Khondokar Tech

Khondokar Tech টেক সম্পর্কিত তথ্য পেতে "Khondokar Tech" পেজটি Like or Follow দিয়ে রাখুন, ধন্যবাদ।

09/08/2024

শুক্র ও শনিবার ফ্রী ইন্টারনেট দিয়েছে গ্ৰামীণফোন !
ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা ।

11/04/2024

🌛 EiD MubaraK 🌜
Everyone
🎆

এই মাত্র যারা ঘুম থেকে উঠলেন তাদের প্রত্যেককে জানাইশুভ সকাল। আজ রবিবার ১৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রীষ্টাব্দ০৩রা জমাদিউস সানি, ...
17/12/2023

এই মাত্র যারা ঘুম থেকে উঠলেন তাদের প্রত্যেককে জানাই
শুভ সকাল।
আজ রবিবার
১৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রীষ্টাব্দ
০৩রা জমাদিউস সানি, ১৪৪৫ হিজরী
০২রা পৌষ, ১৪৩০ বাংলা
এখন শীতকাল !

প্রকৃতিতে চলছে ঋতুরাজ বসন্ত!সবাইকে বসন্তের শুভেচ্ছা 🥀🌹❣️
16/02/2023

প্রকৃতিতে চলছে ঋতুরাজ বসন্ত!
সবাইকে বসন্তের শুভেচ্ছা 🥀🌹❣️

28/12/2022

📱
জানুয়ারী ২০২৩ এ বন্ধ হচ্ছে 3G সেবা।

30/10/2022

BTRC এর দেওয়া " বিশেষ বিজ্ঞপ্তি " নিম্নে দেওয়া হলঃ

সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী একজন গ্রাহক তার সকল জাতীয় পরিচিতি (NID, SNID, ড্রাইভিং লাইসেন্স, জন্মনিবন্ধন সনদ ও পাসপোর্ট) এর বিপরীতে সর্বোচ্চ মোট ১৫টি সিম (সকল অপারেটর মিলিয়ে) নিবন্ধন করতে পারবেন।

বর্তমানে যেসকল গ্রাহকের নিবন্ধিত সিমের সংখ্যা ১৫টির অধিক রয়েছে, সেসকল গ্রাহকদেরকে তাদের পছন্দ অনুযায়ী ১৫ টি সিম রেখে অতিরিক্ত সিমসমূহ ডি-রেজিস্ট্রেশন/অনিবন্ধন করার জন্য আগামী ১৫ই নভেম্বর ২০২২-এর মধ্যে ১৫টিতে নামিয়ে আনার অনুরোধ জানানো হলো।

১৫ই নভেম্বর ২০২২-এর এর মধ্যে অতিরিক্ত সিম অনিবন্ধন/ডি-রেজিস্ট্রার করতে ব্যর্থ হলে, বিটিআরসি কর্তৃক দৈবচয়ন পদ্ধতিতে গ্রাহকের অতিরিক্ত সিম অনিবন্ধন করা হবে।

আপনার নিকটস্থ মোবাইলফোন অপারেটর এর কাস্টমার কেয়ারে গিয়ে ১৫ টির অতিরিক্ত সিম সংখ্যা ডি-রেজিস্ট্রেশন (অনিবন্ধন) সম্পন্ন করুন।

📱  স্মার্টফোন নিরাপদ রাখার কতিপয় টিপস 📱 স্মার্টফোন জীবনে গতি আনার পাশাপাশি বেশ জটিল করেছে জীবন ব্যবস্থাকে। আপাতদৃষ্টিতে...
26/09/2022

📱 স্মার্টফোন নিরাপদ রাখার কতিপয় টিপস 📱

স্মার্টফোন জীবনে গতি আনার পাশাপাশি বেশ জটিল করেছে জীবন ব্যবস্থাকে। আপাতদৃষ্টিতে স্মার্টফোন আপনার সহায়ক হলেও বাস্তবে এই ডিভাইসটি আপনার নিরাপত্তাহানির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এ ক্ষেত্রে একটু অসাবধান হলে আর্থিক ক্ষতির পাশাপাশি পেশা জীবন, সামাজিক জীবন এবং ব্যক্তিগত জীবনও ক্ষতিগ্রস্ত হতে পারে। স্মার্টফোন থেকে সবচেয়ে বেশি যে তথ্য পাচার হয়, তা আপনার ব্যক্তিগত তথ্য। এ কারণেই স্মার্টফোনকে নিরাপদ রাখতে আমাদের কিছু পরামর্শ।

👉 নিয়মিত আপডেট করুন : অনেকে ডেটা খরচ করার ভয়ে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম (ওএস) এবং অ্যাপস আপডেট করতে চান না। কিন্তু এটা হতে পারে ডিভাইস ও আপনার তথ্যের গোপনীয়তার জন্য মারাত্মক হুমকি স্বরূপ। বিভিন্ন সময় বিভিন্ন অপারেটিং সিস্টেম ও অ্যাপের কোডে ভুলত্রুটি ধরা পড়ে, যা সাইবার হামলাকারীরা লুফে নেয়। ডিভাইস নিয়মিত আপডেট করলে এই ভয় থেকে অনেকটাই মুক্ত থাকতে পারবেন। এছাড়া লেটেস্ট আপডেট অনেক নতুন ফিচারও নিয়ে আসে।

👉 ফোন সর্বদা লক করে রাখুন : অলসতার কারণে যারা নিজ ফোন লক না করেন এবং ফোনের মাই ডিভাইস সার্ভিস অ্যাকটিভেট না করেন তারা সবচেয়ে বেশি হতাশ হন যখন ফোনটি চুরি যায়। কেননা চোর কোনো কষ্ট ছাড়াই তখন আপনার ডিভাইসের সব নিয়ন্ত্রণ গ্রহণ করতে সক্ষম হয়। ফোন বারবার আনলক করার ঝামেলা থেকে মুক্তি পেতেই কাজটি করে থাকেন অনেকে। যা মোটেও উচিত নয়। বর্তমানে ফিঙ্গার প্রিন্ট ছাড়াও ফেস রিকগনিশনের মাধ্যমে অটো মোবাইল আনলক হয়ে যায়। এ ছাড়াও পূর্বের পিন, প্যাটার্ন এবং পাসওয়ার্ড লক তো থাকছেই। সুতরাং অলসতাকে পাশ কাটিয়ে ফোনটি লক করুন।

👉 শুধু অফিসিয়াল সোর্স থেকে অ্যাপ ডাউনলোড : আইফোনের ক্ষেত্রে এই সুযোগ না থাকলেও অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে অনেকেই ইউটিউব ভিডিও ডাউনলোড এবং অন্যান্য কারণে আন-অফিসিয়াল সোর্স থেকে অ্যাপ-ডাউনলোড করেন। অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ক্ষেত্রে অফিসিয়াল ও সবচেয়ে বিশ্বস্ত অ্যাপ-ডাউনলোডের স্থান হচ্ছে গুগল প্লে স্টোর। বাইরে থেকে ফাইল এনে ফোনে ইনস্টল করলে নিজের অজান্তেই ভাইরাসের কবলে পড়তে পারেন। অবশ্য গুগল প্লে থেকে কোনো অ্যাপ ডাউনলোডের আগেও সেটির রিভিউ এবং অ্যাপটি কতবার ইনস্টল করা হয়েছে তা দেখে নেওয়া উচিত। বর্তমানে অনেক ফোন অ্যাপে ম্যালওয়্যার রয়েছে, যা আপনার ফোন থেকে ব্যক্তিগত ডেটা চুরি করার জন্য ডিজাইন করা হয়েছে।

👉 এনক্রিপশন ব্যবহার করুন : অ্যান্ড্রয়েড ফোনের ইন্টারনাল ও এক্সটেন্ডেড স্টোরেজ পাসওয়ার্ড দিয়ে এনক্রিপ্ট করে রাখুন। তাহলে পাসওয়ার্ড ছাড়া অন্য কেউ কোনোভাবেই আপনার ফোনের কোনো ডেটা এক্সেস করতে পারবে না। এনক্রিপ্ট না করলে ফোনের মেমোরি কার্ড অথবা ইন্টারনাল স্টোরেজে থাকা তথ্য সহজেই বের করে আনা সম্ভব। এনক্রিপশন চালু করতে স্মার্টফোনের সেটিংসের সিক্যুরিটি সেকশন দেখুন।

👉 পাসওয়ার্ড ম্যানেজমেন্ট : অনেকেই ফোনের মধ্যে নোটস অ্যাপে বিভিন্ন অনলাইন সেবার ইউজার আইডি ও পাসওয়ার্ড লিখে রাখেন। এটা মারাত্মক ক্ষতিকর একটা অভ্যাস। এভাবে গোপনীয় ডেটা সংরক্ষণ করলে তা বেহাত হওয়ার বড় ধরনের আশঙ্কা থাকে। বরং কোনো পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ ব্যবহার করুন (যেমন লাস্টপাস)। অথবা গুগল ক্রোমেও পাসওয়ার্ড সেভ করা যায়, যা গুগলের সার্ভারে সুরক্ষিত রাখতে পারেন।

👉 অব্যবহৃত অ্যাপ আন-ইনস্টল করুন : যদি এমন হয়, আপনি একটি অ্যাপ ব্যবহার করছেন না, তাও এটি ফোনে ইনস্টল করা আছে, তাহলে সবচেয়ে ভালো হয় যদি আপনি অ্যাপটি রিমুভ করে ফেলেন। কারণ বিভিন্ন অ্যাপ আপনার ডিভাইসের বিভিন্ন পারমিশন চায়। যত কম অ্যাপ ইনস্টল করবেন, ডিভাইস হ্যাক হওয়ার ঝুঁকিও তত কম থাকবে।

👉 অপ্রয়োজনীয় কানেকশন বন্ধ রাখুন : যখন দরকার হচ্ছে না তখন ফোনের মোবাইল ডেটা, ওয়াইফাই, ব্লুটুথ এসব কানেকশন বন্ধ করে রাখুন। এগুলো যেমন আপনার ফোনের ব্যাটারি বাঁচাবে, তেমনি ব্লুটুথ ও ওয়াইফাই হ্যাকের ঝুঁকি থেকেও রক্ষা করবে। অনিরাপদ ওয়াইফাই ব্যবহার থেকে বিরত থাকুন।

👉 সর্বক্ষেত্রে নিজের ই-মেইল আইডি ব্যবহার করুন :
বর্তমানে দেশে এবং বিদেশে অনলাইন ব্যাংকিং বেশ জনপ্রিয়তা পাচ্ছে। পিসির মতো মোবাইল ডিভাইসেও যেকোনো সিকিউরিটি সল্যুশন ইনস্টল করার সময় নিজের ই-মেইল আইডি থেকে রেজিস্ট্রেশন করলে অনেক ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যাবে।

👉 নিশ্চিত করুন যে আপনি ব্লুটুথ ব্যবহার করার সময় সুরক্ষিত :
কিছু মানুষ ব্লুটুথের বিপদ বুঝতে পারে না। যদিও এই সুবিধাজনক ডিভাইস-পেয়ারিং প্রোটোকল আপনাকে ফাইল ট্রান্সফার বা ওয়্যারলেস ডিভাইস সংযুক্ত করার ক্ষেত্রে অনেক ঝামেলা থেকে বাঁচাতে পারে; কিন্তু এটি হ্যাকারদের জন্য আপনার ফোনে প্রবেশের একটি সহজ উপায় হতে পারে, যদি আপনি এটি দায়িত্বের সঙ্গে ব্যবহার না করেন।

১৫ অক্টোবর ২০২২ এর মধ্যে সিমের মালিকানা পরিবর্তন করুন, যদি আপনার ১৫টির অধিক সিম থাকে। অন্যথায় সিম বন্ধ হয়ে যাবে। Grame...
11/09/2022

১৫ অক্টোবর ২০২২ এর মধ্যে সিমের মালিকানা পরিবর্তন করুন, যদি আপনার ১৫টির অধিক সিম থাকে। অন্যথায় সিম বন্ধ হয়ে যাবে। Grameenphone পেজ থেকে নেয়া Screenshot দিলাম।

অধিক অপশন ও সুবিধা পেতে চাইলে Smartphone এর Apps গুলো Update আসলে, অবশ্যই আপডেট করে নিন।
03/09/2022

অধিক অপশন ও সুবিধা পেতে চাইলে Smartphone এর Apps গুলো Update আসলে, অবশ্যই আপডেট করে নিন।

এই মাত্র যারা ঘুম থেকে উঠলেন তাদের প্রত্যেককে জানাইশুভ সকাল। আজ শনিবার ২০শে আগস্ট, ২০২২ খ্রীষ্টাব্দ২১শে মহররম, ১৪৪৪ হিজর...
20/08/2022

এই মাত্র যারা ঘুম থেকে উঠলেন তাদের প্রত্যেককে জানাই
শুভ সকাল।
আজ শনিবার
২০শে আগস্ট, ২০২২ খ্রীষ্টাব্দ
২১শে মহররম, ১৪৪৪ হিজরী
০৫ই ভাদ্র, ১৪২৯ বাংলা
এখন শরৎকাল !

03/07/2022

Friend Request Sent এর তালিকা দেখুন।

২জুলাই থেকে গ্রামীণফোন নম্বরে ফ্লেক্সিলোডের মাধ্যমে সর্বনিম্ন ব্যালান্স রিচার্জ এমাউন্ট ২০টাকা। তবে স্ক্র্যাচ কার্ড এবং ...
01/07/2022

২জুলাই থেকে গ্রামীণফোন নম্বরে ফ্লেক্সিলোডের মাধ্যমে সর্বনিম্ন ব্যালান্স রিচার্জ এমাউন্ট ২০টাকা। তবে স্ক্র্যাচ কার্ড এবং ১৪টাকা ও ১৬টাকার মিনিট প্যাকগুলো আগের মতোই চালু থাকবে।

26/06/2022

Call & SMS Forwarding হচ্ছে কিনা, জানুন ও সমাধান করুন।

20/06/2022

🖥️ What is Windows? 🖥️

Windows হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত কম্পিউটার কোম্পানি Microsoft Corporation এর তৈরি একটি অত্যন্ত জনপ্রিয় System Software । ১৯৮৫ সালে সর্বপ্রথম উইন্ডোজ প্রোগ্ৰামটি বাজারজাত করেন। প্রোগ্ৰামটি ১৯৯৫ সালের আগস্ট মাসে Windows 95 হিসেবে আত্মপ্রকাশ করে। এরপর ১৯৯৮ সালে Windows 98 নতুন সংস্করণ হিসেবে বাজারজাত করেন। পর্যায়ক্রমে Windows 2000, Windows xp, Windows Vista, Windows 7, Windows 8, Windows 8.1, Windows 10, Windows 11 বাজারজাত করেন।

উইন্ডোজ হচ্ছে গ্ৰাফিক্যাল ইউজার ইন্টারফেস সমৃদ্ধ একটি Operating System. এটি এমন একটি অপারেটিং সিস্টেম যা একের মধ্যে সকল কাজের যোগান দেয়।

এই মাত্র যারা ঘুম থেকে উঠলেন তাদের প্রত্যেককে জানাইশুভ সকাল। আজ বুধবার১৫ জুন, ২০২২ খ্রীষ্টাব্দ১৪ জিলক্বদ, ১৪৪৩ হিজরী০১ আ...
15/06/2022

এই মাত্র যারা ঘুম থেকে উঠলেন তাদের প্রত্যেককে জানাই
শুভ সকাল।
আজ বুধবার
১৫ জুন, ২০২২ খ্রীষ্টাব্দ
১৪ জিলক্বদ, ১৪৪৩ হিজরী
০১ আষাঢ়, ১৪২৯ বাংলা
এখন বর্ষাকাল !

11/06/2022

✳️ Cut Paste ও Copy Paste কি? ✳️

Cut Paste : কাট পেস্ট হচ্ছে কোন লেখাকে স্থানান্তর করা অর্থাৎ Move করা। যতটুকু লেখাকে Cut Paste করার প্রয়োজন ততটুকু লেখাকে Select করতে হবে। Ctrl+X চাপতে হবে। যেখানে লেখাকে স্থানান্তর করা হবে সেখানে Cursor রাখতে হবে। Ctrl+V চাপতে হবে।

Copy Paste : কপি পেস্ট হচ্ছে কোন লেখাকে বার বার টাইপ না করে, একবার টাইপ করে সেই লেখাকে Select করে Ctrl+C চাপতে হবে। যেখানে Copy করা হবে সেখানে Cursor রাখতে হবে। Ctrl+V চাপতে হবে।

আমরা যে কম্পিউটার ব্যবহার করি তার নাম Digital Micro Desktop/Laptop Computer.
04/06/2022

আমরা যে কম্পিউটার ব্যবহার করি তার নাম Digital Micro Desktop/Laptop Computer.

28/05/2022

⌨️ কতিপয় গুরুত্বপূর্ণ বিজয় কী-বোর্ডের টাইপ ⌨️

যুক্তাক্ষর কী-বোর্ডে অবস্থান
↓↓↓ ↓↓↓
ক+ষ=ক্ষ J G, Shift+N
ঙ+গ=ঙ্গ Q G O
জ+ঞ=জ্ঞ U G, Shift+I
ঞ+চ=ঞ্চ Shift+I, G Y
ঞ+ছ=ঞ্ছ Shift+I, G Shift+Y
ঞ+জ=ঞ্জ Shift+I, G U
ট+ট=ট্ট T G T
ত+থ=ত্থ K G, Shift+K
ষ+ণ=ষ্ণ Shift+N, G Shift+B
হ+ম=হ্ম I G M
হ+ন=হ্ন I G B
ত+ত=ত্ত K G K

26/05/2022

••••• Internet - ইন্টারনেট •••••

ইন্টারনেট শব্দটি মূলতঃ এসেছে International Network থেকে। ইন্টারনেট মানে হলো আন্তর্জাতিক নেটওয়ার্ক বা নেটওয়ার্কের নেটওয়ার্ক। ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায়।

বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা কম্পিউটার সমূহের মধ্যে পারস্পরিক যোগাযোগ স্থাপনের একটি বিশাল নেটওয়ার্ক ব্যবস্থা। ইন্টারনেট সংযুক্ত বিশ্বের যে কোন কম্পিউটারের সাথে তথ্য আদান-প্রদান করা যায়। বিশ্বের এক স্থান থেকে অন্য স্থানে সাধারণ চিঠিপত্র প্রেরণ করতে যে সময় লাগে এবং টেলিফোন করতে যে অর্থ ব্যয় হয় ইন্টারনেটের মাধ্যমে তার চেয়ে কম সময়ে ও কম খরচে চিঠিপত্র পাঠানো ও টেলিফোন বার্তা আদান-প্রদান করা যায়। একটি কম্পিউটারকে ইন্টারনেটের সাথে যুক্ত করা মানেই বিশ্বের বিশাল উন্মুক্ত তথ্য ভান্ডারে প্রবেশ করা। অন লাইন সার্ভিস দাতাদের কাছ থেকে ভিস্যাটের মাধ্যমে লাইন নিয়ে ইন্টারনেটে সার্ভিস দাতাগণ সাধারণ গ্ৰাহকদেরকে ইন্টারনেট সংযোগ প্রদান করে থাকে।

24/05/2022

💿📀 Computer Memory Capacity 📀💿

কম্পিউটার স্মৃতির বা মেমোরির ধারণ ক্ষমতার পরিমাপের একক হিসেবে বিট (Bit) শব্দটি ব্যবহৃত হয়। Bit শব্দটি Binary থেকে 'Bi' এবং Digit থেকে 't' নিয়ে Bit তৈরি।

সাধারণত স্মৃতির এককগুলো হলো - বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পিটাবাইট প্রভৃতি।

পাশাপাশি আটটি বিট নিয়ে গঠিত শব্দকে বাইট (Byte) বলে।
8 Bit = 1 Byte
1024 Byte = 1 Kilobyte or KB
1024 Kilobyte = 1 Megabyte or MB
1024 Megabyte = 1 Gegabyte or GB
1024 Gegabyte = 1 Terabyte or TB
1024 Terabyte = 1 Petabyte or PB Etc.

📱  আমি স্মার্টফোন হতে চাই  📱আমার স্ত্রী স্কুল শিক্ষিকা। রাতে ডিনারের শেষে আমার স্ত্রী ক্লাস ওয়ানের খাতা দেখছিলো। খাতা দ...
23/05/2022

📱 আমি স্মার্টফোন হতে চাই 📱

আমার স্ত্রী স্কুল শিক্ষিকা। রাতে ডিনারের শেষে আমার স্ত্রী ক্লাস ওয়ানের খাতা দেখছিলো। খাতা দেখতে দেখতে আমার মিসেসের চোখ দুটো ছলছল করে করে উঠেছে। আমি কাছেই বসে টিভি দেখছিলাম। মিসেসের দিকে নজর যাওয়াতে দেখি আমার স্ত্রী চোখের জল মুছছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে কাঁদছো কেনো!!!
আমার মিসেস বললো.. ক্লাস ওয়ানের পরীক্ষায় এক রচনা এসেছে। "my wish"
--তো কাঁদার কি হলো!!
--সব খাতা গুলো দেখলাম। সবাই ভালো লিখেছে।
--তো?
--একজনের খাতা দেখে আর নিজেকে সামলাতে পারলাম না। চোখ দুটো জলে ভরে উঠলো।
--আচ্ছা বলো কি লিখেছে ওই বেবি। মিসেস রচনা পড়তে শুরু করলো.....
আমার ইচ্ছা আমি স্মার্টফোন হবো। আমার বাবা মা স্মার্টফোন খুব ভালোবাসে। কিন্তু আমায় ভালোবাসে না। যেখানে যায় আমার বাবা তার স্মার্টফোন সঙ্গে করে নিয়ে যায়। কিন্তু আমায় সঙ্গে করে নিয়ে যায় না। ফোন এলে আমার মা তাড়াতাড়ি গিয়ে ফোন ধরে।
কিন্তু আমি কান্না করলেও আমার কাছে আসে না মা।
আমার বাবা স্মার্টফোনে গেম খেলে। কিন্তু আমার সাথে খেলে না। আমি বাবাকে বলি আমায় একটু কোলে নাও না বাবা। কিন্তু বাবা আমায় কোলে নেয় না। স্মার্টফোনটাই সব সময় বাবার কোলে থাকে। মা কে গিয়ে বলি, মা মা চলো না আমার সাথে একটু খেলবে। কিন্তু আমার মা আমার উপর রেগে গিয়ে বলে, দেখতে পাচ্ছিস না আমি এখন তোর মামার সাথে চ্যাটে কথা বলছি। আমার বাবা মা রোজ স্মার্টফোন টাকে যত্ন করে মোছামুছি করে। কিন্তু আমায় একটুও আদর করে না। আমার মা যখন বাবার সাথে ফোনে কথা বলে তখন মা স্মার্টফোনে বাবাকে পাপ্পি দেয়। কিন্তু আমায় একদিনও পাপ্পি দেয়নি মা। আমার বাবা মাথার কাছে স্মার্টফোন নিয়ে ঘুমায়। কিন্তু আমায় কোনোদিনও জড়িয়ে ধরে ঘুমায় না। আমার মা রোজ চার পাঁচবার স্মার্টফোন টিকে চার্জ দেয়। কিন্তু মাঝে মাঝে আমায় খাবার দিতে ভুলে যায় মা। কিন্তু স্মার্টফোন টিকে চার্জ দিতে ভুলে না আমার মা। তাই আমি স্মার্টফোন হবো। আমার ইচ্ছা স্মার্টফোন হয়ে বাবা মায়ের সাথে সবসময় থাকতে চাই।

স্ত্রীর মুখে লেখাটি শোনার পর আমি খুব ইমোশনাল হয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলাম..
--কে লিখেছে এই রচনাটি ? --আমাদের সন্তান।
আমি স্তব্ধ হয়ে বসে রইলাম কিছুক্ষণ। অনেক কিছুই ভেবে চলেছি। আমার আর আমার স্ত্রীর চোখে তখন জলের ধারা নামতে শুরু করেছে।.... (সংগৃহীত)

22/05/2022

✅ SIM USSD Codes ✅

★Name : Banglalink
☞ Balance Check : *124 #
☞ Show SIM Number : *511 #

★Name : Robi
☞ Balance Check : *222 #
☞ Show SIM Number : *140*2*4 #

★Name : Airtel
☞ Balance Check : *778 #
☞ Show SIM Number : *121*6*3 #

★Name : Teletalk
☞ Balance Check : *152 #
☞ Show SIM Number : Type TAR & send to 222

বিশেষ দ্রষ্টব্য : Grameenphone এর কোড এই পেজ এ পূর্বেই পোস্ট করা হয়েছে।

এই মাত্র যারা ঘুম থেকে উঠলেন তাদের প্রত্যেককে জানাইশুভ সকালআজ রবিবার২২ মে, ২০২২ খ্রীষ্টাব্দ২০ শাওয়াল, ১৪৪৩ হিজরী০৮ জ্যৈ...
22/05/2022

এই মাত্র যারা ঘুম থেকে উঠলেন তাদের প্রত্যেককে জানাই
শুভ সকাল
আজ রবিবার
২২ মে, ২০২২ খ্রীষ্টাব্দ
২০ শাওয়াল, ১৪৪৩ হিজরী
০৮ জ্যৈষ্ঠ, ১৪২৯ বাংলা
এখন গ্ৰীষ্মকাল !

13/05/2022

••••• Internet - ইন্টারনেট •••••

ইন্টারনেট শব্দটি মূলতঃ এসেছে International Network থেকে। ইন্টারনেট মানে হলো আন্তর্জাতিক নেটওয়ার্ক বা নেটওয়ার্কের নেটওয়ার্ক। ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায়।

বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা কম্পিউটার সমূহের মধ্যে পারস্পরিক যোগাযোগ স্থাপনের একটি বিশাল নেটওয়ার্ক ব্যবস্থা। ইন্টারনেট সংযুক্ত বিশ্বের যে কোন কম্পিউটারের সাথে তথ্য আদান-প্রদান করা যায়। বিশ্বের এক স্থান থেকে অন্য স্থানে সাধারণ চিঠিপত্র প্রেরণ করতে যে সময় লাগে এবং টেলিফোন করতে যে অর্থ ব্যয় হয় ইন্টারনেটের মাধ্যমে তার চেয়ে কম সময়ে ও কম খরচে চিঠিপত্র পাঠানো ও টেলিফোন বার্তা আদান-প্রদান করা যায়। একটি কম্পিউটারকে ইন্টারনেটের সাথে যুক্ত করা মানেই বিশ্বের বিশাল উন্মুক্ত তথ্য ভান্ডারে প্রবেশ করা। অন লাইন সার্ভিস দাতাদের কাছ থেকে ভিস্যাটের মাধ্যমে লাইন নিয়ে ইন্টারনেটে সার্ভিস দাতাগণ সাধারণ গ্ৰাহকদেরকে ইন্টারনেট সংযোগ প্রদান করে থাকে।

09/05/2022

💿📀 Computer Memory Capacity 📀💿

কম্পিউটার স্মৃতির বা মেমোরির ধারণ ক্ষমতার পরিমাপের একক হিসেবে বিট (Bit) শব্দটি ব্যবহৃত হয়। Bit শব্দটি Binary থেকে 'Bi' এবং Digit থেকে 't' নিয়ে Bit তৈরি।

সাধারণত স্মৃতির এককগুলো হলো - বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পিটাবাইট প্রভৃতি।

পাশাপাশি আটটি বিট নিয়ে গঠিত শব্দকে বাইট (Byte) বলে।
8 Bit = 1 Byte
1024 Byte = 1 Kilobyte or KB
1024 Kilobyte = 1 Megabyte or MB
1024 Megabyte = 1 Gegabyte or GB
1024 Gegabyte = 1 Terabyte or TB
1024 Terabyte = 1 Petabyte or PB Etc.

🌛  ঈদ মোবারক  🌜
03/05/2022

🌛 ঈদ মোবারক 🌜

📱 আমি স্মার্টফোন হতে চাই 📱আমার স্ত্রী স্কুল শিক্ষিকা। রাতে ডিনারের শেষেআমার স্ত্রী ক্লাস ওয়ানের খাতা দেখছিলো। খাতাদেখতে...
20/04/2022

📱 আমি স্মার্টফোন হতে চাই 📱

আমার স্ত্রী স্কুল শিক্ষিকা। রাতে ডিনারের শেষে
আমার স্ত্রী ক্লাস ওয়ানের খাতা দেখছিলো। খাতা
দেখতে দেখতে আমার মিসেসের চোখ
দুটো ছলছল করে উঠেছে। আমি কাছেই বসে টিভি দেখছিলাম। মিসেসের দিকে নজর যাওয়াতে দেখি আমার স্ত্রী চোখের জল মুছছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে
কাঁদছো কেনো!!!
আমার মিসেস বললো.. ক্লাস ওয়ানের পরীক্ষায়
এক রচনা এসেছে। "my wish"
--তো কাঁদার কি হলো!!
--সব খাতা গুলো দেখলাম। সবাই ভালো লিখেছে।
--তো?
--একজনের খাতা দেখে আর নিজেকে সামলাতে
পারলাম না। চোখ দুটো জলে ভরে উঠলো।
--আচ্ছা বলো কি লিখেছে ওই বেবি। মিসেস রচনা পড়তে শুরু করলো..... আমার ইচ্ছা আমি স্মার্টফোন হবো। আমার বাবা মা স্মার্টফোন খুব ভালোবাসে। কিন্তু আমায় ভালোবাসে না।
যেখানে যায় আমার বাবা তার স্মার্টফোন সঙ্গে
করে নিয়ে যায়। কিন্তু আমায় সঙ্গে করে নিয়ে যায় না।
ফোন এলে আমার মা তাড়াতাড়ি গিয়ে ফোন ধরে।
কিন্তু আমি কান্না করলেও আমার কাছে আসে না মা।
আমার বাবা স্মার্টফোনে গেম খেলে। কিন্তু
আমার সাথে খেলে না। আমি বাবাকে বলি আমায়
একটু কোলে নাও না বাবা। কিন্তু বাবা আমায় কোলে
নেয় না। স্মার্টফোনটাই সব সময় বাবার কোলে থাকে।
মা কে গিয়ে বলি, মা মা চলো না আমার সাথে একটু
খেলবে। কিন্তু আমার মা আমার উপর রেগে গিয়ে
বলে, দেখতে পাচ্ছিস না আমি এখন তোর মামার
সাথে চ্যাটে কথা বলছি।
আমার বাবা মা রোজ স্মার্টফোন টাকে যত্ন করে
মোছামুছি করে। কিন্তু আমায় একটুও আদর করে না।
আমার মা যখন বাবার সাথে ফোনে কথা বলে তখন
মা স্মার্টফোনে বাবাকে পাপ্পি দেয়। কিন্তু আমায়
একদিনও পাপ্পি দেয়নি মা। আমার বাবা মাথার কাছে স্মার্টফোন নিয়ে ঘুমায়। কিন্তু আমায় কোনোদিনও জড়িয়ে ধরে ঘুমায় না।
আমার মা রোজ চার পাঁচবার স্মার্টফোন টিকে চার্জ দেয়। কিন্তু মাঝে মাঝে আমায় খাবার দিতে ভুলে
যায় মা। কিন্তু স্মার্টফোন টিকে চার্জ দিতে ভুলে না আমার মা।
তাই আমি স্মার্টফোন হবো। আমার ইচ্ছা স্মার্টফোন হয়ে বাবা মায়ের সাথে সবসময় থাকতে চাই।
স্ত্রীর মুখে লেখাটি শোনার পর আমি খুব
ইমোশনাল হয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলাম..
--কে লিখেছে এই রচনাটি ? --আমাদের সন্তান।
আমি স্তব্ধ হয়ে বসে রইলাম কিছুক্ষন। অনেক
কিছুই ভেবে চলেছি। আমার আর আমার স্ত্রীর
চোখে তখন জলের ধারা নামতে শুরু করেছে।.... (সংগৃহীত)

HAPPY NEW YEAR 2022
01/01/2022

HAPPY NEW YEAR 2022

আজ হইতে বাংলাদেশ 5G যুগে প্রবেশ।
12/12/2021

আজ হইতে বাংলাদেশ 5G যুগে প্রবেশ।

Address

Pabna
6600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khondokar Tech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category