আমি তাদের সতিত্ব হিসেবে আছি
আর কেউ হবেন নাকি তাদের সতিত্ব...
এখানে রাতেরা স্থির,শীঘ্রই কোনো ঝড়বৃষ্টির সংকেত নেই-
লু হাওয়ার মতো যদি চট করে চলে আসো,কথা দিচ্ছি সাবধানে পাঠিয়ে দেবো তোমার মেরুন ওড়নাসমেত।
~স্বপ্নীল চক্রবর্ত্তী
কণ্ঠ: Sandip Parua
ভিডিয়োঃ দেবব্রত
সবার শৈশব এভাবে কেটেছে 🥰🥰
আর আমরা তখন ছোট পাখিদের জন্য প্রার্থনায়..
কুয়াশা ভোর। এত মানুষ, এত আলো
একটি ছোটো দীর্ঘশ্বাস; ভোরের সকাল।
যারা চলে যেতে চাই তাদের যেতে দেওয়ায় ভালো...!
তুমি কি এখনো আকাশ দেখো?
দ্বাদশী সন্ধ্যায় নিয়ন চাঁদের আলো;
স্নিগ্ধ জোছনা কুড়াতে গিয়ে এখনো কি
ধুমায়িত কফির কাপ শরবত বানিয়ে ফেরো?
এক নারীতে আসক্ত মানুষগুলো..।💔
পাগল হয় অতি দ্রুত 🙂💔🥀
মানুষ বড়ই ভালোবাসার কাঙাল, ভালোবাসা ডাকলে যাবে না এমন মানব নেই। একজন পাগল ও ভালোবাসা বুঝে, ভালোবাসার টানেই তার পাগলি মেয়ে বন্ধুকে ছেড়ে যায় না। বার-বার প্রতারিত হবার পরেও, যুবক-যুবতীগুলোকে দেখি- ভালোবাসা ডাকলেই সাড়া দিতে, হন্য হয়ে ছুটে যেতে ।
আসলে এখানে প্রতারিত হওয়া তাদের বার-বার চুন খেয়ে মুখ পুড়ার গল্প শুনিয়ে লাভ নেই, ভালো থাকার লোভ কার না হয়। তোমার হয়, আমার হয়, সকল মানবজাতির হয়। কিন্তু আমরা জন্মগতভাবে আমাদের লিখিত নিয়তি নিয়ে এসেছি।
যেখানে, আমার একজন ভেঙে যাওয়া মানুষ দরকার, যাকে ভালোবেসে নির্মমভাবে ছেড়ে দিয়েছে কেউ বলে কাছে ডেকেও আরও নষ্টভাবে ছেড়ে যাওয়া যায়। যেখানে একটিই বৃষ্টি দীর্ঘদিনের, যেখানে একটিই রাত অন্ধকারের। যেই লিখিত নিয়তি অন্ধকার ক'বর, দে'হ ছাড়া আর সব মৃত...!
ভাই🖤বোন
এমন ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার🥰🖤✨
এই শহরের অলিতে-গলিতে এমন কতশত ভালোবাসা পরে থাকে অযত্নে আর অবহেলায়।😊😊