02/12/2024
সেতু-বন্ধন-৪র্থ পর্ব। বাবডাইং-ফিল্ডপাড়া। আদিবাসীদের জীবনমান উন্নয়ন। Radio Mahananda
প্রিয় শ্রোতা, আপনি দেখছেন রেডিও মহানন্দা ৯৮.৮এফএম। আদিবাসীদের জীবনমান উন্নয়নে ৭ পর্বের ধারাবাহিক বিশেষ অনুষ্ঠান “সেতু-বন্ধন”। আজ দেখবেন এই অনুষ্ঠানের ৪র্থ পর্ব।
“প্রোমোটিং দ্যা ভয়েস অব প্লেইনল্যান্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া” শীর্ষক প্রকল্পের আওতায় সমতল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে ক্ষমতায়ন, তাদের জীবন জীবিকা বৃদ্ধি, সংস্কৃতি সংরক্ষণ ও কমিউনিটি মিডিয়ার সাথে আদিবাসীদের অন্তর্ভুক্তির বিষয়টিকে নিশ্চিতকরণের উদ্দেশ্যে এই “সেতু-বন্ধন” অনুষ্ঠানটি।
আমাদের আজকের বিষয়, “ফিল্ডাপাড়া এবং আশেপাশের গ্রামের আদিবাসী জনগোষ্ঠীর মাদকাসক্তি এবং তা প্রতিরোধে করণীয়।” অনুষ্ঠানটি ইউরোপিয়ান ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল নাইনটিন এর আর্থিক সহায়তায় ও গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি ফাউন্ডেশন এর কারিগরি সহায়তায়, আয়োজন করেছে কমিউনিটি রেডিও মহানন্দা ৯৮.৮এফএম।
রেডিও মহানন্দার প্রযোজক মোমেনা ফেরদৌস অরনীর সঞ্চলনায় অনুষ্ঠিত কমিউনিটি সংলাপে অতিথি ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ক-সার্কেল (অতিরিক্ত দায়িত্ব খ-সার্কেল) মো. ইলিয়াস হোসেন তালুকদার, সহকারী উপপরিদর্শক মো. মামুনুর রশিদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাবুডাইং আলোর পাঠশালার সহকারী শিক্ষক নির্মল সরেন, চাত্রা গ্রামের মোড়ল লাছাম মুরমু, চটিগ্রামের মোড়ল লক্ষণ মুরমু, ফিল্টিপাড়া গ্রামের মোড়ল সুনিল টুডু, বিল বৈঠ্যা গ্রামের মোড়ল বিজোলি টুডু, ছুটিপুকুর গ্রামের মোড়ল যগেন হাসদা, আদিবাসী নেত্রী কল্পনা মুরমুসহ দেড় শতাধিক আদিবাসী।
কমিউনিটি সংলাপে আদিবাসীরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সমস্যাগুলোর মধ্যে ছিল- মাদকের কারণে আদিবাসী সম্প্রদায় পিছিয়ে পড়ছে, বাল্যবিয়ে, নারী নির্যাতন, পারিবারিক কলহ ইত্যাদি। এসব সমস্যা সমাধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তা কামনা করেন আদিবাসী নেতৃবৃন্দ।এসব সমস্যা সমাধানে প্রধান অতিথির সহায়তা কামনা করেন আদিবাসী নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি সমস্যাগুলো সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, প্রযোজক নয়ন আলী, সহকারী প্রযোজক সোনিয়া শীল ও উম্মে আয়েশা সিদ্দিকা।
Radio Mahananda
#রেডিওমহানন্দা
Notice:
* সতর্কবাণী * অনুগ্রহ পূর্বক আমাদের কোন কন্টেন্ট বা অডিও ভিডিও কপি বা ডাউনলোড করে, পুনরায় কোন অনলাইন প্লাটফর্মে আপলোড করবেন না। আমাদের কোন কন্টেন্ট বা ভিডিও ভাল লাগলে পুনরায় আপলোড না করে শেয়ার করার অনুরোধ রইলো।
________________________________
* ANTI-PIRACY WARNING *
Please never try to download & re-upload our content on any other online platform.