18/09/2022
ডিজিটাল মার্কেটিং
তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের পণ্য বা সেবার প্রচারণাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং।সময়ের পরিক্রমায় সব কিছু আধুনিকায়নের পাশাপাশি ব্যবসায়ের প্রচার-প্রচারণায় ও এসেছে পরিবর্তন। তাই ট্রেডিশনাল মার্কেটিং থেকে এখন মানুষ ঝুকছে ডিজিটাল মার্কেটিং এর দিকে। কারণ স্বল্প ব্যয়ে,কম পরিশ্রমে কাঙখিত গ্রাহকদের নিকট নিজের পণ্য বা সেবা পৌছে দিতে ডিজিটাল মার্কেটিং এর জুড়ি নেই।
ক্রমশ এর পরিধি বাড়ার সাথে সাথে চাহিদা বাড়ছে দক্ষ ডিজিটাল মার্কেটারদের। ডিজিটাল মার্কেটিং বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন,সোশ্যাল মিডিয়া মার্কেটিং,সার্চ ইঞ্জিন মার্কেটিং,অ্যাফিলিয়েট মার্কেটিং,মোবাইল মার্কেটিং,ই-মেইল মার্কেটিং,কন্টেন্ট মার্কেটিং,ইনফ্লুয়েন্সার মার্কেটিং ইত্যাদি। আপনার দক্ষতা এবং সৃজনশীলতা অনুযায়ী উল্লেখিত যেকোনো ক্ষেত্রে বিচরণ করতে পারেন।
প্রযুক্তির ক্রমবর্ধমান অগ্রসরতায় গ্রাহকদের নির্দিষ্ট পণ্য কিংবা সেবার আকৃষ্ট করার ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং এর জুড়ি নেই। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কোনো ক্রেতারা কোনো একটি পণ্য ক্রয় কিংবা সেবা ভোগ করার জন্য সামাজিক মাধ্যম গুলোর উপর নির্ভরশীল হয়ে পড়ছে। আর তাই দক্ষ ডিজিটাল মার্কেটার দের চাহিদা ক্রমশ বেড়েই চলেছে। তাই ভবিষ্যত সম্ভাবনার কথা ভেবে আপনিও গড়ে তুলতে পারেন ডিজিটাল মার্কেটিং এর উপর ক্যারিয়ার।
শুধুমাত্র চাহিদা বিবেচনা করে নয়, আপনার আগ্রহ এবং দক্ষতার সম্মিলনে কোন সেক্টরে ক্যারিয়ার গড়বেন সেটা ঠিক করুন। মনে রাখবেন, সব কাজেরই যথেষ্ট চাহিদা রয়েছে। আপনার যদি কাজের প্রতি আগ্রহ থাকে এবং রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন না দেখে পরিশ্রম করতে পারেন ইনশাআল্লাহ সফল হবেন। শুভকামনা আপনার জন্য।