It's SaDu

It's SaDu সৌরজগতের অসংখ্য নক্ষত্রের মাঝে একটি ক্ষুদ্রতম নক্ষত্রে স্বল্প সময়ের জন্য জন্ম নেওয়া একজন মানুষ..🙂

27/06/2024

- সে পরিবারের নিয়ম ভাঙ্গতে পারেনি, ভদ্র ছিলো
তাইতো আমার মন ভেঙ্গে দিছে..!😅💔

28/03/2024

কারো মনের কথা কেউ জানে না।যার যার মনে দুঃখ, কষ্ট, বেদনা, যন্তনা ,সুখ ,আনন্দ যাই থাকুক না কেন শুধু সেই ব্যক্তি জানে। মানুষের মন সময়ের সাথে পরিবর্তন হয়ে থাকে। কখনো ভালো সময় কাটে কখনো খারাপ সময় কাটে ।আর এইভাবেই কখনো মন ভালো থাকে কখনো মন খারাপ থাকে ।তাই জীবনে যাই করুন না কেন সবসময় মন ভালো রাখার চেষ্টা করবেন ‌।
কেননা একটি সুন্দর মন থাকা মানি অন্যের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান সবসময় থাকে।ধন -সম্পদ থাকলেই ধনী হওয়া যায়না,ধনী হওয়ার জন্য প্রয়োজন সুন্দর একটি মনের 🥰

08/03/2024

প্রিয় শহর পাথরঘাটা 🥰😊 হাজারো স্মৃতি জমে আছে এই শহরে । হয়তো প্রতিনিয়ত আর এই শহরে ঘোরা হবে না তবে ভুলতে পারবো না এই শহরে কাটানো প্রতিটা মুহূর্ত ।
আমাদের এই ছোট্ট বাংলাদেশের অসংখ্য শহর এবং গ্রাম রয়েছে। যদিও গ্রাম এবং শহরের পরিবেশ আকাশ-পাতাল ব্যবধান। আমার গ্রাম এবং শহর দুটি প্রিয় জায়গা। কেননা এই গ্রাম এবং শহরের মাঝে আমার অনেক হাসি, কান্না এবং সুখ-দুঃখের নানা স্মৃতি জড়িয়ে রয়েছে।

অসংখ্য শহরের মধ্যে যে শহর আমার সবচেয়ে প্রিয় তা হল বরগুনা জেলায় অবস্থিত ছোট একটি শহর আমার প্রিয় শহর পাথরঘাটা।এই শহরের ছোটবেলার অনেক স্মৃতি রয়েছে। এই প্রিয় শহর আমাকে অনেক কিছু উপহার দিয়েছে। তাই এটাই আমার সবচেয়ে প্রিয় শহর।

জীবনের কর্মব্যস্ততার মাঝে বিভিন্ন গ্রামে বিভিন্ন শহরে আমাদের যেতে হয়। অনেক শহরে আমি ঘুরে বেড়িয়েছি এবং থেকেছি ।
কিন্তু নিচের শহরকে এক মুহূর্তের জন্যও ভুলে থাকতে পারিনি।

এই শহরের ছোট ছোট পর্যটন কেন্দ্র ( নিলিমা পয়েন্ট, হরিণঘাটা, কালমেঘা টুলু পয়েন্ট ইত্যাদি ) আনাচে-কানাচে অবস্থিত স্কুল কলেজ থেকে শুরু করে প্রত্যকটি ধুলিকনা আমার নিঃশ্বাসে বিশ্বাসে জড়িয়ে রয়েছে। যদি আমার কাছ থেকে কেউ শহরের গল্প শুনতে চাই তবে আমি আমার প্রিয় শহর পাথরঘাটার কথা বলবো।

এই শহরে আমার প্রথম পথ চলা। দীর্ঘ আঠেরোটা বছর এই শহরে কাটিয়েছি এ শহর থেকে জীবনের পথ চলা শুরু হয়েছে আমার। এই ছোট্ট শহরে বহু পথ পাড়ি দিয়ে ক্লান্ত হয়ে খুঁজে বেড়াই পরিচিত মুখগুলো। প্রতিদিন আমি অজানা গন্তব্যে বেরিয়ে পড়তাম। এই ধুলাবালি মাখা বাতাস আমাকে মনে করিয়ে দেয়, জীবনের প্রথম প্রেমের অনুভূতি।

কত যে ক্লান্ত দিন, দীর্ঘ রাত কারণে অথবা অকারনে হেঁটে বেরিয়েছি তার একমাত্র সাক্ষী এখানকার ধূলিকণা। এই প্রিয় শহর আমার জীবনকে বদলে দেয়। মাঝে মাঝে নিজের শহরে আপন-মনে নিঃসঙ্গ হাঁটতে থাকি। এখনো হেঁটে চলেছি….। হয়তো এখন আর আগের মতো প্রতিনিয়ত এই শহরে হাটা হয় না কিন্তু আজো বড্ড বলতে ইচ্ছে হয়,প্রিয় জীবন,প্রিয় শহর,প্রিয় ধূলিকণা ভালোবাসি আমি তোমাকে। ভালো থেকো আমার প্রিয় শহর পাথরঘাটা 🥰

24/01/2024

- যে যাকে ভালোবাসে তাকে যদি পেত কি এমন ক্ষতি হতো...!!

দাড়িয়ে আছি রিক্সার জন্য।  হঠাৎ এক  রিক্সাওয়ালা আসলেন। মাথায় পাকা চুল, বয়স ৬০+ হবে তার চোখেমুখে ক্লান্তি আর খুবই অসহায়ত্ব...
15/09/2023

দাড়িয়ে আছি রিক্সার জন্য। হঠাৎ এক রিক্সাওয়ালা আসলেন। মাথায় পাকা চুল, বয়স ৬০+ হবে তার চোখেমুখে ক্লান্তি আর খুবই অসহায়ত্বের ছাপ। আমি বললাম,

- কাকা, সি আর বি যাবেন?

- হ্যাঁ, যাবো।

- কত দিতে হবে?

- ৪০ টাকা দিয়েন মা। (ভাড়া ৪০-৫০ টাকা)

আমি একটু কঠিন হয়ে বললাম,

- কাকা ৩০ টাকা দিবো, যাবেন? গেলে চলেন না গেলে যান।

কাকা কিছুক্ষণ ভেবে বললেন আচ্ছা মা আসেন। আমি চেপে বসলাম রিকসায়। একটুও বুঝতে বাকি রইলো না যে তার আজকে খুব একটা ভাড়া হয়নি। নাহলে ৪০-৫০ টাকার ভাড়া কেউ ৩০ এ নেয়? আধুনিকতার এই যুগে কাকার প্যাডেল রিকসা চলতে লাগলো। কাকার শার্টের ছেঁড়া দাগ আর ময়লা জীর্নশীর্ন শরীর দেখেই বোঝা যাচ্ছিল সে হত দরিদ্র। তীর্ব রৌদের মাঝে তার শরীর বেয়ে টপ টপ করে ঘাম পড়ছিলো। আমি জিজ্ঞেস করলাম,

- কাকার বাসা কোথায় টাইগার পাস এই ?

- না মা , । অলংকার

- এতদূর থেকে আসেন রোজ?

- হ্যাঁ মা।

- রিকসা কি নিজের নাকি কাকা? এই আধুনিক যুগে প্যাডেল রিকশা চালাচ্ছেন, কষ্ট হয়না?

- না মা , ভাড়ায় চালাই। অটোরিকশা নিলে বেশি ভাড়া দিতে হয়। প্যাডেল নিলে দিনে ১২০ টাকা দিলেই হয়, অটোরিকশাতে ৩০০ টাকা দিতে হয় এজন্য প্যাডেলই নেই।

- তাও কাকা এই বয়সে প্যাডেল চালানো। কষ্ট তো হয় অনেক। দিনে কত টাকা ইনকাম হয়?

- তা একটু হয়৷ কিন্তু কয়ডা পয়সা বেশি পাওয়া যায় এজন্য প্যাডেলই চালায়। এই সব দিয়ে সারাদিনে হাতে ৩০০-৪০০ থাকে।

- কি বলেন কাকা, এইটুকু টাকা দিয়ে কি সংসার চলে? বাসায় কে কে আছে?

- কি করবো মা, জমিজমা নাই, বাড়িতে ২ টা মেয়ে আছে, একটা ছেলে আছে। ছেলেটা দেখে না৷ বউ নিয়ে আলাদা থাকে। বর্তমানে যে অবস্থা জিনিসপাতির দামের, তাতে টেনেটুনে চলে আরকি৷ একদিন অসুস্থ থাকলে পরেরদিন খাবার জোটে না।

কাকার কথার মাঝে একধরনের কষ্ট লুকিয়ে ছিলো। আমি থমকে গেলাম৷ ততক্ষণে স্টান্ডে পৌছে গেছি। কাকা গরমে ঘেমে নেয়ে গেছে। আর আমি আরামে চড়ে আসলাম। ব্যাগ থেকে বড় নোটটা বের করে কাকার দিকে এগিয়ে দিতেই তার চোখমুখ শক্ত হয়ে আসলো। বললো,

- মা এত টাকা তো সারাদিনের কামাইও না, ভাংতি দিবো কেমনে?

- আমি বললাম তাও তো কথা। এক কাজ করেন ওখান থেকে ২ গ্লাস আখের রস আনেন ভাংতি দিবে।

রসটা এনে ভাংতি টাকা সমেত আমার কাছে দিতে যাবে তখন বললাম

- কাকা রস আপনি খান, এই দুটোই আপনার। আমি গেলাম।

কাকা ততক্ষণে কিছুই বুঝে উঠতে পারেনি। সে আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি বললাম,

- কাকা, এই রসও আপনার আর টাকাও আপনার। আজকে বাড়ি চলে যান। রৌদ অনেক। আরেকটা নোট বাড়িয়ে দিয়ে বললাম এইটা দিয়ে একটা নতুন শার্ট কিনে নিয়েন। আজকে বাড়িতে ভালো কিছু বাজার নিয়ে যাইয়েন।

কাকা বললো,

- না না মা এত টাকা কেন? এত টাকা তো আমি ৩-৪ দিনেও কামাই করি না। ভাড়া তো মাত্র ৩০ টাকা, এত টাকা আমি নিবো কেমনে! না না মা তুমি ৩০ টাকাই দেও।

কাকার হাত থরথর করে কাঁপছিলো। আমি তার হাতখানা শক্ত করে ধরে বললাম আমার জন্য দোয়া করবেন। আর নতুন শার্ট কিনে নিয়েন কিন্তু। তাই বলে একটা হাসি দিয়ে হাটা শুরু করলাম৷ খানিকটা সামনে গিয়ে পেছন ফিরে তাকিয়ে দেখলাম কাকার চোখে পানি এবং সে তখনও সেখানেই দাড়িয়ে আমার প্রস্থান দেখছে।

নোটঃ বর্তমান দেশের যা অবস্থা, দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতি, ইনকাম কমে যাওয়া সহ নানান সমস্যায় নিম্ন আয়ের মানুষেরা অনেক কষ্টে আছে। আপনি বা আমি নিজেও আছি। কিন্তু আমি আপনি যেকোনো ভাবে চালিয়ে নিতে পারি। কিন্তু ওনারা তা পারেন না৷ সব সময় চেষ্টা করবেন এরকম কাউকে দেখলে কিছু পয়সা বাড়িয়ে দিতে।এমন অসহায় অনেক মানুষ আছে পারলে একটু সাহায্য করবেন।।। অবশ্যই শেয়ার ও কমেন্ট করবেন।।।
ইনশাআল্লাহ আল্লাহ যেন সবাইকে গরীব ও অসহায় মানুষদের সাহায্য করা তাওফিক দান করুক।। (আমিন)

It's SaDu 🌸

Address

Patherghata Barguna
Patharghata

Website

Alerts

Be the first to know and let us send you an email when It's SaDu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies