ; এরকম কোন লোক ইফতারের সময় ইফতার অথবা খেজুর দিলে খাবেন না। অনেক সময় মানুষকে বিশ্বাস করানোর জন্য ছোলা এবং মুড়ির ভেতরে কোন কিছু দেওয়া থাকে না। সেটা আগে নিজেরা খেয়ে মানুষকে বিশ্বাস অর্জন করে ওটার মাঝখান দিয়ে হয়তো খেজুর অথবা পানির ভেতরে কিছু দিয়ে দিতে পারে।

১১. গাড়ির ভেতরে কারো সঙ্গে বন্ধুত্ব করবেন না মনে রাখবেন গাড়ি থেকে নেমে গেলেই আপনাদের বন্ধুত্ব শেষ হয়ে যাবে তার চাইতে ভালো গাড়ির ভেতরে বন্ধুত্ব নাই হোক।
১২. মাস্ক বিষয়ে সতর্ক হবেন অবশ্যই কাপড়ের মাস্ক ব্যবহার করবেন।

১৩. আমার মোবাইলে ঘড়ির টাইমটা একটু ঠিক করে দেন, এ কথা বলে হাতে কোন মোবাইল দিতে চাইলে সেটা নিবেন না। কারণ স্কোপোলামিন আপনার হাতে লাগলে আপনি মনের অজান্তেই কখনো মুখের কাছে নেবেন এটা একটা স্বাভাবিক। আর ওটার জন্যই ফাঁদ পেতে ওয়েট করবে ওই লোক-

শুভ সকাল
04/04/2024

শুভ সকাল

আমি গত 30 দিনে আমার পোস্টে 1,000টি প্রতিক্রিয়া পেয়েছি। আপনাদের সহযোগীতার জন্য ধন্যবাদ। 🙏🤗🎉
03/04/2024

আমি গত 30 দিনে আমার পোস্টে 1,000টি প্রতিক্রিয়া পেয়েছি। আপনাদের সহযোগীতার জন্য ধন্যবাদ। 🙏🤗🎉

02/04/2024

একখান বাটার পান খাইয়া যান।

30/03/2024

ফেরিঘাটে হাজার হাজার মানুষ কি ভয়াবহ অবস্থা।

আমি গত 30 দিনে আমার পোস্টে 900টি প্রতিক্রিয়া পেয়েছি। আপনাদের সহযোগীতার জন্য ধন্যবাদ। 🙏🤗🎉
27/03/2024

আমি গত 30 দিনে আমার পোস্টে 900টি প্রতিক্রিয়া পেয়েছি। আপনাদের সহযোগীতার জন্য ধন্যবাদ। 🙏🤗🎉

🎉 Facebook আমাকে এই সপ্তাহের সেরা রাইজিং ক্রিয়েটর হিসাবে স্বীকৃতি দিয়েছে!
25/03/2024

🎉 Facebook আমাকে এই সপ্তাহের সেরা রাইজিং ক্রিয়েটর হিসাবে স্বীকৃতি দিয়েছে!

🎉 Facebook আমাকে এই সপ্তাহের সেরা রাইজিং ক্রিয়েটর হিসাবে স্বীকৃতি দিয়েছে!
25/03/2024

🎉 Facebook আমাকে এই সপ্তাহের সেরা রাইজিং ক্রিয়েটর হিসাবে স্বীকৃতি দিয়েছে!

24/03/2024

আমের মুকুল দেখতে কত সুন্দর গতকাল বৃষ্টির পর আর নেই।

বৃষ্টি পড়ে টাপুর টুপুর আহা কি আনন্দ।
24/03/2024

বৃষ্টি পড়ে টাপুর টুপুর আহা কি আনন্দ।

16/03/2024

শিক্ষা উপবৃত্তি দেয়ার জন্য ব্যবিলন গ্রুপকে ধন্যবাদ ও চির কৃতজ্ঞ আমরা।

15/03/2024

14/03/2024
ছবিটা জুম করে দেখে হারিয়ে যাওয়া ঐতিহ্য কি কি আছে। আপনাদের দেশী ভাষায় কোনটির কোন নামে চিনেন।
06/03/2024

ছবিটা জুম করে দেখে হারিয়ে যাওয়া ঐতিহ্য কি কি আছে। আপনাদের দেশী ভাষায় কোনটির কোন নামে চিনেন।

03/03/2024

কত সুন্দর

02/03/2024

Mix

29/02/2024

তেতুল ঝোরা বইমেলা ২০২৪ উপস্থিত হয়েছেন মাননীয় এমপি এডভোকেট কামরুল ইসলাম।

আমার বাবা শুভ্রজিৎ এর স্কুলের বন্ধুরা ও স্যারদের সাথে  একুশে ফেব্রুয়ারিতে  ফুল দিতে এসে
21/02/2024

আমার বাবা শুভ্রজিৎ এর স্কুলের বন্ধুরা ও স্যারদের সাথে একুশে ফেব্রুয়ারিতে ফুল দিতে এসে

17/02/2024

২৪ প্রহর ব্যাপী ফুলবাড়িয়া সাভার নাম সংকীর্তনে ভক্তরা প্রসাদ নিচ্ছেন।

14/02/2024

ব্যাবিলন গ্রুপের অবনী ফ্যাশনে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে 2024 তিয়াসা মামনি একটি নাচে অংশগ্রহণ করে।

04/02/2024

তেতুলঝোড়া স্কুল মাঠে হেলিকপ্টার পরে দেখার জন্য স্কুলের ছাত্র-ছাত্রীরা চলে আসছে।

01/08/2023

আমাদের মাঝে নতুন করে অতীতের ম্যানেজার সানাউল্লাহ স্যার ফিরে আসায় আমরা সবাই ফুল দিয়ে স্বাগতম জানাচ্ছি।

31/07/2023

আজ সকাল সাড়ে সাতটায় হেমায়েতপুর পদ্মার মোড় সড়ক দুর দুর্ঘটনা।

Address

Patuakhali

Alerts

Be the first to know and let us send you an email when sujon mistry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to sujon mistry:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Patuakhali

Show All