প্রেসক্লাব পাইকগাছা-PressClub Paikgacha

প্রেসক্লাব পাইকগাছা-PressClub Paikgacha পাইকগাছা উপজেলা

09/06/2024
29/05/2024
03/05/2024

চেয়ারম্যান ৭, ভাইস চেয়ারম্যান ৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪,
পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়ন দাখিল

((মোঃ আব্দুল আজিজ ,))পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭, ভাইস চেয়ারম্যান পদে ৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন সহ মোট ২০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার দিনভর উপজেলা নির্বাচন কর্মকর্তা ছামিউল ইসলাম এর নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।

চেয়ারম্যান পদে ৭ প্রার্থী হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ^াস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাডঃ শেখ আবুল কালাম আজাদ, সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলীর পুত্র এ্যাডঃ স ম শিবলী নোমানী রানা ও মোঃ আছাদুল বিশ^াস।

ভাইস চেয়ারম্যান পদে ৯ প্রার্থী হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, প্রভাষক বজলুর রহমান, প্রভাষক আব্দুল ওয়াহাব বাবলু, যুবলীগ নেতা সুকুমার চন্দ্র ঢালী, স্বেচ্ছাসেবকলীগ নেতা সিরাজুল ইসলাম, ফরহাদ হোসেন ফয়সাল, এসএম হাবিবুর রহমান, মিলন মন্ডল ও কৌতুক অভিনেতা বাবুল শরীফ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী হলেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, প্রধান শিক্ষক অনিতা রানী মন্ডল, উপজেলা যুব মহিলা লীগের ময়না বেগম ও ইয়াসমিন বুশরা।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসীল অনুযায়ী আগামী ২৯ মে অত্র উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

02/05/2024

পাইকগাছায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে
তরমুজ চাষির ১ লাখ ১২ হাজার টাকা খোয়া

পাইকগাছায় চলন্ত গাড়ী থেকে অজ্ঞান পার্টির সদস্যরা ইউসুফ সানা (৬০) নামে এক তরমুজ চাষির পকেট থেকে ১লাখ ১২ হাজার টাকা নিয়ে পালিয়েছেন।

ইউসুফ সানা কয়রার চৌকুনী গ্রামের বাসিন্দা। তিনি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলার বারান্ডায় চিকিৎসাধীন আছে।

জানাগেছে, ডুমুরিয়ার ১৮ থেকে ইউসুফ সানা ১ লাখ ১২ হাজার টাকা নিয়ে খুলনা- পাইকগাছা গামী বাসে উঠেন। এ সময় অজ্ঞান পার্টির সদস্যরা তার সিটের পাশে বসেন। কথা বার্তার এক পর্যায়ে তারা পরস্পরর পান-সুপারী লেনদেন করেন। এরই মধ্যে ইউসুফ সানা অজ্ঞান হয়ে পড়লে অজ্ঞান পার্টির সদস্যরা সব টাকা নিয়ে কপিলমুনির মোড়ে দ্রুত নেমে পড়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

27/04/2024

পাইকগাছায় তীব্র তাপপ্রবাহে বেড়েছে শিশু রোগ ; সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের

((মোঃ আব্দুল আজিজ,)) তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে উপকূলীয় জনপদ পাইকগাছার জনজীবন। এবারই প্রথম মৌসুমের সর্বোচ্চ গরম অনুভব এ অঞ্চলের মানুষ। অতিরিক্ত তাপমাত্রা স্বস্তি কেড়ে নিয়েছে এখানকার মানুষের। অস্বস্তি আর অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সব বয়সের এবং সব শ্রেণী পেশার মানুষ। মৌসুমের সর্বোচ্চ গরম বিরুপ প্রভাব ফেলেছে দৈনন্দিন জীবন যাপনে।

ব্যাহত হচ্ছে সবধরনের কার্যক্রম। গরমে বেড়েছে এসির ব্যবহার। এতে মানুষ কিছুটা স্বস্তি পেলেও তীব্র তাপপ্রবাহে বিপাকে রয়েছে কোমলমতি শিশু-কিশোররা। অস্বাভাবিক তাপমাত্রার ফলে শিশু রোগের প্রাদুর্ভাব বেড়েছে। নবজাতক থেকে শুরু করে বিভিন্ন বয়সের শিশু কিশোররা জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া সহ নানা ধরনের শিশু রোগে আক্রান্ত হচ্ছে। এ কারণে গত এক মাসের ব্যবধানে সরকারি হাসপাতাল সহ সবখানেই শিশু রোগী বেড়েছে।

একদিকে গরমের অস্বস্তি অপরদিকে শিশু সন্তানদের অসুস্থতার কারণে চরম অস্বস্তিতে রয়েছেন পিতা-মাতা সহ অসুস্থ শিশুর পরিবারের লোকজন। শুক্রবার সকালে শতাধিক অভিভাবক তাদের অসুস্থ সন্তান কে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আলহাজ্ব মুহাম্মদ কওসার আলী গাজীর নিকট চিকিৎসার জন্য নিয়ে আসেন। এসময় প্রচন্ড এই গরমের মাঝে শিশু সন্তানদের অসুস্থতা নিয়ে উদ্বেগের কথা জানান অনেক অভিভাবকরা।

মসজিদকুড় গ্রামের মতিউর রহমান বলেন প্রচন্ড গরমের কারণে আমার দুটো বাচ্চাই অসুস্থ হয়ে পড়েছে। মির্জা আহসান উদ্দিন জানান তীব্র তাপপ্রবাহের কারণে শিশু সন্তানরা অসুস্থ হয়ে পড়ছে। ৫ বছরের শিশু কন্যা গত এক সপ্তাহ যাবৎ পেটে ব্যাথা বমি জনিত সমস্যায় ভুগছে। একারণে পরিবারের সবাই দুশ্চিন্তা করছেন বলে তিনি জানান। হাবিবা বেগম জানান তার দুই বছরের শিশু সন্তান গত এক মাস প্রচন্ড জ্বর নিয়ে অসুস্থ রয়েছে। চিকিৎসার পর ও কোন ভাবেই যেন জ্বর নিরাময় হচ্ছে না। হাবিবা বেগমের মতো অনেক অভিভাবক তাদের সন্তানের অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এ ধরনের আবহাওয়ায় এবং এমন পরিস্থিতিতে পর্যাপ্ত পরিমাণে তরল জাতীয় খাবার খাওয়া সহ সতর্ক থাকার পরামর্শ দিয়ে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আলহাজ্ব মুহাম্মদ কওসার আলী গাজী বলেন অস্বাভাবিক তাপমাত্রার কারণে সর্দি, কাশি ও নিউমোনিয়া সহ শিশু রোগ বেড়েছে। এসময় শিশুরা প্রচন্ড জ্বরে আক্রান্ত হচ্ছে, যা কোন ভাবেই কমানো যাচ্ছে না। খাদ্য ও পানি দুষণের ফলে পানি শুন্যতা দেখা দিচ্ছে, প্রসাব কমে যাচ্ছে। প্রসাবের ইনফেকশন বাড়ছে, বিশুদ্ধ পানির অভাব এবং দুষিত পানি ব্যবহারের ফলে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা, বমি হচ্ছে, চর্মরোগ দেখা দিচ্ছে, পেটে ব্যাথা, ক্ষুধা মন্দা ও খাবারে অরুচি সহ বিভিন্ন সমস্যা হচ্ছে শিশুদের।

নবজাতক থেকে শুরু করে সব বয়সের শিশু কিশোর রা এধরণের সমস্যায় ভুগছে উল্লেখ করে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মুহাম্মদ কওসার আলী গাজী বলেন এ সময় সবাই কে সতর্ক থাকতে হবে। শিশুদের প্রতি অধিক দায়িত্বশীল এবং যত্নশীল হতে হবে অভিভাবকদের। রৌদ্র সম্পূর্ণভাবে পরিহার করতে হবে। ছায়াশীতল ঠান্ডা স্থানে শিশুদের রাখতে হবে। কাপড়চোপড় কম ব্যবহার এবং প্রয়োজনে সুতির কাপড় চোপড় ব্যবহার করতে হবে। খাওয়া এবং গোসলে বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে। পঁচা, বাঁশি ও বাইরের অস্বাস্থ্যকর খাবার খাওয়ানো যাবে না। শরীরে যাতে ঘাম না বসে সেদিকে লক্ষ রাখতে হবে। তীব্র তাপপ্রবাহের মতো এমন পরিস্থিতিতে শিশুদের স্যালাইন, ডাবের পানি ও বিশুদ্ধ খাবার পানি সহ পর্যাপ্ত পরিমাণে তরল জাতীয় খাবার খাওয়ানোর পরামর্শ দিলেন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক কওসার আলী গাজী। প্রচন্ড গরমের মাঝে সকল শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হোক এমন প্রত্যাশা সকলের।।

26/04/2024

পাইকগাছায় ৫'শ গ্রাম গাঁজা সহ নারী মাদক ব্যবসায়ী আটক

((মোঃ আব্দুল আজিজ,)) পাইকগাছা থানা পুলিশ ৫'শ গ্রাম গাঁজা সহ জরিনা বেগম (৩৫) নামে এক নারী মাদক বিক্রেতা কে আটক করেছে। আটক জরিনা বেগম পাশ্ববর্তী কয়রা উপজেলার হরিয়ারনগর গ্রামের অহেদুজ্জামান গাজীর স্ত্রী।

মাদকমুক্ত পাইকগাছা গড়ার লক্ষ্যে থানা পুলিশ শুক্রবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে পৌরসভার শিববাটী এলাকা থেকে তাকে আটক করে।

ওসি ওবাইদুর রহমান বলেন আটক নারী জরিনা বেগম একজন আলোচিত মাদক ব্যবসায়ী। সে তার ব্যবহৃত ভ্যানিটি ব্যাগে করে অভিনব কৌশলে মাদক সরবরাহ করছে এমন তথ্যের থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার ভ্যানিটি ব্যাগ থেকে ৫ 'শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এঘটনায় আটক নারীর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানান। মাদক মুক্ত পাইকগাছা গড়ার লক্ষ্যে খুলনা জেলা পুলিশের কর্ণধার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাঈদুর রহমান,পিপিএম(বার) মহোদয়ের নির্দেশনা মোতাবেক পাইকগাছা থানা পুলিশের অভিযানে অদ্য ২৬.০৪.২০২৪ খ্রিঃ তারিখ ১৩.০০ ঘটিকার সময় পাইকগাছা পৌরসভাধীন শিববাটি এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজা ভ্যানিটি ব্যাগে করে অভিনব কায়দায় বহন করা অবস্থায় মহিলা মাদক ব্যবসায়ী ১। জরিনা বেগম (৩৫), স্বামী- অহেদুজ্জামান গাজী, সাং- হরিয়াননগর, থানা- কয়রা, জেলা-খুলনা গ্রেফতার।

15/03/2024
27/02/2024

আসমানীকে দেখতে যদি তোমরা সবে চাও, মনোরঞ্জনের ছোট বাড়ী মাছিয়াড়ায় যাও

তালা থেকে ফিরে জি এম মোস্তাক আহমেদের তথ্য চিত্রে, প্রবীর জয়, কপিলমুনিঃ
আসমানীকে দেখতে যদি তোমরা সবে চাও, মনোরঞ্জনের ছোট্ট বাড়ি মাছিয়াড়ায় যাও। পল্লীকবি জসীমউদ্দীনের লেখা কবিতাটির পরিব্যাপ্তি আভাব যেন আজ ঘিরে ধরেছে মনোরঞ্জনের সংসারে। সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাছিয়াড়া গ্রামের বিষ্ণুপদ রায়ের পুত্র মনোরঞ্জন রায় (৬৪) এর জীবন জীবিকার চিত্র যেন হার মানিছে বর্তমান সমাজ ব্যবস্থাকে। কপিলমুনির সিনিয়র সাংবাদিক জি এম মোস্তাক আহমেদের নজর থেকে তাই এড়াতে পারেনি মনোরঞ্জন রায়ের দৈন দশা সংসারের দুখে ভরা কাহিনী।

হঠাৎ মনের অজান্তে চলতি পথে কথা হয় মনোরঞ্জনের সাথে এ সাংবাদিকের, মনোরঞ্জন তখন প্রতিদিনের মত অভানীয় সংসারের বোঝা মাথায় নিয়ে চিন্তানিত অবস্থায় বেরিয়ে পড়েছে রাস্তায়। পথিমধ্যে এ সাংবাদিকের সাথে একটু খুনসুটির মধ্যে মনোরঞ্জন তখন নিজের সংসারের অভাবের কথা অকপটে স্বীকার করে ফেলেন।

অনেক অনুরোধের একপর্যায়ে সাংবাদিক মোস্তাক তার বাড়ীতে যান। তাদের কথা শুনে মনোরঞ্জনের স্ত্রী আসমানী (ছদ্দনাম) আচমকা ঘরের মধ্যে থেকে মাথা নুইয়ে বেরিয়ে আসে। তখন বাড়ীতে দাঁড়িয়ে তাদের উভয়ের মধ্যে কথা হয় প্রায় মিনিট দশেক। কথার ফাঁকে সাংবাদিকের কাছে থাকা মুঠোফোন বের করে তাদের নিশি যাপনের ঘরের একটি ছবি নিতে গিয়ে পড়তে হয় বেকায়দায়।

মনোরঞ্জন দম্পতির পলিথিনের ছাউনি ঘরটির ছবি তোলার মত স্থানের জায়গার আজ বড় অভাব। তারপরও অভানীয় দম্পতির একটি ছবি না তুললে নিজেকে অপরাধী মনে হয়। তাই আজ বড় বিবেকের তাড়নায় কবি জসীম উদ্দীনের ভাষায়, বাড়ি তো নয় পাখির বাসা, পলিথিনের ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে, তারি তলে মনোরঞ্জন দম্পতি থাকে বছর ভরে। পেটটি ভরে পায় না খেতে, বুকের ক-খান হাড়, সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার। এদিকে হতভাগা মনোরঞ্জনের কপালে নিজের বয়সসহ নানা জটিলতার কারণে আজও জোটেনি কোন সরকারী অনুদান। তারপরও একপ্রকার দুঃখ-সুখের মাঝে কেটে যাচ্ছে তাদের অযাচিত জীবন।

মনোরঞ্জন বিষয়ে খলিলনগর ইউপির মাছিয়াড়া গ্রামের ওয়ার্ড সদস্য হাছান পাড় এ ব্যাপারে বলেন, তাদের পরিবারে তার মেয়ের একটি প্রতিবন্ধী কার্ড রয়েছে। মনোরঞ্জনের এ বছর বয়স্ক ভাতার একটি কার্ড করে দেওয়া হয়েছে। তার কার্ডটি নতুন হওয়ায় তিনি এখন বয়স্ক ভাতা পাননি। তাদের বসবাসের ঘরখানি অত্যান্ত জরাজীর্ণ ও নাজুক। একই সাথে বিষয়টি মানবিকও বটে।

19/01/2024
15/01/2024
12/01/2024

শপথের পর এমপি রশীদুজ্জামানের এক ঘোষণাতেই এলাকায় স্বস্তি, ভাসছেন প্রশংসায়

প্রবীর জয়, কপিলমুনি প্রতিনিধিঃ পাইকগাছা উপজেলার কপিলমুনিতে নছিমন করিমন ও ইজিবাইক স্ট্যান্ডের চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিয়েছেন, খুলনা-৬, পাইকগাছা-কয়রা থেকে নির্বাচিত সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান।

বন্ধের ঘোষণাটি অনলাইন নিউজ পোর্টাল ওয়েলকাম টু পাইকগাছাকে নিশ্চিত করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রশিদুজ্জামান।

এতে করে কপিলমুনিসহ পার্শ্ববর্তী এলাকা সমূহের প্রায় দুই থেকে তিন শতাধিক নছিমন, করিমন, আলম সাধু ও ইজিবাইক থেকে চাঁদা আদায় বন্ধ হয়ে যাওয়ার ক্ষুদ্র যানবাহন চালক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।

জানাগেছে, কপিলমুনি হাসপাতাল, রবীন্দ্র হার্ডওয়ার, ফার্ষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সংলগ্ন স্ট্যান্ডে বিগত ১৫ থেকে ২০ বছর ধরে মেইন সড়কের উপর জনসম্মুখে প্রকাশ্যে হাজার হাজার টাকা চাঁদা আদায় করা হতো। অভিযোগ রয়েছে, যখন যে এ আসন থেকে সংসদ সদস্য মনোনীত হতেন তখন তার নাম ভাঙ্গিয়ে তার লোকজন এসব চাঁদা আদায় করতো।

এদিকে দ্বাদশ সংসদ নির্বাচনের পূর্বে মোঃ রশীদুজ্জামান বলেছিলেন, তিনি নির্বাচিত হলে পাইকগাছা-কয়রা উপজেলার সকল দূর্নীতি বিরুদ্ধে তিনি পূর্বেও যেমন সোচ্চার ছিলেন এখনও তেমনি পদক্ষেপ গ্রহণ করতে পিছপা হবেন না। এরই ফলসূরতিতে তিনি নির্বাচিত হয়ে গত ১০ জানুয়ারি সকালে শপথ নেয়ার পর কপিলমুনিতে নছিমন, করিমন, আলম সাধু ও ইজিবাইক স্ট্যান্ডে চাঁদা বন্ধের ঘোষণা দেন বলে জানাগেছে।

স্থানীয়রা জানায়, ইজিবাইক ও নছিমন স্ট্যান্ডে চাঁদাবাজির কারণে অনেকটাই অতিষ্ঠ ছিল খেটে খাওয়া ক্ষুদ্র যানবাহন চালক এবং তাদের পরিবারের সদস্যরা। ফলে সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী মোঃ রশীদুজ্জামানকে রায় দেন পাইকগাছা-কয়রা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উক্ত বিষয়ে নছিমন, করিমন ও ইজিবাইক চালকরা জানায়, দীর্ঘদিন আমরা এই চাঁদার টাকার অত্যাচারে অতিষ্ঠ ছিলাম। চাঁদা দিতে রাজি না হলে চালককে নির্মম মানষিক অত্যাচার হতে হয়েছে। আমরা পেটের দায়ে ক্ষুদ্র ইঞ্জিন চালিত এ সব যানবাহন চালায়। আমাদের নিকট থেকে দৈনিক ও মাসিক বিভিন্ন হারে চাঁদা আদায় করা হতো।

এবিষয়ে এলাকাবাসী ও সচেতন মহল মনে করেন, পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান গরীব অসহায় মানুষের জন্য নিরলস ভাবে কাছ করে যাবেন। বিগত দিনে যারা এ সকল কর্মকান্ডে জড়িত ছিলেন এ নির্বাচনে তারা সঠিক জবাব পেয়েছেন। এ এলাকার মানুষ স্বস্তিতে থাকবে, ব্যবসা বাণিজ্য করবে, স্বাভাবিক জীবনযাপন করবে। এলাকায় সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ করে সমৃদ্ধ পাইকগাছা-কয়রা গড়ে তোলার লক্ষে কাজ করবেন বর্তমান এমপি এমনটি আশা ও প্রত্যাশা আমাদের সকলের।

এ বিষয়ে জানতে চাইলে নব নির্বাচিত সংসদ সদস্য মোঃ রশিদুজ্জামান (ওয়েলকাম টু পাইকগাছা) কে বলেন, গরিব মানুষের কষ্ট অর্জিত টাকা যারা এভাবে লুঠ করে শুধু কপিলমুনি নয় পাইকগাছা কয়রা উপজেলায় যেখানে চাঁদাবাজি হবে সেটা বন্ধ করে আইনের আওতায় তাদেরকে আনা হবে।

03/01/2024

পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নৌকা প্রতীকের নির্বাচনী জনসভা থেকে সরাসরি সম্প্রচার

02/01/2024

পাইকগাছার সরল বাজারের দুটি দোকানে দুধর্ষ চুরি সংঘটিত

((মোঃ আব্দুল আজিজ,))পাইকগাছা পৌরসভার সরল বাজারের দুটি দোকানে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা শনিবার রাতে দোকানের দেওয়াল ভেঙ্গে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পৌরসভার সরল বাজারে সরদার ট্রেডার্স এর সত্ত¡াধিকারী মিজানুর রহমান জানান, অত্র বাজারে আমার একটি সারের দোকান রয়েছে।

শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যায়, এরপর রোববার সকালে দোকানে আসার পর দেখি আমার দোকানের পিছনের ওয়াল বড় করে ছিদ্র করা। পরে দেখি সমস্ত মালামাল এলোমেলো। চোরেরা আমার ক্যাশ বাক্সে থাকা নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।

পাশের দোকান মালিক অনু জুয়েলার্স এর সত্ত¡াধিকারী আল-আমিন জানান, চোরেরা একই ভাবে আমার দোকানের পিছনের দেওয়াল কেটে ভিতরে ঢুকে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। চুরির এ ঘটনা খতিয়ে দেখছেন বলে থানার ওসি ওবাইদুর রহমান জানান।

01/01/2024
31/12/2023

পাইকগাছার গড়ইখালী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নৌকা প্রতীকের জনসভা থেকে সরাসরি....

31/12/2023

পাইকগাছায় ভোটারদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে; শতস্ফুর্তভাবে ভোট দিবেন...ইউএনও আল-আমিন

((মোঃ আব্দুল আজিজ,)) উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি বলেন, নির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণায় যেমন কোন বাঁধা দেওয়ার সুযোগ নাই, তেমনি ভোটাররা কোন ধরণের প্রতিবন্ধকতা ছাড়াই ভোট দিতে পারবেন। ভোট কেন্দ্রে যাতে সাধারণ ভোটাররা নির্বিগ্নে এবং উৎসবমূখর পরিবেশে ভোট দিতে পারে তার জন্য শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নির্বাচনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও ব্যাটালিয়ন আনসার মোতায়ন থাকবে।

উপজেলা প্রশাসনের নির্বাহী এ কর্মকর্তা শনিবার বিকালে পাইকগাছা উপজেলার দেলুটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আইন শৃঙ্খলা ও ভোটার উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি শতস্ফুর্তভাবে ভোট দিতে সাধারণ ভোটারদের প্রতি আহŸান জানান।

দেলুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, নির্মল কান্তি মন্ডল, এ্যাডঃ পিযুষ কান্তি সরকার, ভবানী শংকর রায়, নিরঞ্জন রায়, আবুল হোসেন গাজী, কালীদাশ মন্ডল, ইউপি সদস্য সুকুমার কবিরাজ, কিংশুক রায়, বিনতা সরকার, রামচন্দ্র টিকাদার, রবীন্দ্রনাথ মন্ডল, চম্পক বিশ^াস, বদিয়ার হোসেন, পলাশ রায়, রিংকু রায়, পবিত্র সরকার, ল²ী রানী সরকার ও মেরী রানী সরকার।

24/12/2023

Address

Paikgacha
9280

Alerts

Be the first to know and let us send you an email when প্রেসক্লাব পাইকগাছা-PressClub Paikgacha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category



You may also like