Grail Talk

Grail Talk Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Grail Talk, Digital creator, Patenga.

আজ ভয়াল ২৮ শে অক্টোবর!!পল্টন ট্রাজেডি দিবসআওয়ামী হায়েনারা এই দিনটিতে মানবতাকে জিম্মি করার ব্যর্থ প্রয়াস চালিয়েছিলো!!
28/10/2024

আজ ভয়াল ২৮ শে অক্টোবর!!
পল্টন ট্রাজেডি দিবস
আওয়ামী হায়েনারা এই দিনটিতে মানবতাকে জিম্মি করার ব্যর্থ প্রয়াস চালিয়েছিলো!!

25/10/2024

জামায়াতের জেলা-মহানগর আমিরদের লিস্ট যেন "অধ্যাপক, অধ্যক্ষ, এ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার, প্রধান শিক্ষক মাওলানাদের" মিলনমেলা।
একেবারে চাঁদের হাট

07/10/2024

দিল্লি এখন বাংলাদেশের অপরাধীদের পুনর্বাসন কেন্দ্র।

07/09/2024

স্বাধীন বাংলার প্রথম গুজব মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ!!!

04/09/2024

কি জাতিরে ভাই আমরা একদিকে জামায়াতের বিরুদ্ধে আওয়ামী স্টাইলে প্রপাগান্ডা ছড়াচ্ছি আরেকদিকে আওয়ামী অপরাধীদের আশ্রয় দিচ্ছি নিজেদের ঘরে ঘরে!!??
কি চমৎকার দেশ!! অবশ্য ঘর থেকে বের করেছে, জেল দিয়েছে, অপমান অপদস্ত করেছে, দেশান্তরী করেছে আমার নেতাকে এতে আমার কী!!?আমার আত্মীয়, পাড়াতো ভাইরা গত ১৭ বছর ধরে আমাকে দিনে এক চরিত্র ধারণ আর রাত্রে আরেক চরিত্র ধারণ করতে সহায়তা করেছে তাহলে আজ তাদের বিপদে কি করে তাদের আশ্রয় না দিই!! আমাকে তো গত ১৭ বছর লন্ডনে আশ্রয় দেয় নাই!! আমাকে আশ্রয় দিয়েছিলো পালিয়ে যাওয়া রং.... ডেড মহিলার পালিত বড্ডারা!! সুতরাং লন্ডনের নির্দেশ কেন মানমু!! আঁই তাদের এখন আঁর ঘরে রাখমুই যা হয় হউক!!!!?

31/08/2024

রাজনীতি,সমালোচনা একে অপরের পরিপূরক।
গঠণমূলক সমালোচনায় দল পরিপক্ব হয়, আর এর ফল ভোগ করে সাধারণ মানুষ!!
কিন্তু যারা হিংসাত্মক মনোভাব নিয়ে মূর্খতাকে জাহির করে সমালোচনা করে তারা সমাজের ভাইরাস ছাড়া কিছু না।

কপি

30/08/2024

আমীরে জামায়াত এর কথায় যদি কারো পিছন রাস্তায় আগুন ধরে যায়, তার দ্বায়ভার আমরা নিবো না।

তুমি জালিম না হলে তোমার কেনো জ্বলবে বন্ধু।

30/08/2024

স্বপরিবারে বিদেশ থেকে বলদ নেতাকর্মীদের আন্দোলন করার জন্য ফোন করছে! অথচ বলদেরা বাস্তবতা জানেনা!

30/08/2024

রাষ্ট্রের পচন এমন লেভেলে চলে গিয়েছিলো যে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব পর্যন্ত পালিয়ে গিয়েছে!

উনি একজন স্বনামধন্য শিক্ষক ছিলেন এবং বীর মুক্তিযোদ্ধা, সাজানো মামলায় এভাবে রশি দিয়ে বেধে নেয়ার কারনে কারো চেতনা তখন জাগ্...
30/08/2024

উনি একজন স্বনামধন্য শিক্ষক ছিলেন এবং বীর মুক্তিযোদ্ধা, সাজানো মামলায় এভাবে রশি দিয়ে বেধে নেয়ার কারনে কারো চেতনা তখন জাগ্রত হয়নি।
এখন চেতনাবাজদের কত চেতনা!!?

কারন তিনি লক্ষীপুর জেলা জামায়াতের আমীর

28/08/2024

সাকিব যদি বাংলাদেশের সম্পদ হয়
ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি ছিল? ১০০ উপর মামলা দিয়েছে সাকিবের আপা। তখন আপনাদের বিবেক কই রাখছিলেন?

28/08/2024

আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধের অবৈধ আদেশ প্রত্যাহার

28/08/2024

তোমরা রিয়েলিটি মাইনা নেও - অরন্য কুমার চক্রবর্তী ও গৌরীবালা দাসের জা'রজ সন্তান ছিলেন শেখ মুজিবুর রহমান।

এই হালারপুত হালারে হানি বিশেষ অজ্ঞ বানাইছে কোন হালারপুতে?
24/08/2024

এই হালারপুত হালারে হানি বিশেষ অজ্ঞ বানাইছে কোন হালারপুতে?

জাতীর এই ক্রান্তিলগ্নে আকাবীরেরা কোথায় গিয়ে দোয়া করতেছে দেখতে পাচ্ছেন নাকি,,,,আমার নেতারা হাসতে হাসতে ফাঁসিতে জুলে গেছেন...
01/08/2024

জাতীর এই ক্রান্তিলগ্নে আকাবীরেরা কোথায় গিয়ে দোয়া করতেছে দেখতে পাচ্ছেন নাকি,,,,
আমার নেতারা হাসতে হাসতে ফাঁসিতে জুলে গেছেন কিন্তু বাতিলের সাথে বিন্দু পরিমান আপোষ করেনি.!




30/07/2024

শ্লোগান হোক-
*শতাব্দীর সেরা জোক
খুনিরা করছে শোক।

30/07/2024

যে পিতা সন্তানের লাশ সনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃনা করি!
যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে - আমি তাকে ঘৃনা করি!!
যে শিক্ষক, বু্দ্ধিজীবী, কবি ও কেরানী প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না - আমি তাকে ঘৃনা করি !!!
এই মৃত্যু উপত্যকা আমার দেশ না !!!
এই জল্লাদের উল্লাসমন্ত্র আমার দেশ না !!!!
এই বিস্তীর্ণ শাসন আমার দেশ না !!!
এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না !!!

গোলাম রব্বানী স্যার
অধ্যাপক ইতিহাস বিভাগ
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়
২৯ জুলাই ২০২৪

30/07/2024

রক্ত খেয়ে ফুলছে দেখো রক্তচোষা জোঁক,
নিজেই চুষে রক্ত খেয়ে, নিজেই করে শোক!
আহা' ৩০ 'শে জুলাই.. ✊

Address

Patenga

Alerts

Be the first to know and let us send you an email when Grail Talk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share