30/11/2022
পাইকগাছায় বহুমুখি সমিতির বার্ষিক সভায়
বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন- এমপি বাবু
_________________________________________________________________________
পাইকগাছার দেলুটীর ঐতিহ্যবাহী জিরবুনিয়া গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভায় খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, গ্রাম পর্যায়ে একটি প্রতিষ্ঠান বা সমবায় সমিতি'র অর্থ সহয়তা নিয়ে একটি পরিবারের বা সমষ্টিগত উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন। এ জন্য তিনি বঙ্গবন্ধুর দর্শন ও সমবায়ে উন্নয়ন বিষয়ে মতামত তুলে ধরেন। বুধবার সকালে দ্বীজেন্দ্র নাথ মন্ডলের সভাপতিত্বে সমিতির মাঠে ২১ তম বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। সমিতির সভাপতি ভোলটন মন্ডলের পরিচালনায় তিনি আরোও বলেন, অনেক ক্ষেত্রে নেতৃত্বের দর্বলতা বা আর্থিক শৃঙ্খলার অভাবে বহু সম্ভবনাময় সমিতি'র কার্যক্রম স্থবির হয়ে পড়ার চিত্র লক্ষ্যকরা গেছে। এমপি বাবু বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র সরকারের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের সারিতে পৌঁছানো। এ জন্য মুক্তিযুদ্ধের লক্ষ্য ও উদ্দেশ্য সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূরনে সরকার নিরলশ ভাবে কাজ করছেন। তিনি দেলুটি সহ গোটা উপজেলায় চলমান উন্নয়ন কর্মকান্ডের সার্বিক চিত্র তুলে ধরে আগামী সংসদ নির্বাচনে বিএনপি-জামাতকে রাজনৈতিক ভাবে মোকাবেলার জন্য সর্বস্তরের মানুষ সহ দলীয় নেতা-কর্মী প্রতি আহবান জানান।
এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দীন ফিরোজ বুলু, প্যানেল মেয়র মাহবুবুর রহমান রঞ্জু,উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ বেনজির আহমেদ, ইউনিয়ন আ'লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নির্মল কান্তি মন্ডল, সহকারী অধ্যাপক মোঃ ময়নুল ইসলাম। এ সময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সাবেক সদস্য এম এম আজিজুল হাকিম,আকরামুল ইসলাম,গৌতম রায়,পৌর কাউন্সিলর মোঃ গফ্ফার মোড়ল, দীপংকর মন্ডল, ইদ্রিস আলী,,উপজেলা সি পি পি কমান্ডার ও ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন,সাবেক যুবলীগের সদস্য নাজমা কামাল, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শেখ জুলি, ইউপি সদস্য কিংশুক রায়,সুকুমার কবিরাজ,রবীন্দ্রনাথ মন্ডল, বদিয়ার রহমান, বিনতা রানী সরকার,লক্ষী রানী মন্ডল, মেরী রানী মন্ডল, ফেরদাউস ঢালী,মোঃ বাবলু সরদার,বআবুল হোসেন গাজী, অবঃ প্রাপ্ত শিক্ষক জিতেন্দ্র নাথ ঢালী সহ সমিতির সহ সভাপতি বিপ্রজিত সরকার, সম্পাদক বাসুদেব কবিরার,সদস্য দিলীপ রায়,অনিমা মন্ডল, মনজুর শেখ, মৃঙ্গাঙ্ক বিশ্বাস,ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, সমিতি ম্যানেজার অজয় বিশ্বাস অনেকে।