Md Akon23

Md Akon23 i'm Md Rasel Akon

আচ্ছা ভালোবাসার রঙের ধরন কেমন হয়
09/09/2024

আচ্ছা ভালোবাসার রঙের ধরন কেমন হয়

09/09/2024

The Seven Sisters lowered the "India" flag and raised their own flag in the Indian state of Manipur.

# Manipur # India

07/09/2024

কিছু আফসোস লীগের লোক আছে শুধু প্রশ্ন করে
বাংলাদেশে 👇
ভারতের লোক চাকরি করে প্রমান দিন এই নাম প্রমান

বাংলাদেশের জাতীয় সঙ্গীতে “বাংলাদেশ” নেই। আছে “বাংলা” এটা ভারতের অন্তর্ভুক্ত অঞ্চল🇮🇳ভারতের দুইটি রাজ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপ...
07/09/2024

বাংলাদেশের জাতীয় সঙ্গীতে “বাংলাদেশ” নেই। আছে “বাংলা” এটা ভারতের অন্তর্ভুক্ত অঞ্চল🇮🇳

ভারতের দুইটি রাজ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার সম্পূর্ণ অংশ এবং আরেকটি রাজ্য আসামের কিছু অংশ নিয়ে “বাংলা” গঠিত। তাই বলা বাহুল্য, “আমার সোনার বাংলা” বলে এখানে বাংলাদেশকে বোঝানো হয়নি। বরং রবি ঠাকুর এর দ্বারা ভারতের সেই “বাংলা” অঞ্চলকে বুঝিয়েছেন। তিনি সেই অঞ্চলের বাসিন্দা ছিলেন বলেই সেই অঞ্চলকে লক্ষ্য করে তিনি এ সঙ্গীত রচনা করেছেন। ❝আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি❞🇮🇳
দুই বাংলা বিভক্ত হোক এটা তিনি চায়নি? আর তাই তো ভারতের স্বাধীনতা দিবসে সেই অঞ্চলের বাসিন্দাগণ রবি ঠাকুরের সেই সঙ্গীত “আমার সোনার বাংলা “গেয়ে থাকেন।

আমাদের জাতীয় সঙ্গীতে যদি বলা হতো--“আমার সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালবাসি তাহলে ঠিক ছিলো। কিন্তু সেখানে তো রয়েছে “বাংলা” অঞ্চলের কথা--যা ভারতের অন্তর্ভুক্ত এলাকা🇮🇳

সুতরাং যে সঙ্গীতে বাংলাদেশের কথা নেই, আছে ভারতের “বাংলা” অঞ্চলের কথা, সেই সঙ্গীত এ বাংলাদেশকে উদ্দেশ্য করে গাইলে তা এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে ক্ষুন্ন করে। এ অবস্থায় তা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কীভাবে??

১৯০৫ সালে লেখা একটা গান ১৯৭২ সালে (স্বাধীনতার ৬৫ বছর আগে লেখা) অন্য আরেকটা দেশের জাতীয় সঙ্গিত হয় কীভাবে?🇧🇩
যেই গীতে বাংলাদেশ শব্দটি পর্যন্ত নেই!
সেটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কীভাবে??
যেই গীত তৎকালীন পূর্ব বাংলার স্বার্থের বিপরীতে রচিত,তা স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কিভাবে?
যেই গীতে মানুষের ঘুম আসে, সেটি মানুষকে ঘুম থেকে জাগাবে কীভাবে?
যেই গীত স্বৈরতন্ত্র রক্ষায় কাজ করে, সেটি স্বৈরতন্ত্রমুক্ত দেশের জাতীয় প্রতীক হয় কিভাবে?
যে সংগীতে তারুণ্যের টগবগে খুন উদ্দীপ্ত হয় না, সেটা দেশের জাতীয় সংগীত হয় কিভাবে?
সময় এসেছে আওয়াজ তোলার প্রত্যেকটি সেক্টর থেকে আওয়াজ তুলুন🇧🇩✊🏿

31/08/2024

কপি পোস্ট

31/08/2024

কিভাবে কাচ তৈরী হয়

30/08/2024
28/08/2024

এই স্কুলের শিক্ষার্থীরা এখন কোথায় আছে কেউ যদি বলতে পারতেন পারতেন 🤔🤔

28/08/2024

আজকে নিয়ে আসেন নাই

জি ঠিক দেখছেন।বা দিকের লোকটি সততার সাথে চেষ্টা করছিলেন ক্রিকেটের জন্য। মতিঝিল থেকে ক্রিকেট নিয়ে আসেন মিরপুর স্টেডিয়ামে। ...
28/08/2024

জি ঠিক দেখছেন।
বা দিকের লোকটি সততার সাথে চেষ্টা করছিলেন ক্রিকেটের জন্য। মতিঝিল থেকে ক্রিকেট নিয়ে আসেন মিরপুর স্টেডিয়ামে। মাঠ তৈরি হয় আধুনিক পদ্ধতিতে। ক্রিকেট পায় নিজস্ব স্টেডিয়াম। হোম অব ক্রিকেট মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে। ফারুক আহমেদ হন চীপ সিলেটের। পরবর্তীতে টিম ঢেলে সাজানো হয়। প্রথম বারের মত দলে নেয়া হয় মুশফিক, সাকিব, তামিম, রিয়াদ, রাজ্জাকের মত ক্রিকেটারদের। তাদের অবদান আজকে অজানা নয়। শুরু হয় বাংলাদেশে ক্রিকেটের সপ্নের যাত্রা। কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানো, পোর্ট অব স্পেনে ২০০৭ ওয়ার্ল্ডকাপে ইন্ডিয়াকে হারানো, সুপার এইটে উঠে সাউথ আফ্রিকাকে হারানো। সমীহ করা টীম হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে টীম।
অথচ গত অন্তত ১৩ বছর আমাদের দুর্নীতিতে ডুবে থাকা পাপনের বোর্ড সেই পাচ জহুরিসম প্লেয়ার আর বের করতে তো পারেনইনি উপরন্তু তাদের কাধে ভর করে এখনো চলছিলেন।
দেশ আজ নতুন সপ্ন দেখছে।
সাগতম ফারুক আহমেদ।
আরাফাত রহমানকে কি কেউ মিস করছেন? হয়তো না। কারন ওই ইতিহাস এই জেনারেশনকে জানানো হয়নি।

25/08/2024

ছাত্রলীগ বলেছি ভয়ংকর হয়ে ফিরবে সেটা যে আনসার বাহিনীর আত্মায় বর করবে সেটা কিন্তু জানা ছিল না 😆😆

আলহামদুলিল্লাহ
13/08/2024

আলহামদুলিল্লাহ

Subrata Kumar Bhowmick, FCAExecutive Director (Finance). S Alam Group. Director: Ekushey Television Ltd.সে একুশে টিভি সহ...
13/08/2024

Subrata Kumar Bhowmick, FCA
Executive Director (Finance). S Alam Group.
Director: Ekushey Television Ltd.

সে একুশে টিভি সহ এস আলম গ্রুপের অনেক ব্যাংকের ডাইরেক্টর।নতুন নতুন ভূঁয়া কোম্পানী সৃজন, এদের নামে ভূঁয়া ঋন উত্তোলনের সমস্ত পরিকল্পনার বাস্তবায়নকারী এই সুব্রত। এ দেশে তার খুব অল্প সম্পদ!সব ওপার বাংলায়। গুলসানে ২০ কোটি টাকা ফ্ল্যাটে বসবাস করেন। যেটির ইন্টেরিয়রে খরচ হয়েছে, সাড়ে তিন কোটি টাকা।

অখন্ড বাংলাদেশ আমরা ফিরে পেতে চাই দাবি একটাই অখন্ড বাংলা
12/08/2024

অখন্ড বাংলাদেশ আমরা ফিরে পেতে চাই দাবি একটাই অখন্ড বাংলা

ষড়যন্ত্র ফাঁস !☠️☠️☠️☠️☠️☠️☠️☠️প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের নেপথ্যে কঠিন ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে । শেখ হাসিন...
10/08/2024

ষড়যন্ত্র ফাঁস !
☠️☠️☠️☠️☠️☠️☠️☠️

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের নেপথ্যে কঠিন ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে ।

শেখ হাসিনাকে সাবেক প্রধান বিচারপতি সিনহা যেভাবে অবৈধ ঘোষণা করতে চেয়েছিলেন ঠিক তেমনি ষড়যন্ত্র করেছিল ওবায়দুল হাসান সহ কয়েকজন ।

যে রিপোর্ট এখনো মিডিয়া প্রকাশ করেনি তা নিম্নরূপ:

সজীব ওয়াজেদ জয় এতদিন আপনাদের সাথে 'আমি নাই, মা নাই' বলে বলে হঠাৎ গতকাল রয়টার্সকে বলেছে তার মা পদত্যাগ করেননি । এটি একটি পরিকল্পিত ঘোষণা ছিল যা বোঝা গেছে আজ ।

সেনাবাহিনীর নিচের দিকের অফিসাররা যদি জনগণের পক্ষে না থাকতো, তাহলে আজকে আরেকটা রক্তের বন্যা বয়ে যেত । আজকেও সেনাবাহিনীর ছোট অফিসাররা রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে ছাত্র জনতাকে বাঁচিয়েছে ।

আজকে একটা ক্যু এর প্ল্যান করেছিল জয় এবং আরাফাত । কিন্তু সঠিক সময়ে সেনাবাহিনীর গোয়েন্দারা ছাত্রদের কাছে তথ্য ফাঁস করে দেয় । এই তথ্য জানার পরে জুডিশিয়াল ক্যু রুখে দেয় ছাত্ররা ।

জয় আরাফাত আর তাদের গাইডদের গোপন প্ল্যান ছিল এইরকম । ডক্টর মোহাম্মদ ইউনুস যখন রংপুরে আবু সাঈদের বাড়ি পরিদর্শন এবং কবর জিয়ারতের জন্য যাবেন এবং তারপরে উনার হেলিকপ্টার যখন আকাশে থাকবে ঠিক সেই সময়ে হাইকোর্টের অ্যাপিলিয়েট ডিভিশনের বিচারপতিরা ফুল কোর্ট বসিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করবে ।

সাথে সাথে এই ক্যু এর সাথে জড়িত সেনাবাহিনীর ২৫ কর্মকর্তা, চাকুরি থেকে কর্মবিরতিতে থাকা দুর্নীতিবাজ পুলিশের একটি দল রাজধানীতে হট্টগোল শুরু করবে আর শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে চলে আসবেন এবং সাথে সাথে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা মাঠে চলে আসবে ।

এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান বিচারপতি সরকারের সাথে কোনো আলোচনা না করে হটাৎ ৫৭ বিচারপতিকে জরুরী মিটিংয়ে ডাকেন । স্ক্রলে জরুরি মিটিং ডাকার সংবাদ দেখে দর্শকরাও কনফিউজড হন ।

কিন্তু আগে থেকে গোপন খবর পাওয়া ছাত্র জনতা সকাল ৯ টা বাজার আগেই চতুর্দিক থেকে ছুটে এসে হাইকোর্ট ঘেরাও করে । সেনাবাহিনীর সমর্থনে প্রধান বিচারপতি পিছু হটতে বাধ্য হন এবং পালিয়ে থাকেন । মিটিং স্থগিত হয় । ছাত্ররা বিচারপতির বাসা ঘেরাও করে রাখে । সেনাবাহিনী শৃংখলা রক্ষার আবরণে সেখানে ছিলো । পদত্যাগ পত্র সরকারকে দেয়া হয়েছে নিশ্চিত হয়ে ছাত্ররা হাইকোর্ট এবং বাসভবন ত্যাগ করে ।

এই ঘটনার সাথে জড়িত আপিল বিভাগের আরো পাঁচজন বিচারপতিকে পদত্যাগ করতে বলা হয়েছে ।

Musaddiq Ali Ibne Mohammad
সহ-সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

এতো নিখুঁতভাবে অভিনয় করেগেছেন, উনি ইচ্ছে করলে নাটক সিনেমায় ও অভিনয় করতে পারতেন। বেইমানের রুপ কি আজব তাই না?এম ইলিয়াস আলী...
10/08/2024

এতো নিখুঁতভাবে অভিনয় করেগেছেন, উনি ইচ্ছে করলে নাটক সিনেমায় ও অভিনয় করতে পারতেন।
বেইমানের রুপ কি আজব তাই না?
এম ইলিয়াস আলীর মেয়েকে শান্তনা দেবার সময়, হাসিনা নিজেও চোখের জল ফেলছিলো - অথচ সব কিছু তার আদেশেই হয়েছিলো এবং সে চাইলেই ইলিয়াস আলী তার ছেলে মেয়েদের কাছে ফিরতে পারতো।
👎
অতিসাধারণ বাহিরের রুপটার আড়ালে ভয়ঙ্কর এক ডাইনি ছিলো হাসিনা ✊

পুরুষ তার পাশে নারী থাকলে যেমন খুশি হয়তার পাশে পুরুষ থাকলে গাল ফুলিয়ে রয়.!!👎বাদ দেন, বেডা মানুষ 😁🙏
08/08/2024

পুরুষ তার পাশে নারী থাকলে যেমন খুশি হয়
তার পাশে পুরুষ থাকলে গাল ফুলিয়ে রয়.!!
👎
বাদ দেন, বেডা মানুষ 😁🙏

08/08/2024

বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো চেষ্টা হলে ভারত,মায়নমার,
সেভেনসিস্টারও অক্ষত থাকবে না।

-ড.মুহাম্মদ ইউনুস

Address

Patharghata
Dhaka
8720

Alerts

Be the first to know and let us send you an email when Md Akon23 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Akon23:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All