S M SaNi

S M SaNi আমি চিরকাল স্থীর থাকতে চেয়েছি
অথচ আমাকে নেয়নি কেউ
না ঘর, না পথ, না পর্বত, না সিন্ধু,
না ঢেউ, না তরঙ্গ, না কেউ,
না কেউ😅

29/05/2024

:হাজত থেকে ছাড়া পেয়ে আমি সোজা চলে গেলাম নিউমার্কেট কাঁচাবাজার।
:কেন?
:ভাবলাম বৃষ্টি হয়েছে খুব, ইলিশ মাছ ভাজা খেতে তোমার অনেক ভালো লাগবে। এই নিয়ে আসলাম এক জোড়া। তুমি খুশি হওনি?
:খুশি হয়েছি কি-না, এখনো বুঝতে পারছি না। কোনো তরুণী মেয়ের জন্য উপহার হিসেবে কেউ ইলিশ মাছ আনে, এই প্রথম দেখলাম।
:খুবই ভালো ইলিশ। পদ্মার। এক নম্বর।
:থ্যাংক ইউ।
:তোমার জন্যে না আরেকটা জিনিস এনেছি।
:অন্য কোন মাছ? কী মাছ?
:ফালতু টাইপের একটা ফুল। সস্তা। এক টাকায়, এক জোড়া। তুমি রাগ করোনি তো?

-বাদল দিনের প্রথম কদম ফুল (হুমায়ূন আহমেদ)

শুভ জন্মদিন স্যার🫡

V/C:- Sa Ni

09/04/2024

যারা আমাদের ৩০ রোজাকে হারাম বলে
ব্যাখ্যা দিচ্ছে,😓
তারা অনেক বড় জ্ঞানী মানুষ ভাই।🫣👍

😮

S M SaNi

06/03/2024

#সুহাসিনী

আপনারে আমার লাগবোই লাগবো কথাখান ঠিকঠাক বুইঝাইতে পারলে আপনি আমারে কদ্দুর ভালোবাসতেন, আমার দিকে মায়া কইরা চাইতেন, বুকে জড়া...
03/02/2024

আপনারে আমার লাগবোই লাগবো কথাখান ঠিকঠাক বুইঝাইতে পারলে আপনি আমারে কদ্দুর ভালোবাসতেন, আমার দিকে মায়া কইরা চাইতেন, বুকে জড়ায়া নিতেন, চুমা খাইতেন।

আপনার অভাবখান আমারে এত দরিদ্র কইরা দিছে যে তামাম দুনিয়ার রংতামাশা আমার কাছে তুচ্ছ লাগে।

22/01/2024

যখন আমি বুঝলাম তোমারে বুঝিয়ে লাভ নাই, তখন আমি নিজেরেই নিজে বুঝাইলাম!🤍💔

আমাদের থ্রি ইডিয়টস দেখতে ভাল্লাগসিলো কারণ র‍্যাঞ্চো ফার্স্ট হইতো। ও গতানুগতিক না হয়েও যা করসে সেটাও সফলতার গল্প, বিপ্লব ...
08/01/2024

আমাদের থ্রি ইডিয়টস দেখতে ভাল্লাগসিলো কারণ র‍্যাঞ্চো ফার্স্ট হইতো। ও গতানুগতিক না হয়েও যা করসে সেটাও সফলতার গল্প, বিপ্লব করে ফেলা ফুংসুক ওয়াংড়ু ছিল সে।

আমাদের 12th fail ভালো লাগতেসে কারণ মনোজ শেষ পর্যন্ত হইতে পারসে আইপিএস অফিসার। ব্যক্তিজীবনে এমন অনেক মানুষ চিনি যারা মনোজের চেয়ে অমানুষিক পরিশ্রম করেও কিছু পায় নাই। তাদের কেউ মনে রাখেনি।

দিনশেষে আমরা সফলতার গল্প শুনতে ভালোবাসি। মনোজ লাস্ট এটেম্পটেও ফেইল করলে সিনেমা হইতো না, গ্রামেও যাইতে পারতো না, এসব গল্প ও কেউ শুনতো না। ব্যর্থতার গল্প মানুষ শুনে না। লুজারের সাথে কেউ থাকেও না।

© সংগৃহীত

04/12/2023

মূলত,
ডিসেম্বরেই হাসি-কান্না,
ডিসেম্বর শিখায়...!
পাওয়া-না পাওয়ার হিসেব কষায়।
বাকি এগারো মাস- জীবনকে দীর্ঘতম করার জন্যই ক্যালেন্ডারে বসায়।🙃

লেখা- S M SaNi

🥰❤️
02/12/2023

🥰❤️

ছোট গল্প - ১৬ Season : 02

28/11/2023

আমার মা মূর্খ্য মানুষ, শিক্ষা নাই তাই দুর্ভিক্ষ শব্দের অর্থ কী তা জানেন না, তবে কিস্তি আছে সাপ্তাহে তা জানে। ভোর হয়, মা পাজড় ভাঙা ব্যাথা নিয়া এই বাড়ি ঐ বাড়ি ছুটোছুটি করে টাকা খুঁজে। কিস্তির টাকা।

ছোটবোনটা সকাল হতে মাটিতে গড়াগড়ি করে কাঁদতেছে। মা ভাত খামু, গরুর দুধ দিয়া ভাত খামু। মা আমার আঁচলের ওপাশে কেনো জানি পেরেশান চোখজোড়া আড়াল করে বার বার। হাসি মুখে ছুটোবোনকে আশা দেয় বড় গরুর দুধ দিয়ে ভাত খাইতে দিবে দুপুরে।

ছোটবোন ভাত খাচ্ছে চমৎকার আনন্দ নিয়ে ভাতের মাড় দিয়ে। মা পাশে বসে রূপকথার গল্প শোনাচ্ছে, ভাতের মাড় হইলো বড় গরুর দুধ। ছোট গরু ঘাস খায়, সে জন্য ঐ দুধ বেশি মজা না রে মা, এইটা বড় গরুর দুধ এইটা বেশি মজা।

মা মিথ্যা বলতেছে, আমি কীভাবে মা'কে বলি? মা তুমি একটা মিথ্যাবাদী, তুমি একটা ঠকবাজ..

“দুর্ভিক্ষ”
লেখা: আরিফ হুসাইন

13/11/2023

With- S M Sani

এক'জনকে দেখলাম প্রোফাইল নাম চেঞ্জ করে ব্যাডা মানুষ হইছে।🥹😃

কিন্তু জেন্ডার "Female" ই আছে,🥺🫢

What?🤔🫤
🤣🤣🤣🤣

26/10/2023

অবশেষে,
যে তোমারে পাইলো সে যেন বিড়াল ভালোবাসে,
সে যেন তোমারে সামলায়
ঠান্ডা মেজাজে..🌼

#সুহাসিনী
কণ্ঠ :- Emon Hossain
বিড়াল X S M Sani

23/10/2023

আধুনিকতার নামে যারা হুডতোলা রিক্সা,
বাইক কিংবা পার্কে বসে
নোংড়ামি করে,রাস্তার কুকুর আর
তাদের মধ্যে আমি খুব বেশি পার্থক্য
দেখি না। সামান্য পার্থক্য অবশ্য আছে ,
কুকুরের চার পা,এই সব
অসভ্যদের পা থাকে দুটি, এই যা।

ইমন ভাদ্রে~

[ কাব্যগ্রন্থ " অবিনাশী পদ্য " ]

A right woman will stay with you and fix you, no matter how worst you are🫂 🥀
11/10/2023

A right woman will stay with you and fix you, no matter how worst you are🫂 🥀

Address

Natore
6400

Website

Alerts

Be the first to know and let us send you an email when S M SaNi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share