Paikgacha News Bangla 24

Paikgacha News Bangla 24 পাইকগাছা নিউজ বাংলা ২৪

খুলনা জেলা ইমাম পরিষদ স্থায়ী কার্যালয়ঃ সদকাতুল ফিতর ১৪৪৪ হিজরী ২০২৩ খ্রিষ্টাব্দজন প্রতি ১০০ টাকা।যাকাতের নিসাব১৪৪৪ হিজ...
01/04/2023

খুলনা জেলা ইমাম পরিষদ স্থায়ী কার্যালয়ঃ
সদকাতুল ফিতর ১৪৪৪ হিজরী ২০২৩ খ্রিষ্টাব্দ
জন প্রতি ১০০ টাকা।
যাকাতের নিসাব
১৪৪৪ হিজরী ২০২৩ খ্রিষ্টাব্দ সর্বনিম্ন ৭৩ হাজার টাকা।
বদলা ফি
১৪৪৪ হিজরী ২০২৩ খ্রিষ্টাব্দ
দৈনিক ১৫০ টাকা ৷

সংশোধিত ফলাফল। পাইকগাছা উপজেলা, খুলনা।
01/03/2023

সংশোধিত ফলাফল।
পাইকগাছা উপজেলা, খুলনা।

28/02/2023

পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

২৭/০২/২০২৩পাইকগাছা উপজেলা লতা ইউনিয়নের হাড়িয়া ব্রিজ হইতে আঁধারমানিক বাজার অভিমুখে ২৫০০মিটার  পিচের  রাস্তার কাজের শুভ উদ...
27/02/2023

২৭/০২/২০২৩
পাইকগাছা উপজেলা লতা ইউনিয়নের হাড়িয়া ব্রিজ হইতে আঁধারমানিক বাজার অভিমুখে ২৫০০মিটার পিচের রাস্তার কাজের শুভ উদ্বোধন...।এই রাস্তাটি লতা ইউনিয়নবাসীর প্রাণের দাবি ছিল বাবু ভাইয়ের কাছে।

27/02/2023

পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়।

পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়
27/02/2023

পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়

পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

27/02/2023

পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৩ থেকে সরাসরি।

20/02/2023

অমর ২১শে ফেব্রুয়ারি

একুশের প্রথম প্রহরে ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানালো উপজেলা প্রশাসন সহ পাইকগাছার সর্বস্তরের মানুষ 🌷🌷  #স্পোর্টস ...
20/02/2023

একুশের প্রথম প্রহরে ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানালো উপজেলা প্রশাসন সহ পাইকগাছার সর্বস্তরের মানুষ 🌷🌷

#স্পোর্টস #বিশ্ব #জাতীয় #রাজনীতি #সারাদেশ #অর্থনীতি #বিনোদন

17/02/2023

ভাষা আন্দোলন ও বাঙালির জাতীয়তাবাদের বিকাশ।
দীর্ঘ ২০০ বছর ইংরেজ শাসন ও শোষণের পর ১৯৪৭ সালের ১৪ আগস্ট ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসানের মধ্য দিয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। পূর্ব বাংলাকে পাকিস্তানের একটি প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত করে। ১৯৫৬ সাল পর্যন্ত প্রদেশটির নাম ছিল পূর্ব বাংলা। তবে ১৯৫৬ সালে পাকিস্তানের সংবিধান রচিত হলে এর নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান। পাকিস্তানের মূল অংশ পশ্চিম পাকিস্তান হিসেবে পরিচিতি লাভ করে। পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ বাঙালির অধিকার হরণের চেষ্টায় লিপ্ত হয়। জনসংখ্যার দিক থেকে সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও পূর্ব পাকিস্তানের প্রতি আর্থসামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক বৈষম্য এ অঞ্চলের জনগণকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হয়। সূচিত হয় ভাষা আন্দোলন।

ভাষা, নৃতত্ত্ব, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ভৌগোলিক পরিবেশ, খাদ্যাভ্যাসসহ সব ক্ষেত্রে বিস্তর ব্যবধান থাকা সত্ত্বেও কেবল ধর্মের ভিত্তিতে এক হাজার মাইলের ব্যবধানে অবস্থিত পশ্চিম পাকিস্তানের সঙ্গে পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশের অন্তভু‌র্ক্ত করে এই অসম রাষ্ট্র গড়ে তোলা হয়। এই রাষ্ট্রের কর্ণধাররা প্রথমেই শোষণ ও বৈষম্যের হাতিয়ার হিসেবে বেছে নেয় বাঙালির প্রাণের ভাষা বাংলাকে। অথচ ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার সময় পাকিস্তানের ভাষাগত জনসংখ্যার একটি পরিসংখ্যান থেকে দেখা যায় যে, মোট জনসংখ্যার ৫৪.৬০ শতাংশ বাংলা, ২৮.০৪ শতাংশ পাঞ্জাবি, ৫.৮ শতাংশ সিন্ধি, ৭.১ শতাংশ পশতু, ৭.২ শতাংশ উর্দু এবং বাকি অন্যান্য ভাষাভাষী নাগরিক। এর থেকে দেখা যায় উর্দু ছিল পাকিস্তানি ভাষাভাষীর দিক থেকে তৃতীয় স্থানে।

অন্যদিকে তদানীন্তন পূর্ববঙ্গের জনসংখ্যা ৪.৪০ কোটির মধ্যে ৪.১৩ কোটি ছিল বাংলা ভাষাভাষী। এখানে ৯৮ শতাংশ বাংলা এবং মাত্র ১.১ শতাংশ ছিল উর্দুভাষী। অথচ বাংলা ভাষাকে সম্পূর্ণ উপেক্ষা করে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য পাকিস্তানি শাসকগোষ্ঠী বেশ কিছু পরিকল্পনা নেয়। কিন্তু সংগ্রামের ঐতিহ্যে লালিত বাঙালি জাতি মাতৃভাষার ওপর এ আঘাতের বিরুদ্ধে তাৎক্ষনিক প্রতিক্রিয়া ব্যক্ত করে।

রাষ্ট্রভাষা নিয়ে বিতর্ক শুরু হলে ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিস নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। তমদ্দুন মজলিস সভা-সমিতি ও লেখনীর মাধ্যমে বাংলা ভাষার পক্ষে জনমত গড়ে তোলে।

১৯৪৭ সালের ৫ ডিসেম্বর করাচিতে অনুষ্ঠিত শিক্ষা সম্মেলনে উর্দুকেই পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব গৃহীত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এর প্রতিবাদে ফেটে পড়ে। তারা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার দাবি জানায়। এছাড়াও পূর্ব পাকিস্তানের সরকারি ভাষা ও শিক্ষার মাধ্যম বাংলা করার ব্যাপারে চাপ দিতে থাকে । ক্রমে ভাষার প্রশ্নে রাজনৈতিক দাবিতে পরিণত হয়। ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে নূরুল হক ভূঁইয়াকে আহ্বায়ক করে তমদ্দুন মজলিস রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করে। পরবর্তীকালে এ উদ্দেশ্যে আরো কয়েকটি কমিটি গঠিত হয়। ১৯৪৮ সালের ২ মার্চ ছাত্রসমাজ দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের উপস্থিতিতে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করে। এ পরিষদের আহ্বায়ক মনোনীত হন শামসুল আলম। শুরু হয়ে যায় একের পর এক আন্দোলন কর্মসূচি। নবগঠিত পরিষদ ১১ মার্চ হরতাল আহ্বান করে। হরতাল চলাকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শামসুল হক, অলি আহাদ, কাজী গোলাম মাহবুবসহ অনেকে গ্রেফতার হন। এ ঘটনার প্রতিবাদে ১৩-১৫ মার্চ ঢাকার সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট পালিত হয়। ছাত্রসমাজের প্রতিবাদের মুখে ১৫ মার্চ বঙ্গবন্ধুসহ অন্যান্য নেতাদের মুক্তি দেওয়া হয়।

১৯৪৯ সালের ১৯ মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলি জিন্নাহ ঢাকায় আসেন। ২১ মার্চ রমনার রেসকোর্স ময়দানে এক জনসভায় এবং ২৪ মার্চ কার্জন হলে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ঘোষণা করেন উর্দুই এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। উপস্থিত ছাত্ররা ‘না না’ ধ্বনি দিয়ে এর প্রতিবাদ জানায়। এ সময় সারা পূর্ব পাকিস্তানেই ভাষা আন্দোলন ছড়িয়ে পড়ে।

১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর জিন্নাহর মৃত্যু হলে ভাষা আন্দোলন কিছুদিনের জন্য স্তিমিত থাকলেও বাংলার অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতির ক্ষেত্রে বিভিন্ন ধরনের আন্দোলন সংগঠিত হয়। এই অবস্থায় ১৯৪৮ সালের ১৮ নভেম্বর প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ঢাকা এলে ছাত্রসমাজ বিক্ষোভ প্রদর্শন করে এবং বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির দাবি জানায়। লিয়াকত আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তৃতায় সুকৌশলে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দিলে ছাত্রদের মধ্য থেকে আবারও না না ধ্বনিসংবলিত প্রতিবাদ ওঠে।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে এ আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করে। এর মধ্যে খাজা নাজিমুদ্দীন পাকিস্তানের প্রধানমন্ত্রী নিযুক্ত হন। ১৯৫২ সালের ২৭ জানুয়ারি তিনি করাচি থেকে ঢাকায় আসেন। এবং পল্টন ময়দানের এক জনসভায় দীর্ঘ ভাষণ দেন। তিনি মূলত জিন্নাহর কথারই পুনরুক্তি করে বলেন, ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু'। এর ফলে নতুন করে শুরু হয় ছাত্র বিক্ষোভ, ধর্মঘট, হরতাল।

গঠিত হয় সর্বদলীয় একটি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। একুশে ফেব্রুয়ারি থেকে ঢাকায় ১৪৪ ধারা জারি করে স্হানীয় প্রশাসন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতারা ঠিক করেন—তারা ১৪৪ ধারা ভঙ্গ করবেন।

সেখানে ২১ ফেব্রুয়ারি বিক্ষোভকারীরা ১৪৪ ধারা ভাঙতে গেলে পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ করে। ১৯৫২ সালের এ দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রফিক, সালাম, বরকত, সফিউর, জব্বার আরো কত নাম না জানা বাংলার দামাল ছেলেরা। মাতৃভাষার জন্য তাদের এ ত্যাগ ছিল অবিস্মরণীয়।

মিথ্যা চাঁদাবাজি মামলায় গ্রেফতারকৃত বিএমএসএস'র কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম জামিন লাভ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি...
15/01/2023

মিথ্যা চাঁদাবাজি মামলায় গ্রেফতারকৃত বিএমএসএস'র কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম জামিন লাভ।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি'র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব সুমন সরদার,সাংগঠনিক সম্পাদক জিএম মিজানুর রহমান সহ নড়াইলে অবস্থানরত বিএমএসএস এর সকল সদস্যবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন। একই সাথে মিথ্যা ও হয়রানী মুলক মামলা করায় তীব্র নিন্দা জানান।

নাছিরপুরে খাল খননের শুভ উদ্ধোধন করা হয়েছে আজ বৃস্পতিবার ৷এ সময় উপস্থিত ছিলেন কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়া...
05/01/2023

নাছিরপুরে খাল খননের শুভ উদ্ধোধন করা হয়েছে আজ বৃস্পতিবার ৷এ সময় উপস্থিত ছিলেন কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দ্দার ,কপিলমুনি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুর রাজ্জাক রাজু প্রমুখ৷

পাইকগাছায় ইট বোঝাই ট্রলির চাপায় প্রান গেল ৩ বছরের শিশু কন্যা জান্নাতুলের। পাইকগাছায় ইট বোঝাই ট্রলির চাপায় প্রান গেল ৩ বছ...
31/12/2022

পাইকগাছায় ইট বোঝাই ট্রলির চাপায় প্রান গেল ৩ বছরের শিশু কন্যা জান্নাতুলের।
পাইকগাছায় ইট বোঝাই ট্রলির চাপায় প্রান গেল ৩ বছরের শিশু কন্য জান্নাতুলের। সে সাতক্ষিরা জেলার কালিগজ্ঞ উপজেলার সুতা গ্রামের আল-আমীন হোসেনের মেয়ে। ঘটনাটি শনিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার চাঁদখালীর চককাওয়ালী গ্রামের প্রধান সড়কে। এ ঘটনাস্থল থেকে ট্রলিটি জব্দ করেছে।
নিহতের পিতা আল-আমীন জানান, চাকরি সুত্রে আমি চাঁদখালী ইউনিয়নের চককাওয়ালী গ্রামে খোকন গাজীর বাড়ি ভাড়া হিসাবে বসবাস করি। শনিবার সকালে আমার ৩ বছরের শিশু কন্যা জান্নাতুল বাড়ির সামনে রাস্তার পাশে খেলা করছিল। এমন সময় সাতক্ষীরা জেলার আশাশুনির বড়দল আব্দুর রশিদের ইটভাটা হতে ইটবোঝাই ট্রলি দ্রুত গতিতে চালিয়ে আমার কন্যকে চাপা দেয়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক শাকিলা তাকে মৃত্যু ঘোষনা করে। পাইকগাছা থানার পরিদর্শক (ওসি তদন্ত) রফিকুল ইসলাম জানান পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে ট্রলিটি আটক করেছে চালক পালিয়ে গেছে। থানায় অপমৃত মামলা হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ পৌরবাসী! প্রায় দেড়’শ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে পাইকগাছা পৌরসভা।অবশেষে উপকূলীয় শহর জলবায়ু সহিষ্...
27/12/2022

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ পৌরবাসী! প্রায় দেড়’শ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে পাইকগাছা পৌরসভা।
অবশেষে উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণ (সিটিসিআরপি) প্রকল্পের আওতায় প্রায় দেড়’শ কোটি টাকা বরাদ্দ পেতে যাচ্ছে খুলনার পাইকগাছা পৌরসভা। ইতোমধ্যে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে।আগামী ৫ বছরে বরাদ্দকৃত এ অর্থ দিয়ে পৌরসভার অবকাঠামোগত বিভিন্ন উন্নয়ন করতে হবে। মেগা বরাদ্দের এ খবর এলাকায় ছড়িয়ে পড়ায় পৌরবাসীর মধ্যে খুশির আমেজ বিরাজ করছে।উল্লেখ্য, ১৯৯৭ সালের ১ ফেব্রুয়ারী খুলনা জেলার প্রথম পৌরসভা হিসেবে পাইকগাছা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর বর্তমান মেয়র সেলিম জাহাঙ্গীরের প্রচেষ্টায় আওয়ামী লীগ সরকারের সময়ে ৩য় শ্রেণির পৌরসভাকে ১ম শ্রেণিতে উন্নীত করা হয়। উন্নয়ন এবং সামাজিক কর্মকান্ডের মাধ্যমে মেয়র সেলিম জাহাঙ্গীর পৌরবাসীর কাছে একজন গ্রহণযোগ্য মেয়র হিসেবে পরিচিতি লাভ করেছে। সরকার এবং প্রশাসনের সাথে সখ্যতা বজায় রেখে পৌরসভার উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে চেষ্টা অব্যাহত রেখেছেন মেয়র সেলিম জাহাঙ্গীর। এ পর্যন্ত তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ৩ বার মেয়র নির্বাচিত হয়েছেন। অনেকটাই স্বাভাবিক ভাবেই টানা ৩ বার মেয়র নির্বাচিত হয়েছেন। ইতোমধ্যে পৌরসভার শতভাগ বিদ্যুতায়ন সহ পাইপ লাইনে পানি সরবরাহ এবং ড্রেন ও রাস্তা-ঘাটের উন্নয়ন করেছেন মেয়র সেলিম জাহাঙ্গীর সহ পৌর কর্তৃপক্ষ। এবারই প্রথম পৌরসভার উন্নয়নে প্রায় দেড়’শ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে পৌরসভা। উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণ(সিটিসিআরপি) প্রকল্পের আওতায় কমপক্ষে ১৩০ কোটি টাকা বরাদ্দ পাবে অত্র পৌরসভা। সোমবার ঢাকায় পরিকল্পনা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)এর মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে।সরকারের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তাবৃন্দ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাইকগাছা পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর ও পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার।এমন খুশির খবর এলাকায় ছড়িয়ে পড়ায় পৌরবাসীর মধ্যে খুশির আমেজ বিরাজ করছে। নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর জানান, আমরা সরকার এবং মেয়র সেলিম জাহাঙ্গীর সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ। মেগা বরাদ্দ দিয়ে পৌরসভার কাঙ্খিত উন্নয়ন হবে বলে আশা করছি। মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন, ২০২৩ সাল থেকে জুন ২০২৯ সালের মধ্যে বরাদ্দকৃত অর্থ ব্যয় করতে হবে।মেয়র বলেন, পৌরসভা সৃষ্টি থেকে শুরু করে তৃতীয় শ্রেণির পৌরসভাকে প্রথম শ্রেণিতে উন্নীতকরণ সহ সকল অবদান শেখ হাসিনা সরকারের।পৌরসভা সৃষ্টির পর থেকে পৌরসভার অনুকূলে এটিই হচ্ছে সর্ববৃহৎ বরাদ্দ।বরাদ্দের জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, সাবেক দুই সংসদ সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ।

বরাদ্দকৃত এ অর্থ দিয়ে পর্যায়ক্রমে রাস্তা-ড্রেন, সাইক্লোন শেল্টার,বাস টার্মিনাল,ব্রিজ,কালভার্ট, সুপার মার্কেট, কমিউনিটি সেন্টার, বস্তী উন্নয়ন, পার্ক উন্নয়ন, গণসৌচাগার নির্মাণ,গরু হাট স্থাপন, স্ট্রীট লাইট ও বোর্ড ল্যান্ডিং স্টেশন স্থাপন সহ পৌরসভার বিভিন্ন ধরণের অবকাঠামোগত উন্নয়ন করা হবে।এ প্রকল্পের কাজ শেষ হলে পৌরবাসী তাদের কাঙ্খিত নাগরিক সেবা পাবে বলে আশা করছি।

21/12/2022

২০০০ বীর মুক্তিযোদ্ধার বয়স ৫০ বছর! স্বাধীনতার বয়স ৫২ বছর!

পাইকগাছা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার বিদ্যু...
21/12/2022

পাইকগাছা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ কুমার সাহা

পাইকগাছায় সংবাদ সম্মেলনকে ঘিরেইটভাটা মালিকের ব্যাখ্যা প্রদান____________________________________________________________...
30/11/2022

পাইকগাছায় সংবাদ সম্মেলনকে ঘিরে
ইটভাটা মালিকের ব্যাখ্যা প্রদান
___________________________________________________________________________
পাইকগাছার গদাইপুরের পুরাইকাটিতে মনিরুল-আছাদুল সরদার গংদের হাত থেকে ইটভাটা উদ্ধার সংক্রান্ত সংবাদ সম্মেলনের জেরে মেসার্স ফাইভ স্টার ব্রিকস কর্তৃপক্ষ নানান প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ইটভাটার স্বত্বাধিকারী এ্যাডঃ এসএম মুজিবর রহমান জানান, সাবেক ইটভাটা মালিক শাহিনুর রহমানের স্ত্রী সোনালী বেগম সংবাদ সম্মেলনে আমাদের জড়িয়ে সম্পূর্ণ মিথ্যাচার করেছেন। লীজ এগ্রিমেন্ট এর তথ্য তুলে ধরে তিনি জানান, আমরা ইটভাটায় জমির মালিক লোকমান শেখ,রেজাউল শেখ,আঃ মজিদ শেখ সহ ৩২ জন জমির মালিকের কাছ থেকে ৩২৪৬/২১ দলিলে ১০ বছরের রেজিঃ ডিড নিয়েছি।অভিযোগ ছাড়াই হারীর টাকা পরিশোধ করে ফাইভস্টার ব্রিকসটি যৌথভাবে পরিচালনা করছি। এছাড়া আছাদুল সরদার,বদিউজ্জামান সহ সাইফুল্লাহ গংদের কাছ থেকে চুক্তি বা ডিড মূলে ভাটা ক্লিন,চিমনী,ডাম্ফার,মেশিনারী সহ মালামাল ক্রয় করে নিয়েছি। এসএম মুজিবর রহমান ও তার ব্যবসায়ী পাটনার মোঃ মিরাজুল ইসলাম,এসএম হাবিব রহমান জানান, আমরা আইন মেনে সবকিছু করেছি,কারোর সাথে বিশ্বাস ভঙ্গ হয়নি। বরঞ্চ সোনালী বেগমের স্বামী বহু মানুষের কাছে থেকে টাকা নিয়েও ইট বা ঋন পরিশোধ না করতে পেরে পুরাইকাটির আছাদুল, মনিরুল গংদের কাছে পুর্বে ভাটাটি বায়নাপত্র করে দেয়। শেষমেশ শাহিনুর পাওনাদের কোটি টাকার উর্ধে ঋন পরিশোধ করতে ব্যর্থ হওয়ার তার বিরুদ্ধে আদালতে মামলাও হয়েছে। তবে নাম প্রকাশ না শর্তে স্থানীয়রা জানান, এ ইটভাটা নিয়ে ইতোপূর্বে হামলা-মামলা,দখল-পাল্টা দখলের ইতিহাস রয়েছে।

পাইকগাছায় বহুমুখি সমিতির বার্ষিক সভায় বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন- এমপি বাবু_________________________________________...
30/11/2022

পাইকগাছায় বহুমুখি সমিতির বার্ষিক সভায়
বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন- এমপি বাবু
_________________________________________________________________________
পাইকগাছার দেলুটীর ঐতিহ্যবাহী জিরবুনিয়া গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভায় খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, গ্রাম পর্যায়ে একটি প্রতিষ্ঠান বা সমবায় সমিতি'র অর্থ সহয়তা নিয়ে একটি পরিবারের বা সমষ্টিগত উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন। এ জন্য তিনি বঙ্গবন্ধুর দর্শন ও সমবায়ে উন্নয়ন বিষয়ে মতামত তুলে ধরেন। বুধবার সকালে দ্বীজেন্দ্র নাথ মন্ডলের সভাপতিত্বে সমিতির মাঠে ২১ তম বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। সমিতির সভাপতি ভোলটন মন্ডলের পরিচালনায় তিনি আরোও বলেন, অনেক ক্ষেত্রে নেতৃত্বের দর্বলতা বা আর্থিক শৃঙ্খলার অভাবে বহু সম্ভবনাময় সমিতি'র কার্যক্রম স্থবির হয়ে পড়ার চিত্র লক্ষ্যকরা গেছে। এমপি বাবু বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র সরকারের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের সারিতে পৌঁছানো। এ জন্য মুক্তিযুদ্ধের লক্ষ্য ও উদ্দেশ্য সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূরনে সরকার নিরলশ ভাবে কাজ করছেন। তিনি দেলুটি সহ গোটা উপজেলায় চলমান উন্নয়ন কর্মকান্ডের সার্বিক চিত্র তুলে ধরে আগামী সংসদ নির্বাচনে বিএনপি-জামাতকে রাজনৈতিক ভাবে মোকাবেলার জন্য সর্বস্তরের মানুষ সহ দলীয় নেতা-কর্মী প্রতি আহবান জানান।
এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দীন ফিরোজ বুলু, প্যানেল মেয়র মাহবুবুর রহমান রঞ্জু,উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ বেনজির আহমেদ, ইউনিয়ন আ'লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নির্মল কান্তি মন্ডল, সহকারী অধ্যাপক মোঃ ময়নুল ইসলাম। এ সময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সাবেক সদস্য এম এম আজিজুল হাকিম,আকরামুল ইসলাম,গৌতম রায়,পৌর কাউন্সিলর মোঃ গফ্ফার মোড়ল, দীপংকর মন্ডল, ইদ্রিস আলী,,উপজেলা সি পি পি কমান্ডার ও ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন,সাবেক যুবলীগের সদস্য নাজমা কামাল, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শেখ জুলি, ইউপি সদস্য কিংশুক রায়,সুকুমার কবিরাজ,রবীন্দ্রনাথ মন্ডল, বদিয়ার রহমান, বিনতা রানী সরকার,লক্ষী রানী মন্ডল, মেরী রানী মন্ডল, ফেরদাউস ঢালী,মোঃ বাবলু সরদার,বআবুল হোসেন গাজী, অবঃ প্রাপ্ত শিক্ষক জিতেন্দ্র নাথ ঢালী সহ সমিতির সহ সভাপতি বিপ্রজিত সরকার, সম্পাদক বাসুদেব কবিরার,সদস্য দিলীপ রায়,অনিমা মন্ডল, মনজুর শেখ, মৃঙ্গাঙ্ক বিশ্বাস,ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, সমিতি ম্যানেজার অজয় বিশ্বাস অনেকে।

পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের  বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ লতা ইউনিয়ন শাখার উদ্যোগে সম্মেলন উপলক্ষ্যে বুধবার সকাল ১১ টায় ল...
30/11/2022

পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ লতা ইউনিয়ন শাখার উদ্যোগে সম্মেলন উপলক্ষ্যে বুধবার সকাল ১১ টায় লতা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে লতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সনজিত সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু কাজল কান্তি বিশ্বাস, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শিবানন্দ রায়,পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসারুল ইসলাম বাচ্চু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হাওলাদার, আওয়ামী লীগ নেতা দীনেশ তরফদার, হাসান সরদার, নূর মোহাম্মদ গাজী, তারক রায়, বিপুল বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগ নেতা, বিদ্যুৎ মন্ডল, পলাশ বাছাড়, অনিন্দ্য কিশোর রায়, সুজন মন্ডল, ফারুক সানা, লিটন শেখ, সাব্বির হাওলাদার, সুজন ঢালী,প্রভাষ রায়, জয় খা, ইলিয়াস হোসেন রাজু,ইউনিয়ন ছাত্রলীগ নেতা অমৃত লাল সরকার, সবাই সকলের সম্মতিক্রমে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় ।
আহবায়ক গৌতম রায়, যুগ্ন আহবায়ক বিদ্যুৎ মন্ডল, যুগ্ন আহবায়ক পলাশ বাছাড়,
সদস্য সচিব সনজিত সরকার সহ কমিটির নবনির্বাচিত সকল নেতানেত্রী বৃন্দ।

দুদক রাঘববোয়ালদের নয়, শুধু চুনোপুঁটিদের ধরতে ব্যস্ত : হাইকোর্ট____________________________________________দুর্নীতি দমন ক...
27/11/2022

দুদক রাঘববোয়ালদের নয়, শুধু চুনোপুঁটিদের ধরতে ব্যস্ত : হাইকোর্ট
____________________________________________

দুর্নীতি দমন কমিশনকে (দুদক) উদ্দেশ্য করে হাইকোর্ট বলেছেন, ঋণখেলাপিরা আইনের চেয়ে শক্তিশালী নয়। তাহলে ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন। হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে খেলাপি হচ্ছে, আপনারা ধরছেন না কেন? যারা বড় বড় ঋণখেলাপি তারা কি বিচারের ঊর্ধ্বে থাকবে? যারা অর্থশালী তারা কি ধরাছোঁয়ার বাইরে থাকবে? দুদক রাঘববোয়ালদের নয়, শুধু চুনোপুঁটিদের ধরতে ব্যস্ত বলেও মন্তব্য করেন আদালত।

রোববার (২৭ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

শাহজালাল ইসলামী ব্যাংক থেকে বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির মামলায় ব্যাংকটির সাবেক কর্মকর্তা এ এস এম হাসানুল কবিরের জামিন বাতিল চেয়ে আবেদনের শুনানির সময় আদালত এ মন্তব্য করেন। ২০১৩ সালে এই মামলা হয়। কিন্তু এতোদিনে মামলাটির তদন্ত শেষ না হওয়ায় আদালত অসন্তোষ প্রকাশ করেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী এম এ আজিজ খান।

বিস্তারত আসছে…

খুলনার কয়রা উপজেলার সদরে দেও‌লিয়া বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শ‌নিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বাজারের ব্য...
26/11/2022

খুলনার কয়রা উপজেলার সদরে দেও‌লিয়া বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শ‌নিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বাজারের ব্যবসা‌য়ীদের ঘরে আগুন লাগে। প্রায় একঘন্টার চেষ্টায় কয়রা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের আনতে সক্ষম হন। উপজেলার দেউলিয়া বাজারে মাছের আড়তের জন্য রাখা ককসেটের দোকান থেকে সিগারেটের আগুনে সূত্রপাত হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকানীগণ জানান। আগুনে সাতটি দোকান ও একটি বসতঘর পুরোপুরি ভস্মীভূত হয়েছে।এঘটনায় আনুমানিক ত্রিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণ করা হচ্ছে।...

খুলনার কয়রা উপজেলার সদরে দেও‌লিয়া বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শ‌নিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বাজ...

চলছে পাইকগাছা-কয়রা-খুলনা সড়কের উন্নয়ন কাজপাইকগাছা-কয়রা-খুলনা সড়কের উন্নয়ন কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ইতোমধ্যে হাট বাজার ...
23/11/2022

চলছে পাইকগাছা-কয়রা-খুলনা সড়কের উন্নয়ন কাজ

পাইকগাছা-কয়রা-খুলনা সড়কের উন্নয়ন কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ইতোমধ্যে হাট বাজার এলাকায় আরসিসি, নির্দিষ্ট স্থানে কালভার্ট নির্মাণ, কার্পেটিং, প্যালাসাইটিং, টু-ওয়াল ও রিটেইনিং ওয়াল সহ মাটির কাজ প্রায় সম্পন্ন হওয়ার পথে। উন্নয়ন কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাক সরলীকরণ।

এ কাজে প্রায় ৬ কিলোমিটার দৈর্ঘ্যরে ১৯ একর জমি অধিগ্রহণ করতে হবে। সড়ক ও জনপথ বিভাগ থেকে বুধবার ভূমি অধিগ্রহণের সম্ভাবতা যাচাই, ভিডিও ও স্থিরচিত্র ধারণ করা হয়। উল্লেখ্য, পাইকগাছা ও কয়রা সহ পাশ^বর্তী এলাকার কয়েক লাখ মানুষের জেলা শহর খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের একমাত্র অন্যতম সড়ক হচ্ছে পাইকগাছা-কয়রা-খুলনা সড়ক।

কয়রা থেকে পাইকগাছা হয়ে বেতগ্রাম (আঠারোমাইল) পর্যন্ত ৬৪ কিলোমিটার সড়ক এক সময় অত্র এলাকার মানুষের ভোগান্তির অন্যতম কারণ ছিল। সড়কটি দীর্ঘদিন সংস্কার না করার ফলে মরণ ফাঁদে পরিণত হয়। প্রয়াত সংসদ সদস্য আলহাজ¦ এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক সড়কটি উন্নয়ন করলেও সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য বাক এবং সড়কের যথাযথ উন্নয়ন না করায় এর প্রকৃত সুফল থেকে বঞ্চিত ছিল অত্র এলাকার মানুষ। অবশেষে বর্তমান সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু’র ঐকান্তিক প্রচেষ্টায় বাক সরলীকরণ করা সহ সড়কটির উন্নয়নে সাড়ে ৩শ কোটি টাকা বরাদ্দ হয়।

যার মধ্যে হাট-বাজার এলাকায় রয়েছে আরসিসি করণ, সমস্ত রাস্তা দুই লেয়ার বিশিষ্ট কার্পেটিং, ৩৪টি বাক সরলীকরণ, প্যালাসাইটিং, ২৩টি কালভার্ট, টু-ওয়াল, রিটেইনিং ওয়াল ও মাটির কাজ অন্যতম। উন্নয়ন কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ। বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ বিভাগ। ইতোমধ্যে বাক সরলীকরণ ছাড়া অন্যান্য কাজ প্রায় সম্পন্ন হওয়ার পথে। সড়কের দৃশ্যমান এ উন্নয়ন এলাকার মানুষকে মুগ্ধ করছে। আগামী ডিসেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

যদিও উল্লেখিত সড়কটি আঞ্চলিক মহাসড়কে রূপান্তরিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তা না হলে হয়তো প্রকল্পের মেয়াদ পুনরায় বাড়াতে হবে। সড়কের বিভিন্ন স্থানে অগণিত বাক থাকায় প্রায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সরলীকরণ কাজ সম্পন্ন হলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে বলে জানিয়েছেন নিরাপদ সড়ক চাই সংগঠনের নেতৃবৃন্দ। প্রায় ৬ কিলোমিটার দৈর্ঘ্যরে ৩৪টি বাক সরলীকরণে ১৯ একর ভূমি অধিগ্রহণের জন্য বরাদ্দ রয়েছে ৭২ কোটি টাকা। বুধবার সকালে প্রকল্প এলাকা পরিদর্শন করে বাক সরলীকরণের প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণের সম্ভাবতা যাচাই, ভিডিও ও স্থিরচিত্র ধারণ প্রক্রিয়া সম্পন্ন করেন সড়ক ও জনপথ বিভাগ।

এ সময় উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিছুজ্জামান মাসুদ, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, উপ-বিভাগীয় প্রকৌশলী প্রসেনজিৎ পাল, উপ-সহকারী প্রকৌশলী আজিম কাওছার, শামীম আহসান, সার্ভেয়ার আবুল বাশার ও আব্দুল হালিম। সড়কের সম্পূর্ণ উন্নয়ন কাজ সম্পন্ন হলে এটিই হবে অত্র এলাকার মানুষের স্বপ্নের সড়ক এমনটাই জানিয়েছেন অত্র সড়ক উন্নয়ন কাজের রূপকার স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু।

পাইকগাছায় আদালতের নির্দেশ অমান্য করায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সাবেক যুবলীগ নেতা সহ ৬ জনের নামে আদালতে মামলা- ...
22/11/2022

পাইকগাছায় আদালতের নির্দেশ অমান্য করায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সাবেক যুবলীগ নেতা সহ ৬ জনের নামে আদালতে মামলা- পি বি আই তদন্তের আদেশ।
পাইকগাছায় ১৪৪ ধারা মামলার নোটিশ অমান্য করে পৌর সদরস্থ সরকারী কলেজের পাশ্বে পাঁকা প্রাচির নির্মান কাজ এর অভিযোগে আদালতে মামলা হয়েছে। পৌরসভার ১নং ওয়ার্ড বাসিন্দা গোপালপুরের মৃতঃ সুলতান গাজীর ছেলে ব্যবসায়ী আল মুনসুর গাজী বাদী হয়ে ২১ নভেম্বর পাইকগাছার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি করেছেন। বিজ্ঞ আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়ে আগামী ২২-১-২৩ তারিখে মামলার শুনানীর দিন ধার্য করেছেন। এ মামলায় আসামী করা হয়েছে হাল সাং সরল ৪ নং ওয়ার্ড ও আশাশুনির গুনারাকাটির মৃতঃ আমিনউদ্দীনের দু'ছেলে ব্যবসায়ী মোঃ আমিন উল্লাহ আজিজ ও হামিদ উল্ল্যাহ আজিজ,আমিন উল্লাহর ছেলে মোঃ আবির হোসেন সহ পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফায়মিন সরদার,সাবেক উপজেলা যুবলীগ নেতা পুরাইকাঠির বাসিন্দা শেখ মাসুদুর রহমান মাসুদ সহ অনেকে। এ মামলার বাদী মোঃ আল মুনসুরের বক্তব্য আমি ক্রয়সুত্রে বাতিখালীস্থ পাইকগাছা সরকারি কলেজের কাছে এসএ,৭৩৩,৭৩৪,৭৩৫ সহ বিভিন্ন দাগ ও সর্বশেষ বি,আর,এস ৩৩০ খতিয়ানের ৯৪৩ দাগে পর-পর দুটি কোবলা দলিলে ২ কাটার বেশি জমি ক্রয় করে ভোগদখলে রয়েছি। এ জমির স্বত্ত্ব নিয়ে প্রতিপক্ষ মোঃ আমিন উল্লাহ আজিজ গংদের সাথে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বহু সালিশী সভা হলেও কোন মিমাংসা হয়নি। বাদীর অভিযোগ সর্বশেষ নির্বাহী কোর্ট আমি ১৪৪ ধারার মামলা করলেও পেশিশক্তি বলে প্রতিপক্ষ নিজেরা সহ বহিরাগত সাবেক উপজেলা যুবলীগ নেতা শেখ মাসুদুর রহমান মাসুদ ও পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিন সরদার নেতৃত্বে আদালতে নির্দেশ অমান্য করে প্রাচির নির্মান কাজ শুরু করে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নির্মান কাজ বন্দ করে দেন। এ বিষয়ে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, জমি নিয়ে দু'পক্ষের মধ্যে বিরোধ দীর্ঘদিনর। কোন পক্ষ আদালতের নির্দেশ অমান্য করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।

সেনেগালকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু নেদারল্যান্ডসের।হাড্ডাহাড্ডি কিংবা চোখে চোখ রেখে লড়াই যাই বলা হোক না কেন, নেদারল্যান...
22/11/2022

সেনেগালকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু নেদারল্যান্ডসের।

হাড্ডাহাড্ডি কিংবা চোখে চোখ রেখে লড়াই যাই বলা হোক না কেন, নেদারল্যান্ডসের বিপক্ষে সেই কাজটিই করেছে ফিফা র‌্যাঙ্কিংয়ে প্রতিপক্ষের চেয়ে ১০ ধাপ পিছিয়ে থাকা সেনেগাল। খেলা দেখে মনেই হয়নি ডাচরা ৮- এ আর সেনেগাল র‌্যাঙ্কিংয়ের ১৮-তে আছে। বিশ্বকাপ একদিন আগে শুরু হলেও পুরো আমেজটা যেন পাওয়া গেল এই ম্যাচ দিয়ে। দিনের দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে পরাজয় নিয়ে মাঠ ছাড়ল সাদিও মানেবিহীন সেনেগাল। ডাচদের জয় ২-০ ব্যবধানে। দলে পক্ষে একটি করে গোল করেন কোডি গাপকো ও ড্যাভি ক্লাসেন।

কাতারের আল থুমামা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচটি বেশ উত্তেজনা ছড়িয়েছে। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও দারুণ খেলা উপহার দিয়েছে দুই দল। বল দখলে দুদলই প্রায় সমানতালে খেলেছে। বড় দলের তকমা পাওয়া ডাচরা একটু আধিপত্য দেখালে পরক্ষণেই লাইমলাইটে চলে এসেছে সাদিও মানেহীন অ্যালিও সিসের শিষ্যরা। চোটে বিশ্বকাপ থেকে সাদিও মানে ছিটকে না গেলে হয়তো ম্যাচের ফল অন্য রকমই হতে পারত।

পুরো সময়ের ৪৬ শতাংশ সময় নিজেদের কাছে বল রাখতে সক্ষম হয়েছে তুলনামূলক কম শক্তিশালী দল সেনেগাল। অপরদিকে ম্যাচের ৫৪ শতাংশ সময় নিজেদের কাছে বল রেখেছে নেদারল্যান্ডসের ফুটবলাররা।

এদিকে ম্যাচ হারলেও আক্রমণের ধার বেশি ছিল আফ্রিকান দলটির। পুরো ম্যাচে প্রতিপক্ষের গোলবার বরাবর মোট চারটি শট নিয়েছে তারা। কিন্তু পায়নি কোনো গোলের দেখা। অন্যদিকে সেনেগালের গোলবারে মোট তিনটি অনটার্গেট শট ছিল ডাচ বাহিনীর। আর তাতেই এসেছে দুটি গোলটি।

দলের সবচেয়ে বড় তারকা সাদিও মানেকে ছাড়া খেলতে নামা সেনেগাল ম্যাচের শুরু থেকেই ছিল আত্মবিশ্বাসী। লড়েছে বীরের বেশে। ম্যাচের চতুর্থ মিনিটেই পিএসভির মিডফিল্ডার গাকপোর করা ব্যাকহিল থেকে বারউনের শট সেনেগালের ডিফেন্স ব্লক করে দেয়। ম্যাচের ৯ মিনিটে বল পায়ে সেনেগালের সারের করা শট গোলবারের ওপর দিয়ে চলে যায়।

১৭ মিনিটে আবারো লাইমলাইটে গাকপো। তার বাড়ানো বলে ডেলে ব্লাইন্ডের হেড গোলবারে লেগে বাইরে চলে যায়। ১৯ মিনিটে সহজ সুযোগটি মিস করেন ডি ইয়ং। কর্নার থেকে ডি বক্সের ভেতর বল পেয়েও গোল করতে ব্যর্থ হন এই বার্সা মিডফিল্ডার। প্রথামর্ধ শেষ হয় গোলশূন্যতে।

দ্বিতীয়ার্ধের খেলায় দুদলই গোলের জন্য মরিয়া হয়ে উঠে। কিন্তু মিলছিল না গোলের দেখা। এক সময় মনে হচ্ছিলো গোলশূন্যতেই শেষ হবে ম্যাচ। কিন্তু খেলার নাটকীয়তা তখনও বাকি। খেলার ৮৪তম মিনিটে ডি ইয়ংয়ের দেয়া লম্বা পাসে হেড করে সেনেগালের জালে বল পাঠান কোডি গাপকো। লিড নেয় ডাচরা। এরপর যোগ করা সময়ে ড্যাভি ক্লাসেন গোল করলে ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে নেদারল্যান্ডস।

জঙ্গি ছিনতাই: সারাদেশে রেড অ্যালার্টঢাকার আদালত থেকে পুলিশের চোখে স্প্রে করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবির দুই সদস্যকে ছিনিয়...
21/11/2022

জঙ্গি ছিনতাই: সারাদেশে রেড অ্যালার্ট

ঢাকার আদালত থেকে পুলিশের চোখে স্প্রে করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবির দুই সদস্যকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রোববার বিকেলে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আদালত থেকে পালিয়ে যাওয়া দুই জঙ্গি সদস্যদের শিগগির গ্রেপ্তার করা সম্ভব হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোর্টে কয়েকজন জঙ্গি যাদের আমরা গ্রেপ্তার করেছিলাম, আমি যতটুকু জানি আদালত তাদের ফাঁসির আদেশ দিয়েছেন। আনসারুল্লাহ বাংলা টিমের দুজন ছিল; একজন আবু সিদ্দিক ওরফে সোহেল ওরফে সাকিব, অন্যজন মাইনুল হাসান শামীম, দুজনই দণ্ডপ্রাপ্ত আসামি। তাদের নিয়ে এসে কোর্ট হাজতে রাখা হয়। বিচারকের সামনে হাজিরা শেষে আবার যখন তাদের নির্দিষ্ট রুমে নিয়ে যাচ্ছিল তখন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কেমিক্যাল ছুড়ে অজ্ঞান করে কয়েকজন সমর্থক তাদের নিয়ে পালিয়ে যায়। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমরা রেড অ্যালার্ট জারি করেছি। আমাদের পুলিশ হন্যে হয়ে খুঁজছে তাদের। শিগগির তাদের ধরতে পারবো বলে আমরা বিশ্বাস করি।

তিনি আরও বলেন, কী স্প্রে দিয়েছে, কারা দিয়েছে সবগুলো বিষয় বলতে আমাদের আরেকটু সময় লাগবে। তদন্ত করে আমরা বলবো।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বর্ডার এলাকাগুলোতেও বলে দিয়েছি। তারা যেন আমাদের দেশ থেকে পালিয়ে যেতে না পারে। এই ঘটনাটি দুঃখজনক। যদি কারও অবহেলা থাকে, গাফিলতি থাকে, যদি কেউ ইচ্ছা করে এই কাজটি করে থাকেন তার উপযুক্ত ব্যবস্থা আমরা গ্রহণ করবো। নিশ্চয়ই আমরা তদন্ত কমিটি করবো, সেই অনুযায়ী ব্যবস্থা নেব।

দুই জঙ্গির পলায়ন : ২০ জনের বিরুদ্ধে মামলা।পুলিশের চোখে স্প্রে মেরে দুই আসামি  জেএমবি সদস্য মঈনুল ও আবু সিদ্দিককে ছিনিয়ে ...
20/11/2022

দুই জঙ্গির পলায়ন : ২০ জনের বিরুদ্ধে মামলা।

পুলিশের চোখে স্প্রে মেরে দুই আসামি জেএমবি সদস্য মঈনুল ও আবু সিদ্দিককে ছিনিয়ে নেওয়ার ঘটনায় রাজধানীর কোতোয়ালী থানায় ২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

জাগৃতী প্রকাশনার স্বত্বাধিকারী দীপন হত্যা মামলার ওই দুই আসামি রবিবার দুপুরে ঢাকার আদালতের সামনে থেকে পালিয়ে যান। পুলিশের চোখে স্প্রে মেরে দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যান তাদের সহযোগীরা।
দুই পলাতককে ধরতে ইতোমধ্যে পুরস্কার ঘোষণা করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলার আজ তাদের বিচার শুরুর কথা ছিল।

এ ঘটনায় আহত কনস্টেবল নুরে আজাদকে চিকিৎসার জন্য জাতীয় চক্ষু হাসপাতাল আগারগাঁও পাঠানো হয়েছে। এর আগে তাকে ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল ভর্তি করা হয়। দুই পলাতককে ধরতে রাজধানীর বিভিন্ন জায়গায় পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।

কুমারখালীতে  কৃষক  হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‍্যাব-১২, জালে আটক।__________________________________...
17/11/2022

কুমারখালীতে কৃষক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‍্যাব-১২, জালে আটক।
________________________________________________
“বাংলাদেশ আমার অহংকার” এই শ্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র‌্যাব।

গত ১১ জুন ২০০৭ সালে রাত আনুমানিক সাড়ে দশটার সময় কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার মাঝগ্রামের রেজাউলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে একই গ্রামের উজ্জল শেখ ও তার অপর চার ভাই আব্দুল গফুর শেখ, জালাল উদ্দিন শেখ, সেজ্জাত প্রকাশ শেখ ও সুজন শেখ, সর্বপিতা-রহমত শেখ, সাং-মাঝগ্রাম, থানা-কুমারখালি, জেলা-কুষ্টিয়া। নিহত রেজাউল এর সাথে আসামিদের কৃষি মাঠে সেচযন্ত্র্র পরিচালনা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে উক্ত হত্যাকান্ড ঘটে বলে জানা যায়।

উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহতের মামা আফিল উদ্দিন বাদী হয়ে কুমারখালী থানায় ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-১১, তারিখ-১২/০৬/২০০৭, ধারা ৩০২/৩৪, পেনাল কোড-১৮৬০, জিআর নং-১১৩/০৭। মামলার বিচারিক কার্যক্রম শেষে ৩১ অক্টোবর ২০২২ তারিখ কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিজ্ঞ বিচারক আসামিদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদন্ড এবং ২৫,০০০/-টাকা জরিমানা করে রায় প্রদান করেন।

রায় ঘোষণার সময় দুই জন আসামি আব্দুল গফুর শেখ ও জালাল উদ্দিন শেখ আদালতে উপস্থিত ছিলেন। অপর তিন আসামি উজ্জল, সেজ্জাত ও সুজন মামলা দায়ের হওয়ার পর থেকেই পলাতক ছিল। পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারের ব্যাপারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প, র‌্যাব-১২’র অভিযানে গত রাত ১১.০০ ঘটিকায় গাজীপুর জেলার জয়দেবপুর এলাকা হতে উক্ত হত্যা মামলার ১নং পলাতক আসামি উজ্জল শেখ (৫১), পিতা-মৃত রহমত শেখ, সাং-মাঝগ্রাম, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া’কে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করা হয়।

Address

Paikgacha
9280

Alerts

Be the first to know and let us send you an email when Paikgacha News Bangla 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Paikgacha News Bangla 24:

Share

Nearby media companies



You may also like