Rajowan-pabna

Rajowan-pabna সময় ধরে রাখা যায় না, মনে রাখা যায়।

26/12/2023

নদী,খাল,খাস জমি সবই দখল করে খাচ্ছে ।

তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে রেলের পোশাক পরা ব্যক্তিরাই আগুন দেয় বলে ধারণা করছেন আহত নুরুল হক ওরফে আব্দুল ...
19/12/2023

তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে রেলের পোশাক পরা ব্যক্তিরাই আগুন দেয় বলে ধারণা করছেন আহত নুরুল হক ওরফে আব্দুল কাদের (৫৩)। অগ্নিকাণ্ডের আগে তারা ফায়ার এক্সটিংগুইশার নিয়ে বগির মধ্যে ঘোরাফেরা করছিলেন আর বিভিন্ন কথাবার্তা বলছিলেন বলে জানান তিনি

তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে রেলের পোশাক পরা ব্যক্তিরাই আগুন দেয় বলে ধারণা করছেন আহত নুরুল হক ওরফ....

19/12/2023
একজন প্রবাসীর আনন্দ পরিবারকে সুখে রাখা।
19/12/2023

একজন প্রবাসীর আনন্দ পরিবারকে সুখে রাখা।

একদিন চলে যেতে হবে,এই দুনিয়া ছেড়ে।
18/12/2023

একদিন চলে যেতে হবে,এই দুনিয়া ছেড়ে।

31/10/2023
27/10/2023

সেদিনও আমি মহীপরেই ছিলেম!//তবে অবলা নাশের দর্শক হয়ে নয়!!
শ্রোতা না হয়ে আর্তনাদের; এলেম!// মৃতপ্রায় শয়ন হতে বসালাম!!
হে বাংলা মা!
অন্তত একটি ছেলে আজো বেঁচে আছে তোর!!
সব মরে নি!!

গানঃ বাংলার সেই ছেলে
গীতিকার, সুরকার ও শিল্পীঃ আরিফ তালুকদার

আন্দোলন, সংগ্রাম ও সাফল্যের ২বছরের অগ্রযাত্রা। গণমানুষের রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও স্বার্...
26/10/2023

আন্দোলন, সংগ্রাম ও সাফল্যের ২বছরের অগ্রযাত্রা। গণমানুষের রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও স্বার্থক হোক।

#শুভেচ্ছান্তে: বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ

24/10/2023

যোগ দিন সফল করুন

24/10/2023

বাংলাদেশ কী পারবে ?

24/10/2023
23/10/2023

আজ আদালতে তোলার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলাকালে পুলিশি রক্ষিবাহিনী ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা এর মুখ চেপে ধরে।

23/10/2023

অবশেষে কাওয়া কাদের নিয়ে গান লিখলেন ইথুন বাবু

রবিবার ২২/১০/২০২৩ইং বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, লেবানন শাখার উদ্যোগে লেবাননের বৈরুত দাওরা সিআইটি কলেজ হলরুম ২য় তলায় "...
23/10/2023

রবিবার ২২/১০/২০২৩ইং বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, লেবানন শাখার উদ্যোগে লেবাননের বৈরুত দাওরা সিআইটি কলেজ হলরুম ২য় তলায় "প্রবাসীদের ভোটার করা ও জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশী দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোট প্রধান করার ব্যবস্থা শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা" অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা ও মতবিনিময় সভায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, লেবানন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকান মিয়া ও মোঃ আসাদুলের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, লেবানন শাখার সম্মানিত সভাপতি জনাব মোঃ ফিরোজ ডাকুয়া।

উক্ত আলোচনা ও মতবিনিময় সভায় উপস্থিত সকল নেতাকর্মী লেবাননে অতিদ্রুত বাংলাদেশী প্রবাসীদের ভোটার করার কার্যক্রম শুরু করা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশী দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোট প্রধান করার ব্যবস্থা করার জন্য বাংলাদেশ সরকার ও বাংলাদেশ নির্বাচন কমিশনের নিকট জোরালো দাবি জানায়।

গত সপ্তাহে বাংলাদেশ এয়ারপোর্টে ৪জন সিংগাপুর প্রবাসীর স্বর্ন ও মূল্যবান জিনিস পত্র চুরি ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সৌদি প্রবাসীর পরিবারের ৩জন সদস্যকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

একই সাথে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের যৌক্তিক ১০ দফা দাবি অতিশীগ্রই বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানানো হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি ও বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা নুরুল হক নুর।

প্রধান বক্তা হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মো: রাশেদ খান।

বিশেষ বক্তা হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি ইন্জিনিয়ার জনাব মো: কবীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক এস এম সাফায়েত হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল করিম, লেবানন শাখার সহ-সভাপতি মোঃ রাকিব খান, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ ফুরকান আহমেদ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, লেবানন শাখার সকল নেতৃবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন লেবানন বিএনপির যুবদলের সভাপতি বন্ধু মহলের সভাপতি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও লেবাননের সাধারণ প্রবাসীরা।

নিপিড়িত ও নির্যাতিত ফিলিস্তিনদের জন্য বিশেষ দোয়া করে আলোচনা ও মতবিনিময় সভা শেষ হয়।

"এসো এক হই অধিকারের কথা কই"
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ , লেবানন শাখা।

23/10/2023

ইন্ডিয়া কী দেখাচ্ছে

22/10/2023
ফুলটিকে কী নামে ডাকে জানা নেই
22/10/2023

ফুলটিকে কী নামে ডাকে জানা নেই

20/10/2023

অনেক রক্ত ঝরেছে প্রয়োজনে আরো রক্ত ঝরবে।
যদি বেচেঁ থাকি সিংহের মতো গর্জন করে বাঁচবো।

#নুরুল_হক_নুর

Our office team♥️
20/10/2023

Our office team♥️

20/10/2023

ও ভায়ে মুঝে মারো 😎

07/08/2023

আসাদ নূর কি বললো আর মূর্খ আলম কি করলো এগুলা নিয়ে এতো মাতামাতির কিছু নেই

একজন আদর্শবান স্ত্রী আপনার জীবনকে পাল্টে দিতে পারে।
05/08/2023

একজন আদর্শবান স্ত্রী আপনার জীবনকে পাল্টে দিতে পারে।

তুমি ছাড়া সাফল্য আমার কাছে অর্থহীন।MD Rajowan Siddique
30/07/2023

তুমি ছাড়া সাফল্য আমার কাছে অর্থহীন।

MD Rajowan Siddique

2nd photo
28/07/2023

2nd photo

We are Going to Langkawi Iceland
28/07/2023

We are Going to Langkawi Iceland

সকলের নাস্তা 😋
28/07/2023

সকলের নাস্তা 😋

Address

Pabna
Pabna
6600

Alerts

Be the first to know and let us send you an email when Rajowan-pabna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rajowan-pabna:

Videos

Share


Other Digital creator in Pabna

Show All

You may also like