Choker JoLe Lekha

Choker JoLe Lekha সবার ভালোবাসা একান্ত কাম্য...!

20/09/2024

আমি তাদের সতিত্ব হিসেবে আছি
আর কেউ হবেন নাকি তাদের সতিত্ব...

তোমাকে “ ভালোবাসি ” বলতে আজ বড্ড ইচ্ছে করছে জানো! কিন্তু কি করবো বলো..? মানুষ চলে যাওয়ার সাথে সাথে যে সব অধিকার বোধও নিয়...
20/10/2023

তোমাকে “ ভালোবাসি ” বলতে আজ বড্ড ইচ্ছে করছে জানো!
কিন্তু কি করবো বলো..? মানুষ চলে যাওয়ার সাথে সাথে যে সব অধিকার বোধও নিয়ে চলে যায় নিজের সাথে।

আচ্ছা এই যে তোমার এতো এতো অভিমা'ন, তার পর শত সহস্র অভিযো'গের পসরা সাজিয়ে বিদায় নেয়া..! এসব তো মি'থ্যেও হতে পারতো, বলো..???

আসলে কি বলো তো?? থেকে যেতে চাওয়া মানুষ চলে যেতে চাইলে ও তাঁকে জোর করে রেখে দেয়া যায়। কিন্তু যে ইচ্ছে করেই চলে যেতে চায় বিভিন্ন বাহা'নায় ; তাকে ধরে রাখে কার সা'ধ্যি বলো? সে ক্ষ'মতা যে কারোর নেই।

তবুও কম চেষ্টা করি নি তোমায় আক'ড়ে ধরে রাখতে..! যাকে একবার ভালোবাসা যায় তাকে কি এতোটাই সহজে ছেড়ে দেয়া যায় বলো??? “মানুষ টা কখনো আমার হবে না”, মন যে এ কথা মানতে চায় না কখনোই।

মাঝে মাঝে বুকের ভেতরটা বড্ড হা'হাকার করে ওঠে..!
তাতে কি বলো? শেষ বেলায় আমিও না পেরে তোমায় মুক্ত করেই দিয়েছি।
কিন্তু তবুও বড্ড আ'ফসো'স হয় জানো?
মনের কোণে বারবার একটা প্রশ্নই উঁ'কি ঝুঁ'কি মারে, “ কেন পারলাম না আর কিছুটা সময় তোমায় নিজের করে ধরে রাখতে? কেন অন্য সব গল্পের মতো পূর্ণ'তায় ঝল'মলিয়ে উঠলো না তোমার আমার আমরা হয়ে ওঠার গল্প??? ”

আচ্ছা খুব কি ক্ষ'তি হতো তুমি আমার হয়েই থেকে গেলে? তোমায় চাওয়াটা কি বড্ড বেশিই
চাওয়া হয়ে গিয়েছিলো আমার?
জানি! উত্তর পাবো না। কারণ সব প্রশ্নের
উত্তর পৃথিবীতে এখনও আবিষ্কার হয়নি।

ভালো থেকো তুমি। যতোটা ভালো থাকলে
আমায় ছেড়ে সব ভু'লে যাওয়া যায়...!
ইতি,
অ পরিচিতা...!

চাঁদ,পত্রখানা বড়ই বিচিত্র, কোথা হতে লেখা  শুরু করবো তাই বুঝতে পারছি না। তাও লিখে ফেললাম আপনাকে কখনো এমন ভাবে চিঠি লেখতে...
19/10/2023

চাঁদ,
পত্রখানা বড়ই বিচিত্র, কোথা হতে লেখা শুরু করবো তাই বুঝতে পারছি না। তাও লিখে ফেললাম আপনাকে কখনো এমন ভাবে চিঠি লেখতে হবে ভাবিনি। বোধ হয় বিচ্ছেদ হবে এই অমর সত্যকে গ্রহণ করিতে পারিনি। আপনি বলেছেন আপনার নিকট আমি বিশেষ জায়গা দখল করেছি তবে সেই বিশেষ জায়গাটাকে কেন সারা জীবন ধরে রাখা যায় না তা জানি না। আপনি কি পারেন না আপনার অতীত কে মাটি চাপা দিতে সেই মনের একটি কোনায় আমার স্থান দিতে। ক্ষমা চাইছি মনের কথা লিখে ফেললাম। প্রার্থনা করবেন পরের জনমে যেন আপনার যোগ্য হয়ে এ জগতে সংসারে আসতে পারি। আজ হতে না হয় হারিয়ে গেলাম। ক্ষণিকের জন্য আপনার নিকট আসতে পেরেছিলাম এটাই বুঝি সত্য। তবে কখন যে এ সত্য আমাকে আপনার নিকট নিয়ে গেল তার উৎস খুঁজেছি বারংবার। ক্ষমা করে দেবেন, আপনারা শান্ত জীবন কে অশান্ত করে তুলবার জন্য। এ হতভাগা অতিরিক্ত আবেগী হয়ে গিয়েছিলো তাই আবারো ক্ষমা চাই।
তবে আমার মন অপেক্ষা করছে যদি কখনো আপনার মনে জায়গা পাইয়া যায় সে আশায়।
তবে প্রত্যেক দিন আপনাকে পাবো সেই আশায় দিন শুরু হয় আর শেষ হয়। যদি আপনার নিকট কেউ জানতে চায় নরক কোথা আমার মনের ঠিকানা দিয়ে দিয়েন।
অনেক কিছু বলে ফেললাম অষ্ট প্রহর আপনাকে নিয়ে ভাবতে থাকি তো তাই। আপনার যদি মনে হয় আমার নিকট আবার ফিরে আসবেন তো...
ইতি,
ক্ষমা প্রার্থী

চিঠি লেখার শুরুতে একটা সম্বোধন লিখতে হয়।এই সম্বোধন না লিখলে নাকি চিঠি হয় না।অথচ তোমাকে কি নামে ডাকি বা কি আমাদের সম্পর্ক...
18/10/2023

চিঠি লেখার শুরুতে একটা সম্বোধন লিখতে হয়।এই সম্বোধন না লিখলে নাকি চিঠি হয় না।অথচ তোমাকে কি নামে ডাকি বা কি আমাদের সম্পর্ক তা যে অধরা।তাই সম্বোধনে কি লিখবো তা বুঝতে পারি নি ঠিক।
শুনেছি ভালবাসা নাকি আত্মার মতো অবিনশ্বর।অথচ শেষের সংকেতে তুমি বলছো,"আজ থেকে শেষ হলো সব সম্পর্ক। আজ থেকে তুমি মুক্ত।ভালবাসায় বন্দিনী নও।" তোমার কথাগুলো এখনও কানে বাজে।ভুলতে পারি না ঠিক। সেই ট্রামে প্রথম দেখা‌। তোমার সেই সাদা পাঞ্জাবি। ফুসকা আর কচুরি খাওয়া রাস্তার ধারের দোকানটাতে বা ধরো রাস্তার সস্তা হোটেলে দুজনের চোখের দিকে একভাবে তাকিয়ে থাকার মুহুর্ত গুলো। আর ঐ যে গঙ্গার ধারে গিয়ে দুজনে হাত ধরে হাঁটা। অথচ এসবের মাঝে নাকি ভালবাসা নেই। ভালবাসা নাকি শেষ হয়েছে।
স্মৃতি গুলোর পিঠে এমন করে বিষাক্ত তীর ছুড়তে যাওয়া আগে কি একবারও মনে হলো না, ঐ তীরে এফোর ওফোর হয়ে যাবো আমি। স্মৃতির আঘাতে কখনও ব‍্যাথা অনুভব করেছো? আমি বিশ্বাস করি তুমি এখনও ভালবাসো এই আমাকে। স্বয়ং ঈশ্বর এসেও যদি বলেন তুমি ভালবাসো না, তবুও সে কথা আমি বিশ্বাস করতে পারবো না। অথচ আমাদের সম্পর্ক শেষ হয়েছে, বলেছো মুক্তি দিয়েছো আমায়।
তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণা। কোনো দ্বীপে নির্বাসিত একা মানুষ। এই নির্বাসিত দ্বীপে কখনোই কপালকুন্ডলার মতো পবিত্রতার দেখা মেলে না। কারণ তুমি তো বলেছো আমার মুক্তি দিয়ে দিয়েছো। অথচ এমন মুক্তি আমি চাইনি, কখনও চাইনি জানো।এই এতো বড় কলকাতা শহরে সবাই ব‍্যাস্ত, খুব ব‍্যাস্ততা সবাইকে ঘিরে। অথচ আমার জীবণে একমাত্র সাধনা তুমি।তোমাকে আমি ছেড়ে থাকতে পারি নে।এখনও বয়ে বেড়ায় বুকের ভেতর করে। অথচ এই তুমিহীন তুমিকে বুকের ভেতর করে বয়ে চলা খুব যন্ত্রণার।আচ্ছা, তুমিও কি এমনি করে বয়ে চলো আমাকে?রাতের আধারে বিধাতার কাছে বর মাগো আমার মতো? বড্ড জানতে ইচ্ছে করে।
ভালো থেকো তুমি। বরং একটা নতুন সংসার তৈরি করো। থাকো নতুন মানুষের সাথে। হাত ধরে তারসাথে যেও অভিসারে যেও শিলং পাহাড়ে। তোমার কাছে আমি বন‍্যা আর নতুন ঐ মানুষটা হোক কেতকী। সংসার হোক তোমাদের। তুমি ভেবো না যে আমি শোভনলালে আশা করি। তা আমি পারবো না কোনো দিন। তুমিই আমাকে মুক্তি দিয়েছো। আমি তোমাকে আকড়ে ধরতে চেয়েছিলেম।
"এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়॥"
ইতি,
অ পরিচিতা!

প্রিয়............ শ্রুতি(ছদ্মনাম)কেমন আছ? আশা করি ভালো আছো! আমি কেমন আছি জানতে চাও কিংবা চাও-না, আমি ভালো নেই। একটি নিরর...
15/10/2023

প্রিয়............ শ্রুতি(ছদ্মনাম)
কেমন আছ? আশা করি ভালো আছো! আমি কেমন আছি জানতে চাও কিংবা চাও-না, আমি ভালো নেই। একটি নিরর্থক, নিস্তব্ধ শূন্যলয়ে সৌরজগতের অস্তিত্ব খুঁজে নিজেকে নির্বোধ বানি-ও না। কোটি কোটি বিলিয়ন বছর পূর্বে সৃষ্টি হয়েছে এ পৃথিবীর জন্মস্থান। পৃথিবী অবস্থিত মহাবিশ্বের জন্মের পূর্বে, "তোমার প্রেমের শূনল্যে জন্ম আমার" অপ্রকাশিত হয়ে নিরর্থক আমি'র নিকট জানতে চেয়েও না কেমন আছি। বহুদিনের ইচ্ছে তোমার সামনে নিজেকে উপস্থাপন করি, কিন্তু প্রতিবার নিরর্থক হয়েছি। বাউল জীবন আমার ব্যস্ত নগর ঘুরে, ক্লান্ত আমি নিস্তব্ধ একটি রজনী কে আপন করে তোমার কাছে নিজেকে উপস্থাপন করার জন্য, কাকতালীয় ভাবে অভিনয়ের মঞ্চে বসলাম। শুরু কিংবা শেষ হবে কোন শব্দে! অজ্ঞাত তবুও উদাসীন চিত্ত, তোমার ভাবনায়- তোমাকে বর্ণনা করতে বাধ্য করলো। একইভাবে আমাকে তোমার কাছে উপস্থাপন করতে সুযোগ দিলো।
তবে সব চেয়ে বড় ব্যর্থতা আমার এখানে যে, আমি কোনো টা পারব না, সে ভাষা আমার জানা নেই। প্রেম সাগরে ডুবে, অধিকার কাটিয়ে তুমি "শব্দ" বলে দিলাম। একটু রাগ করে হয়তো হাসবে আমার পাগলামি দেখে। তবে সত্য বলতে "ভাববাদীর জগৎ আমি আওয়াল পাগলা লালনের ছদ্মবেশে ঘুরছি!" যে যার কর্মে ব্যস্ত সময় কাটাচ্ছে আমি কেবল তোমার প্রেম অর্জনের পিছনে সবটা সময় ব্যয় করে দিচ্ছি। প্রেমিকার রূপের বর্ণনা তো সকল প্রেমিক করে। ইচ্ছে টা ভিন্ন ছিলো বর্ণনা করার তোমাকে, সে-সময় আসবে যদি তুমি আপন হ-ও আমার স্বর্গেও। তোমাকে সে বর্ণনা করার পূর্বে, তোমার হওয়া চাই, আমার আপন জন। হয়তো তুমি বুঝেছো -হয়তো না! অগোছালো আমার এ মনের ভাবে ইতি টেনে দিলাম মিনতি তোমার নিকট করে গেলাম" তোমার ভালো থাকার দায়িত্ব টুকু আমাকে দিয়ে আমার ভালো থাকার কারণ তুমি হ-ও।
ইতি:- অ পরিচিতা

প্রিয় চাকস থেকে কুড়িয়ে পাওয়া মেয়ে , আশা করি ভালো আছো ।  গতকাল তোমার সাথে কথা শেষ করে তোমার তোমার সর্বশেষ মেসেজ ছিল "চিঠি...
15/07/2023

প্রিয় চাকস থেকে কুড়িয়ে পাওয়া মেয়ে ,

আশা করি ভালো আছো । গতকাল তোমার সাথে কথা শেষ করে তোমার তোমার সর্বশেষ মেসেজ ছিল "চিঠি দিয়ো "৷ আহা! এ যেন প্রেমিকের কাছে প্রেমিকার আবদার ! শোনো মেয়ে, সেই কক্সাবাজার যাওয়ার আগে থেকেই তোমাকে বলছি আমাকে চিঠি দাও তুমি তো দিলেনা, আমি এখন দিলাম একটু দয়া করে ৷ যাইহোক, আমার পরীক্ষা শেষ হলে দেখা করবো, তারপর তোমার ভাগিনার পকেট কাটবো ৷ এইবার কিন্তু আমি অবশ্যই বার্গার খাবো তোমাদের সামনেই । রেস্টুরেন্টে নাকি কারো সামনে বার্গার খেতে অস্বস্তি হয় ! আমি সেই অসাধ্য সাধন করবো, তুমি তো জানো আমার লজ্জাশরম কম বিশেষ করে খাওয়াদাওয়ায় ৷ আর অবশ্যই চা তো থাকবেই... উনাকে বলে দিও তৈরি থাকতে, আমরা আসছি পকেট কাটতে....

আর শুনো ছেঁকা খাওয়া পোস্ট স্টোরি কম করে দাও, জীবনকে উপভোগ করতে শেখো । তুমি যতই বলো কষ্ট পাইনা আসলে তা না ৷ তুমি আসলে তোমার মনকে মানিয়ে নিতে পারছো না, কিছু ভুলতে পারছো না৷ নিজেকে মিছেমিছে স্বান্তনা থেকে বের হয়ে আসো । তোমার মন খারাপ আমি দেখতে পারিনা৷ সবশেষে বলবো নিজের জন্য বাঁচো ৷

আগামী মাসেই দেখা হবে, ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো । আজ এখানেই বিদায় নিচ্ছি ।

ইতি,
চাকস থেকে তোমার আমি

সম্পর্কের কদর টা বিত্তবানদের থেকে নিম্নবিত্তদের কাছেই বেশি। তাদের কাছে একটা সম্পর্ক মানে অনেক কিছু। ভালোবাসা, মায়া, মমতা...
05/07/2023

সম্পর্কের কদর টা বিত্তবানদের থেকে নিম্নবিত্তদের কাছেই বেশি। তাদের কাছে একটা সম্পর্ক মানে অনেক কিছু। ভালোবাসা, মায়া, মমতার যেন কোনো কমতি নেই তাদের ভিতরে। কি সুন্দর একটা সম্পর্ককে আগলে রাখে তারা। অথচ অর্থ বিত্তের প্রাচু'র্যে ঘেরা বিত্তবা'নদের কাছে সম্পর্ক যেন ঠুন'কো কিছু। সম্পর্কে বিচ্ছেদ তাদের কাছে ডাল ভাত! তারা সহজে সব কিছু পায় বলেই এতো অব'জ্ঞা, এতো অবহে'লা।

অথচ নিম্ন'বিত্ত, গরীব, খে'টে খাওয়া মানুষরা, হাড় ভা'ঙ্গা খাটু'নির পর দিন শেষে যেটুকু সময় পায় তা প্রিয়জনদের দেয়। তাদের ভিতরের যত ভালোবাসা সব যেন হৃদয় নিং'ড়ে দিয়ে দেয় আপনজনদের। তাদের সম্পর্কের মধ্যে বি'চ্ছেদ নামক কোনো শব্দ নেই, অব'হেলা নেই, অব'জ্ঞা নেই ; আছে শুধু প্রিয় মানুষের মুখে হাসি ফোঁটানোর একরাশ প্র'চেষ্টা। যা তাঁদেরকে চিরকাল সুখী করে রাখে শত দুঃ'খ, ক'ষ্টের মাঝেও...

লেখাঃ তাহমিনা তান্নি
📷 শর্মিলী

বুকের ভেতর অগুনতি কথার ইতিউতি অথচ মুখ ফুটে বলা হয় না কিছুই,মেঘ মাথায় করে–কতদূর হেঁটে যাবে আকাশ! কতদূর উড়ে যাবে বৃষ্টিবতী...
09/06/2023

বুকের ভেতর অগুনতি কথার ইতিউতি
অথচ মুখ ফুটে বলা হয় না কিছুই,
মেঘ মাথায় করে–কতদূর হেঁটে যাবে আকাশ!
কতদূর উড়ে যাবে বৃষ্টিবতী মেঘ!

মাঝে মাঝে আষাঢ়ে বৃষ্টির মতো ঝরতে ইচ্ছে করে।
যে বৃষ্টি মাটি স্পর্শ করে, স্পর্শ করে জলজ নদী।
ইচ্ছে করে মেঘ হই, উড়ে যাই মনের প্রাচীর ধরে,
ইচ্ছে করে জল হই, ঝরে যাই সবার অগোচরে!

আচ্ছা, আমি যদি মেঘ হই
আপনার বুকের উঠোনে বৃষ্টি হয়ে ঝরতে দিবেন?

বই : আমায় তুমি ফিরিয়ে নিও ফুরিয়ে যাবার আগে

তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল, আমিতো বসেছিলাম নিয়ে সেই গানের সুর... 🌸
04/06/2023

তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল, আমি
তো বসেছিলাম নিয়ে সেই গানের সুর... 🌸

নীলকমল,সম্বোধনের শুরুটা নাহয় আচমকা মস্তিষ্কের নিউরনের অনুরণননে সৃষ্ট শব্দবিন্যাসে অবারিত হোক। সৃষ্টিকর্তার এই লীলাক্ষেত্...
03/06/2023

নীলকমল,
সম্বোধনের শুরুটা নাহয় আচমকা মস্তিষ্কের নিউরনের অনুরণননে সৃষ্ট শব্দবিন্যাসে অবারিত হোক। সৃষ্টিকর্তার এই লীলাক্ষেত্রে অনাবিল স্নিগ্ধতা নিয়ে কোন এক বৈশাখের শেষে কালবৈশাখীর উত্তালতায় কড়া নেড়েছিলে আমার হৃদয়মন্দিরের গুপ্ত প্রকোষ্ঠে। সমগ্র সৃষ্টির অলক্ষ্যে ঠাঁই করে নিয়েছিলে অবচেতনের রাজ্যে।প্রতিনিয়ত সেখানে চলতো তোমার অবিরত যাওয়া আসা।
,
আমার কল্পরাজ্যের একচ্ছত্র অধিপতি ছিলে তুমি।আমার অবচেতনে অনুপ্রবেশের পর পেরিয়ে গেছে অনেকগুলো মুহূর্ত। নির্মম বাস্তবতার করাঘাতে আজ তোমার আমার মাঝে যোজন যোজন দুরত্ব।নিজের আবেগের উত্তালতা আজ চেতনে তালাবদ্ধ হলেও অবচেতনে সেই প্রথম দিনের মতোই উত্তাল।
পরিচিতরা বলতেন আমি নাকি মানুষ চেনার সহজাত ক্ষমতা নিয়ে জন্মেছি। কিন্তু খেয়াল করে দেখো, তুমি বলেছিলে এই আমিই নাকি তোমাকে ভুল চিনেছিলাম!আমার জন্য নাকি তোমার হৃদয়কুঠির কখনও ভালবাসায় আরক্ত হয়নি।
,
কি প্রয়োজন ছিল এতসব প্রহসনের? আমি তো বুঝি তোমার মনের অব্যক্ত শব্দগুলোর প্রতিনিয়ত নির্মম ব্যবচ্ছেদের খবর। সামাজিকতার চাপে পিষ্ট হয়ে তুমি অস্বীকার করেছ তোমার অবচেতনে প্রকট থাকা চঞ্চল আমিকে।নিজেকে খাদের কিনারে দাঁড় করিয়ে দিয়েছিলে সবার ভালো চাইতে গিয়ে।তুমি ভেবেছিলে তোমার এমন আচরণের দরুণ তোমায় ভুলে যাব। কিন্তু আজ এতগুলো মুহূর্ত পেরিয়ে এতকিছুর পরেও তোমার প্রতি আমার ভালবাসা বিন্দুমাত্র কমার চেয়ে বেড়ে গেছে অনেকগুণে।এখন আর তোমায় কৈফিয়ত দিতে হয়না তোমায় কেন ভালবাসি? আমি কল্পনার লাগাম ছেড়ে যখন যেভাবে ইচ্ছে সেভাবে তোমায় ভালবাসি, শাসন করি, এমনকি খুনসুটিও করি।
,
তোমাকে নিজের করেই পেতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। মনকুঠিরের অবচেতনে রেখে অনাবিল স্নিগ্ধ,মায়াময় ভালোবাসায় অবলীলায় সিক্ত করব তোমায় প্রতিনিয়ত তোমার অগোচরে। ভালো থেকো তুমি।প্রকৃতির অনাবিল স্নিগ্ধতার পরশ নিয়ে ঐ আকাশের ধ্রবতারা হয়ে জ্বলজ্বল করো সবসময়।

ইতি
অ পরিচিতা...!

03/06/2023

আমার সবাইকেই মনে পড়ে, যারা আমাকে দুঃখ দিয়েছে তাদেরও, যারা আমায় ছেড়ে গিয়েছে তাদেরও। যারা প্রথম হাত ধরে ছিল আর যারা
অবহেলায় দূর দূর করে তাড়িয়ে দিলো তাদেরও।

একদিন যে মেয়েটা নাম ধরে ডেকেছিলো, তার
চোখদুটো মনে পড়ে, যে ছেলেটা প্রথম বন্ধু হবে বলে জড়িয়ে ধরলো, তাকেও..

একসময় খেলার মাঠে যাদের সাথে দৌড়াতাম,
স্কুল ছুটির দিনগুলোতে যাদের সাথে বাড়ির
দরজা পর্যন্ত আসতাম। কোথাও যেতে যেতে
বাসের পাশের সিটের মানুষটা কিংবা মাঝ
রাস্তায় যে মানুষটা হাত পেতে সাহায্য চেয়েছিল,
তাদেরও।

আজকাল সবাই সবাইকে কত সহজে ভুলে যায়, অথচ আমি কাউকে ছাড়তে পারি না। আমার
সবাইকে মনে পড়ে, আমি শুধুই মানুষ জমাই...

27/04/2023

এখানে রাতেরা স্থির,শীঘ্রই কোনো ঝড়বৃষ্টির সংকেত নেই-
লু হাওয়ার মতো যদি চট করে চলে আসো,কথা দিচ্ছি সাবধানে পাঠিয়ে দেবো তোমার মেরুন ওড়নাসমেত।

~স্বপ্নীল চক্রবর্ত্তী
কণ্ঠ: Sandip Parua
ভিডিয়োঃ দেবব্রত

আমি জানবো, হয়তো ওটা আমারই ভুল কিংবা ব্যাপারটা অতটাও গুরুতর নয়, তবু আমার অভিমান হবে। পৃথিবীর সবচাইতে বুঝের মানুষটা হয়ে...
25/03/2023

আমি জানবো, হয়তো ওটা আমারই ভুল কিংবা ব্যাপারটা অতটাও গুরুতর নয়, তবু আমার অভিমান হবে। পৃথিবীর সবচাইতে বুঝের মানুষটা হয়েও আমি আশালতার জালে জড়িয়ে পড়বো। আমার ইচ্ছে হবে কেউ যেনো আসে, কেউ যেনো এসে আমায় বোঝে, কেউ যেনো নাম ধরে ডাকে।

রঙিন নিয়ন বাতিতে বদলেছে শহর। ট্রামগাড়ি নেই বলে মরবার হাজার একটা নতুন ফন্দি জুটিয়ে নিয়েছে নতুন জীবনানন্দরা। শহরতলীর মানুষ শুধু অভিমান বুঝতে শিখলোনা আজও। চিঠির পর চিঠি এসে জানিয়ে গেল
“মনের অসুখ সারবে, তুমি এলে।” অপূর্বরা আজও সময়
খুঁজে পৌঁছে উঠতে পারলো না।

এই এক দারুন বাজে বদভ্যেস, রাত এলে অবান্তর অভিমান যেমন মাথাচাড়া দিয়ে ওঠে, রাত গেলে ততটাই ভারী হয়ে একের পর এক জমা হতে থাকে বুকের ভেতর। লোকে ওটাকে অসুস্থতা বলে চেনে।

এরকম একের পর এক, একের পর এক রাত পেরিয়ে একদিন দেখো, আমি ঠিক হারিয়ে যাবো। এদিক ওদিক ছড়িয়ে থাকা আবদার আর অভিমানগুলো গুটিয়ে পাটিয়ে কোনো এক দুপুর রাতে, অপেক্ষার শিখাটি দপ করে নিভে যাবে।

অথৈ কুয়াশার আবছায়া আলো আঁধারে পা বাড়ানোর ঠিক আগে, সেদিন যদি এমনই একটা করুন সুর শুনতে পাই? পৃথিবীর কোনো অজানা প্রান্ত থেকে কেউ যদি সেদিন শেষবারের মতো বলে ওঠে...

Abhi na jao chhod kar ke
Dil abi bhara nahi...
Abhi abhi to aayi ho, bahar banke chhayi ho
Hawa Zara mehek to le, nazar zara behak to le...

তবে কি সেদিন আমি আবার ফিরে আসবো??... 🌸🌸

তোমায় মুক্তি অনেক আগেই দিয়েছি, তোমায় ধরে রাখার সাধ্য আমার কভুকার ছিলো না যে। তোমার মনে লেখা উপন্যাস জুড়ে আমার নাম ছিলো, ...
28/02/2023

তোমায় মুক্তি অনেক আগেই দিয়েছি, তোমায় ধরে রাখার সাধ্য আমার কভুকার ছিলো না যে। তোমার মনে লেখা উপন্যাস জুড়ে আমার নাম ছিলো, তবুও তোমায় আমি ধরে রাখতে পারিনি।

অনেক অগোছালো ছিলাম আমি, তুমি এসে গুছিয়ে নিতে আমায়। আমি আজও অগোছালো হয়ে ঘুরে বেরাই তোমার সন্ধানে, তুমি গুছিয়ে দেবে বলে। তবে আজ তোমার শূন্যতা মনের মাঝে সব পচিয়ে দিয়েছে!
ধুলোপড়া অভিলেখাগারের স্মৃতি গুলো আমায় তোমার কথা মনে করিয়ে দেয়। তোমার পড়া উপন্যাসের বই গুলোও তোমার অভাব ভিষণ ভাবে টের পায়। সেই জায়গায় আমি মানুষ হইয়া তোমার শূন্যতা রোজ গিয়ে খাচ্ছি।।

আমি কাজল দিতে পারতাম না, তুমি প্রথম সেই পুরুষ যে কিনা খুব যত্নে আমার চোখে কাজল পরাইয়া দিয়া বলছিলা, " আমার কাজল কন্যা মায়াবতী "। তারপর থেকে আর এই "মায়াবতী " বলিয়া কেউ আমায় ডাকেনি। পুকুর পারে এবড়োখেবড়ো ভাবে যখন আলতা পরার বৃথা চেষ্টায় ছিলাম, তুমি এসে তখন সযত্নে তোমার পায়ের উপর আমার পা নিয়ে আমায় আলতা পরিয়ে দিলে। সবুজ রঙের ওড়নাটা আমার মাথায় দিয়ে বললে "আমার হলুদ পাখি "। ব্যাস তারপর থেকে আর কারো "হলুদ পাখি" হইনাই। আমি যখন ছাদের কোণে এলোমেলো ভাবে বৃষ্টি আসার ভয়ে কাপড় গুলো তুলছিলাম, তুমি এসে তখন আমার এক কুঞ্জ ধরে নিচু হয়ে আমার পায়ে পায়েল পরিয়ে দিলে।

আমি না আজও সেই পায়েল পরে তোমার কথা ভাবি। কতোই না সুখের ছিলো সেই দিন গুলো,আমাদের বৃষ্টি ভেজা দিন গুলো। তোমার বুকে শান্তির ঘুম হতো আমার। জ্বরের মাঝে কতশত বার তোমার বুকে জড়িয়ে নিয়েছিলে, মানুষের পরওয়া না করে। মানুষ কি ভাববে, কি বলবে এইসব না ভেবে তুমি শুধু আমার কথা ভেবেছিলে !

*এই মিছে দুনিয়ায় আমাদের ভালোবাসার ঠাই হয়নি, তবে তোমার বুকে শান্তির ঘুম আমি ঘুমোতে চাই। এই অশান্তিময় নরপিশাচর রাত আমায় শেষ করে দেয়!!

✍ অ পরিচিতা!

আমাদের জীবনের বিরাট ক্ষতি'টা আমরা নিজেরা'ই করে ফেলি।সহজে কাউকে নিজের আপন করে নিয়ে কঠিন ভাবে তার কাছে বিধ্বস্ত হয়ে পড়ি!আম...
25/02/2023

আমাদের জীবনের বিরাট ক্ষতি'টা আমরা নিজেরা'ই করে ফেলি।
সহজে কাউকে নিজের আপন করে নিয়ে কঠিন ভাবে তার কাছে বিধ্বস্ত হয়ে পড়ি!
আমরা মূলত, দূরের মানুষের কাছে
কষ্ট পাই না,আমরা দুঃখ পাই,
মনে থাকা মানুষটির জন্য!
যার জন্য দুচোখে কাঁন্না অবিরত বয়ে যায়।
সে আমাদের বিশ্বাস করতে চায় না
যেখানে তার জন্য মনে আছে আমাদের শুদ্ধতম ভালোবাসা!

🌸🌼

কৃতজ্ঞতা তোমায় এতো নিখুঁত ভাবে আমায় কষ্ট দেওয়ার জন্য। কৃতজ্ঞতা তাদের যারা ভালো রাখবে বলে কথা দিয়েও তাদের কথা রাখেনি। কৃত...
02/02/2023

কৃতজ্ঞতা তোমায় এতো নিখুঁত ভাবে আমায় কষ্ট দেওয়ার জন্য। কৃতজ্ঞতা তাদের যারা ভালো রাখবে বলে কথা দিয়েও তাদের কথা রাখেনি। কৃতজ্ঞতা তাদেরকেও যারা কখনো হারিয়ে যাবেনা বলে সময় বুঝে হারিয়ে গিয়েছে। কৃতজ্ঞতা ভালোবাসার মানুষটিকে যে ছেড়ে গিয়েছিলো কোনো এক অমাবস্যার রাতে আমার জীবন অন্ধকার করে।।

কৃতজ্ঞতা তাদের সবাইকে যারা আমায় আমার অস্তিত্ব ভুলিয়ে দিয়েছিলো,যাদের জন্য আমি দম বন্ধ হওয়ার উপক্রমে কান্না করেছি। আমাকে যারা ঠকিয়ে ভেঙে চুরমার করেছে তাদের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা !!

ক্ষুধার্ত কুকুরের মতো আমি আর্তনাদ করেছিলাম, বার বার বলেছিলাম তারা যেন আমায় ছেড়ে না যায়। তবে আমার আর্তনাদ সেদিন তাদের কান অব্দি পৌঁছাতে পারেনি। আমার চোখের জল তাদের হৃদয় স্পর্শ করতে পারেনি।।

প্রিয় মানুষটিকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, চেয়েছিলাম জীবনের প্রতিটি বসন্ত তার সাথে কাটাতে, তবে সে আমায় বসন্তের এক ঝরা পাতার মতোই একা করে গেলো।

কৃতজ্ঞতা সবাইকে আমার হৃদয়কে কাঁচের দেয়ালের মতোই টুকরো টুকরো করে দেওয়ার জন্য। আমার হৃদয়কে দহন করার জন্য।
কৃতজ্ঞতা সবাইকে যারা আমায় বার বার ক্ষত বিক্ষত করেছে। আজ তাদের জন্যই অবলীলায় মানুষ চিনতে শিখেছি আমি, এতোটা শক্ত হতে পেড়েছি।

*এখন আর মানুষ আমার ঠকাতে পাড়েনা কিংবা আমি সেই সুযোগ দেইনা। যান্ত্রিকতার এই শহরে মুখোশ পরিধান করা মানুষরা এখন আর আমায় কষ্ট দিতে পারেনা !!

✍️ অ পরিচিতা...!

একটা দ্বন্দ্ব চাই,যেখানে আমার কালো কালো কথায়তোমার চোখের কাজল ধুয়ে মেঘ হয়ে যাবে!! বাসায়গিয়ে খুলে বসবে তুমি নারীবাদের যত অ...
31/01/2023

একটা দ্বন্দ্ব চাই,যেখানে আমার কালো কালো কথায়
তোমার চোখের কাজল ধুয়ে মেঘ হয়ে যাবে!! বাসায়
গিয়ে খুলে বসবে তুমি নারীবাদের যত অভিধান,আর
খুঁজবে আমাকে শায়েস্তা করার সূত্র...

আমি তো বলবো শান্ত হয়ে বসো, গীতবিতানটা হাতে
নাও, দুই এক ছত্র মহাদেব সাহা আওড়াই..!! দেখবে
দুঃখগুলোও কেমন সুখ সুখ মনে হচ্ছে!

আজ এই মর্মে শেষ করছি,তাই বলে এই না যে আমি
তোমাকে আর ভালোবাসছি না..! ভালোবাসি এখনো
নিয়ম করে।কিন্তু জানো তো,প্রেমিকের জন্মই হয়েছে
নিয়মগুলো ভাঙ্গার জন্য!!!বুকে প্রেম থাকলে হয়তো
প্রেমিক হওয়া যায়.... কিন্তু নিয়ম না ভাঙ্গতে জানলে
প্রেমিকাকে বুকে জড়িয়ে ধরা যায় না...!!

ইতি
তোমার প্রিয়তমেষু!

27/01/2023

সবার শৈশব এভাবে কেটেছে 🥰🥰

Address

Maijdee Court,
Chittagong

Telephone

01823711773

Website

Alerts

Be the first to know and let us send you an email when Choker JoLe Lekha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category