Freelancer Mahroba Nodiea

Freelancer Mahroba Nodiea Hi, I am Nodiea. I am a professional digital marketing expert and work this site 1 years experience.

20/10/2023
20/10/2023
20/10/2023
20/10/2023
20/10/2023
07/08/2023
25/07/2023
আমার প্রিয় মেন্টর ভাই শাজাহান কবির এবং  ব্যাচম্যাট (আব্দুল্লাহ আল মাসুদ) যাকে ছাড়া আমার এই পর্যন্ত আসা টা অসম্ভব ছিল। তু...
28/03/2023

আমার প্রিয় মেন্টর ভাই শাজাহান কবির এবং ব্যাচম্যাট (আব্দুল্লাহ আল মাসুদ) যাকে ছাড়া আমার এই পর্যন্ত আসা টা অসম্ভব ছিল। তুমার মতো ভালো মানুষ খুব কমই আছে❣️❣️তুমাকে ধন্যবাদ দিতে চাই না এটা অনেক সস্তা হবে এখানে।অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা তুমার জন্য ❣️❣️।

My mentor...
28/03/2023

My mentor...

প্রযুক্তির হাত ধরে মানুষ যেভাবে অনলাইনের উপর নির্ভরশীল হচ্ছে, তাতে নিশ্চিতভাবে বলা যায় ডিজিটাল মার্কেটিংয়ের .....

১ বছর আগের চেষ্টায়.....
27/03/2023

১ বছর আগের চেষ্টায়.....

29/12/2022

💐
👉মিডিয়ার কল্যানে ফ্রিলান্সিং এখন হটকেক। অনেকেই মনে করেন,একটা পিসি আর নেট কানেকশন থাকলেই হল,যে কেউ ফ্রিলান্সার হতে পারবে ফলাফল ডলারের বন্যা।🤔🤔🤔
👉বিষয়টা আসলে তা নয়। একেকজন ফ্রিল্যন্সার হচ্ছে একেক জন যোদ্ধা। হাজারো বাঁধা পেরিয়ে, অনেক সাধনার পরে একজন ফ্রিল্যন্সার তৈরি হয়।🤘 👉এই ফ্রিল্যাসিং যাত্রায় কতজন যে ঝড়ে পড়ে, তার কোন হিসাব নেই। 😂😂
👉আমরা শুধু সাফল্যই দেখি, এর পিছনের কষ্টের কাহিনী আমরা কেউ জানি না।🙄🙄🙄


সোশ্যাল মিডিয়া মার্কেটিং (SMM) হলো এমন এক টেকনিক বা প্রক্রিয়া, যেখানে বিভিন্ন আলাদা আলাদা Social Media Platform যেমন, ...
01/11/2022

সোশ্যাল মিডিয়া মার্কেটিং (SMM) হলো এমন এক টেকনিক বা প্রক্রিয়া, যেখানে বিভিন্ন আলাদা আলাদা Social Media Platform যেমন, Facebook, YouTube, Instagram, LinkedIn এবং আরো অন্যান্য প্লাটফর্ম গুলিতে সক্রিয় থাকা লোকেদের লক্ষ্য (target) করে, পণ্যের গুণমান সচেতনতা (product brand awareness) ছড়ানো হয়।

22/10/2022

অলসতাই
বহু মানুষের জীবনে সফল না হওয়ার এককমাত্র কারণ !
-------ATM

11/10/2022

ফ্রিল্যান্সিং কি? What is Freelancing
ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশা হল এমন কোন কাজ যা আপনি কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের অধীনে আপনার ইচ্ছামত করতে পারবেন। ফ্রিল্যান্সিং বলতে মূলত ঘরে বসে অনলাইনে কাজ করাকে বুঝায়। আপনি অনলাইনের যেসব কাজে দক্ষ, সেসব কাজ অনলাইনে করে দিয়ে নির্দিষ্ট পরিমাণ টাকা আয় করতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন আপনার অনলাইন কাজের দক্ষতা অনলাইনে বিক্রি করে টাকা আয় করাকে ফ্রিল্যান্সিং বলে।

তাহলে ফ্রিলান্সিং শুরু করতে প্রথমেই আপনার পরিষ্কার ধারণা থাকতে হবে ফ্রিলান্সিং কি এই বিষয়ের উপর। আশা করি আপনি বুঝতে পারছেন ফ্রিলান্সিং কি। আমি এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। ফ্রিল্যান্সিং শিখে আপনি মূলত ঘরে বসে দেশের বাইরে কাজ করে বৈদেশিক মুদ্রা আয় করবেন। আপনি অনলাইনে কাজ পাবেন আর অনলাইনেই কাজ করে জমা দিয়ে আপনার প্রাপ্য টাকা বুঝে নিবেন।

বর্তমানে অনলাইন জগতের ব্যপক বিস্তারের ফলে ডিজিটাল মার্কেটিং এরও পরিধি বেড়েছে অনেকগুণ। আর তারই অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া ...
30/09/2022

বর্তমানে অনলাইন জগতের ব্যপক বিস্তারের ফলে ডিজিটাল মার্কেটিং এরও পরিধি বেড়েছে অনেকগুণ। আর তারই অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর চাহিদা এবং জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে।

ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা কমবেশি হয়তো অনেকেই জানি। ডিজিটাল ডিভাইস এবং তথ্য ও প্রযুক্তিতে কাজে লাগিয়ে পণ্য বিপণনের জন্য যে কৌশল অবলম্বন করা হয়, তাই মূলত ডিজিটাল মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে সেই ডিজিটাল মার্কেটিং এর আরেকটি অংশ।

আমরা সময় কাটানো, বন্ধুদের সাথে যোগাযোগ স্থাপন কিংবা চিত্তবিনোদনের জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং মার্কেটিং মূলত এই সোশ্যাল মিডিয়াগুলোকে কেন্দ্র করেই হয়ে থাকে। কারণ এর মাধ্যম যেখানে আমরা ইন্টারনেটে সক্রিয় থাকা লোকেদের কাছে নিজের পণ্য বা সার্ভিস প্রচার করতে পারি এবং তাদের কাছে তাদের প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে পারি।

ইন্টারনেটের সহজলভ্যতা, প্রযুক্তি সম্পর্কে মানুষের জানার আগ্রহ অনেক বেড়ে যাওয়ায় এখন অনলাইনে সক্রিয় থাকা লোকেদের পরিমাণও বেড়ে যাচ্ছে। আর এই ইন্টারনেট ব্যবহারকারীদের বড় একটি অংশই ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব ইত্যাদির মত সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত। তাই তাদেরকে টার্গেট করেই গড়ে ওঠে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এক কথায় কোন সোশ্যাল মিডিয়া প্লাটফরম ব্যবহার করে অনলাইনে থাকা মানুষের কাছে প্রোডাক্ট বা সার্ভিসের প্রচারণার নামই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং।

Keyword Research কি?গুগোল কেবলমাত্র আমাদের ঐ সকল পোস্টগুলি কে গুগল রেংকিং এ নিয়ে যায়, যেই সকল পোষ্টের মধ্যে পর্যাপ্ত প...
29/09/2022

Keyword Research কি?
গুগোল কেবলমাত্র আমাদের ঐ সকল পোস্টগুলি কে গুগল রেংকিং এ নিয়ে যায়, যেই সকল পোষ্টের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কিওয়ার্ড রয়েছে। এজন্য কিওয়ার্ড রিসার্চ করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

গুগল সার্চ ইঞ্জিন যেহেতু রোবট এর মাধ্যমে কাজ করে থাকে ,সেহেতু অবশ্যই আমরা যদি গুগলের নিয়ম-নীতি মেনে পোস্ট করি তাহলে আমাদের পোস্টে 100% গুগলের Rank করবে।

কিওয়ার্ড রিসার্চ কেন এত গুরুত্বপূর্ণ?
কিওয়ার্ড রিসার্চ এত গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে, একটি পোষ্টের কিওয়ার্ডের উপরেই লুকিয়ে থাকে সেই পোষ্টের সকল বিষয়বস্তু। গুগল সার্চ ইঞ্জিন আপনার কিওয়ার্ডের উপরে নির্ভর করে, আপনার পোস্টটি গুগলের রেংকিং এ নিয়ে যায়। কারণ গুগোল সবসময় চেষ্টা করে আপনার কিওয়ার্ডটি আসলেই গুগোল এ কি পরিমান মানুষ প্রতিনিয়ত সার্চ করে থাকেন। আর ভিজিটর যখন কোন কিছুর প্রয়োজন পড়ে তখন গুগলে গিয়ে সেই বিষয়ের কিওয়ার্ড লিখে সার্চ করে।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং (SMM) হলো এমন এক টেকনিক বা প্রক্রিয়া, যেখানে বিভিন্ন আলাদা আলাদা Social Media Platform যেমন, ...
28/09/2022

সোশ্যাল মিডিয়া মার্কেটিং (SMM) হলো এমন এক টেকনিক বা প্রক্রিয়া, যেখানে বিভিন্ন আলাদা আলাদা Social Media Platform যেমন, Facebook, YouTube, Instagram, LinkedIn এবং আরো অন্যান্য প্লাটফর্ম গুলিতে সক্রিয় থাকা লোকেদের লক্ষ্য (target) করে, পণ্যের গুণমান সচেতনতা (product brand awareness) ছড়ানো হয়

এসইও এর পূর্ণরূপ হচ্ছে “সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন”। সহজ কথায় আমরা যখন গুগল কিংবা অন্য যেকোন সার্চ ইঞ্জিনে কোন কিছু লিখে ...
27/09/2022

এসইও এর পূর্ণরূপ হচ্ছে “সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন”। সহজ কথায় আমরা যখন গুগল কিংবা অন্য যেকোন সার্চ ইঞ্জিনে কোন কিছু লিখে সার্চ দিই, তখন গুগল কিংবা ঐ সার্চ ইঞ্জিন কতগুলো রেজাল্ট দেখায়। সেখান থেকে আমরা আমাদের পছন্দমত লিংকে ক্লিক করে আমার কাঙ্ক্ষিত ওয়েবসাইটে ভিজিট করে আমাদের দরকারি তথ্য খুঁজে পাই।

কন্টেন্ট রাইটিং কি ?কন্টেন্ট রাইটিং কি? জানার আগে অবশ্যই আমাদেরকে জানতে হবে কনটেন্ট কি? কন্টেন্ট হচ্ছে যেকোনো বিষয়ে জান...
25/09/2022

কন্টেন্ট রাইটিং কি ?
কন্টেন্ট রাইটিং কি? জানার আগে অবশ্যই আমাদেরকে জানতে হবে কনটেন্ট কি? কন্টেন্ট হচ্ছে যেকোনো বিষয়ে জানার জন্য আমরা যে আর্টিকেল বা ওয়েবসাইটে যে লেখাগুলো পড়ে থাকি সেগুলো হচ্ছে কনটেন্ট। উদাহরণস্বরূপ বলা যায় আপনি গ্রাফিক ডিজাইন শেখার জন্য একটি কম্পিউটার কিনতে চাচ্ছেন কিন্তু আপনি জানেন না গ্রাফিক ডিজাইন শেখার জন্য কোন কম্পিউটার আপনার জন্য উপযোগী। আপনি একটি এটি কেনার জন্য ওয়েবসাইট থেকে একটি কন্টেন্ট পড়ে সে সম্পর্কে জেনে নিলেন। মূলত এটি হচ্ছে কন্টেন্ট।

আর কন্টেন্ট রাইটিং হচ্ছে আপনি যেকোন বিষয়ের উপর রিসার্চ করে নিজের জ্ঞান এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজের মতো করে সে বিষয় সম্পর্কে ওয়েবসাইটে যে লেখালেখি করলেন সেটিকে কন্টেন্ট রাইটিং বলা হয়। আর যিনি কন্টেন্ট রাইটিং এর কাজ করেন তাঁকে কন্টেন্ট রাইটার বলা হয়।

কিভাবে কন্টেন্ট রাইটিং শুরু করা যায়
আপনি যদি কন্টেন্ট রাইটার হতে চান তাহলে আপনাকে সবার আগে মনে রাখতে হবে যে কন্টেন্ট রাইটিং এর জন্য কোন কোর্স করার প্রয়োজন হয় না। যদি আপনি অ্যাডভান্স লেভেলের অনেক কিছু নিয়ে কাজ করতে যান এবং কন্টেন্ট রাইটিং ক্যারিয়ার হিসেবে নিতে চান। তাহলে আপনি কন্টেন্ট রাইটিং এর ব্যাপারে বিভিন্ন রিসার্চ করে গুগল অথবা ইউটিউব থেকে জেনে নিতে পারেন।

তবে আমরা আজ আপনাদেরকে বলে দিব কন্টেন্ট রাইটিং শুরু করা যায় কিভাবে? কন্টেন্ট রাইটিং শুরু করার আগে সবার আগে আপনার মাথায় কিছু জিনিস মনে রাখতে হবে। কন্টেন্ট রাইটারদের প্রথমে রিডার হতে হয়। তার মানে হচ্ছে কন্টেন্ট রাইটার কোন বিষয়ের উপর লেখার আগে অবশ্যই তাকে সে বিষয়টির ওপর নিজের অভিজ্ঞতা অর্জন করতে হয়।

Allah doijoshilder pase thaken.
23/09/2022

Allah doijoshilder pase thaken.

Freelancing is a smart way in Digital world.
22/09/2022

Freelancing is a smart way in Digital world.

19/09/2022
ডিজিটাল মার্কেটিংতথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের পণ্য বা সেবার প্রচারণাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং।সময়ে...
18/09/2022

ডিজিটাল মার্কেটিং
তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের পণ্য বা সেবার প্রচারণাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং।সময়ের পরিক্রমায় সব কিছু আধুনিকায়নের পাশাপাশি ব্যবসায়ের প্রচার-প্রচারণায় ও এসেছে পরিবর্তন। তাই ট্রেডিশনাল মার্কেটিং থেকে এখন মানুষ ঝুকছে ডিজিটাল মার্কেটিং এর দিকে। কারণ স্বল্প ব্যয়ে,কম পরিশ্রমে কাঙখিত গ্রাহকদের নিকট নিজের পণ্য বা সেবা পৌছে দিতে ডিজিটাল মার্কেটিং এর জুড়ি নেই।

ক্রমশ এর পরিধি বাড়ার সাথে সাথে চাহিদা বাড়ছে দক্ষ ডিজিটাল মার্কেটারদের। ডিজিটাল মার্কেটিং বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন,সোশ্যাল মিডিয়া মার্কেটিং,সার্চ ইঞ্জিন মার্কেটিং,অ্যাফিলিয়েট মার্কেটিং,মোবাইল মার্কেটিং,ই-মেইল মার্কেটিং,কন্টেন্ট মার্কেটিং,ইনফ্লুয়েন্সার মার্কেটিং ইত্যাদি। আপনার দক্ষতা এবং সৃজনশীলতা অনুযায়ী উল্লেখিত যেকোনো ক্ষেত্রে বিচরণ করতে পারেন।

প্রযুক্তির ক্রমবর্ধমান অগ্রসরতায় গ্রাহকদের নির্দিষ্ট পণ্য কিংবা সেবার আকৃষ্ট করার ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং এর জুড়ি নেই। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কোনো ক্রেতারা কোনো একটি পণ্য ক্রয় কিংবা সেবা ভোগ করার জন্য সামাজিক মাধ্যম গুলোর উপর নির্ভরশীল হয়ে পড়ছে। আর তাই দক্ষ ডিজিটাল মার্কেটার দের চাহিদা ক্রমশ বেড়েই চলেছে। তাই ভবিষ্যত সম্ভাবনার কথা ভেবে আপনিও গড়ে তুলতে পারেন ডিজিটাল মার্কেটিং এর উপর ক্যারিয়ার।

শুধুমাত্র চাহিদা বিবেচনা করে নয়, আপনার আগ্রহ এবং দক্ষতার সম্মিলনে কোন সেক্টরে ক্যারিয়ার গড়বেন সেটা ঠিক করুন। মনে রাখবেন, সব কাজেরই যথেষ্ট চাহিদা রয়েছে। আপনার যদি কাজের প্রতি আগ্রহ থাকে এবং রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন না দেখে পরিশ্রম করতে পারেন ইনশাআল্লাহ সফল হবেন। শুভকামনা আপনার জন্য।

18/09/2022

ঘরে বসে ইনকাম করুন ----নিজেকে চাপমুক্ত রাখুন। # # Freelancing # # #

মানুষ কেন ফ্রিল্যান্সিং করে?গতানুগতিক চাকরি/ব্যবসার বাহিরে স্বাধীনভাবে কাজের ইচ্ছা  – ফ্রিল্যান্সিং এ আসার পিছনে এটা অনে...
16/09/2022

মানুষ কেন ফ্রিল্যান্সিং করে?
গতানুগতিক চাকরি/ব্যবসার বাহিরে স্বাধীনভাবে কাজের ইচ্ছা – ফ্রিল্যান্সিং এ আসার পিছনে এটা অনেক বড় একটা কারণ হতে পারে। অনেকেই স্বাধীনভাবে নিজের পছন্দমতো বিষয়ে কাজ করতে আগ্রহী। সে হিসেবে ফ্রিল্যান্সিং-ই থাকে তাদের পছন্দের শীর্ষে। নিজের ঘরে কাজ করতে পারার মতো স্বাচ্ছন্দ্যবোধ আর কোথাও হওয়ার কথা না। ফ্রিল্যান্সিং একজনকে তার নিজের ঘরে বসে এমনকি যেকোনো জায়গা থেকেই কাজ করার সুযোগ দেয়। আপনি যদি টয়লেটে বসেও ফ্রিল্যান্সিং করতে চান কেউ আপনাকে শাসাতে আসবেনা যে কেন অফিসের রুম ছেড়ে এখানে বসে আছেন! 😉
টাকা আয়ের জন্যে – যেকোনো ফ্রিল্যান্সারের ফ্রিল্যান্সিং করার মূল কারণের একটি টাকা আয়। আপনি যে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, সেই কাজের জন্যেই যদি আপনি টাকা আয় করতে পারেন; নিজের সংসার চালাতে পারেন তাহলে মন্দ কি? তাছাড়া ফ্রিল্যান্সিং করে আয় করা টাকার পরিমাণ নিছকই কম হবেনা যদি কেউ যথেষ্ট যোগ্যতাসম্পন্ন হয়ে থাকে। তাছাড়া আপনার কাজের জন্যে আপনি কত টাকা চাচ্ছেন সেটা আপনি আপনার মতো করে নির্ধারণ করবেন। যদি ক্লায়েন্ট তার মতো করে কম বাজেট দেয় আর তা আপনার পছন্দ না হয় তাহলে সে কাজ করবেন না ! সিম্পল ! কেউ আপনাকে আটকাবেনা এর জন্যে ! কাজ আপনার, যোগ্যতা আপনার, বাজেটও আপনার !
যোগ্যতা থাকার পরেও উপযুক্ত কাজ/স্যালারি না পাওয়া – অনেকেরই অনেক রকমের যোগ্যতা আছে। তবে অনেকক্ষেত্রে দেখা যায় যথেষ্ট যোগ্যতাসম্পন্ন হওয়ার পরেও তার কাজের তেমন মূল্যায়ন হচ্ছেনা। তিনি তার যোগ্যতা অনুযায়ী স্যালারি পাচ্ছেন না। তাহলে তিনি ফ্রিল্যান্সিং এর দিকে ঝুকতে পারেন। তিনি যা পারেন, দেশে হয়তো তার চাহিদা নেই কিন্তু বহির্বিশ্বে তার ব্যাপক চাহিদা থাকতে পারে। উদাহরণস্বরুপ – পটল মিয়া মনে করেন গেম ডেভেলপিং এ তার অসাধারণ প্রতিভা আছে। তিনি এই লাইনে কাজ করতে পারলে রীতিমত ফাটিয়ে ফেলবেন। কিন্তু আমাদের দেশে এখনো গেম ডেভেলপমেন্ট সেক্টর তেমনভাবে গড়ে উঠেনি। তাই তিনি যোগ্যতা থাকার পরেও বেকার হয়ে থাকবেন। অথচ বাহিরে প্রচুর চাহিদা রয়েছে গেম ডেভেলপারদের। তিনি ফ্রিল্যান্স গেম ডেভেলপার হিসেবে দেশে বসেই বাহিরের কাজ করে দিয়ে টাকা আয় করতে পারেন। ফ্রিল্যান্স গেম ডেভেলপারের চাহিদাও কিন্তু নিছক কম নয় !

ফ্রিল্যান্সিং কি?ফ্রিল্যান্সিং কি সে সম্পর্কে এক কথায় পুরো ধারণা দিয়ে দেয়াটা মুশকিল। ঘরে বসে স্বাধীনভাবে টাকার বিনিময়ে অ...
16/09/2022

ফ্রিল্যান্সিং কি?
ফ্রিল্যান্সিং কি সে সম্পর্কে এক কথায় পুরো ধারণা দিয়ে দেয়াটা মুশকিল। ঘরে বসে স্বাধীনভাবে টাকার বিনিময়ে অন্যের কাজ করে দেয়াটাকে আমরা ফ্রিল্যান্সিং বলতে পারি। সেই কাজ বিদেশী কোন কোম্পানী বা ব্যক্তির জন্যেও যেমন হতে পারে তা দেশের কোন ব্যক্তি বা কোম্পানীর জন্যেও হতে পারে। যে ব্যক্তি ফ্রিল্যান্সিং করবেন তিনি কোন কোম্পানী বা প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে থাকেন না। তিনি নিজেই নিজের বস। যখন খুশি কাজ করবেন যখন খুশি কাজ করবেন না। যেসব বিষয়ে তার পারদর্শিতা আছে সেসব কাজের জন্যে বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে পছন্দ অনুযায়ী কাজে আবেদন করবেন। যদি কাজের জন্যে নির্বাচিত হন তাহলে ক্লায়েন্টের দেয়া নির্ধারিত সময়ের মধ্যে চাহিদামত কাজ করে দেন। আর এই কাজের বিনিময়ে তিনি টাকা আয় করতে পারবেন।

তবে চাকরি, ব্যবসা, পড়াশোনার পাশাপাশিও অনেকে ফ্রিল্যান্সিং করতে পারে। সেক্ষেত্রে তাদেরকে পার্ট-টাইম ফ্রিল্যান্সার হিসেবে আখ্যায়িত করা যেতে পারে। ফ্রিল্যান্সিং আসলে একটা বড় ধরণের স্বাধীনতা। তবে ফ্রিল্যান্সিং এর উপরে দেশের সম্মানও অনেকাংশে নির্ভর করে। কোন যোগ্যতা ছাড়া ফ্রিল্যান্সিং করতে আসা দেশের মান-সম্মান ধুলিস্যাৎ করে দেয়ার সামিল ! ফ্রিল্যান্সিং করতে চাইলে অবশ্যই যোগ্যতাসম্পন্ন হতে হবে !

14/09/2022
14/09/2022

Address

Dhaka
Narsingdi
1630

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Mahroba Nodiea posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Mahroba Nodiea:

Share

Nearby media companies


Other Digital creator in Narsingdi

Show All