Kailash Halder

Kailash Halder Hey.I am Kailash Halder. wellcome to my page

20/09/2022
28/08/2022
28/08/2022
26/08/2022
কথায় আছে,🫄মেয়েদের পেটে বাবু আসার সাথে সাথেই তার মাতৃত্ববোধ চলে আসলেও 🤱ছেলেদের পিতৃত্ববোধ আসে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর।...
25/08/2022

কথায় আছে,
🫄মেয়েদের পেটে বাবু আসার সাথে সাথেই তার মাতৃত্ববোধ চলে আসলেও 🤱ছেলেদের পিতৃত্ববোধ আসে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর।👨‍👧
তবে দেরিতে আসলেও তা আমরণ থাকে।👨🏾‍🦳
মা হওয়া কঠিন, তবে বাবা হওয়াটাও কিন্তু খুব কঠিন।
যে নিজে ১ মাইল হেঁটে ২০ টাকা বাঁচিয়ে তোমাকে চিপস্ কিনে দেয় সেই তো বাবা!
যে নিজের সারাটা জীবন বিলিয়ে দেয় তোমার ক্যারিয়ার গড়তে সেই তো বাবা!

তবে হ্যা! সব বাবারা বাবা হতে পারে না।👍

24/08/2022

ফুল দিও সমাধিতে 🥀🥀🥀

18/08/2022
18/08/2022
Welcome everyone ❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹
16/08/2022

Welcome everyone ❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹

🫤অবশেষে মৃত্যু🫤সুত্রঃ- Rtv News
14/08/2022

🫤অবশেষে মৃত্যু🫤
সুত্রঃ- Rtv News

একটি দুর্লভ ছবি🫶
13/08/2022

একটি দুর্লভ ছবি🫶

বাবার অর্থ সম্পদ না থাকলে, প্রতিটা মধ্যবিত্ত ছেলেদের সাফল্যের সিঁড়ির পথ এমনটায় মনে হয়।😒
13/08/2022

বাবার অর্থ সম্পদ না থাকলে, প্রতিটা মধ্যবিত্ত ছেলেদের সাফল্যের সিঁড়ির পথ এমনটায় মনে হয়।😒

12/08/2022

2023 থেকে শিক্ষা কার্যক্রম কেমন হবে?????
#নতুন শিক্ষাক্রম অনুমোদন দিয়েছে সরকার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি!
===============================
#এক পলকে দেখে নিন পুরোটা:

🔖২০২৩ সাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে (শুক্র ও শনিবার) দু’দিন ছুটি থাকবে।

🔖পিএসসি ও জেএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। অর্থাৎ, দশম শ্রেণির আগে কোনো কেন্দ্রীয় বা পাবলিক পরীক্ষা নেই।

🔖 প্রাথমিকে তৃতীয় শ্রেণি পর্যন্তও কোনো পরীক্ষা থাকবে না।

🔖চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ৪০ আর একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ৩০ শতাংশ মূল্যায়ন হবে শিক্ষাপ্রতিষ্ঠানে।

🔖বিজ্ঞান, মানবিক ও বিজনেস স্টাডিজ বলতে মাধ্যমিকে কোনো বিভাগ থাকবে না। এটি চালু হবে এইচএসসিতে।

👉দশম শ্রেণির পাঠ্যসূচির উপরই বোর্ড পরীক্ষায় এসএসসির ফল হবে।

👉প্রাক-প্রাথমিকের শিশুদের জন্য আলাদা বই থাকবে না, শিক্ষকেরাই শেখাবেন।

🗣️প্রাথমিকে পড়তে হবে আটটি বই।

💢নতুন শিক্ষাক্রমে প্রাক্-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত ১০ ধরনের শেখার ক্ষেত্র ঠিক করা হয়েছে।

#এগুলো হলোঃ-

১) ভাষা ও যোগাযোগ,
২) গণিত ও যুক্তি,
৩) জীবন ও জীবিকা,
৪) সমাজ ও বিশ্ব নাগরিকত্ব,
৫) পরিবেশ ও জলবায়ু,
৬) বিজ্ঞান ও প্রযুক্তি,
৭) তথ্য ও যোগাযোগপ্রযুক্তি,
৮) শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা,
৯) মূল্যবোধ ও নৈতিকতা
১০) শিল্প ও সংস্কৃতি।

Send a message to learn more

11/08/2022

২০২২ সালে এসে অবশ্য কারো অজানা নাই ফ্রিল্যান্সিং কি,কেমন এর গুরুত্ব 🙂
চলুন আরো একটু জেনে নেয়া যাক💜
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

♥Freelancing কি ( What is Freelancing)
‌♦√ Freelancing হলো মুক্ত পেশা। নিদিষ্ট কোনো প্রতিষ্ঠানের অধীনে না থেকে ঘরে বসে নিজের (skill) মেধা কাজে লাগিয়ে ইন্টারনেট থেকে উপার্জন করাকেই ( freelancing) মুক্ত পেশা বলে।

♥কেন আমরা Freelancing করবো?

♦বতর্মান সমাজে মানুষ উচ্চশিক্ষত হওয়ার পরে ও বেকারত্বের হার বেড়েই যাচ্ছে। বেকারত্বের দিক থেকে বাংলাদেশ রয়েছে তালিকায় ২নং এ ৷

এমন বেকার ভবিষ্যত আমরা কেউই চাই না।
ছাত্র জীবন থেকে যদি পড়াশুনার পাশাপাশি আমরা ইনকাম করে নিজের পায়ে দাঁড়াতে পারি তাহলে বেপারটা কেমন হয়? 🥰

অবশ্যই সুন্দর হয়।

আর এই ইনকামের সুযোগ দিচ্ছে ফ্রিল্যান্সিং।
চতুর্থ শিল্প বিপ্লব হবে এই ফ্রিল্যান্সিং এ।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বলেছেন, চাকরি নয় ;ফ্রিলান্সার হও।

যেখানে আমাদের ১৫ বছর পড়াশোনা শেষ করে ১৫-২০ হাজার টাকা বেতনের চাকরি(দুর্লভ) খুজঁতে হয়।
আর সেখানে ফ্রিল্যান্সিং এ ৫/৬ মাস চেষ্টা করে নিজের স্কিল ডেভেলপ করে ইনকাম করতে পারছি।
তাহলে কেনো আমরা ফ্রিল্যান্সিং করবো না?

বুঝতেই তো পারছেন তাহলে ফ্রিল্যান্সিং এর গুরুত্ব?
যেখানে আছে নিজের স্বাধীনতার সাথে কাজ করার সুযোগ।
নাই কোন ধরা বাধা।

ফ্রিল্যান্সিং মুক্ত একটি পেশা।
আমিও চাই নিজের পরিবারের পাশে দাড়াতে।
তাই হতে চাই একজন সফল ফ্রিলান্সার।

06/08/2022

Address

Paikgacha

Telephone

+8801407620419

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kailash Halder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kailash Halder:

Videos

Share



You may also like