28/03/2022
গুরুদাসপুরে সচেতন সোসাইটির আয়োজনে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত
প্রতিবেদন-নাজমুল হাসান
নাটোরের গুরুদাসপুরে মাতৃসেবা ও শিশু নির্যাতন এবং বাল্য বিবাহ প্রতিরোধে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ সোমবার সকাল ১১ টায় সচেতন সোসাইটির আয়োজনে সোশ্যাল মার্কেটিং কোম্পানী (এসএমসি) সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সুধি সমাজের সাথে ওই এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন। কমিউনিটি মবিলাইজেশন কর্যক্রমের অংশ হিসেবে এসএমসি’র আর্থীক সহযোগীতায় এনজিও’র উপজেলা সুপার ভাইজার শিল্পী সরকারের সঞ্চালনায় ওই এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্যদেন, সচেতন এনজিও’র প্রেগ্রাম অফিসার কমিউনিটি মবিলাইজার মোঃ নাজিম উদ্দিন , প্রকল্প প্ররিচিতি ও কার্যক্রমের মূল বার্তা সম্পর্কে সচেতন মূলক প্রমাণ্যচিত্র প্রদর্শন করেন সচেতন ’নতুন দিন’র প্রজেক্ট ম্যানেজার আব্দুল আউয়াল পলাশ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন, উপজেলা প.প স্বাস্থ্য সহকারী ডাঃ মোরশেফুল ইসলাম, গুরুদাসপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম মিঠু, গুরুদাসপুর মডেল প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মোঃ মাজেম আলী মলিন, মোহনা টিভির উপজেলা সংবাদদাতা মোঃ মিজানুর রহমান ব্র্যাক অফিসার নাইম হাসান মাঠকর্মী মোমেনা খাতুন,ছামিরা খাতুনসহ সচেতন সোসাইটির সদস্যবৃন্দসহ শিক্ষক, জনপ্রতিনিধি, গোল্ডস্টার মেম্বার ও কমিউনিটি মবিলাইজার।