08/12/2022
অর্থনৈতিক সমৃদ্ধির নতুন মাধ্যম ফ্রিল্যান্সিং
ওয়াল্ড ভিশন বাংলাদেশ এর গবেষণা প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের ৪ কোটি ৪০ লাখ তরুণ প্রতি ১০ জনের একজন বেকার। প্রতিবছরে বিশ্ববিদ্যালয় পেরোনো হাজার হাজার শিক্ষার্থী মনের মত চাকরি না পেয়ে বেকার হয়ে বসে আছে। ফলের শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
বিগত কয়েক বছরে দেশের অর্থনীতিতে ফ্রিল্যান্সারদের অবদান লক্ষণীয়। দেশের বার্ষিক আয় এর এক উল্লেখযোগ্য অংশ আসে তাদের কাজের মাধ্যমে। বাংলাদেশ তথ্য প্রযুক্তি অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রতিবছর ফ্রিল্যান্সাররা ১০ কোটি ডলার আয় করে থাকেন। শ্রম ব্যয় কম থাকায় বিশ্বের আউটসোর্সিং বাজারে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে পেরেছে বাংলাদেশ।