নাজমুল হাসান Creative

নাজমুল হাসান Creative I walk around when I have time. And make new videos. Gurudashpur Correspondent

Ekattor.tv
Daily JaiJaidin
Daily Karatoua
Daily Bangladesh

বিতর্ক অনুষ্ঠান শেষ গান পরিবেশন করবেন,,, ইন্ডিয়া থেকে আগত,,,  #জিনিয়া_মজুনদার  ,ঢাকা থেকে  #সুজন  ও রাজশাহী ও বগুড়া থেকে...
31/03/2022

বিতর্ক অনুষ্ঠান শেষ গান পরিবেশন করবেন,,, ইন্ডিয়া থেকে আগত,,,
#জিনিয়া_মজুনদার ,ঢাকা থেকে #সুজন ও
রাজশাহী ও বগুড়া থেকে আগত এক ঝাঁক শিল্পী।

স্থান:গুরুদাসপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ।
আয়োজন :কল্লোল ফাউন্ডেশন।

সময়ঃ আজ বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬টা।

লাইভ কনসার্ট দেখতে চোঁখ রাখুন চলনবিল টিভির ফেসবুক পেইজে।

30/03/2022

নিজেদের বুকে ছুড়ি চালিয়ে দুই যুবকের আত্মহত্যার চেষ্টা

30/03/2022

নিজের বুকে ছুড়ে মেরে দুই যুবকের আত্মহত্যার চেষ্টা

30/03/2022

সংসদে কাঁদলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা!

সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য।
30/03/2022

সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য।

আগামী ৩১মার্চ "কল্লোল  ফাউন্ডেশন" এর উদ্যোগে বিতর্ক উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ।স্থান :গুরুদাসপুর সরকারি পাইলট মড...
29/03/2022

আগামী ৩১মার্চ "কল্লোল ফাউন্ডেশন" এর উদ্যোগে বিতর্ক উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ।
স্থান :গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ !
সময়:সন্ধা ০৬ :০০ ঘটিকা।
আপনারা সবাই আমন্ত্রিত।

29/03/2022

রাজশাহীর শিল্পী লুবনার কণ্ঠে দুষ্টু পোলাপাইন........

29/03/2022

প্রেম যে কাঁঠালের আঠা আরে লাগলে পরে ছাড়ে না......
মইনুল

নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা  গোলাম ফারুক  আজ বিকেল ৪ টার দিকে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্...
29/03/2022

নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা গোলাম ফারুক আজ বিকেল ৪ টার দিকে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুকে ব্যাথা নিয়ে ঢাকায় যাওয়ার পথে টেকনিক্যাল এলাকায় যানজটের কারনে হাসপাতাল পর্যন্ত আর যেতে পারেন নি তিনি।
আল্লাহ তাকে জান্নাতবাসি করুন।

ডা. Baha Uddin ভাইয়ের দ্রুত সুস্থ্যতা কামনা করি।
29/03/2022

ডা. Baha Uddin ভাইয়ের দ্রুত সুস্থ্যতা কামনা করি।

29/03/2022

যে নাচে দর্শকও নাচলেন। অসাধারণ ড্যান্স।

28/03/2022

সিগারেটের আগুনে পুড়লো পিকনিকের বাস

28/03/2022

তোমার লাগি পাঙ্খা হইলাম, শিল্পী - বিন্দু কনা- BINDO KONA

#বিন্দুকনা #বিন্দু #কনা #নাজমুল #২৬শেমার্চ

28/03/2022

চুমকি চলেছে একা পথে, জাহিদ অন্তুর কণ্ঠে | নাজমুল হাসান Creative।

#কনসার্ট #জাহিদঅন্তু #জাহিদ #অন্তু #নাজমুল

28/03/2022

হাসতে দেখো, গাইতে দেখো জাহিদ অন্তুর কণ্ঠে | নাজমুল হাসান Creative।

#কনসার্ট #জাহিদঅন্তু #জাহিদ #অন্তু #নাজমুল

28/03/2022

নন্দন ললিতকলা কেন্দ্রের ক্ষুদে শিল্পীদের নৃত্য। নাজমুল হাসান Creative।

পরিচালনায়-পাপ্পু সাহা

কমেন্টে বলুনতো জিনিসটার কী নাম? 🤔🤔
28/03/2022

কমেন্টে বলুনতো জিনিসটার কী নাম? 🤔🤔

28/03/2022

লিচু ফুলের মধু

গুরুদাসপুরে চোলাইমদ ও গাঁজাসহ আটক ১গুরুদাসপুর (নাটোর).নাটোরের গুরুদাসপুরে ৩ লিটার চোলাইমদ ও ১০০ গ্রাম গাঁজাসহ সোহাগ হোসে...
28/03/2022

গুরুদাসপুরে চোলাইমদ ও গাঁজাসহ আটক ১

গুরুদাসপুর (নাটোর).
নাটোরের গুরুদাসপুরে ৩ লিটার চোলাইমদ ও ১০০ গ্রাম গাঁজাসহ সোহাগ হোসেন ভোলা নামে ২২ বছরের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর। আটককৃত ভোলা চাপিলা ইউনিয়নের মধ্য নওপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

রবিবার ২৭শে মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের উপ পরিদর্শক মোঃ মতিয়ার রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার খামার পাথুরিয়া তাতীপাড়ার হাতেম মোড় নামকস্থান থেকে তাকে আটক করা হয়। এসময় তাঁর কাছ থেকে ৩ লিটার চোলাইমদ ও ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায় বলে জানা যায়। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের এ এস আই রুহুল আমী বাদী হয়ে অভিযুক্ত ভোলার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল মতিন বলেন, সোহাগ হোসেন ভোলার নামে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গুরুদাসপুরে সচেতন সোসাইটির আয়োজনে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিতপ্রতিবেদন-নাজমুল হাসান নাটোরের গুরুদাসপুরে মাতৃসেবা ও শিশু নির...
28/03/2022

গুরুদাসপুরে সচেতন সোসাইটির আয়োজনে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত
প্রতিবেদন-নাজমুল হাসান
নাটোরের গুরুদাসপুরে মাতৃসেবা ও শিশু নির্যাতন এবং বাল্য বিবাহ প্রতিরোধে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ সোমবার সকাল ১১ টায় সচেতন সোসাইটির আয়োজনে সোশ্যাল মার্কেটিং কোম্পানী (এসএমসি) সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সুধি সমাজের সাথে ওই এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন। কমিউনিটি মবিলাইজেশন কর্যক্রমের অংশ হিসেবে এসএমসি’র আর্থীক সহযোগীতায় এনজিও’র উপজেলা সুপার ভাইজার শিল্পী সরকারের সঞ্চালনায় ওই এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্যদেন, সচেতন এনজিও’র প্রেগ্রাম অফিসার কমিউনিটি মবিলাইজার মোঃ নাজিম উদ্দিন , প্রকল্প প্ররিচিতি ও কার্যক্রমের মূল বার্তা সম্পর্কে সচেতন মূলক প্রমাণ্যচিত্র প্রদর্শন করেন সচেতন ’নতুন দিন’র প্রজেক্ট ম্যানেজার আব্দুল আউয়াল পলাশ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন, উপজেলা প.প স্বাস্থ্য সহকারী ডাঃ মোরশেফুল ইসলাম, গুরুদাসপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম মিঠু, গুরুদাসপুর মডেল প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মোঃ মাজেম আলী মলিন, মোহনা টিভির উপজেলা সংবাদদাতা মোঃ মিজানুর রহমান ব্র্যাক অফিসার নাইম হাসান মাঠকর্মী মোমেনা খাতুন,ছামিরা খাতুনসহ সচেতন সোসাইটির সদস্যবৃন্দসহ শিক্ষক, জনপ্রতিনিধি, গোল্ডস্টার মেম্বার ও কমিউনিটি মবিলাইজার।

সোনিয়ার গর্ভের সন্তান নষ্টকারীদের শাস্তি চায় এলাকাবাসীপ্রতিবেদক-নাজমুল হাসানবাপের বাড়ি বিশ্রামে এসেও গর্ভের সন্তানকে বাঁ...
28/03/2022

সোনিয়ার গর্ভের সন্তান নষ্টকারীদের শাস্তি চায় এলাকাবাসী
প্রতিবেদক-নাজমুল হাসান
বাপের বাড়ি বিশ্রামে এসেও গর্ভের সন্তানকে বাঁচাতে পারেনি গৃহবধূ সোনিয়া বেগম (২৮)। সোনিয়ার ছোট ভাই মো. সজীব ও তার স্ত্রী খাদিজা বেগমের দ্ব›েদ্বর কারণে ২০ মার্চ রাতে খাদিজার বাপের বাড়ির লোকজনের হামলার শিকার হয় সোনিয়া। এতে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। সোনিয়া নাটোরের গুরুদাসপুর উপজেলার মকিমপুর গ্রামের দরিদ্র কৃষক আব্দুস সালামের মেয়ে। সন্তান নষ্ট হয়ে যাওয়ায় স্বামী ফারুক তাকে মেনে নিচ্ছে না।
জানা যায়, সজীবের স্ত্রী খাদিজা শশুড় শাশুড়ি থাকে পৃথক থাকতে চায়। কিন্তু সজীব মানবিক কারণে তার বৃদ্ধ বাবা-মাকে পৃথক রাখতে চায় না। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে খাদিজা তার বাবা খাজা মিয়াকে খবর দেয়। খাদিজার বাবা, ভাই ও মামারা ওইদিন ২০ মার্চ রবিবার রাত ৮টার দিকে সজীবের বাড়িতে হামলা চালায়। এসময় সজীবের বাপ-মা ও বোন সোনিয়াকে মারপিট করে তারা। গুরুতর জখম অবস্থায় সোনিয়াকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম বলেন, তলপেটে আঘাতের কারণে সোনিয়ার তিন মাসে ভ্রæণ নষ্ট হয়ে গেছে। সুস্থ হতে তার দীর্ঘ চিকিৎসা ও বিশ্রাম দরকার। সজীব জানায়, তার মামাশ্বশুর জাকের আলী মাস্টার, জিয়াউর রহমান ও জাহাঙ্গীর আলমরা মকিমপুর এলাকার প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা ভয়ে তাদের সহযোগিতা করতে আসেনি।
গত ২৭ মার্চ সজীবের বাড়িতে গেলে ঘটনার সত্যতা পাওয়া যায়। অসুস্থ সোনিয়া বিছানায় কাতরাচ্ছেন। তার বাবা-মা জানায়, বাটাম দিয়ে পেটানো হয়েছে সোনিয়াকে। তার শরীরে এখনও আঘাতের অনেক ক্ষত রয়েছে।
জাকির মাস্টারের বাড়িতে গেলে তিনি বলেন, ধস্তধস্তির সময় হয়তো সোনিয়ার আঘাত লাগতে পারে। তবে তার সন্তান নষ্ট হওয়ার মতো কিছু করা হয়নি। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে তারা মীমাংসা করবেন বলে জানান।
এ ব্যাপারে ইউএনও অফিসের নারী সহায়তা কেন্দ্রে সোনিয়া অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন বলে নারী উদ্যোক্তা বেলী খাতুন নিশ্চিত করেছেন। সোনীয়া যেন ন্যায় বিচার পায়- এ দাবী এলাকাবাসীর। তবে গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন বলেন, এব্যাপারে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। #

28/03/2022

মঞ্চ মাতালেন বৈরাগী সাজু।

#সাজু #বৈরাগী #বৈরাগীসাজু #নাজমুল #২৬শেমার্চ

28/03/2022

ধন্য ধন্য মেরা ধন্য ধন্য মেরা সিলসিলা এলো দিল্লীতে নিজামুদ্দিন আউলিয়া এলো । বিন্দু কনা । Bindu Kona

#বিন্দুকনা #বিন্দু #কনা #নাজমুল #২৬শেমার্চ

HAPPY BIRTHDAY BOSS OF ALL BOSSES ♥
27/03/2022

HAPPY BIRTHDAY BOSS OF ALL BOSSES ♥

27/03/2022

সাইকেল থাকা শিশুদের দিকে খেয়াল রাখবেন যেন এভাবে রাস্তায় না আসে।

27/03/2022

স্বাধীনতা দিবসে ক্ষুদে শিক্ষার্থীদের অসাধারণ পরিবেশনা

Address

Gurudashpur Thana Station
Natore
6440

Telephone

+8801750333929

Website

or.tv

Alerts

Be the first to know and let us send you an email when নাজমুল হাসান Creative posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নাজমুল হাসান Creative:

Videos

Share