18/09/2024
১৮ সেপ্টেম্বর, ২০২৪
আংশিক (খণ্ড) গ্রাস চন্দ্রগ্রহণ (বাংলাদেশ ও ভারতে অদৃশ্য)
সময়ঃ ০৮ টা ১২ মি ০০ সে দিবা ০৯ টা ১৭ মি ০০ সে দিবা
এই গ্রহণ এন্টার্কটিকার বেশ কিছু অঞ্চলে, ভারত মহাসাগরের
পশ্চিমভাগে, মিডল ইস্ট, আফ্রিকা, ইউরোপ, আটলান্টিক মহাসাগর,
আমেরিকা (আলাস্কার পশ্চিম দিকের বেশ কিছু অঞ্চল ব্যতীত), পলিনেশিয়ার পূর্বাঞ্চলে দৃশ্য হইবে। এই গ্রহণের স্পর্শ ক্রজেট দ্বীপ, মাদাগাস্কার, সোমালিয়া, সৌদি আরবের বেশ কিছু অঞ্চল, ইরাক, ইরানের কতিপয় অঞ্চল এবং রাশিয়ার কতিপয় অঞ্চল হইতে দৃশ্য হইবে। এই গ্রহণের মুখ্য প্রশান্ত মহাসাগরের উত্তর ও দক্ষিণভাগে এবং কানাডায় দৃশ্য হইবে।
* অদৃশ্য গ্রহণে স্নানদানাদি ও পাকপত্র পরিত্যাগের বিধি নিষেধ নাই। *== মানিক অংশু 👈 কীর্তন জগত গ্রুপ 👈
শেয়ার