Topa roy raya

Topa roy raya I am is ready to give you full computer skill and freelancing service..

Let's go..
13/12/2023

Let's go..

✍️বর্তমানে সময়ে প্রযুক্তির যে ভালো দিকটি আছে তা হলো ফ্রিল্যান্সিং।👉এর মাধ্যমে যেকোন দক্ষতাকে কাজে লাগিয়ে সুন্দর ভাবে এ...
20/11/2023

✍️বর্তমানে সময়ে প্রযুক্তির যে ভালো দিকটি আছে তা হলো ফ্রিল্যান্সিং।
👉এর মাধ্যমে যেকোন দক্ষতাকে কাজে লাগিয়ে সুন্দর ভাবে একটা প্লাটফরম তয়রী করা যায় ।
অর্থাৎ শিক্ষিকার দক্ষ ও জ্ঞনশক্তি কে বলা হয় মানবমুল্যধন শুধু একটি পাশ করা সাট্রিফিকেট দিয়েই
✍️ এই ফ্রিল্যান্সিং এর কাজ করা সম্ভব না ।
নিজের মেধা দিয়ে কিছু দক্ষতাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং করা সম্ভব ।
👉কাজের ফাঁকে অথবা কাজের শেষে অবসর সময়ে বাড়ীতে বসেই বা পড়াশুনা পাশে অথবা অফিসে পাশাপাশি কিছু ইনকামের আশায় ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কাজ করে টাকা উপার্জন করা সম্ভব হয়।
✍️ তাই ফ্রিল্যান্সিং হল মুক্ত পেশা যা বর্তমানে ঘরে বসেই টাকা ইনকাম করা যায়। ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে বিভিন্ন দেশের কম্পানির মাধ্যমে কাজ করা বা উপার্জন করা সম্ভব হয় ফ্রিল্যান্সিং এর মাধ্যমে🌹

03/10/2023

তুমি নিজে না চাইলে কেউ তোমাকে তোমার স্বপ্নের পথ থেকে সরাতে পারবেনা।

25/09/2023
19/09/2023
👉 Content (কনটেন্ট)কি?কনটেন্ট হলো বিষয়বস্তু। কোন নির্দিষ্ট বিষয়ে তথ্য সহ তুলে ধরার মাধ্যমই হল কনটেন্ট। এটি যেকোনো ধরনে...
28/08/2023

👉 Content (কনটেন্ট)কি?
কনটেন্ট হলো বিষয়বস্তু। কোন নির্দিষ্ট বিষয়ে তথ্য সহ তুলে ধরার মাধ্যমই হল কনটেন্ট। এটি যেকোনো ধরনের উপাদান হতে পারে যেমন লেখা, ছবি, ভিডিও, অডিও, ও অন্যান্য মাধ্যম। কনটেন্টগুলো বিভিন্নভাবে প্রকাশিত হতে পারে যেমন ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, পত্রিকা, টিভি ও রেডিও।
👉কনটেন্ট রাইটিং কি
কনটেন্ট রাইটিং হলো একটি বিষয়বস্তু যেটাকে লেখন এর মাধ্যমে ব্যক্তিগত ভাবে তৈরি করা যায়।
সহজ ভাবে বলতে গেলে, কনটেন্ট রাইটিং হল এমন একটি লেখা যেখানে এক বা একাধিক বিষয়ের উপর তথ্য প্রদান করা হয়েছে।যেমন stories, personal reviews, blog article, ইত্যাদি।

👉একজন কনটেন্ট রাইটারের কি জ্ঞান ও দক্ষতা থাকতে হবে?

👍বাংলা বা ইংরেজি বা যে ভাষাতে কনটেন্ট লেখা হবে সেই ভাষা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
👍প্রাণবন্ত ভাষায় কন্টেন্ট লিখতে পারা।
👍লেখার মাধ্যমে বৈচিত্র নিয়ে আসতে পারা।
👍সঠিক বানানে লেখা, দ্রুত লিখতে পারার ক্ষমতা ।

👉কনটেন্ট রাইটিং কেন করবেন?
কন্ট্যান্ট রাইটিং এর চাহিদা আদিকাল থেকে চলে আসছে। মনে করেন আপনি একটি পণ্য নতুন বাজারে নিয়ে এসেছেন।অবশ্যই আপনার উদ্দেশ্য পণ্যটিবিক্রয় করা। আপনি যদি পণ্যটা নিয়ে বসে থাকেন তাহলে তো পণ্যটি বিক্রয় হবে না। গ্রাহককে পণ্য বিষয়ে জানাতে হবে। আর সে জানানোর কাজটির জন্য আপনার প্রয়োজন হবে একজন প্রফেশনাল কনটেন্ট রাইটারের।

শুধু পণ্য ক্ষেত্রে না এখন সব ক্ষেত্রে কনটেন্ট রাইটারের চাহিদা অপরিসীম।যতই দিন যাচ্ছে চাহিদা বৃদ্ধি পাচ্ছে।

👉আপনি ই-কমার্সের দিকে লক্ষ্য করে দেখুন কথায় আছে :-কনটেন্ট ইজ কিং।

17/08/2023

নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকো যে
যেন অন্যের সমালোচনা করার সময় না পাও।

15/08/2023

Welcome to my page everyone..

Address

Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Topa roy raya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Topa roy raya:

Share

Nearby media companies