Daily Mirror

Daily Mirror Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Daily Mirror, Digital creator, Dhaka Rajshahi Road, Natore.

17/11/2024

Big shout out to my newest top fans! Shohely Sultana Sima

আল্লাহ তুমি এই নিষ্পাপ শিশু গুলোর দিকে তাকিয়ে হলেও রহমত দান করো..!! এই দূর্যোগের হাত থেকে সকলকে অতি দ্রুত রহম করে..!!
23/08/2024

আল্লাহ তুমি এই নিষ্পাপ শিশু গুলোর দিকে তাকিয়ে হলেও রহমত দান করো..!! এই দূর্যোগের হাত থেকে সকলকে অতি দ্রুত রহম করে..!!

23/08/2024

এই জাতিকে কেমনে দমাবেন???
পানি ছাড়ছেন বন্যা হইসে। সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে হাজির।
স্পিড বোট লাগবে? কর্নফুলি শিপিং বোট সাপ্লাই দিচ্ছে
ইঞ্জিনের জন্য তেল লাগবে? ফুয়েল স্টেশন মালিক তেল ফ্রি করে দিছে।
ত্রাণ কর্মীদের যাতায়াতের জন্য একুশে এক্সপ্রেস ফ্রি করে দিসে বাস।
নৌকা নিয়ে যাওয়া সম্ভব না? প্রবাসীর হেলিকপ্টার ফ্রি হেলিকপ্টার সার্ভিস নিয়ে হাজির।
মোবাইলে নেট/মিনিট নাই? মোবাইল অপারেটর ফ্রি নেট/মিনিট সেবা চালু করে দিছে।
মোবাইলে চার্জ নাই??টাওয়ার কর্তৃপক্ষ চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিছে।

এ জাতিকে দমানো সোজা না। তোমরা আমাদের দাবায়ে রাখতে পারবা না। আরো একটা ষড়যন্ত্র ব্যর্থ করতে চলেছি।
ইনশাআল্লাহ এই মহাসংকট কাটিয়ে খুব শীঘ্রই আমরা আবার নতুন উদ্যোমে সামনের দিকে এগিয়ে যাবো।

23/08/2024
Our Bangladesh..!!💚
19/08/2024

Our Bangladesh..!!💚

15/08/2024

কোলকাতার আরজে কর মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ডাক্তার মৌমিতা দেবনাথ। নয় আগস্ট রাতে হাসপাতালে ডিউটিরত অবস্থায় তিনি গণধর্ষণের শিকার হন৷ গতকাল থেকে এই বিষয়ে টুকটাক চোখে পড়ছিল। আমি স্তব্ধ হয়ে গিয়েছি তার সাথে করা ভয়ংকর নির্যাতনের বর্ননা পড়ে। ধর্ষনের পর শ্বাসরুদ্ধ করে মারতে গিয়ে ভেঙে ফেলা হয়েছে তার গলার হাড়। সর্বাঙ্গে আঘাতের পাশাপাশি ১১৩ টি কামড়ের ক্ষত। চশমার কাচ ভেঙে ঢুকে গিয়েছে চোখে। মাথা অনবরত দেওয়ালে ঠোকা হয়েছে। ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুসারে, নিহতের শরীরে ১৫০ গ্রাম রক্ত এবং বডিলি ফ্লুইডস মিশ্রিত সিমেন পাওয়া গিয়েছে। কতজন মিলে, কতক্ষণ সময় ধরে একটি মেয়ের উপর এমন পাশবিক নির্যাতন চালিয়েছে তা কেবল বিধাতা জানেন। মৃত্যুর আগে মেয়েটা কতটা অসহায় ছিল, কেমন ভয়ংকর যন্ত্রণায় ছটফট করেছে একজন নারী হিসেবে সে কথা ভাবলেও আমার অবশ ঠেকে শরীর। আর এই ভয়ংকর নিষ্ঠুর হত্যাকান্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে আত্মহত্যা নামের ফলিশ এক যুক্তি দিয়ে। ভেবে অবাক লাগে। বিস্ময় জাগে। ভয়ও হয় এই ভেবে, এ কোন পৃথিবীতে আছি আমরা? এতো অনিরাপদ এই পৃথিবীতে মেয়েরা? নিজের কাজের জায়গাতেও তাদের বিন্দুমাত্র নিরাপত্তা নেই? এই দায় কী কতৃপক্ষের নয়? একটা হাসপাতালে ডিউটিরত এক ডাক্তারের সাথে এমন নিকৃষ্ট একটা অন্যায় ঘটানো হলো আর কেউ তা টের পেলো না? এতো সাহস অপরাধীরা পেলোই বা কোথায়? নিশ্চয় নিজেদের ছত্রছায়া সম্পর্কে তাদের একটু বেশিই কনফিডেন্স?

মৌমিতা দেবনাথ, আমার দেশের কেউ নয়। কিন্তু তিনি একজন মানুষ, একজন নারী। একজন নারী হিসেবে পৃথিবীর প্রতিটি কোণে নিরাপত্তা দাবি করার অধিকার আমাদের আছে। নিজের কাজের জায়গায়, রাস্তাঘাটে, বাড়িতে সুরক্ষিত থাকার অধিকার আছে। মৌমিতা দেবনাথের এই নির্মম হত্যাকান্ডের বিচারের দাবি আমরা রাখতে পারি। রাখব। ভারতীয় প্রশাসনের উচিত জলদি এই নির্মমতার বিচার করা। অপরাধী ও তার সহয়তাকারীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া। এই ঘটনার বিচার নিয়ে এই রকম অস্পষ্টতার তীব্র নিন্দা জানাচ্ছি।

সবার সম্মিলিত প্রচেষ্টায় নতুন এক সুস্থ স্বাভাবিক উন্নত দেশ গঠিত হবে ইনশাআল্লাহ..!! দেশ সংস্করণের প্রথম আনুষ্ঠানিকতা..!! ...
08/08/2024

সবার সম্মিলিত প্রচেষ্টায় নতুন এক সুস্থ স্বাভাবিক উন্নত দেশ গঠিত হবে ইনশাআল্লাহ..!! দেশ সংস্করণের প্রথম আনুষ্ঠানিকতা..!!

অনেক অনেক অভিনন্দন আমাদের গর্বিত দুই সমন্বয়ক বর্তমান উপদেষ্টা Nahid Islam ও Asif Mahmud ভাইয়াকে..!! আশা করবো স্বপ্নের এবং আকাঙ্ক্ষিত দেশ উপহার দিবেন আমাদের..!!

দেশ সংস্করণের প্রস্তুতি..!!
08/08/2024

দেশ সংস্করণের প্রস্তুতি..!!

নতুন দেশ গড়ার প্রচেষ্টায় তরুণ প্রজন্ম..!! আন্দোলনে নষ্ট হওয়া দেওয়াল সংস্কারের দায়িত্বও তারাই নিয়েছে..!!
07/08/2024

নতুন দেশ গড়ার প্রচেষ্টায় তরুণ প্রজন্ম..!! আন্দোলনে নষ্ট হওয়া দেওয়াল সংস্কারের দায়িত্বও তারাই নিয়েছে..!!

পরিবর্তন টা সম্ভব হবে আমার আপনার সম্মিলিত চেষ্টায়..!!
06/08/2024

পরিবর্তন টা সম্ভব হবে আমার আপনার সম্মিলিত চেষ্টায়..!!

06/08/2024

আহ্ বিজয়..!!

Address

Dhaka Rajshahi Road
Natore

Opening Hours

09:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Mirror posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share