10/10/2023
পাবনার সদর থানার ওসি কৃপা সিন্ধুবলাকে শিল্পাঞ্চলে বদলি
নাহিদুজ্জামান-পাবনা প্রতিনিধিঃ
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধুবালাকে পুলিশের শিল্পাঞ্চলে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৯ অক্টোবর) বিকেলে পুলিশের হেডকোয়ার্টারের এডিশনাল আইজি কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বদলির আদেশ দেওয়া হয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, তার নিয়মিত প্রশাসনিক বদলি হয়েছে। এর বেশি কিছু না। আদেশে বলা হয়েছে, পাবনা সদর থানা পুলিশের ওসি কৃপা সিন্ধুবালাকে বদলি করে বাংলাদেশ পুলিশের শিল্পাঞ্চলে পদায়ন করা হলো। নতুন কর্মস্থলে যোগদানের লক্ষ্যে আগামী ১৪ অক্টোবরের মধ্যে ছাড়পত্র গ্রহণ করতে হবে। অন্যথায় ১৫ অক্টোবর তিনি অবমুক্ত বলে গণ্য হবে।
এর আগের কর্মস্থল বগুড়ার ধুনোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে ২০২২ সালের ২ আগস্টে ওসি কৃপা সিন্ধুবালার বিরুদ্ধে এক কিশোরী ধর্ষণের আলামত নষ্টের অভিযোগ ওঠে। এর বিচারের দাবিতে ভুক্তভোগী কিশোরীর মা কৃপা সিন্ধুবালার বিরুদ্ধে প্রথমে বগুড়া পুলিশ সুপার ও পরে পিআইবির নিকট অভিযোগ দেন। পিআইবি তদন্তে নামলে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।
ঐ ধর্ষণ মামলার আসামির সঙ্গে যোগসাজশ করে অর্থের বিনিময়ে ধর্ষণের আলামত প্রমাণমূলক ভিডিও সহ সব নষ্টের বিষয়ে আদালতে আসামি স্বীকারোক্তি দেন। এরপর পুলিশের সদর দপ্তরে ওসি কৃপা সিন্ধুবালার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে পিআইবি। এরপর বহাল তবিয়তে সে পাবনা থানায় দায়িত্ব পালন করতে থাকেন।
উল্টো মামলার চার্জশিটে ওসি কৃপা সিন্ধুবালার নাম বাদ দিতে চাপ দেওয়া হয়। গত ১৩ সেপ্টেম্বর ওই কিশোরীর মা পুলিশের আইজিপি বরাবর লিখিত অভিযোগ দেন। এরপর কৃপা সিন্ধুবালার বিরুদ্ধে শাস্তিমূলক এ বদলির আদেশ দেওয়া হয়। ওসি কৃপা সিন্ধুবালার বিরুদ্ধে হঠাৎ এ প্রশাসনিক বদলির ব্যাপারটি এঘটনা সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে।
ওসি কৃপা সিন্ধুবালা ২০২২ সালের ২৮ অক্টোবর পর্যন্ত বগুড়ার ধনুট থানার দায়িত্বে ছিলেন। পরে রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে পাবনা জেলায় পাঠানো হয়।