নোয়াখালী এক্সপ্রেস

নোয়াখালী এক্সপ্রেস Voice of noakhali

14/05/2024

সাময়িক পোস্ট, চাটখিল বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান
গার্মেন্টস দোকান এবং মোবাইল দোকানের জন্য ৪.জন অভিজ্ঞ সেলসম্যান প্রয়োজন আগ্রহী ব্যক্তিদের ফোনে অথবা ইনবক্সে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল অযাথা কেউ নক দিবেন না.০১৭১১৮৫৬২১

১নং শাহাপুর ইউনিয়ন বিএনপির নাকি বিরাট অনিয়মের প্রমাণ মিলেছে।
05/05/2024

১নং শাহাপুর ইউনিয়ন বিএনপির নাকি বিরাট অনিয়মের প্রমাণ মিলেছে।

ব্রেকিং নিউজ....... জঙ্গি সংগঠন কুকি-চিন এর গুলিতে সেনাবাহিনীর সদস্য রফিকুল ইসলাম(৩৮) নিহত হয়েছেন।নিহত সেনা সদস্যের বাড়...
19/04/2024

ব্রেকিং নিউজ.......
জঙ্গি সংগঠন কুকি-চিন এর গুলিতে সেনাবাহিনীর সদস্য রফিকুল ইসলাম(৩৮) নিহত হয়েছেন।নিহত সেনা সদস্যের বাড়ী নোয়াখালীর চাটখিল উপজেলার শোশালিয়া গ্রামে।

ইবনে সিনা হাসপাতাল শংকর এলাকায় যদি কেউ থাকেন হুজুরের এই মুহূর্তে এ পজেটিভ রক্তের প্রয়োজন তাহলে একটু সাড়া দিন,01762040...
16/02/2024

ইবনে সিনা হাসপাতাল শংকর এলাকায় যদি কেউ থাকেন হুজুরের এই মুহূর্তে এ পজেটিভ রক্তের প্রয়োজন তাহলে একটু সাড়া দিন,01762040971

অপারেশন করার সিদ্ধান্তঃ---------------------------------------১৬/২/২৪ ইং রাত ৯টাহুজুরের শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত। ...
16/02/2024

অপারেশন করার সিদ্ধান্তঃ-
--------------------------------------
১৬/২/২৪ ইং রাত ৯টা

হুজুরের শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত। আজকের সিটি স্ক্যান রিপোর্টে ব্রেইনে ইন্টার্নাল ব্লিডিংয়ের আলামত পাওয়া গিয়েছে। পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। এই পরিস্থিতিতে একটা রিস্কি ডিসিশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে।

মেডিকেল টিমের মিটিং এবং হুজুরের পারিবারিক পরামর্শের ভিত্তিতে সার্জারীর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনায় ডাক্তার বলেছেন সার্জারী ঝুঁকিপূর্ণ। কিন্তু সার্বিক দিক চিন্তা করে পরিবারের সবাই মিলে সার্জারীর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সবার কাছে বিশেষভাবে দোয়ার আকুতি রইলো।
হয়তো আজকে রাতেই অপারেশন হয়ে যাবে।

দেশবাসী হুজুরের জন্য দোয়া করুন। আল্লাহ যেন যেকোন উপায়ে আমাদের অভিভাবক কে ফিরিয়ে দেয়।
আমিন ইয়া রব------

13/01/2024
অদ্ভুত একটা ক্যালেন্ডার। জন্ম সালটা দেখলেই আপনার বয়স পাশে দেখতে পারবেন।
30/12/2023

অদ্ভুত একটা ক্যালেন্ডার। জন্ম সালটা দেখলেই আপনার বয়স পাশে দেখতে পারবেন।

কৃষক বাঁচাতে এবং মজুতদারদের পেঁয়াজ পঁচাতে বেশি দাম হলেও নতুন পেঁয়াজই কিনুন..
11/12/2023

কৃষক বাঁচাতে এবং মজুতদারদের পেঁয়াজ পঁচাতে বেশি দাম হলেও নতুন পেঁয়াজই কিনুন..

ডিবি পুলিশের অফিসার পরিচয়ে বিভিন্নজনকে কল করে টাকা দাবি করতেন মফিজ। মফিজদের মফিজ ভাবার দিন শেষ।
23/11/2023

ডিবি পুলিশের অফিসার পরিচয়ে বিভিন্নজনকে কল করে টাকা দাবি করতেন মফিজ। মফিজদের মফিজ ভাবার দিন শেষ।

আদো মুক্তি মিলবে এই চক্র থেকে????
23/10/2023

আদো মুক্তি মিলবে এই চক্র থেকে????

নোয়াখালী ১ আসনে কার জনপ্রিয়তা বেশি বলে মনে করেন?১/এইচ এম ইব্রাহিম ২/ব্যারিস্টার মাহমাহবুব উদ্দিন খোকন
19/10/2023

নোয়াখালী ১ আসনে কার জনপ্রিয়তা বেশি বলে মনে করেন?

১/এইচ এম ইব্রাহিম

২/ব্যারিস্টার মাহমাহবুব উদ্দিন খোকন

পরিবার মানেই ভালবাসায় পরিবেষ্টিত সম্পর্ক । তবে কোন পরিবারটি বাংলাদেশে বেশি জনপ্রিয় দেখা যাক     ( বিঃদ্রঃ এটি কোন রাজনৈত...
01/10/2023

পরিবার মানেই ভালবাসায় পরিবেষ্টিত সম্পর্ক । তবে কোন পরিবারটি বাংলাদেশে বেশি জনপ্রিয় দেখা যাক
( বিঃদ্রঃ এটি কোন রাজনৈতিক পোস্ট নয় । পারিবারিক ছবি গুলো দেখে ভালো লাগে তাই পোস্ট করা । কোন নেগেটিভ কমেন্ট করলে বা ব্যক্তিগত ভাবে কাউকে নিয়ে বাজে কথা বললে ব্লক করে দেয়া হবে.. নেগেটিভ মেন্টালিটির মানুষ দূরে থাকুন )

বৈদ্যুতিক বাতির আবিস্কারক বিজ্ঞানী টমাস আলভা এডিসন এর একটি গল্প পড়েছিলাম।  'মাদারস লাভ ফর এ বয়' গল্পটির কাহিনি অনেকেই জা...
09/09/2023

বৈদ্যুতিক বাতির আবিস্কারক বিজ্ঞানী টমাস আলভা এডিসন এর একটি গল্প পড়েছিলাম। 'মাদারস লাভ ফর এ বয়' গল্পটির কাহিনি অনেকেই জানেন। তারপরও আজকে এই ছবিটি দেখে, সেই গল্পের কথা মনে পড়ে গেল।

এডিসন পড়াশোনাতে বেশ দূর্বল ছিলেন। পরীক্ষায় খাতায় তেমন ভালো করতে পারেননি। ফলে তার হাতে একটি চিঠি ধরিয়ে দিয়ে স্কুল কর্তৃপক্ষ বলেন, 'চিঠিটা যেনো খোলা না হয়। সোজা মায়ের হাতে দেয়া হয়।

এডিসন মায়ের হাতে চিঠি দিলেন এবং চিঠিতে কি লেখা কৌতুহলবশত মায়ের কাছে জানতে চাইলেন।

তার মা আওয়াজ করে এডিসনকে শুনিয়ে বললেন,‘আপনার পুত্র খুব মেধাবী, এই স্কুলটি তার জন্য অনেক ছোটো এবং এখানে তাকে শেখানোর মতো যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নেই। দয়া করে আপনি নিজেই তার শিক্ষার ব্যবস্থা করুন।'

তারপর থেকে তিঁনি মায়ের কাছেই শিক্ষা নেওয়া শুরু করলেন। দীর্ঘ সময় অতিবাহিত হবার পর টমাস আলভা এডিসন হয়ে উঠেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, শিল্পপতি এবং মার্কেটিং জগতে সফল উদ্যোক্তা। কিন্তু তাঁর মা সেসময় বেঁচে ছিলেন না। হঠাৎ একদিন পুরানো কাগজ নাড়তে থাকেন। ভাঁজ করা এক কাগজের দিকে চোখ আটকে যায়। চিঠিটি খুলে দেখেন সেই পুরানো স্কুলের চিঠি। আবেগতারিত হয়ে যান। মনের ক্যানভাসে ভেসে উঠে সেসব দিনের কথা।

সেই চিঠিতে লেখা ছিল- ‘আপনার সন্তান স্থূলবুদ্ধিসম্পন্ন, সে এই স্কুলের উপযুক্ত নয়, আমরা কোনোভাবেই তাকে আমাদের স্কুলে আর আসতে দিতে পারি না’।

তারপর এডিসনের চোখ ভিজে যায়! তাঁর মায়ের কথা ভীষণ মনে হয়। ডাইরীতে লিখে রাখলেন তখন,‘টমাস আলভা এডিসন মানসিক অসুস্থ এক শিশু ছিলেন কিন্তু তার মা তাকে শতাব্দীর সেরা প্রতিভাবান মানুষ হিসেবে গড়ে তুলেছেন।’

এই ছবিটি কে তুলেছেন জানা নেই।

তবে জানা আছে মায়ের ভালোবাসার কথা। এই সন্তানকে গড়তে মায়ের অকৃত্রিম ভালোবাসা আর সংগ্রামের কথা। মায়েরা সন্তানকে এভাবেই গড়ে তোলেন!

একজন সাহসী, সংগ্রামী, মমতাময়ী
সব মায়েরা যেনো এমনি।

©ফরিদুল ইসলাম নির্জন

স্যালুট মা ❤️

😭😭😭😭 নিখোঁজ সংবাদ  😭😭😭😭আজ বিকেল  ৫.৩০ থেকে আহাদ নামের শিশুটির কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা।তার বাড়ি ধর্মপুর(গনি বাড়ি)। তার বন...
03/08/2023

😭😭😭😭 নিখোঁজ সংবাদ 😭😭😭😭
আজ বিকেল ৫.৩০ থেকে আহাদ নামের শিশুটির কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা।
তার বাড়ি ধর্মপুর(গনি বাড়ি)।
তার বন্ধু থেকে তার শেষ অবস্থান জানায় সে বিকালে সোমপাড়া বাজারের দিকে আসতেছিলো।
কোন সহৃদয় বান ব্যাক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে নিচের নাম্বারে যোগাযোগ করবেন।
01720324609
01813125531
বি:দ:পোস্ট টি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।

নুয়ালিয়া বেনজিনা মরক্কান ফুটবলার ইতিহাসের প্রথম নারী ফুটবলার হিসেবে হিজাব পরে মাঠে নেমেছেন আজ
31/07/2023

নুয়ালিয়া বেনজিনা
মরক্কান ফুটবলার
ইতিহাসের প্রথম নারী ফুটবলার হিসেবে হিজাব পরে মাঠে নেমেছেন আজ

---------------হারানো বিজ্ঞপ্তি-----------নাম: সামছুল আলাম শামীম  পিতার নাম: বেল্লাল হোসেনব্যবসা প্রতিষ্ঠান: নাহার শারমি...
24/07/2023

---------------হারানো বিজ্ঞপ্তি-----------

নাম: সামছুল আলাম শামীম
পিতার নাম: বেল্লাল হোসেন
ব্যবসা প্রতিষ্ঠান: নাহার শারমিন হার্ডওয়্যার(মেইন রোড,সোমপাড়া বাজার)
গ্রাম: পশ্চিম রামনারায়ণপুর(একরাম আলী বেপারী বাড়ি)
পোস্ট: কল্যাণ নগর
উপজেলা: চাটখিল
জেলা: নোয়াখালী।

উক্ত ব্যক্তিটি গত ২৩-০৭-২০২৩ ইং রোজ- রবিবার সকাল ১০:৩০ ঘটিকার সময় ব্যবসায়ীক কাজে চৌমুহনীর উদ্দেশ্যে বাসা থেকে বের হয়।এরপর থেকে উনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এবং উনার হাতের ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।হারিয়ে যাওয়ার সময় উনার পরনে ছিল কালো পাঞ্জাবি ও লুঙ্গি।বিভিন্ন মাধ্যমে অনেক খোঁজাখুঁজি করার পরেও তাকে পাওয়া যায় নি।

যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই ব্যক্তিটির সন্ধান পেয়ে থাকেন বা দেখে থাকেন তাহলে অনুগ্রহ করে নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

যোগাযোগ:-
০১৭২৭-২৯৪২৪৪
০১৭২৬-৪১৫৬০৭

হিরো আলমের সাথে উপনির্বাচনের সময় সহিংসতার বিরুদ্ধে ঢাকাস্থ পশ্চিমা দূতাবাসগুলো যৌথ বিবৃতি দিয়েছে। এই হিরো আলম কোথায় কি ছ...
19/07/2023

হিরো আলমের সাথে উপনির্বাচনের সময় সহিংসতার বিরুদ্ধে ঢাকাস্থ পশ্চিমা দূতাবাসগুলো যৌথ বিবৃতি দিয়েছে।
এই হিরো আলম কোথায় কি ছিল... আর কোথায় পৌছে গ্যাছে এখন!! এই মানুষটাকে আপনারা যতই অপমান এবং অবজ্ঞা করেন না ক্যানো, তার অক্লান্ত পরিশ্রমের ফসল এই সাফল্যকে আপনারা অস্বীকার কোনভাবেই করতে পারবেন না। শতভাগ সেল্ফ মেইড একজন মানুষ, নিজেকে দিনরাত পুশ করতে করতে এতদূর এলো নিজের অবস্থান পরিবর্তন করলো।
মার খাওয়ার পর এতগুলো শক্তিশালী দেশ তার পেছনে একাট্টা হয়েছে, এটাও এই মানুষটির পরিশ্রমের প্রতি বেশ বড় ধরণের একটি স্বীকৃতি।

আমেরিকায় শামীম ওসমানকে হেনস্তার চেষ্টা, নোয়াখালীর সোনাইমুড়ীতে অভিযুক্তের বাড়িতে বিক্ষোভ-ভাংচুরনোয়াখালীর প্রতিনিধি।।।।।। ...
15/07/2023

আমেরিকায় শামীম ওসমানকে হেনস্তার চেষ্টা, নোয়াখালীর সোনাইমুড়ীতে অভিযুক্তের বাড়িতে বিক্ষোভ-ভাংচুর

নোয়াখালীর প্রতিনিধি।।।।।।
যুক্তরাষ্ট্র সফররত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে হেনস্তার চেষ্টা চাালানো সাবেক ছাত্রদল নেতার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ীতে বিক্ষোভ-ভাংচুর করেছে ছাত্রলীগ।

শনিবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আমকি গ্রামের আমকি মিয়া বাড়িতে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত বাদল মির্জা (৩৬) একই গ্রামের আবু বাহারের ছেলে এবং সে সোনাইমুড়ী উপজেলা ও জয়াগ ইউনিয়ন ছাত্রদলের একজন সক্রিয় নেতা ছিলেন।

জয়াগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত আকবর পলাশ জানান, বাদল ৮-১০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় চলে যায়। সেখান থেকে সে আমিরকা প্রবেশ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র সফররত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে হেনস্তার চেষ্টা চালানো সাবেক ছাত্রদল নেতা বাদলের পরিবারের সদস্যরা ঘটনাটি জানার পরপরই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়। সকালের দিকে সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের ১০-১৫জন নেতাকর্মি শামীম ওসমানকে হেনস্তার চেষ্টার প্রতিবাদে অভিযুক্ত বাদলের বাড়িতে বিক্ষোভ করে ভাংচুর চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। ওই সময় বাদলের পরিবারের কেউ বাড়িতে ছিলনা।

সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন বলেন, বাদল দেশে থাকতে উপজেলার জয়াগ ইউনিয়ন ছাত্রদলের অন্যতম নেতা ছিল। ওই সময় সে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িয়ে পড়ে। পরে সরকার পরিবর্তন হলে সে জনগণের রোষানলে পড়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। আওয়ামী লীগ নেতা শামীম ওসমানকে হেনস্তার চেষ্টার প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মিরা বিক্ষুদ্ধ হয়ে উঠে। পরে তার বাড়ির সামনে অবস্থান নিয়ে তার শাস্তির দাবিতে স্লোগান দেয়। ওই সময় ছাত্রলীগের কিছু নেতাকর্মিরা উত্তেজিত হয়ে পড়ে। তবে এই ছাত্রলীগ নেতা ককটেল বিস্ফোরণ ও ভাংচুরের অভিযোগ নাকচ করে দেন।

এ বিষয়ে জানতে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, এ বিষয়ে কেউ পুলিশকে অবহিত করেনি।

উল্লেখ্য, গত বুধবার ১২ জুলাই স্থানীয় সময় সন্ধ্যার পর বাংলাদেশী ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসের লিটল বাংলাদেশ (৭৩ স্ট্রিট) এলাকায় যান শামীম ওসমান। তিনি একটি কালো রঙের রেঞ্জ রোভার গাড়িতে ছিলেন। তাকে দেখামাত্র রাস্তার বিপরীতে থাকা নিউইয়র্ক মহানগর বিএনপি নেতা রাব্বী, সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের সাবেক নেতা বাদল মির্জা সহ কয়েকজন যুবক ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দেয়। এরপর তারা সেখানে একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে। পরে যার ভিডিও চিত্র ফেসবুকে ছড়িয়ে দেয়।

বিস্তারিত আসতেছে.......আপনারা কি কেউ এই কাজকে সমর্থন করেন??মতামত কমেন্ট বক্সে জানান।
15/07/2023

বিস্তারিত আসতেছে.......
আপনারা কি কেউ এই কাজকে সমর্থন করেন??
মতামত কমেন্ট বক্সে জানান।

চাটখিলে অতিরিক্ত ভাড়া আদায়, একজনের কারাদণ্ড চাটখিল প্রতিনিধিঃঈদ পরবর্তী সময় রামগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী যাত্রীদের কাছ থে...
08/07/2023

চাটখিলে অতিরিক্ত ভাড়া আদায়, একজনের কারাদণ্ড

চাটখিল প্রতিনিধিঃ
ঈদ পরবর্তী সময় রামগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে নোয়াখালীর চাটখিলে হিমালয় পরিবহনের কাউন্টার ম্যানেজার শামসুল আলম কামরুলকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও আল বারাকা পরিবহনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
শনিবার (৮ জুলাই) বিকেলে এ অভিযান পরিচালনা করেন, চাটখিল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়। দণ্ডপ্রাপ্ত শামসুল আলম (৪৫) চাটখিল উপজেলার পুরুষোত্তমপুর এলাকার আজিজুর রহমানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঈদকে পুঁজি করে ঢাকা ও চট্টগ্রামগামী বাসগুলো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন অভিযোগ পেয়ে চাটখিল বাজারের বিভিন্ন বাস কাউণ্টারে অভিযান চালানো হয়। অভিযানকালে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি প্রমানিত হওয়ায় হিমালয় পরিবহনের চাটখিল কাউন্টারের ম্যানেজারকে ৭ দিনের কারাদণ্ড ও একই অভিযোগে আল বারাকা পরিবহনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। একইসাথে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করে নায্য ভাড়া নিতে কাউন্টারগুলোকে সাবধান করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত দুটি পরিবহনের কাউন্টারগুলোতে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে ননএসি বাসে ৫০০ টাকার পরিবর্তে ৬০০ টাকা করে ভাড়া আদায় করে আসছিলো। হিমালয় পরিবহনের কাউন্টার ম্যানেজারকে অতিরিক্ত ভাড়া নেওয়ায় আগে সর্তক করা হয়েছিলো, কিন্তু সে নিষেধ অমান্য করে পুনঃরায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮০ ধারা অনুযায়ি তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি

04/06/2023

তীব্র তাপপ্রবাহের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪ দিনের ছুটি।

03/06/2023

চাটখিলের ডাঃ তিথি আজিজের ভুল চিকিৎসার শিকার হয়ে এক 'প্রসূতি মা' মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

=====================================
চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী বিশেষজ্ঞ ডাঃ তিথি আজিজের ভুল চিকিৎসা শিকার হয়ে, রুপা বেগম নামে এক নারী বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ডাঃ তিথি আজিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হলেও, তিনি রুপাকে (দ্বিতীয় সিজার) অপারেশন করেন তার মালিকানাধীন চাটখিল শিশু কিশোর স্পেশালিস্ট হসপিটালে।
রুপা বেগম নামের এই প্রসূতি মায়ের ভুল সিজার অপারেশনের ঘটনাটি ঘটে গত ১ জুন বৃহস্পতিবার রাত ৯টার দিকে,চাটখিল শিশু কিশোর স্পেশালিষ্ট হসপিটালে।

ঘটনার বিবরণে এবং রোগীর স্বজনদের সাথে যোগাযোগ করে জানা গেছে, রুপা বেগমের প্রসাব বেদনা উঠলে পূর্ব থেকে নির্ধারিত চাটখিল শিশু কিশোর স্পেশালিস্ট হসপিটাল এ নিয়ে আসা হয়। এখানে আনার পর তারা পেশার সহ অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা সম্পূর্ণ না করেই অপারেশন থিয়েটারে নিয়ে যায়। সিজার অপারেশনে রুপা বেগম একটি কন্যা সন্তানের জন্ম দেয়। ভুল সিজার অপারেশনের কারণে রোগীর প্রচুর রক্তক্ষরণ হয়। রক্ত বন্ধ নাকরেই তড়িঘড়ি করে, কোন রকম সেলাই করে রোগীকে মাইজদীতে স্থানান্তর করা হয়।

তাদের পরামর্শ মতে রূপা বেগমকে মাইজদীতে প্রাইম হাসপাতালসহ একাধিক হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কোন হাসপাতালে তাকে ভর্তি করতে রাজি হয়নি। রোগীর অবস্থা বেগতিক দেখে তার স্বজনেরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর অনেক অনুরোধের পর তাকে ভর্তি করা হয়। সেখানে নেওয়ার পর রুপাকে দ্বিতীয় অপারেশন করা হয়। বর্তমানে রুপা বেগম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রয়েছেন।

এদিকে বিষয়টি জানাজানি হয়ে গেলে চাটখিল শিশু-কিশোর স্পেশালিস্ট হসপিটাল সাথে জড়িত প্রভাবশালীরা ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য মরিয়া প্রচেষ্টা চালায়। হাসপাতাল থেকে রুগীর স্বজনদের লোভনীয় অফার দেওয়া হয়েছে। সাংবাদিকদের কাছে কোন কথা না বলার জন্য রোগীর স্বজনদের সতর্ক করে দেওয়া হয়েছে। চাটখিল শিশু কিশোর স্পেশালিস্ট হসপিটালের সাথে সংশ্লিষ্টরা চাচ্ছে কিছু টাকা দিয়ে রোগীর আত্মীয় স্বজনের মুখ বন্ধ করে দিতে। এবং এরা এ পথে হাঁটছে বলে একাধিক সুত্র থেকে সাংবাদিকরা জানতে পেরেছে।

ডাঃ তিথি আজিজের একের পর এক ভুল অপারেশনের বিষয় জানতে চাইলে চাটখিল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোস্তাক আহমেদ, ডাঃ তিথি আজিজ এর পক্ষ নিয়ে কথা বলেন। তার বক্তব্য হচ্ছে তিথি আজিজ কোন ভুল করতে পারে না।
ডাঃ আজিজের হাতে বেশ কয়েকজন প্রসূতি মায়ের মৃত্যু ও অনেক মায়ের মাতৃত্ব হারা হওয়ার বিষয় প্রশ্ন করা হলে, ডাঃ মোস্তাক আহমেদ সড়ক দুর্ঘটনার সাথে চিকিৎসা সেবা তুলনা করেন।

এ বিষয়ে মন্তব্য জানার জন্য ডাঃ তিথি আজিজের মোবাইল ফোনে বেশ কয়েকবার কল করা হলে ও তিনি তা রিসিভ করেননি। উনার মন্তব্য জানতে চেয়ে হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠানো হলেও কোন সাড়া পাওয়া যায়নি।

এ ব্যাপারে চাটখিল শিশু কিশোর স্পেশালিস্ট হসপিটালের সাথে যোগাযোগ করা হলে কর্তব্যরত কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, রুপা বেগমকে সন্ধ্যা ছয়টার দিকে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে তাকে অপারেশন থিয়েটার নিয়ে যাওয়া হয়। সিজার অপারেশনটি খুব সুন্দর ভাবে সম্পন্ন হয়েছিল এবং একটি কন্যা সন্তান হয়।
উনার পেশার একটু বেশি থাকায ডাক্তার রুপাকে মাইজদীতে নিয়ে যাওয়ার জন্য বলেছে। অন্য কোন সমস্যার কথা হাসপাতাল থেকে অস্বীকার করা হয়।

উল্লেখ্য,এদিকে ডাঃ তিথি আজিজের ভুল চিকিৎসার শিকার হয়ে অনেক নারী মাতৃত্ব হারিয়েছেন। অনেক মাতৃত্ব হারানো নারীর তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে এবং আরো আসছে।
শারমিন আক্তার স্বামী মোঃ জহির উদ্দিন পলাশ গ্রাম:মলংমুড়ি। প্রথম সিজার অপারেশনের সময় জরায়ু কেটে পেলে ডাঃ তিথি আজিজ।
২০২০ সালের ১৭ সেপ্টেম্বর আমেনা বেগম নামের এক নারীকে সিজার করতে গিয়ে হত্যা করেছিলেন ডাঃ তিথি আজিজ। ডাঃ তিথি আজিজের এ ধরনের ভুল চিকিৎসার আরো বেশ কয়েকটি তথ্য আমাদের হাতে রয়েছে। এসব তথ্য নিয়ে আমাদের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম কিস্তি প্রকাশিত হল।

তাকেই জীবনসঙ্গী বানান যে ঘুর্ণিঝড় মোখা, ভূমিকম্প, সুনামি কোন কিছুতেই আপনাকে ছেড়ে যাবে না! 🥴
14/05/2023

তাকেই জীবনসঙ্গী বানান যে ঘুর্ণিঝড় মোখা, ভূমিকম্প, সুনামি কোন কিছুতেই আপনাকে ছেড়ে যাবে না! 🥴

লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ্ আল নোমান  এবং লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক...
10/05/2023

লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ্ আল নোমান এবং লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং সন্ত্রাসীদের গডফাদার কে গ্রেফতার এবং ফাঁসির দাবিতে মানববন্ধন।

স্থান: জাতীয় প্রেস ক্লাব
তারিখ:১২-০৫-২০২৩
সময়: রোজ শুক্রবার বিকেল ৪ ঘটিকায়।

আয়োজনে:লক্ষ্মীপুরের সর্বস্তরের জনগণ।
সবার উপস্থিতি কামনা করছি।

লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ্ আল নোমান এবং লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ...
09/05/2023

লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ্ আল নোমান এবং লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমামকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং সন্ত্রাসীদের গডফাদার আবুল কাশেম জিহাদির গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন।

স্থান: জাতীয় প্রেস ক্লাব, ঢাকা।
তারিখ:১২-০৫-২০২৩
সময়:বিকেল ৪ টা।

আয়োজনে: লক্ষ্মীপুর জেলার সর্বস্তরের জনগণ।

এই সেই ডাকাত জিহাদি।
04/05/2023

এই সেই ডাকাত জিহাদি।

Address

Noakhali Sadar Upazila
1882

Website

Alerts

Be the first to know and let us send you an email when নোয়াখালী এক্সপ্রেস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share



You may also like