প্রিয় পঞ্চগড়

প্রিয় পঞ্চগড় Panchagarh, Bengali pronunciation]; Bengali পঞ্চগড়, Panchagaṛ-five forts. prio.panchagarh

আজকে দেখবেন মসজিদগুলোতে মুসুল্লিদের কি পরিমাণে ভীড় হয়। এভাবেই এক মহাকম্পন মহাপ্রলয়ে রূপ নেবে একদিন। সেদিন সম্পর্কে মহান ...
21/11/2025

আজকে দেখবেন মসজিদগুলোতে মুসুল্লিদের কি পরিমাণে ভীড় হয়।

এভাবেই এক মহাকম্পন মহাপ্রলয়ে রূপ নেবে একদিন।

সেদিন সম্পর্কে মহান আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ংকর ব্যাপার (সূরা হাজ্জ: ১)।

তা ছাড়া নবিজি (সাঃ) বলেছেন যে কিয়ামতের আগে বহু ভূমিকম্প হবে, যা কিয়ামতের অন্যতম লক্ষণ। তবে এই সাধারণ ভূমিকম্পগুলোই চূড়ান্ত কিয়ামত নয়, বরং সতর্কবার্তা।

21/11/2025

ভুমিকম্প

সারাদেশ থেকে আগত সকল পর্যটকদের জন্য! কাঞ্চনজঙ্ঘার দেখা না পেলেও ঠান্ডা কিন্তু পাবেন।যেহেতু শীতে এদিকে ঠান্ডা বেশি পরে, ব...
10/11/2025

সারাদেশ থেকে আগত সকল পর্যটকদের জন্য! কাঞ্চনজঙ্ঘার দেখা না পেলেও ঠান্ডা কিন্তু পাবেন।

যেহেতু শীতে এদিকে ঠান্ডা বেশি পরে, বিশেষ করে রাতে। তাই সকলের উচিত পর্যাপ্ত গরম পোশাক নিয়ে আসা। যারা রাতে অবস্থান করবেন তারা অবশ্যই আগেই কল করে বুকিং করবেন। এখানে তেতুলিয়ার প্রথম সারীর কয়েকটি প্রতিষ্ঠানের তালিকা এবং ফোন নম্বর সাথে ঠিকানা।

06/11/2025

বাংলাদেশের সর্বোচ্চ ফ্ল্যাগ স্ট্যান্ড 🇧🇩
বাংলাবান্ধা,তেঁতুলিয়া,পঞ্চগড়।

05/11/2025

পঞ্চগড়ের তেতুলিয়ার থেকে কাঞ্চনজঙ্ঘা

বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার ফ্ল্যাগ স্ট্যান্ডটি হলো পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরো পয়েন্টে অবস্থিত ১১৭ ফ...
04/11/2025

বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার ফ্ল্যাগ স্ট্যান্ডটি হলো পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরো পয়েন্টে অবস্থিত ১১৭ ফুট / ৩৫.৬৬ মিটার। বাংলাবান্ধা দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর। উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড, যা সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। বাংলাবান্ধা দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর। এটি ভারতের উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ডের বিপরীতে স্থাপন করা হয়েছে, যেখানে বাংলাদেশের জাতীয় পতাকা সার্বক্ষণিক উড়বে।

স্থান: বাংলাবান্ধা জিরো পয়েন্ট, তেঁতুলিয়া, পঞ্চগড়।
উচ্চতা: ১৪০ ফুট।
উদ্দেশ্য: ভারতের সীমান্তের কাছে একটি উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড নির্মাণ করে জাতীয় পতাকার মর্যাদা বৃদ্ধি করা।
উদ্বোধন: জেলা প্রশাসক মো. সাবেত আলী ফ্ল্যাগ স্ট্যান্ডটির উদ্বোধন করেন।
ছবি - ফিরোজ আল সাবাহ

18/10/2025
18/10/2025

এখনো নিয়ন্ত্রণে আসেনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ভয়াবহ আগুন!  আজ শনিবার দুপুর ২:১৫ মিনিটের দিকে আগুন লাগে।...
18/10/2025

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ভয়াবহ আগুন!
আজ শনিবার দুপুর ২:১৫ মিনিটের দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট, বাংলাদেশ নৌবাহিনী ও বিজিবির দুই প্লাটুন উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে।
ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
সবার জন্য দোয়া রইল, যেন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কেউ ক্ষতিগ্রস্ত না হয়।

09/08/2025

পঞ্চগড় রেল স্টেশন

07/08/2025

Address

Panchagarh
5000

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় পঞ্চগড় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রিয় পঞ্চগড়:

Share