প্রিয় পঞ্চগড়

প্রিয় পঞ্চগড় Panchagarh, Bengali pronunciation]; Bengali পঞ্চগড়, Panchagaṛ-five forts. prio.panchagarh
(7)

Kangchenjunga, also spelled Kanchenjunga, Kanchanjanghā and Khangchendzonga, is the third-highest mountain in the world....
29/10/2024

Kangchenjunga, also spelled Kanchenjunga, Kanchanjanghā and Khangchendzonga, is the third-highest mountain in the world.

কাঞ্চনজঙ্ঘা (নেপালি: कञ्चनजङ्घा /কঞ্চনজঙ্ঘা;) হিমালয় পর্বতমালার একটি পর্বতশৃঙ্গ।

কাঞ্চনজঙ্ঘা দেখতে তেঁতুলিয়ায় যাবেন? জেনে নিন বিস্তারিত...

হিমালয় পর্বতমালার তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। ভারতের সিকিম ও নেপালে অবস্থান হলেও হেমন্তের এই সময় প্রায় প্রতি ভোরেই পঞ্চগড়ের বিভিন্ন জায়গা থেকে তার দেখে মেলে। বরফে ঢাকা শৃঙ্গ ভোরের আলোয় জেগে উঠে সোনালি রং ধারণ করে। আকাশ মেঘমুক্ত থাকলে দিনের অন্য সময়েও দেখা যায় কাঞ্চনজঙ্ঘা।

এ সময় কাঞ্চনজঙ্ঘার রূপ দেখতে তেঁতুলিয়ার ডাকবাংলো এলাকায় বসে প্রকৃতিপ্রেমীদের আড্ডা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকেরাও সেখানে যাচ্ছেন। এই সৌন্দর্য দেখতে আপনিও ঘুরে আসতে পারেন তেঁতুলিয়া থেকে।

কোথা থেকে দেখবেন কাঞ্চনজঙ্ঘা
তেঁতুলিয়া ডাকবাংলোর অবস্থান মহানন্দার পাড়ে। অক্টোবর ও নভেম্বর মাসের বেশির ভাগ সময় এখান থেকেই আপনি দেখা পাবেন কাঞ্চনজঙ্ঘার। এ ছাড়া পঞ্চগড় জেলা শহরসংলগ্ন করতোয়া সেতুতে দাঁড়ালে কিংবা শহরের কোনো উঁচু দালানে দাঁড়িয়েও উত্তরের মেঘমুক্ত আকাশে দেখা পাবেন কাঞ্চনজঙ্ঘার। পঞ্চগড় থেকে তেঁতুলিয়ায় যাওয়ার পথে সড়ক থেকেও কখনো সামনে, কখনো ডানে আবার কখনো বাঁয়ে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য।

পঞ্চগড়ে আর কী দেখবেন
পঞ্চগড়ে পর্যটকেরা শুধু কাঞ্চনজঙ্ঘা দেখতেই আসেন না, গায়ে মাখেন আগাম শীতের হাওয়া। শীত শীত আবহাওয়ায় ঘুরে দেখতে পারেন পঞ্চগড়ের আরও কিছু ঐতিহাসিক ও দর্শনীয় স্থান।

বাংলাদেশের সঙ্গে ভারত-নেপাল-ভুটানের মধ্যে ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনাময় স্থলবন্দরটির নাম বাংলাবান্ধা। তেঁতুলিয়ায় গেলে ঘুরে আসতে পারেন সেখান থেকেও।

তেঁতুলিয়ায় মহানন্দা নদীতে নুড়ি–পাথর তোলার দৃশ্য আপনার ভ্রমণের আনন্দে আলাদা রসদ জোগাবে।

দেশের একমাত্র সমতলভূমির চা চাষ হয় পঞ্চগড় জেলায়। চা–বাগান ঘুরেও দিনের একটা সময় কাটিয়ে দিতে পারেন।

পর্যটকদের কাছে পঞ্চগড়ের আকর্ষণীয় জায়গা ও স্থাপনার মধ্যে আরও রয়েছে মোগল স্থাপনা মির্জাপুর শাহী মসজিদ। এটি দেখতে পাবেন পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় গেলে।
আটোয়ারী উপজেলার মির্জাপুরে আছে বার আউলিয়া মাজার। সেখান থেকেও ঘুরে আসতে পারেন।

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নে আছে সতীর গোড়ালিসমৃদ্ধ বোদেশ্বরী মন্দির। ঢুঁ মারতে পারেন এই মন্দির প্রাঙ্গণেও।

দেবীগঞ্জ উপজেলার প্রাচীন মন্দিরটির নাম গোলকধাম। এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত স্থাপনা। মন্দিরটি শালডাংগা গ্রামে অবস্থিত।

পঞ্চগড় জেলা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে ভারত সীমান্তঘেঁষা ভিতরগড় এলাকায় আছে দেড় হাজার বছরের পুরোনো সুবিশাল মহারাজার দিঘি। এ ছাড়া সেখানে আছে দুর্গনগরী।

পঞ্চগড়ে দেশের একমাত্র পাথরের জাদুঘর ‘রকস মিউজিয়াম’ ঘুরতে দেখতে পারেন। জাদুঘরটি পঞ্চগড় সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসের দোতলা একটি ভবনে।

কীভাবে যাবেন
দেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়কপথে এসি ও নন–এসি বাসে পঞ্চগড়ে যাওয়া যায়। অধিকাংশ বাসের শেষ গন্তব্য থাকে তেঁতুলিয়া। রেলপথেও যাওয়া যায় পঞ্চগড়ে। পঞ্চগড় এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস ঢাকা-পঞ্চগড় রুটে চলাচল করে। পঞ্চগড়-রাজশাহী রুটে চলে বাংলাবান্ধা এক্সপ্রেস। এ ছাড়া পার্শ্ববর্তী নীলফামারী জেলার সৈয়দপুর পর্যন্ত আকাশপথেও আসা যায়। সেখান থেকে পঞ্চগড়ে আসতে হবে সড়কপথে। পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার দূরত্ব ৪০ কিলোমিটার। বাস কিংবা অন্য বাহনে পঞ্চগড় থেকে তেঁতুলিয়া উপজেলা শহরে যাওয়া যায় খুব সহজেই।

থাকবেন যেখানে
পঞ্চগড় জেলা শহরে রয়েছে সার্কিট হাউসসহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক ও জনপদ বিভাগের গেস্টহাউস। বেসরকারিভাবে সেন্ট্রাল গেস্টহাউস, হোটেল মৌচাক, হোটেল প্রিতম, অগ্রদূত প্যালেস, এইচ কে প্যালেস, ধানসিঁড়িসহ বিভিন্ন আবাসিক হোটেল রয়েছে পঞ্চগড়ে।

তেঁতুলিয়ায় রয়েছে সরকারি ও বেসরকারি হোটেল ও বাংলো। মহানন্দা নদী ঘেঁষে উঁচু টিলার ওপর অবস্থিত শতবর্ষ পুরোনো তেঁতুলিয়া ডাকবাংলো। ব্রিটিশ আমলের এই ডাকবাংলো বর্তমানে জেলা পরিষদ ডাকবাংলো হিসেবে পরিচিত। আগেভাগে যোগাযোগ করে এই ডাকবাংলোয় থাকার ব্যবস্থা করতে পারেন। পুলিশের অফিসার্স মেস, উপজেলা পরিষদের বেরং কমপ্লেক্স, সড়ক ও জনপদের গেস্টহাউস, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের গেস্টহাউস, বন বিভাগের গেস্টহাউস, জনস্বাস্থ্য প্রকৌশলের গেস্টহাউসে থাকার ব্যবস্থা আছে।

এ ছাড়া তেঁতুলিয়ায় বেসরকারিভাবে হোটেল দোয়েল, স্কয়ার হোটেল, স্বপ্ন গেস্টহাউস, কাঠের বাড়ি গেস্টহাউস, হোটেল সীমান্তের পাড়, হোটেল কাঞ্চনজঙ্ঘা, কাজী ব্রাদার্স এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও পরিচালিত মহানন্দা কটেজসহ রয়েছে বিভিন্ন আবাসিক হোটেল।

28/10/2024

এই প্রথার ব্যপারে বিস্তারিত জেনে থাকলে শেয়ার করবেন...
ছোট বেলায় দেখার সৌভাগ্য হয়েছিল এরকম, কিন্তু ছোট বয়সে তেমন বুঝতাম না। দেখতাম সকাল বেলা একজন মানুষ আসতেন, একজন নয় একেকদিন আলাদা আলাদা মানুষ। তারা সাথে একটা ঝোলা নিয়ে আসতেন, ছোট বাধ্যযন্ত্র এবং বয়স্ক হলে একটা লাঠি। তারা ঠিক এসেই গোয়াল ঘরের সামনে বসে কিছুক্ষণ এভাবে গান করে চলে যেতেন। বিনিময় হিসেবে ধান বা চাল দেয়া হতো।

স্বাধীনতা কি বৈশাখী মেলা পান্তা ইলিশ খাওয়া?স্বাধীনতা কি বটমূলে বসে বৈশাখী গান গাওয়া?স্বাধীনতা কি বুদ্ধিজীবির বক্তৃতা সেম...
07/09/2024

স্বাধীনতা কি বৈশাখী মেলা পান্তা ইলিশ খাওয়া?
স্বাধীনতা কি বটমূলে বসে বৈশাখী গান গাওয়া?
স্বাধীনতা কি বুদ্ধিজীবির বক্তৃতা সেমিনার?
স্বাধীনতা কি শহীদ বেদীতে পুষ্পের সমাহার?
স্বাধীনতা কি গল্প নাটক উপন্যাস আর কবিতা?
স্বাধীনতা কি আজ বন্দি আনুষ্ঠানিকতায়?
--- হায়দার হোসেন

অভিনন্দন বাংলাদেশ!Bangladesh won the test series and made history against Pakistan in Pakistan.
03/09/2024

অভিনন্দন বাংলাদেশ!
Bangladesh won the test series and made history against Pakistan in Pakistan.

ফারাক্কার পানিতে বড় বন্যার আশঙ্কা নেই!ফারাক্কার ভাটি এলাকায় আগামী দুদিন আকস্মিক বন্যার আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন রাজ...
26/08/2024

ফারাক্কার পানিতে বড় বন্যার আশঙ্কা নেই!

ফারাক্কার ভাটি এলাকায় আগামী দুদিন আকস্মিক বন্যার আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর। সোমবার সন্ধ্যায় ইনডিপেনডেন্ট টেলিভিশনকে টেলিফোনে এ তথ্য জানান তিনি।

আরিফুর রহমান অঙ্কুর চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডেরও নির্বাহী প্রকৌশলী হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তিনি জানান, যে হারে পানি বাড়ছে, এতে আগামী দুদিন এ অঞ্চলে বন্যার আশঙ্কা নেই। এখনো পদ্মা নদীর পানি বিপৎসীমার অনেক নিচে রয়েছে।

জানা যায়, কেন্দ্রের তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় পদ্মার পাংখা পয়েন্টে পানি বেড়েছে ৩ সেন্টিমিটার। পদ্মায় বিপৎসীমা ২২ দশমিক ৫ মিটার। বর্তমানে পানির স্তর রয়েছে ২০ দশমিক ৪৮ মিটার।

ভুল তথ্য ছড়াবেন না, সবাই নিরাপদে থাকবেন।

24/08/2024

ভুক্তভোগী সবার এখন দাঁড়ানো উচিত

ঐতিহাসিক ৩৬ জুলাই এর গ্রাফিতি আঁকছেন ২০২৪ এর যোদ্ধারা!
18/08/2024

ঐতিহাসিক ৩৬ জুলাই এর গ্রাফিতি আঁকছেন ২০২৪ এর যোদ্ধারা!

ব্যক্তিগতভাবে আমি মনে করি বাংলাদেশের সব শ্রেণীর মানুষের এই বইটা একবার হলেও পড়া উচিত। লেখক একসময় শেখ হাসিনার ব্যক্তিগত সহ...
15/08/2024

ব্যক্তিগতভাবে আমি মনে করি বাংলাদেশের সব শ্রেণীর মানুষের এই বইটা একবার হলেও পড়া উচিত।
লেখক একসময় শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ছিলেন। যদিও প্রধানমন্ত্রী হবার পরেই হাসিনা লেখককে সস্ত্রীক অবাঞ্চিত ঘোষণা করেন এবং "আমার ফাঁসি চাই" বইটি বাংলাদেশে নিষিদ্ধ করেন।
কমেন্ট বক্সে বইটির পিডিএফ লিঙ্ক দেয়া আছে।

এসব ছড়াবেন না।তারা আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করবে।নিরাপদ ইন্টারনেট সবার জন্য!
13/08/2024

এসব ছড়াবেন না।তারা আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করবে।
নিরাপদ ইন্টারনেট সবার জন্য!

07/08/2024

পঞ্চগড়ে সেনাবাহিনীর জরুরী সেবা নিতে...
০১৯৭৩০০০৬৬২
০১৭৬৯৬৬২৬৬১

লাল সালাম প্রিয় যোদ্ধারা!অনলাইনে রেল টিকেট কাটতে স্টেশনের নাম খান😹
06/08/2024

লাল সালাম প্রিয় যোদ্ধারা!
অনলাইনে রেল টিকেট কাটতে স্টেশনের নাম খান😹

হিমালয় কন্যা পঞ্চগড় জেলার গর্বিত সন্তান জনাব মো. ময়নুল ইসলাম,এনডিসিবাংলাদেশ পুলিশের অভিভাবকের দায়িত্বে বাংলাদেশ পুলিশ...
06/08/2024

হিমালয় কন্যা পঞ্চগড় জেলার গর্বিত সন্তান
জনাব মো. ময়নুল ইসলাম,এনডিসি
বাংলাদেশ পুলিশের অভিভাবকের দায়িত্বে বাংলাদেশ পুলিশ বাহিনীর মহাপরিদর্শক পদে নিযুক্ত হওয়ায় স্যারকে জেলা পুলিশ পঞ্চগড় এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা ।

বাংলাদেশ পুলিশ বাহিনীর এই সংকটময় মুহূর্তে যোগ্যতম ও প্রজ্ঞাবান ব্যক্তি হিসেবে আমাদের অভিভাবকের দায়িত্বে স্যারের পদায়ন আমাদের নতুন শক্তিতে বলিয়ান করবে এবং নব আত্মবিশ্বাসে আমরা দেশবাসীর সেবায় নিয়োজিত হয়ে বাংলাদেশ পুলিশের সম্মান পুনরুদ্ধারে ভূমিকা রাখব। আমরা সকলেই স্যারের সুস্বাস্থ্য সফলতা ও সুন্দর জীবন কামনা করি।

06/08/2024

পঞ্চগড় জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বিকে তার গ্রামের মানুষ ফুলের মালা দিয়ে বরণ করে নেয়, এ সময় তিনি চলমান আন্দোলন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন বক্তব্য পেশ করেন

05/08/2024

🚨অনুরোধ🚨

১. দেশের থানা এবং রাষ্ট্রীয় সম্পদগুলো এখন আমাদের , এগুলোর ক্ষতি সাধন করবেন না।

২. বাসায় শান্তিতে থাকা আওয়ামী লীগ সদস্যরা নিরাপদ। দোষীদের আইনের আওতায় আনবো আমরা। কেউ বাসা বাড়িতে আঘাত করবেন না।

৩. ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সবার। হিন্ধু ভাইদের আবাসনগুলোতে বিশেষ নিরাপত্তা নজর দিন। কারো ফাঁদে পা দিবেন না।

৪. দয়া করে নির্দেশনা মেনে চলুন।

Made in Panchagarh
05/08/2024

Made in Panchagarh

05/08/2024

Bangladesh 2.0

05/08/2024

দেশ ছাড়লেন শেখ হাসিনা ও শেখ রেহানা
আজ সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তাঁর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানা ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তাঁরা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।

Address

Panchagarh
5000

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় পঞ্চগড় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রিয় পঞ্চগড়:

Videos

Share


Other Digital creator in Panchagarh

Show All