সহীহ হাদীস এর বাণী

সহীহ হাদীস এর বাণী আমি মুসলিম চির রণবীর মড়নকে করিনা ভয়
আমি মড়লে শহীদ বাঁচলে গাঁজি আমার উভয় সমান
(4)

04/10/2024

BF মানে ধর্ষক
GF মানে পতিতা

মুরুব্বি মুরুব্বি কথা ক্লিয়ার নাকি
ভেজাল আছে?

25/09/2024

তেরা মেরা রিশতা কিয়্যা
লা ইলাহা ইল্লাল্লাহ্!🤍

23/09/2024

হজে যাওয়া নিয়ে যারা ব্যবসা করে মিথ্যা বলে
চিটারি করে তারা মুসলমান হতে পারেনা তারা টাটকা কাফের

17/09/2024

হিন্দু ও সুন্নিদের মধ্যে পার্থক্য হল এই হিন্দুরা মন্দিরে গিয়ে সেজদা করে সুন্নিরা মাজারে গিয়ে সেজদা করে হিন্দুদের আছে লক্ষ লক্ষ মা সুন্নিদের আছে বাবা হিন্দুদের আছে দুর্গা সুন্নিদের আছে দরগা হিন্দুদের আছে ঠাকুর এদের আছে পীর বাবা হিন্দুরা করে বার্ষিক প্রজা করে সুন্নিরা করে বার্ষিক ওরশ হিন্দুরা বলে জয় বাবা সুন্নিরা বলে খাজা বাবা হিন্দুরা নাচে মূর্তির সামনে সন্নিরা নাচে কবরের সামনে হিন্দুদের আছে প্রসাদ সুন্নিদের তবারক ও তবারক দুর্গাপূজা আর দরগা পূজা এই দুইটা সেরেক শেরেক কোনটা বেশ কম নয় আল্লাহ এদেরকে সঠিক বুঝ ও হেদায়েত দান করুন আমাদেরকেও আল্লাহ তায়ালা সঠিক পথে সালার তৌফিক দান করুন আমিন

07/09/2024

চলুন এবার আমরা দেখবো নাজদী কারা?
আব্দুল্লাহ বিন উমার (রাঃ) থেকে বর্ণিত
اللهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا، اللهُمَّ بَارِكْ فِي يَمَنِنَا» فَقَالَهَا مِرَارًا فَلَمَّا كَانَ فِي الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ، قَالُوا: يَا رَسُولَ اللهِ وَفِي عِرَاقِنَا قَالَ: «إِنَّ بِهَا الزَّلَازِلَ، وَالْفِتَنَ، وَبِهَا يَطْلُعُ قَرْنُ الشَّيْطَانِ
রাসূল (সাঃ) বলেছেন, হে আল্লাহ আমাদের জন্য শামে বরকত দাও, হে আল্লাহ আমাদের জন্য ইয়ামানে বরকত দাও, তিনি এই কথা তিন অথবা চার বার বললেন, এক ব্যাক্তি বলল, হে আল্লাহর রাসূল আমাদের ইরাকের জন্যও দুআ করুন, রাসূল (সাঃ) বললেন, সেখানে তো ভূমিকম্প এবং ফিতনা ফ্যাসাদ হবে, এবং সেখান থেকেই শয়তানের শিং উদিত হবে
(المعجم الكبير للطبراني، ١٢/٣٨٤، ح، ١٣٤٢٢، المعرفة والتاريخ للفسوي، ٢/٧٤٧، حلية الأولياء لأبي نعيم الأصبهاني، ٦/١٣٣، مسند البزار، ١٢/٢٠٢، ح، ٥٨٨١)
এই হাদীসে দ্বারা স্পষ্ট বোঝা গেলো নাজদী হচ্ছে ঈরাক কুফাবাসী, আর হানাফী মাযহাব এসেছে ঈরাক কুফা থেকে, তো প্রমানিত হল আসল নাজদী হানাফীরা।

26/08/2024

ত্রাণ দেয়ার নামে বন্যা ট্যুর? এদের কি একটুও লজ্জা নাই???
🇧🇩

আপনারা শরিক হতে চাইলে: 🔰Nibras Tran Tahbil Fund A/C: 2050 1130 2043 67903 Islami Bank Bangladesh limited, Rajshahi Branc...
25/08/2024

আপনারা শরিক হতে চাইলে:
🔰Nibras Tran Tahbil Fund
A/C: 2050 1130 2043 67903
Islami Bank Bangladesh limited, Rajshahi Branch.

🔰Al Jamiah As Salafiya Zakat Fund
A/C: 2050 1130 2043 67417
Islami Bank, Rajshahi Branch

📌 বিদেশ থেকে টাকা পাঠানোর ঠিকানা;
আল-আরাফাহ ইসলামী ব্যাংক, রাজশাহী শাখা।
হিসাব নং- 0071120004027

📌 বিদেশ থেকে পেপ্যাল একাউন্ট এর মাধ্যমে টাকা পাঠানোর লিংক;
➡️ https://www.paypal.me/nabilomil

🔰 মোবাইল ব্যাংকিং:
📌 নগদ পার্সোনাল
📲 01717-088967

📌 বিকাশ পার্সোনাল
📲 01773-925235

📌 নগদ মার্চেন্ট পেমেন্ট নাম্বার
📲 01958-153720

📌 বিকাশ এজেন্ট ক্যাশ আউট নাম্বার
📲 01904-122546

📌 বিকাশ পেমেন্ট
📲 01974-088967

📌 রকেট পার্সোনাল
📲 01835-984648-7

☎️যোগাযোগ:
📲 +8801717-088967 (WhatsApp)(নগদ)
📲 01773-925235 (বিকাশ)

25/08/2024

সালাফি ও আহলুল হাদিস ভাই/বোনদের প্রতি:

বর্তমান পরিস্থিতিতে আমাদের সালাফি/আহলুল হাদিস বা সহিহ আকিদার আলেম এবং সংগঠনগুলো নিরলসভাবে ত্রাণ তৎপরতায় লিপ্ত রয়েছে। আলহামদুলিল্লাহ।

তাই আমাদের উচিত, তাদেরকেই প্রমোট ও সহযোগিতা করা। কারণ এটা শুধু ত্রাণ নয়। ত্রাণ এবং দাওয়াত উভয়টা।
কোন নন সালাফি আকিদার ধারক-বাহক প্রতিষ্ঠান বা ব্যক্তিকে এ ক্ষেত্রে প্রমোট করা হলে মানুষ তাদের প্রতি ঝুঁকে পড়বে-এতে কোন সন্দেহ নেই।
সুতরাং যে কোনো নন সালাফি ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রমোট করলো সে মূলত ভেজালযুক্ত মানহাজের দিকেই মানুষকে টেনে নিতে সাহায্য করল। যেটা মোটেও উচিত নয়।
অতএব সর্বক্ষেত্রে আবেগ নয়; বিবেককে কাজে লাগাতে হবে এবং আরো দূরদর্শিতার সাথে কাজ করতে হবে।
কেউ হয়তো এটিকে 'সংকীর্ণতা' ভাবতে পারেন। কিন্তু বিশুদ্ধ আকিদা-মানহাজ-এর উপরে চলতে হলে সাবধানে পা ফেলা জরুরি। অন্যথায় নিজেই কখন যে ভ্রান্ত আকিদা-মানহাজে জড়িয়ে পড়বেন তার কোন নিশ্চয়তা নেই।
আল্লাহ সবাইকে তৌফিক দিন। আমিন।
- আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল

14/08/2024

পথ ভ্রষ্টরা মন্দিরে আক্রমণ না করে যদি, মাজার খানকাহ গুলো ভেঙে গুড়িয়ে দিতো তবুও জাতির উপকার ও সমর্থন পেতো।

14/08/2024

“রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল”
“বাংলা যখন পুড়ছিল, থুথু আদনান তখন পড়ালেখা করছিল”
🤣🤣🤣

14/08/2024

🇧🇩বাংলাদেশে শেখ হাসিনাকে জান্নাতি মহিলা হিসেবে ঘোষণা করেন কারা..?
১.হানাফী
২.শাফেয়ী
৩.মালেকী
৪.হাম্ফলী

14/08/2024

কওমী জননী নাকি এখন ভারতের
দারুল উলুম দেওবন্দের ছাত্রী
🤣🤣🤣🤣
কথা কি সত্য..?

14/08/2024

আমার বিশ্বাস🙄 আজ আবু ত্বহা আদনান হুজুর বেঁচে থাকলে আবু সাইদ ভাই'য়ের আগে ওনাকেই পুলিশের গুলির সামনে বুক পেতে দিতে দেখা যেতো

14/08/2024

আহা আজ যদি আবু ত্বহা আদনান হুজুর বেঁচে থাকতো
তাহলে এই আন্দোলনে সবার সামনের কাতারে ব্যনার হাতে ওনাকে দেখা যেতো

যেই সহিহ হাদীস মোতাবেক কওমী হানাফীদের জননী হাসিনা গণহত্যা চালিয়েছে।
14/08/2024

যেই সহিহ হাদীস মোতাবেক কওমী হানাফীদের জননী হাসিনা গণহত্যা চালিয়েছে।

14/08/2024

যারা ইসলামের দাবীদার তারাও দেখি জাহিলি শোক দিবস পালন করছে। 😢 ব্যাটা ওমার(রা.)এর শোক দিবস কবে?🫵

14/08/2024

১৫ ই আগস্ট একজনের মৃত্যু দিবস একজনের জন্ম দিবস উভয়টা ইসলাম সমর্থন করে না
তাই জন্ম দিবস মৃত্যু দিবস
দুটাই যেন বাংলাদেশের পালন করা না হয়

|| অনেক যুবকরা ভাবছে উনি ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল, || অনেক যুবকরা ভাবছে উনি জেলে আছে|| অনেকেই মনে করছে উনি আহত হয়...
14/08/2024

|| অনেক যুবকরা ভাবছে উনি ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল,
|| অনেক যুবকরা ভাবছে উনি জেলে আছে
|| অনেকেই মনে করছে উনি আহত হয়ে হসপিটালের বেডে শুয়ে আছে
|| কিন্তু না উনি এখন পড়ালেখা নিয়ে ব্যস্ত আছে
|| আন্দোলনের সময় উনি পড়ালেখা নিয়ে ব্যস্ত উনার পড়া লেখার সময় চলে যাচ্ছে উনি বড় আলিম হবেন বড় ডিগ্রী অর্জন করবেন সেই জন্য ব্যস্ত
|| এদের একটা স্লোগান আছে জিহাদ জিহাদ জিহাদ চাই,কিন্তু জিহাদ শুরু হলে আমি নাই
|| নিজের দেশের শত শত মানুষ মারা যাচ্ছে পুলিশের গুলিতে স্বৈরাচারী শাসক জনগণের উপরে গুলি করার নির্দেশ দিয়েছে কিন্তু উনি পড়ালেখা নিয়ে ব্যস্ত
|| উনার শুধুমাত্র মুখের জোর আছে আর কিছুই নেই
|| কথাগুলো বলতাম না শুধুমাত্র ছাত্রদের ভুল ধারণার কারণে কথাগুলো বলা কত মানুষ স্ট্যাটাসের মাধ্যমে দোয়া করতেছে কিন্তু উনি শুকে শান্তিতেই আছেন
|| একটা কথা মনে রাখার প্রয়োজন যেই ছেলেটি তার বউয়ের ভয়ে আত্মগোপন করে সে তো অবশ্যই ভীতু

Address

Pabna

Telephone

+6588047257

Website

Alerts

Be the first to know and let us send you an email when সহীহ হাদীস এর বাণী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সহীহ হাদীস এর বাণী:

Videos

Share

Category