Md Mehedi Hassan bappy

Md Mehedi Hassan bappy নামাজ বাদ দিও না বন্ধু এপারে চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর
(5)

01/02/2024

ভিডিওটি দেখুন ইনশাআল্লাহ ভালো লাগবে

01/02/2024

-মানুষ এতটাই স্বার্থপর হই যে
- প্রয়োজন শেষ হয়ে গেলে
-ছুঁড়ে ফেলে দিতে
- এক মিনিটও ভাবে না

হয়তো একদিন আমার অস্তিত্ব বিলীন হবে, কিন্তু স্মৃতি গুলো আজীবন স্মৃতি হয়েই রবে!😊
31/01/2024

হয়তো একদিন আমার অস্তিত্ব বিলীন হবে,
কিন্তু স্মৃতি গুলো আজীবন স্মৃতি হয়েই রবে!😊

. জীবন থেকে সব কিছু হারিয়ে গেলেও বন্ধুদের সাথে কাটানো সময় গুলো কখনও হারিয়ে যায় না । সেই সৃতি গুলো মনের এক কোনে থেকে যায়...
30/01/2024

. জীবন থেকে সব কিছু হারিয়ে গেলেও বন্ধুদের সাথে কাটানো সময় গুলো কখনও হারিয়ে যায় না । সেই সৃতি গুলো মনের এক কোনে থেকে যায় ।

29/01/2024

Video collected from YouTube

29/01/2024

- ইয়া আল্লাহ, অফুরন্ত শুকরিয়া তোমার দরবারে, এখনও যে আমাদের সুস্থ রেখেছেন.!✨

"আলহামদুলিল্লাহ.!💙

29/01/2024

নফস!
সে তো এক ভয়ংকর প্রতারক যতবার বিশ্বাস করেছি ততবারই ক্ষতিগ্রস্ত হয়েছি।

- আরিফ আজাদ

29/01/2024

❍ প্রিয় বোন...
কি করছো !?
তুমি কি ভুলে গেছো, তুমি তো একজনের আমানত!

তাহলে কেন অযথা ছেলেদের সাথে কথা বলে সেই আমানত নষ্ট করছো?
কেন হারাম রিলেশন করে সেই আমানত নষ্ট করছো?

তুমি কী জানো না?:

বিয়ে ছাড়া ছেলে-মেয়ের সকল সম্পর্ক রাসূল (সঃ) বলেছেন,

যেনাকার ও যেনাকারিনি.. এরা কেয়ামত পর্যন্ত উলঙ্গ অবস্থায় আগুনে জ্বলতে থাকবে।
- [বুখারী মিশকাত- ৪৬২১]

কেন তুমি তোমার জীবন সঙ্গীর সাথে প্রতারণা করছো?

❍ প্রিয় বোন...🌸
নিজেকে হেফাজতে রাখো,
ইন'শা-আল্লাহ, আল্লাহ তায়ালা তোমাকে উওম জীবন সঙ্গী দিবেন!

ইন'শা-আল্লাহ ! 🤲🏻

[ ১ নং পোস্ট !! ]

29/01/2024

বাড়ি ফিরতে একটু দেরি হলে, রাস্তার দিকে তাকিয়ে থাকা, বারবার ফোন করা মানুষটার নামই হলো মা।🤍

রাজশাহী কলেজ বাংলাদেশের দেশসেরা কলেজ।রাজশাহী কলেজ বাংলাদেশের রাজশাহী শহরে অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ১৮৭৩ সালে এই কল...
29/01/2024

রাজশাহী কলেজ বাংলাদেশের দেশসেরা কলেজ।রাজশাহী কলেজ বাংলাদেশের রাজশাহী শহরে অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ১৮৭৩ সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। ঢাকা কলেজ ও চট্টগ্রাম কলেজ এর পরে রাজশাহী কলেজ বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম কলেজ।[১] জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ৬৮৫টি কলেজের ২০১৫ সালের তথ্যের ভিত্তিতে রাজশাহী কলেজ বাংলাদেশের সেরা কলেজ।[২][৩][৪] বাংলাদেশে এই কলেজ হতেই সর্বপ্রথম মাস্টার্স ডিগ্রি প্রদান করা শুরু হয়। কলেজটি রাজশাহী শহরের কেন্দ্রস্থলে রাজশাহী কলেজিয়েট স্কুল এর পাশে অবস্থিত। এই প্রাচীন কলেজের পাশে অবস্থিত হবার কারণে স্কুলটির নাম কলেজিয়েট রাখা হয়েছিলো । এটি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ‍্যালয়ের অধীনে মাস্টার্স ও সম্মান ডিগ্রি প্রদান করে থাকে। ১৯৯৬ সাল থেকে এই কলেজে উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্র নথিভুক্ত করা বন্ধ করা হলেও বর্তমানে ২০১০-১১ শিক্ষাবর্ষ থেকে পুনরায় ভর্তি করা হচ্ছে।

নাটোর রাজবাড়ি, বাংলাদেশের নাটোর সদর উপজেলায় অবস্থিত একটি রাজবাড়ি, যা নাটোর রাজবংশের একটি স্মৃতিচিহ্ন।
29/01/2024

নাটোর রাজবাড়ি, বাংলাদেশের নাটোর সদর উপজেলায় অবস্থিত একটি রাজবাড়ি, যা নাটোর রাজবংশের একটি স্মৃতিচিহ্ন।

27/01/2024
আলহামদুলিল্লাহ ৫০০ফলোয়ার পূর্ণ হলো। সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সবসময় আমার পাশে থাকবেন ইন-শা-ল্লাহ
27/01/2024

আলহামদুলিল্লাহ ৫০০ফলোয়ার পূর্ণ হলো। সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সবসময় আমার পাশে থাকবেন ইন-শা-ল্লাহ

বাসায় অযু করে মসজিদের উদ্দেশ্যে যাওয়ার ফজীলত.....
27/01/2024

বাসায় অযু করে মসজিদের উদ্দেশ্যে যাওয়ার ফজীলত.....

বিয়ের ক্ষেত্রে দ্বীনদারিতা প্রায়োরিটি লিস্টের প্রথমে!
27/01/2024

বিয়ের ক্ষেত্রে দ্বীনদারিতা প্রায়োরিটি লিস্টের প্রথমে!

এখানে শুয়ে থাকা প্রতিটি মানুষেরই এই ক্ষণস্থায়ী দুনিয়া নিয়ে অনেক স্বপ্ন ছিল। এই দুনিয়া তো ঠিকঠাকই আছে, তবে আজ তারা এখানে ...
27/01/2024

এখানে শুয়ে থাকা প্রতিটি মানুষেরই এই ক্ষণস্থায়ী দুনিয়া নিয়ে অনেক স্বপ্ন ছিল। এই দুনিয়া তো ঠিকঠাকই আছে, তবে আজ তারা এখানে নেই।

রঙিন এই দুনিয়াকে ঘিরে আমাদেরও কত স্বপ্ন, কত আশা। কিন্তু, সবকিছুর মায়া ত্যাগ করে একদিন আমাদেরকেও চলে যেতে হবে। যেদিন যাওয়ার সময় হবে, সেদিন আর থেকে যাওয়ার কোন সুযোগই থাকবে না। সেদিন চলেই যেতে হবে।

সাথে কী নিয়ে যাচ্ছি,
সেটাই সব'চে বড় চিন্তার বিষয় ||

[শাবীব তাশফী ভাইয়ের টাইমলাইন থেকে নেওয়া]

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 💚পরিপূর্ণ আদর্শ সবদিক দিয়ে সর্বশ্রেষ্ঠ অনুকরণীয়।
27/01/2024

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 💚

পরিপূর্ণ আদর্শ সবদিক দিয়ে সর্বশ্রেষ্ঠ অনুকরণীয়।

Address

Natore

Telephone

+8801797401397

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Mehedi Hassan bappy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies