28/08/2023
👉 Content (কনটেন্ট)কি?
কনটেন্ট হলো বিষয়বস্তু। কোন নির্দিষ্ট বিষয়ে তথ্য সহ তুলে ধরার মাধ্যমই হল কনটেন্ট। এটি যেকোনো ধরনের উপাদান হতে পারে যেমন লেখা, ছবি, ভিডিও, অডিও, ও অন্যান্য মাধ্যম। কনটেন্টগুলো বিভিন্নভাবে প্রকাশিত হতে পারে যেমন ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, পত্রিকা, টিভি ও রেডিও।
👉কনটেন্ট রাইটিং কি
কনটেন্ট রাইটিং হলো একটি বিষয়বস্তু যেটাকে লেখন এর মাধ্যমে ব্যক্তিগত ভাবে তৈরি করা যায়।
সহজ ভাবে বলতে গেলে, কনটেন্ট রাইটিং হল এমন একটি লেখা যেখানে এক বা একাধিক বিষয়ের উপর তথ্য প্রদান করা হয়েছে।যেমন stories, personal reviews, blog article, ইত্যাদি।
👉একজন কনটেন্ট রাইটারের কি জ্ঞান ও দক্ষতা থাকতে হবে?
👍বাংলা বা ইংরেজি বা যে ভাষাতে কনটেন্ট লেখা হবে সেই ভাষা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
👍প্রাণবন্ত ভাষায় কন্টেন্ট লিখতে পারা।
👍লেখার মাধ্যমে বৈচিত্র নিয়ে আসতে পারা।
👍সঠিক বানানে লেখা, দ্রুত লিখতে পারার ক্ষমতা ।
👉কনটেন্ট রাইটিং কেন করবেন?
কন্ট্যান্ট রাইটিং এর চাহিদা আদিকাল থেকে চলে আসছে। মনে করেন আপনি একটি পণ্য নতুন বাজারে নিয়ে এসেছেন।অবশ্যই আপনার উদ্দেশ্য পণ্যটিবিক্রয় করা। আপনি যদি পণ্যটা নিয়ে বসে থাকেন তাহলে তো পণ্যটি বিক্রয় হবে না। গ্রাহককে পণ্য বিষয়ে জানাতে হবে। আর সে জানানোর কাজটির জন্য আপনার প্রয়োজন হবে একজন প্রফেশনাল কনটেন্ট রাইটারের।
শুধু পণ্য ক্ষেত্রে না এখন সব ক্ষেত্রে কনটেন্ট রাইটারের চাহিদা অপরিসীম।যতই দিন যাচ্ছে চাহিদা বৃদ্ধি পাচ্ছে।
👉আপনি ই-কমার্সের দিকে লক্ষ্য করে দেখুন কথায় আছে :-কনটেন্ট ইজ কিং।