দৃশ্যমান নওগাঁ

দৃশ্যমান নওগাঁ নওগাঁ জেলার সকল ধরনের খবর

Post : 729❝তুমি নিজেকে সবসময়' তাদের সঙ্গে রাখো,যারা সকাল-সন্ধ্যায়' আল্লাহ'কেই ডাকে।আল্লাহ'র সন্তুষ্টির জন্য। ❞📖[সূরা আল ...
13/11/2024

Post : 729

❝তুমি নিজেকে সবসময়' তাদের সঙ্গে রাখো,যারা সকাল-সন্ধ্যায়' আল্লাহ'কেই ডাকে।আল্লাহ'র সন্তুষ্টির জন্য। ❞

📖[সূরা আল কাহাফ,আয়াত:২৮]

___কুমিল্লা নগরীর টমছমব্রীজ মারকাজুর নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার টয়লেট থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার...! #সংগৃহীত
08/11/2024

___কুমিল্লা নগরীর টমছমব্রীজ মারকাজুর নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার টয়লেট থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার...!
#সংগৃহীত

একজন আলেম বাজারে কেনাকাটা করতে গেলে দোকানদার দাম কমিয়ে বলতো। যে পণ্যের দাম ২০০ টাকা, বিক্রেতা দাম চাইতো ১৫০ টাকা। তিনি ...
08/11/2024

একজন আলেম বাজারে কেনাকাটা করতে গেলে দোকানদার দাম কমিয়ে বলতো। যে পণ্যের দাম ২০০ টাকা, বিক্রেতা দাম চাইতো ১৫০ টাকা। তিনি ব্যাপারটা খেয়াল করলেন।
একদিন জিজ্ঞেস করলেন, “এই দাম কি সবার জন্য?”
বিক্রেতা বললো, “না, শুধুমাত্র আপনার জন্য। আল্লাহর কসম! আপনার জায়গায় অন্য কেউ হলে আমি কিছুতেই এই দামে বিক্রি করতাম না।”
সেই আলেম বুঝতে পারলেন তাঁর সম্মানার্থে বিক্রেতা ক্রয়মূল্যেই বিক্রি করে দেয়। আলেম হবার কারণে তাকে এই সম্মান দেখায়। তিনি চাইলে এই সুযোগ কাজে লাগাতে পারতেন।
কিন্তু, তাঁর মনে হলো- এতে করে আল্লাহ দুনিয়াতেই তাঁকে সব দিয়ে দিবেন! ‘আলেম’ পরিচয়ের মাধ্যমে তিনি দুনিয়াতে লাভবান হতে চাননি।
এরপর থেকে মৃত্যু অবধি তিনি কোনোদিন বাজারে গিয়ে কেনাকাটা করেননি। কেনাকাটার প্রয়োজন হলে অন্য লোকদেরকে দিয়ে কিনতেন।
সেই আলেমের নাম হাসান আল-বসরী রাহিমাহুল্লাহ।

বই: ‘ইমাম সিরিজ’

07/11/2024

ইমাম ইবন বাজ رحمه الله বলেছেন:

“যদি তোমার প্রার্থনার উত্তর পেতে দেরি হয়, তবে আল্লাহকে দোষারোপ করো না বা প্রশ্ন করো না কেন... কেন হে আল্লাহ? বরং নিজের দিকে ফিরে তাকাও এবং আত্মসমালোচনা করো। তোমার রব হেকিম (জ্ঞানী) ও আলিম (সর্বজ্ঞ)। নিজের আমল পর্যালোচনা করো এবং দেখো, হতে পারে তোমার কিছু গুনাহ বা পাপ রয়েছে যা প্রার্থনার উত্তর পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ তোমার চাওয়ার চেয়ে উত্তম কিছু দান করতে পারেন বা তোমার ক্ষতির কিছু দূর করতে পারেন যা তোমার চাওয়ার চেয়েও ভালো। আল্লাহর প্রতি ভালো ধারণা রাখো এবং ধৈর্য সহকারে দোয়া চালিয়ে যাও। কারণ দোয়ায় তোমার জন্য অনেক কল্যাণ রয়েছে।”

(মাজমু' ফাতাওয়া, খণ্ড ৫, পৃষ্ঠা ৩০৪)

অহংকারের পরিণতি, পরিচয় এবং তার ২৮টি আলামতঅহংকার এক মারাত্মক মানসিক ব্যাধি ও নিকৃষ্ট স্বভাব। এটি ইসলামের দৃষ্টিতে কবিরা গ...
06/11/2024

অহংকারের পরিণতি, পরিচয় এবং তার ২৮টি আলামত

অহংকার এক মারাত্মক মানসিক ব্যাধি ও নিকৃষ্ট স্বভাব। এটি ইসলামের দৃষ্টিতে কবিরা গুনাহ এবং জাহান্নামে শাস্তিযোগ্য অপরাধ।

◆ আল্লাহ তাআলা বলেন,

وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا ۖ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ

“অহংকার বশতঃ তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্বভরে পদচারণা করো না। নিশ্চয় আল্লাহ কোন দাম্ভিক-অহংকারীকে পছন্দ করেন না।” [সূরা লোকমান: ১৮]
◆ হারিসা ইবনে ওয়াহাব রাহ. থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি,

"‏ أَلاَ أُخْبِرُكُمْ بِأَهْلِ الْجَنَّةِ ‏"‏ ‏. ‏ قَالُوا بَلَى ‏. ‏ قَالَ صلى الله عليه وسلم ‏"‏ كُلُّ ضَعِيفٍ مُتَضَعَّفٍ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لأَبَرَّهُ ‏"‏ ‏. ‏ ثُمَّ قَالَ ‏"‏ أَلاَ أُخْبِرُكُمْ بِأَهْلِ النَّارِ ‏"‏
قَالُوا بَلَى ‏. ‏ قَالَ ‏"‏ كُلُّ عُتُلٍّ جَوَّاظٍ مُسْتَكْبِرٍ ‏

“আমি কি তোমাদেরকে জান্নাতবাসীর সম্পর্কে অবহিত করব?
সাহাবিগণ বললেন, হ্যাঁ, অবশ্যই।

তিনি বললেন, “তারা হবে দুর্বল এবং নম্র স্বভাবের লোক। যারা আল্লাহর নামে কসম করলে আল্লাহ তা পূরণ করেন।”

অতঃপর তিনি বললেন, “আমি কি তোমাদেরকে জাহান্নামবাসী সম্পর্কে অবহিত করব?
সাহাবিগণ বললেন, হ্যাঁ, অবশ্যই।

তিনি বললেন, “তারা হবে অত্যাচারী, দাম্ভিক ও অহংকারী লোক।”

[সহীহ মুসলিম (ইসলামিক ফাউন্ডেশন), অধ্যায়: ৫৪/ জান্নাত, জান্নাতের নিয়ামত ও জান্নাতবাসীদের বিবরণ, পরিচ্ছেদ: ১৩. দুর্দান্ত অহংকারী প্রতাপশালীরা জাহান্নামে এবং দুর্বল লোকেরা জান্নাতে যাবে]

❑ মানুষ কেন অহংকার করে?

একজন মানুষ নানা কারণে অহংকারী হয়ে উঠতে পারে। যেমন: অর্থ-সম্পদের প্রাচুর্যতা, ভালো চাকরি, উচ্চ বংশ বা বংশগত আভিজাত্য, পদমর্যাদা, নেতৃত্ব, দলীয় দাপট, হিংসা, শারীরিক সৌন্দর্য, নেক আমল ইত্যাদি। তবে এর পেছনে মূল কারণ হল, জ্ঞানের স্বল্পতা বা বিচার-বুদ্ধির ঘাটতি। কারণ প্রকৃত জ্ঞানী কখনো অহংকারী হয় না। বরং একজন মানুষ যত বেশি জ্ঞানী হয় সে তত বেশি বিনয়াবনত হয়। তার আচরণ ও কথাবার্তা হয় তত শালীন। সে হয় সহিষ্ণু। মানুষ সমাজেও একজন অহংকারী ব্যক্তি হয় অত্যন্ত ঘৃণিত। অহংকারী ব্যক্তি সর্বাবস্থায় প্রত্যাখ্যান যোগ্য।

❑ মানুষের কেন অহংকার করা উচিৎ নয়?

অহংকার করা মানুষের জন্য সমীচীন নয়। এটা তার জন্য সাজে না। কারণ মানুষ নিতান্ত দুর্বল সৃষ্টি। অসুস্থ হলে সে অচল হয়ে পড়ে, ক্ষুধা-পিপাসায় সে অস্থির হয়ে যায়। অতিরিক্ত ঠাণ্ডা বা গরম তার সহ্য ক্ষমতার বাইরে। হঠাৎ প্রচণ্ড আওয়াজে সে বেহুশ হয়ে পড়ে, শোকে মুহ্যমান হয়ে পড়ে। শরীরে প্রচণ্ড আঘাত লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে, শরীর রক্তাক্ত হয়ে যায়। বিভিন্ন কারণে সে দুশ্চিন্তায় পতিত হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। প্রচণ্ড রাগের সময় তার নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না। সুতরাং এমন দুর্বল মানুষের জন্য অহংকার করা সাজে না। অহংকার হল, আল্লাহর চাদর। কারও যদি অহংকার করা সাজে তিনি হলেন, একমাত্র মহান রাজাধিরাজ, মহা শক্তিধর, মহা পরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।

❑ হাদিসের ভাষায় অহংকারের দুটি মূলনীতি:

রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অহংকারের করুণ পরিণতি বর্ণনা পূর্বক তা চেনার দুটি মূলনীতি দিয়েছেন। সে দুটি বিষয় যদি কারও মধ্যে থাকে তাহলে সে নিশ্চিতভাবেই অহংকারী। সেগুলো হলো:

১. সত্য প্রত্যাখ্যান করা।
২. মানুষকে খাটো নজরে দেখা বা তুচ্ছ-তাচ্ছিল্য করা।

যেমন নিম্নোক্ত হাদিসটি:

ইবনে মাসউদ রা. হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

لاَ يَدْخُلُ الجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ فَقَالَ رَجُلٌ : إِنَّ الرَّجُلَ يُحِبُّ أَنْ يَكُونَ ثَوْبُهُ حَسَناً وَنَعْلُهُ حَسَنةً فَقَالَ إِنَّ اللهَ جَمِيلٌ يُحِبُّ الجَمَالَ الكِبْرُ : بَطَرُ الحَقِّ وَغَمْطُ النَّاسِ

“যার অন্তরে অণু পরিমাণও অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। (এ কথা শুনে) এক ব্যক্তি জিজ্ঞাসা করল, “মানুষ তো পছন্দ করে যে, তার কাপড়-চোপড় সুন্দর হোক, তার জুতা সুন্দর হোক, (তাহলে সেটাও কি অহংকারের মধ্যে গণ্য হবে?)।
তিনি বললেন, “নিশ্চয় আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ভালবাসেন। অহংকার হল, সত্যকে প্রত্যাখ্যান করা ও মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা বা মানুষকে খাটো নজরে দেখা।”
[সহীহ মুসলিম (ইসলামিক ফাউন্ডেশন), অধ্যায়: ১/ কিতাবুল ঈমান, পরিচ্ছেদ: ৩৯. অহংকারের বিবরণ ও তা হারাম হওয়া]

❑ অহংকারীর ২৮টি আলামত:

একজন মানুষ অহংকারী কিনা তার আচরণ ও কথাবার্তায় ফুটে উঠে। নিম্নে মানুষের এমন কিছু আচরণ ও স্বভাব তুলে ধরা হল যা তার অহংকারের প্রমাণ বহন করে। অর্থাৎ এগুলোর মাধ্যমেও কারো মাঝে অহংকার আছে কিনা তা সহজে নির্ণয় করা যায়।

১. ভুল করার পরও তা স্বীকার না করা। একজন অহংকারী ব্যক্তি কখনো ভুল স্বীকার করতে রাজি নয়। বরং যে কোনও মূল্যে সে নিজের কথা ও কাজকে সঠিক প্রমাণ করতে তৎপর থাকে। সে যে কোনও মূল্যে নিজের জিদের উপর অটল থাকে। কারও প্রতি অন্যায় আচরণ করলেও সে কখনো তার নিকট ক্ষমা চাইবে না। দুঃখিত, সরি, ক্ষমা করবেন, ভুল হয়ে গেছে এ কথাগুলো তার অভিধানে নেই।

২. নিজের মতটাকে সবসময় সঠিক ও গুরুত্বপূর্ণ মনে করা এবং অন্যের মতামতকে মূল্যায়ন না করা বা গুরুত্ব না দেওয়া।

৩. কথাবার্তা ও চলাফেরায় ঔদ্ধত্যভাব প্রকাশ করা।

৪. সামান্য কারণেই মানুষের প্রতি ক্রোধান্বিত হওয়া-এমনকি সম্পর্কচ্ছেদ করা।

৫. মানুষের অবদানকে খাটো করে দেখা।

৬. কেউ ভালো কাজ করলে তাকে ধন্যবাদ না দেওয়া বা কৃতজ্ঞতা না জানানো।

৭. কেউ তার উপকার করলে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করা। কেউ তার উপকার করলে সে মনে করে, এটা তার পাওনা ছিল!

৮. অন্যের উপদেশকে পাত্তা না দেওয়া। বরং এটাকে সে নিজের মান-সম্মানহানীকর মনে করে।
৯. সে চায়, মানুষ সবসময় তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিক। প্রত্যাশিত গুরুত্ব না পেলে প্রচণ্ড ক্ষেপে যায়।

১০. অহংকারী ব্যক্তি কখনো অন্যকে সালাম দেয় না রবং সে চায় অন্যেরা তাকে সালাম দিক। এরা অনেক সময় সালাম দিলেও উত্তর দেয় না।।

১১. অহংকারী নিজেকে অন্যদের থেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য মিথ্যা কথা বলতে দ্বিধা করে না। সে অন্যদের সামনে তার নিজের এমন যোগ্যতা, অর্থ-সম্পদ, উচ্চপদস্থ লোকেদর সাথে তার সম্পর্ক ইত্যাদি তুলে ধরে যা আদতে সত্য নয়।

১২. স্ত্রী, সন্তান, কর্মচারী, বাড়ির কাজের লোক, ব্যক্তিগত গাড়ি চালক ইত্যাদি অধীনস্থদের সাথে দুর্ব্যবহার করা। অনুরূপভাবে গরিব কৃষক-শ্রমিক, রিক্সা, চালক, ভ্যান চালক, অটো চালক, বাসের ড্রাইভার, কন্টাক্টর, এতিম শিশু, ভিক্ষুক ইত্যাদির সাথেও সে বাজে আচরণ করে, কথা কথায় রাগ দেখায় ও গালাগালি করে।

১৩. তার স্বভাবে ও আচরণে বিনয়-নম্রতা স্থান পায় না। বরং সে হয় উগ্র ও বদমেজাজি।

১৪. নিজের কার্যক্রমে খুব বেশি আত্মতৃপ্তিতে ভোগা।

১৫. অন্যের দোষত্রুটি বা দুর্বলতাকে নিয়ে হাসাহাসি করা বা তার সাথে কষ্টদায়ক আচরণ করা।

১৬. কেউ ভুল করার পর তার নিকট ক্ষমা চাইলেও সে তাকে ক্ষমা করে না।

১৭. সে তার পছন্দনীয় নয় এমন কোনও ব্যক্তির সাথে দেখা করতে চায় না বা সে তার সাথে কোথাও যাক, তার পাশে বসুক, তার বাড়িতে বেড়াতে আসুক-এটা সে চায় না।

১৮. মানুষ হিসেবে নয় বরং মানুষের পদমর্যাদা, শিক্ষাগত যোগ্যতা, গায়ের রং, পোশাক, মেধা ইত্যাদি বিবেচনা করে মানুষের সাথে সম্পর্ক রাখা।

১৯. সে নিজেকে অভাব মুক্ত মনে করে। তার দৃষ্টিতে সে স্বয়ং সম্পূর্ণ।

২০. অহংকারী ব্যক্তি বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করতে চায় না।

২১. সে কখনো চায় না, কেউ তার সামনে দিয়ে হাঁটুক বা চলুক বা বসুক। সে চায় সে সবসময় সবার সামনে থাকবে। কোনও মাহফিলে স্টেজে সামনে চেয়ার না পেলে ক্রোধান্বিত হয়ে উঠে।

২২. পারিবারিক কাজে কাউকে সাহায্য করে না। এটা সে তার জন্য সম্মানহানি মনে করে।

২৩. সে নিজে অন্যের সেবা করতে রাজি নয় বরং সে চায়, সবসময় অন্যরা তার সেবা করুক। ফলে সে অন্যদেরকে শুধু কাজের বা সেবার আদেশ করে।

২৪. কেউ ভুল ধরিয়ে দিলে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করা এবং নিজেকে সংশোধনের পরিবর্তে উল্টা তার উপর রাগ করা।
২৫. ন্যায়-সঙ্গত, যৌক্তিক ও সত্য বিষয়কে জেনে-বুঝে প্রত্যাখ্যান করা।

২৬. মানুষের শারীরিক গঠন, দারিদ্রতা, বংশ মর্যাদা ইত্যাদি নিয়ে তাদেরকে হেয় প্রতিপন্ন করা ও তুচ্ছ-তাচ্ছিল্য করা।

২৭. সত্য জানার চেষ্টা না করা বা জ্ঞানার্জন করা থেকে মূখ ফিরিয়ে চলা।

২৮. তার থেকে থেকে বয়সে ছোট, কম শিক্ষিত বা কম পদমর্যাদার মানুষের পক্ষ থেকে কোন সংশোধনী গ্রহণ না করা বা কোনও জ্ঞান না নেওয়া যদিও তা উপকারী হয়।

এই লক্ষণগুলো আমাদের মধ্যে থাকলে ধ্বংস ও অধঃপতনের পূর্বে এখনই তওবা করে নিজেকে সংশোধন করা আবশ্যক। আল্লাহ তওফিক দান করুন। আমিন।

-আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি

মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিকি।জীবনে কি করলাম এটাই ভেবে ধিক্কার দেই নিজেকে
06/11/2024

মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিকি।
জীবনে কি করলাম এটাই ভেবে ধিক্কার দেই নিজেকে

06/11/2024

আর এটাই ঘটেছিলো হাসান (রা) এর সময়ে। তিনি মৈত্রীবন্ধন স্থাপন করেছিলেন। তিনি নেতায় পরিণত হলেন, নিজের নেতৃত্ব ত্যাগ করার মাধ্যমে। রাসূল (স) তাঁকে নেতা বলে আখ্যায়িত করেছিলেন। তিনি তাঁর নেতৃত্বকে উৎসর্গ করেছিলেন, কারণ রক্তপাত কল্যাণকর নয়, সংঘাত কল্যাণকর নয়। তো তিনি অন্য পক্ষকে বললেন, “আপনি নেতৃত্ব গ্রহণ করুন। আমি নিজের জন্য আর কোনো রক্তপাত হতে দিবো না।” তিনি সমঝোতা করেছিলেন নিজের খিলাফাহ ত্যাগ করার মাধ্যমে। আর আমাদের রাসূল (স) বলেছেন যে, এটাই প্রকৃত নেতৃত্ব, একেই বলে সাইয়্যেদ। আর এটা মানুষকে পুণরায় মিলিয়ে দেয়ার গুরুত্ব প্রদর্শন করছে।

তো মূল কথা হলো, আমি নিজেকে এবং আপনাদের সকলকে উৎসাহিত করছি, এ বিষয়ে নিজের মাঝে সীমাবদ্ধ থাকবেন না। যখন আপনার কাছের বন্ধু, আপনার নিকট আত্মীয় কোনো বিবাদে লিপ্ত হয়, তখন সমাধানকারী পক্ষ হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন। وَالصُّلْحُ خَيْرٌ - ওয়াসসুলহু খায়র। সুলহ প্রতিষ্ঠা করুন; এর ফলে আল্লাহও আমাদের হৃদয়কে সলেহ বানিয়ে দিবেন। সলেহ শব্দটি এসেছে সুলহ থেকে। শব্দদুটির শব্দমূল একই। আপনি সলেহীনদের অন্তর্ভুক্ত হবেন, যখন মানুষের মাঝে মৈত্রীবন্ধন স্থাপন করবেন। আল্লাহ আমাদেরকে সলেহীনদের অন্তর্ভুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।

-- ইয়াসির কাদি

বান্দা যা পেতে উদগ্রীব ও বেচাইন, সে ব্যাপারে-ই তার সবরের পরীক্ষা করা হয়। সবর করলে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে, নয়তো ঝ...
02/11/2024

বান্দা যা পেতে উদগ্রীব ও বেচাইন, সে ব্যাপারে-ই তার সবরের পরীক্ষা করা হয়। সবর করলে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে, নয়তো ঝরে পড়ে।

— কথা: সংগৃহীত

আলহামদুলিল্লাহ আ'লা কুল্লিহাল। দুয়া কবুল হয়েছে।এখন সামর্থ্য হলেই যাব প্রিয় মাদিনায়।হে আল্লাহ সুবহানু ওয়া তা'আলা কবুল করু...
30/10/2024

আলহামদুলিল্লাহ আ'লা কুল্লিহাল। দুয়া কবুল হয়েছে।এখন সামর্থ্য হলেই যাব প্রিয় মাদিনায়।হে আল্লাহ সুবহানু ওয়া তা'আলা কবুল করুন সকল মাদিনা পিপাসার্ত মানুষকে ❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹

28/10/2024

যে ব্যাক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ পছন্দ করে, আল্লাহও তার সাথে সাক্ষাৎ পছন্দ করেন।
বুখারী, হাদিস নং: ৬৫০৭

27/10/2024

রাসূল(ﷺ) বলেছেন:
"নিশ্চয়ই সততা মানুষকে কল্যাণের পথে নিয়ে যায়। আর কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়"।
[ মুসলিম- ৬৫৩১]‎

26/10/2024

Dua is the best gift ❤️ Even when we are not talking/interacting, I can send so much love & goodness for you through Duas Alhamdulillah 💗

এই রকম একটা প্রজেক্ট আল্লাহ চাইলে একদিন সম্ভব হবে। ইনশাআল্লাহ।
25/10/2024

এই রকম একটা প্রজেক্ট আল্লাহ চাইলে একদিন সম্ভব হবে। ইনশাআল্লাহ।

আল্লাহুম্মাগফিরলী
24/10/2024

আল্লাহুম্মাগফিরলী

24/10/2024

তোমাদের ওপর যেসব বিপদ-আপদ নিপতিত হয়..
তা তোমাদেরই কর্মফল..
(আশ-শূরা আয়াত-৩০)

আবরার ফাহাদরা অবশেষে জিতেছে... আল্লাহ তাদের আর্তনাদ কবুল করেছেন।‘নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী’[সূরা আনফাল : আয়...
23/10/2024

আবরার ফাহাদরা অবশেষে জিতেছে... আল্লাহ তাদের আর্তনাদ কবুল করেছেন।

‘নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী’
[সূরা আনফাল : আয়াত : ৩০]

23/10/2024

স্বামী প্রচুর পরিমাণে আমাকে ভালবাসে। আমার জীবনের সকল অপূর্ণ স্বপ্নগুলোকে পুরনো করে দেওয়ার জন্য, তিনি সর্বোচ্চভাবে চেষ্টা করে এবং বাস্তবায়িত করে। বিয়ের পূর্বে ভাবতাম স্বামী আমার জীবনের স্বাধীনতা ও পথের কাঁটা হয়ে দাঁড়াবে! বিয়ের পর এমন একজন স্বামীকে পেয়ে আমি ধন্য। আমার জীবনে কোন অভিযোগ নেই, নেই কোন দুঃখ মান অভিমান এমন একজন জীবন সাথী পেয়ে। স্বামীর এ প্রশংসা গুলো বান্ধবীদের মহলে আলোচনা করেছিলাম। আর সেখানে বান্ধবীরা খুব কৌতূহল ভাবে তাকিয়ে, আমার কথাগুলো অপলক দৃষ্টিতে শ্রবণ করতে ছিল। অতপর সেদিন থেকে সপ্তাহের রং পরিবর্তন না হতে স্বামী আমাকে ডিভোর্স দেওয়ার মতো পরিবেশ তৈরি হয়ে গেছিল। বদ নজর কতটা ভয়ংকর ভাবে কাজ করতে পারে। সেটা আমি ওই দিনের পর থেকে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে বুঝতে সক্ষম হইলাম। অতপর স্বামী স্ত্রী সম্মিলিতভাবে রুকিয়ার মাধ্যমে মহান আল্লাহ তা'আলা আমাদেরকে পূর্বের অবস্থা ফিরিয়ে দেন। ঐ দিনের পর থেকে স্বামী কিংবা নিজের ব্যক্তিগত জীবনের কোন গুনাগুন কারো নিকট প্রকাশ করি না। জীবনের ডায়েরি থেকে শো অফ শব্দটি মুছে দিয়েছি.....
জনৈক পেশেন্ট 💐 (ইসরাত জাহান)
এই জন্য রাসুল সাঃ বলেছেন :
العين حق ولو كان شيء سابق القدر لسبقته العين ، وإذا استغسلتم فاغسلوا
বদ নজর (এর খারাপ প্রভাব) সত্য এমনকি যদি কোন বস্তু ত্বাকদীরকে অতিক্রম করত তবে বদ নজর তা অতিক্রম করত। সুতরাং তোমাদেরকে যখন (এর প্রভাবমুক্ত হওয়ার জন্যে) গোসল করতে বলা হয় তখন তোমরা গোসল কর ।
(মুসলিমঃ ১৪/১৭১)

My 11 year old daughter recently asked me: “Abba what is a crush?” and “what is rainbow?”Let’s take a look at the first ...
23/10/2024

My 11 year old daughter recently asked me: “Abba what is a crush?” and “what is rainbow?”

Let’s take a look at the first question: what is crush?

About two weeks ago, my daughter (a 6th Grader) was attending her online school, and her classmates were discussing something in the chat box. After her class was done, she came to me and asked: “Abba I want to ask you something, what is crush?”

I responded: “Are you talking about the soda?”

She smiled and said: “No Abba, the crush between boys and girls”

I said: “Hmm okay. Why don’t you tell me what do you think a crush is?” (At this point, I wanted to see her thought process)

She said: “Abba it seems very haram because it sounds like zina.”

(Keep in mind that I’ve already taught her the definitions of nikkah and zina. I taught her that nikkah is when a man and woman stay together after marriage, which is considered a form of ‘ibadah. And that zina is something where a man and woman stay together without marriage and it’s super haram)

I asked my daughter: “Why does a crush seem like zina to you when a crush is only a feeling?”

She responded: “Because girls in my chat room were discussing how they liked one of the boys. Some of them were only 9 years old and they wanted to go for a date, and they were calling that a crush. So obviously this will lead you to haram things without marriage, right Abba?”

I responded (at this point I was over the moon in happiness): “yes, this feeling of a crush can lead you to zina, and it is haram”

I then asked her: “In Islam, if you really have this feeling of a crush and like someone, then how can you have a halal relationship?”

She said: “We can talk to our parents and we can get married, right abba?”

I said to her at the end: “Yes Alhamdulillāh. By the way, let me give you a gift because you asked me this question.”

Now let’s look at the second question: “What is rainbow”?

Around a week ago, my daughter’s same virtual school offered her an elective course for “understanding PRIDE”, replete with a rainbow sign. To which my wife and I obviously said NO. Later on, while my wife and I were discussing how aggressive their marketing has been getting, I saw that Fatima was listening to us, so I asked her to come over, and then I asked her: “Fatima do you know what is pride and what that rainbow means?”

She said: “A little bit”

I (surprisingly) asked: “Really? What is it?”

She said: “It’s when a man and a man have a relationship, or when a woman and a woman have a relationship.”

I asked: “MāshāAllah, so you do have an idea of what it is. What do you think about it?”

She said: “It’s haram Abba. That was the same problem with Prophet Lut’s (AS) people”

I responded : “MāshāAllah that’s right. By the way, how did you know about the meaning of pride and the rainbow?”

She said: “I searched about them on Google and found this out”

I said: “MāshāAllah, that’s great. But what if Google shows you inappropriate/dirty images or videos?”

She responded: “Obviously it’s from shaytan Abba, and I will close it immediately”

Then she asked me: “Why does a rainbow represent their haram relationship?”

I replied: “They have selected the rainbow as a flag for themselves, and have chosen June as their month to celebrate and take pride in their haram relationships, and to invite others towards this. So we should be very careful when we see these things”

***Why I am sharing this:***

- One of the primary reasons we are not sending our daughter to public school is because we want to avoid this type of environment, but do you see just how vigilant we have to be as a parents, even if whilst our kids are taking these virtual classes from home?

- I am grateful that she came to me to discuss these things with me. Can you imagine if she would have discussed this with her friends, who could have changed her thought process entirely at this young age? How detrimental would that have been?

- Be proactive: I had already had these conversations with my daughter; about nikkah vs zina in the story of Yusuf (AS), homosexuality in story of Lut (AS). Since I had already explained these things to her, it helped her to understand these things in a proper Islamic context. Alhamdulillāh I didn’t wait to have these conversations as a reaction to her being exposed to these things, becuase we are living in a very different time nowadays. If you are not proactively talking to and teaching your kids about these sensitive topics, then someone else will!

- Even though we can put filters on browsers and restrict access to mobile phones, eventually our children will be exposed to this garbage, so it is imperative for us as parents to start this conversation early.

- Please don’t read this and think that I am the ideal father, or that I have the ideal daughter. We all have our shortcomings, so please neither idolize us nor demonize us. Keep us at our level and make dua for us. If you found this beneficial, then talk to your kids about these issues. I am sharing my video series with my kids about this in the comments section. May Allah SWT protect us our kids. Ameen!

~ Asif Hirani

Address

Naogan
6500

Telephone

+8801705946784

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৃশ্যমান নওগাঁ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies