11/05/2021
আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অনেকেই হয়তো জানি, কিন্তু বাস্তবায়িত রূপটা কি তা কতটা জানি? কি কি ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং প্রয়োগ হচ্ছে? আমরা কোন কোন বিষয়ে ডিজিটাল মার্কেটিং এর সাথে যুক্ত আছি? এসব বিষয়ে কেউ কেউ এখন অবগত হলেও বেশিরভাগ মানুষ এ বিষয়গুলো সম্পর্কে মোটেও অবগত নয়।
অনেক সময় দেখা যায় ডিজিটাল মার্কেটিং এর সাথে আমরা যুক্ত আছি এবং তা প্রয়োগ করছি কিন্তু সেটা সম্পর্কে আমরা অবগত না। আসুন, আজ আমরা ডিজিটিাল মার্কেটিং এর একটি শাখা সম্পর্কে জানি।
শুরুতে একটু মার্কেটিং সম্পর্কে বলি।
মার্কেটিং হল একটি প্রক্রিয়া (process), যার মাধ্যমে নিজের বা অন্যের ব্যবসা, পণ্য, সেবা সম্পর্কে প্রত্যাশিত গ্রাহকের কাছে প্রচার করা হয়।
আর অনলাইনের মাধ্যমে এই একই প্রক্রিয়াকেই ডিজিটাল মার্কেটিং বলে।
“ফেইসবুক” এখন অনেক জনপ্রিয় এবং খুব উপযোগী একটি মাধ্যম ডিজিটাল মার্কেটিং এর জন্য। এখন প্রত্যেকটি ব্যবসা ফেইসবুকের মাধ্যমে মার্কেটিং করছে।
আপটি একটি মার্কেটের কথা কল্পনা করুন, সেই সাথে ভাবুন ঐ মার্কেটে যেসব ব্যবসায়ী আছে তাদের বয়স, চেহারা এসব। ভাবছেন এসবের সাথে ডিজিটলি মার্কেটিং এর কি সম্পর্ক? সে প্রশ্নের উত্তরে আসি।
আপনি যার বা যাদের কথা কল্পনা করেছেন তারা কি নিজেরা ফেইসবুকে তাদের ব্যবসা বা পণ্যের প্রচরণা চালাতে সক্ষম বলে মনে করেন? আমার মনে হয় সেটা সম্ভব না। হয়তো ১০,০০০ এ একজন পাওয়া যাবে এমন যে কিনা নিজের ব্যবসার প্রচারণা বা মার্কেটিং নিজেই করতে পারে। তাহলে বাকিরা কি করবে?? তারা কিভাবে তাদের ব্যবসার বা পণ্যের প্রচারণা চালাবে? উপায় একটাই, কাউকে দিয়ে তারা তাদের ব্যবসার প্রচারণা বা মার্কেটিং করবেন। আর সেই কেউ একজন হচ্ছে “ডিজিটাল মার্কেটার”।
এবার আর একটু ভাবুন আপনার ফেইসবুক ফ্রেন্ড লিস্টে এমন কতজন আছে যে এই কাজটা করছে বা করতে পারবে?
জানি সে সংখ্যা খুবই নগণ্য। তাহলে মার্কেট প্লেসের সে চাহিদাটা আপনি পূরণ করছেন না কেন???!!!!
যেটা আপনাকে স্বাধীনভাবে উপার্জনের সুযোগ এনে দিবে আর সে উপার্জনের পরিমান একটি চাকরি করে সারামাসে যা পাওয়া যায় তার চেয়ে অনেক বেশি।
সুতরাং, পরিশেষে এটাই বলব স্বাবলম্বী হোন আর স্বাধীনতা উপভোগ করুন।