Easy It

Easy It Easy IT is a Digital Marketing agency who provides Social Media Marketing services and advices.
(5)

৫ ড’লারে কয়টা মেসেজ আসবে?৫ ড’লারে কয়টা সেল আসবে?৫ ড’লারে কেমন রিচ হবে?সেল যে হবে এটা কী গ্যারান্টেড?সব প্রশ্নের উত্তর আজ...
04/05/2024

৫ ড’লারে কয়টা মেসেজ আসবে?
৫ ড’লারে কয়টা সেল আসবে?
৫ ড’লারে কেমন রিচ হবে?
সেল যে হবে এটা কী গ্যারান্টেড?

সব প্রশ্নের উত্তর আজকে একসাথে দিবো। ৫ ড’লারে কয়টা মেসেজ, কয়টা সেল, কত রিচ হবে এই প্রশ্নগুলোর উত্তর দেয়া ডিফিকাল্ট। সহজ ভাষায় বললে এই প্রশ্নগুলোর উত্তর দেয়া সম্ভব না।
মেসেজ কেমন আসবে এই জিনিসটা ডিপেন্ড করে আপনি আপনার ক্রিয়েটিভ ( যে পোষ্ট টা বু’ষ্ট করতে চাচ্ছেন) দ্বারা অডিয়েন্সকে কতটুকু আকর্ষিত করতে পারছেন। আপনি যখন ফেসবুকের নিউজফিড স্ক্রল করেন তখন আপনার সামনে অনেক এড আসে নিশ্চয়ই? সব এড এ কিন্তু আপনি ক্লিক করেন না, যেই এড টা আপনার ভালো লাগে, যেই এডের পিকচার এবং ভিডিও এ কোয়ালিটি, ডিজাইন আপনাকে আকর্ষিত করে সেই এডেই আপনি ক্লিক করেন। একই রকমভাবে আপনি যখন এড রান করছেন তখনও জিনিসগুলা এরকম ভাবে কাজ করে। আপনার পোষ্ট কিংবা ভিডিও মানুষের যত বেশি ভালো লাগবে আপনার এডে ততবেশি রিচ হবে এবং তত বেশি মেসেজ আসবে।

কেমন সেল আসবে, সেল আসবে গ্যারান্টটেড কিনা এউ প্রশ্নটিও অনেকে করে থাকেন। একজন ডিজিটাল মার্কেটার সে কখনোই আপনার সেল জেনারেট করে দিবে না তার কাজ হচ্ছে আপনার এডটি সঠিক অডিয়েন্স এর কাছে পৌঁছে দেয়া। বাকি কাজ আপনার। সেজন্য সেল এর ব্যাপারটা পুরোপুরিই আপনার হাতে। আপনার কাষ্টমারকে আপনি কীভাবে ম্যানেজ করবেন, কীভাবে সেল বৃদ্ধি করবেন সে ব্যাপারে আপনাকে অবশ্যই দক্ষ্যতা অর্জন করতে হবে। অনলাইন এ বিজনেস করা যতটা সহজ আপনি ভাবছেন ততটাও সহজ নয়। আপনি যদি মনে করেন ৫-১০ ড’লার বাজেট নিয়ে এসে কোনোরকম একটা পোষ্ট করে অনেক অনেক সেল জেনারেট করে ফেলবেন, তাহলে আপনাকে বলছি ফেসবুক মার্কেটিং আপনার জন্য না। মার্কেটিং রিসার্চ করতে করতেই ৫০ ডলার শেষ হয়ে যায়।
সেল না হওয়ার কিছু কারণ:-
১। কাষ্টমারের প্রোডাক্ট পছন্দ হয়েছে, বাট তার কাছে মনে হতে পারে প্রোডাক্টের প্রাইস আপনি বেশি রাখছেন।
২। প্রোডাক্টের ফটোশ্যুট নিন্মমানের হওয়ার কারণে আপনি মেসেজ কম পাচ্ছেন, যার কারণে সেল হওয়ার সম্ভাবনা কম।
৩। আপনি হয়তো এমন টাইমে এড রান করছেন যে সময়টাতে মানুষের পকেটে টাকা তেমন থাকে না। সে সময়টা হতে পারে মাসের শেষ ১০ দিন।
৪। আমাদের দেশের মানুষ এখনো অনলাইন শপিং এ তেমন অভ্যস্ত না, তাছাড়া মানুষ মনে করে অনলাইন থেকে প্রোডাক্ট পারচেস করলে কোয়ালিটি যেমন দেখিয়েছেন তেমন না পেতেও পারে, সেজন্য ভয়ে থাকে। এ বিষয়টা নিয়ে আপনাকে কাজ করতে হবে।
৫। অনেক সময় কাষ্টমার মেসেজ দিয়ে পরে আর কনভারসেশন কন্টিনিউ করে না, ব্যস্ত হয়ে পরে। আপনার উচিত তাকে পুনরায় আবার টেক্সট করা।
৬। আপনার মার্কেটার হয়তো সঠিকভাবে অডিয়েন্স টার্গেট করতে পারছে না, যার কারণে আসলে প্রোডাক্টটি যাদের প্রয়োজন তাদের কাছে যাচ্ছে না, ফলে আপনি সেল পাচ্ছেন না।
৭। আপনার পেইজের রিভিউ সেকশনে পর্যাপ্ত রিভিউ এবং পেইজে লাইক কম থাকায় কাষ্টমাররা আপনাকে ট্রাষ্ট করতে পারছে না। তাই বু’ষ্টিং এর পাশাপাশি ব্র্যান্ডিং এর দিকেও আপনার নজর রাখতে হবে।
৮। কাষ্টমার যখন আপনাকে টেক্সট করছে আপনি তাকে প্রোডাক্টটি অর্ডার করতে আগ্রহী করতে পারছেন না, কারণ আপনি কাষ্টমার ম্যানেজমেন্ট এ দূর্বল। এইদিকটাতে আপনাকে পারদর্শী হতে হবে।
৯। কাষ্টমারকে রিটার্ন পলিসি ক্লিয়ার না করাও সেল না হওয়ার একটি বড় কারণ। আপনি যদি কাষ্টমারকে রিটার্ন পলিসি সম্পর্কে ক্লিয়ার করেন এবং রিটার্ন সুবিধা দেন তাহলে কাষ্টমার অর্ডার করতে ভরসা পাবে।
১০। বিশে^র প্রায় সকল কাষ্টমারই অফার পেলে অর্ডার করতে আগ্রহী হয়। মাঝে মাঝে ডিসকাউন্ট দিন, ফ্রী ডেলিভারি সুবিধা দিন, বাই ওয়ান গেট ওয়ান সুবিধা দিন। প্রয়োজনে প্রোডাক্ট এর দাম কিছুটা বাড়িয়ে হলেও ফেক ডিসকাউন্ট শো করুন। এটাও একটা মার্কেটিং স্ট্র্যাজেডির মধ্যে পড়ে।
১১। অনেক সময় বাজেট স্বল্পতার কারণেও সেল কম হয়। উদাহারণ দিয়ে বুঝাই: সামনে কোরবানীর ঈদ। অনেকেই ফেসবুকে পাঞ্জাবীর এড রান করবে। ধরুন “ক’’ একটি এড রান করলো পাঞ্জাবীর প্রতিদিন ২০ ডলার বাজেট দিয়ে এবং “খ” একটি এড রান করলো পাঞ্জাবীর প্রতিদিন ৫ ডলার বাজেট দিয়ে। দুইজনের টার্গেটেড অডিয়েন্সই কিন্তু সেম। এখন “ক” প্রতিদিন ২০ ডলার করে এড রান করার কারণে “খ” এর তুলনায় দ্রæত অডিয়েন্স এর কাছে তার এডটি পৌঁছাতে পারছে এবং তারা পারচেস ও করছে। কিন্তু “খ” প্রতিদিন ৫ ডলার করে এড রান করার কারণে সে “ক” এর মত দ্রæত পৌঁছাতে পারছে না। অডিয়েন্স “ক” এর এড আগে দেখার পর “খ” এর এড দেখছে, ততক্ষনে অডিয়েন্স “ক” এর নিকট থেকে প্রোডাক্ট কিনে ফেলেছে। আর যারা কিনছে না তারা “খ” কে মেসেজ করছে। “খ” কে যারা মেসেজ করছে তাদের প্রোডাক্ট কেনার সম্ভাবনা কম। কারণ তারা কিনলে “ক” এর থেকেই কিনে ফেলতো। সো আপনাকে অবশ্যই আপনার কম্পটিটরদের কথা মাথায় রেখে কাজ করতে হবে, তাদের সাথে তাল মিলিয়ে চলতে হবে, প্রয়োজনে তাদের চাইতে ভালো করতে হবে।

এছাড়াও সেল না হওয়ার আরও অনেক কারণ রয়েছে। কীভাবে সেল বৃদ্ধি করা যায় সেগুলো নিয়ে অন্য কোনোদিন আলোচনা করবো।

ধন্যবাদান্তে
ইজি আইটি

12/03/2024

আগামী ১ সপ্তাহের জন্য দেশের বাইরে চলে যাওয়ার কারণে আমাদের হটলাইন নাম্বার বন্ধ থাকবে। পেইজে মেসেজ অথবা Whats app এ যোগাযোগের মাধ্যমে আপনার সার্ভিস টি নিতে পারবেন। সেক্ষেত্রে মেসেজ কিংবা ফোন কল এর রিপ্লে পেতে কিছুটা সময় লাগতে পারে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত।

অনেকেই বলেন ফেইসবুক মার্কেটিং করে সেলস কমে যাচ্ছে বা আগের মত সেলস পাচ্ছেন না কিন্তু আপনি হয়ত একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়...
07/03/2024

অনেকেই বলেন ফেইসবুক মার্কেটিং করে সেলস কমে যাচ্ছে বা আগের মত সেলস পাচ্ছেন না কিন্তু আপনি হয়ত একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় মিছ করছেন। নিজে বা এজেন্সি দিয়ে ফেইসবুক মার্কেটিং করে বা অর্গানিক পোস্টে হিউজ রিচ এর ফলে কাস্টমার আনলেন আপনার শপে বা ইনবক্সে এখানেই কিন্তু কাজ শেষ না, এরপরেই মূলত আসল কাজ শুরু সেটা হচ্ছে কাস্টমারকে কনভিন্স করে প্রোডাক্ট সেল করা এবং এর জন্য সব থেকে বেশী যা ইম্পরট্যান্ট তা হচ্ছে কাস্টমার কমুনিকেশন এবং প্রোডাক্ট নলেজ।

তাই আপনার টিমে বা নিজে লাস্ট এর ২ টা স্কিল খুব ভালো করে রপ্ত করেন যাতে ইনবক্স করলে বা কমেন্ট করলে যাতে তার সাথে আপনার একটা ভালো সম্পর্ক তৈরি হয়। মনে রাখবেন সেলস টার্গেট করলে শুধু একটা সেলস নিয়ে আসবে কিন্তু আপনি যদি কাস্টমার তৈরি করতে পারেন সেই এক কাস্টমার আপনার আরও ৫ টা কাস্টমার নিয়ে আসবে এবং তার যাই দরকার হবে দেখবেন আপনার কাছে খোঁজ নেবে, এই প্রোডাক্ট আছে কিনা, ঐটা আছে কিনা। তাই শুধু সেলস এর পিছিনে সময় নষ্ট না করে কাস্টমার তৈরি করেন, তাদের সাথে সুন্দর কমুনিকেশন, কমুনিটি এবং রেগুলার টাচে থাকেন। প্রতি ৬ মাসে ৫০/১০০ জন কাস্টমার তৈরি করতে পারলে এরাই আপনার বিজনেস এনে দেবে এবং এরাই প্রত্যেকে আপনার একেকজন ব্র্যান্ড এম্বাসেডর হিসাবে কাজ করবে ইনশা আল্লাহ্‌!

মুল পোস্ট@ Drop Shipping by BDSHOP

Result ✅
05/03/2024

Result ✅

বু'ষ্টিং এ রেসপন্স পাচ্ছেন না? ঈদ কে সামনে রেখে এখন বু’স্ট না করলে আর কখন? ইজি আইটি দিচ্ছে মানি ব্যাক গ্যারান্টি। আশানুর...
05/03/2024

বু'ষ্টিং এ রেসপন্স পাচ্ছেন না? ঈদ কে সামনে রেখে এখন বু’স্ট না করলে আর কখন? ইজি আইটি দিচ্ছে মানি ব্যাক গ্যারান্টি। আশানুরুপ ফলাফল না পেলে পাচ্ছেন টা'কা ব্যাক পাওয়ার নিশ্চয়তা।

বু'ষ্টিং করার আদর্শ সময়ই এখন। আর কিছুদিন পরেই ঈদ, এখন ব্যবসা না করলে আর কখন করবেন? এই সময়টায় সবাই বু’স্টিং এ ব্যস্ত, আপনি কেন পিছিয়ে থাকবেন? বু’ষ্টের পেছনে অনেক টাকা খরচ করেও আপনারা অনেকেই সেল পাচ্ছেন না, রিচ হয় না, বারবার বু'ষ্ট অফ হয়ে যায়। তাই বু’স্টার না খুঁজে, এক্সপার্ট কাউকে আপনার বিজনেসের মার্কেটিং করান, আপনার সেল কয়েকগুণ বেড়ে যাবে।

কেন আমাদের দিয়ে কাজ করবেন:-
✅ আমাদের রয়েছে একঝাঁক এক্সপার্ট ডিজিটাল মার্কেটার যারা আপনার প্রোডাক্ট সম্পর্কে স্টাডি করে প্রপার অডিয়েন্স এর কাছে পৌঁছাতে সাহায্য করবে।
✅ আমরা ভেরিফাইড এড ম্যানেজার থেকে বু'ষ্ট করে থাকি যার কারণে রিচ,মেসেজ,সেল সব বেশি পাবেন।
✅ আমাদের কাষ্টমার রিভিউ আলহামদুলিল্লাহ। চাইলে পেইজ ভিজিট করে আসতে পারেন।
✅ পাচ্ছেন ফ্রি কনসাল্টেন্সি।
✅ আমাদের বু'ষ্ট একটিভ হওয়ার পর আর বন্ধ হবেনা এবং আপনারা চাইলে যেকোনো সময় রানিং বু' ষ্টেই সময় এবং ড'লার বাড়িয়ে নিতে পারবেন। তাছাড়া যেকোনো সময় বু'ষ্ট অফ অন করার সুযোগ তো থাকছেই!

পেমেন্ট সিস্টেমঃ একটিভ হলে পেমেন্ট করার সুযোগ পাবেন।

পেমেন্ট মেথডঃ বিকাশ/রকেট/নগদ/ব্যাংক।
টার্গেটেড কাস্টমার বু'ষ্ট করতে চাইলে এখনি পেইজে মেসেজ দিন বা কল করুনঃ 01814728277

17/02/2024

৫ ডলারে কয়টা মেসেজ আসবে?

পেইজ রেস্ট্রিকশন রোধে আপনার করণীয়- স্প্যাম করবেন নাঅতিরিক্ত মাত্রায় পোস্ট এবং ম্যাসেজ, অডিয়েন্সের বিরক্তের কারন হতে পারে...
05/10/2023

পেইজ রেস্ট্রিকশন রোধে আপনার করণীয়

- স্প্যাম করবেন না
অতিরিক্ত মাত্রায় পোস্ট এবং ম্যাসেজ, অডিয়েন্সের বিরক্তের কারন হতে পারে আর বিরক্ত থেকে পেইজ রিপোর্ট। যার ফলে আপনার পেইজ রেস্ট্রিকশন হতে পারে।

- ক্লিকবেইট আভোয়েড করুন
কোনভাবেই অডিয়েন্সকে মিস লিড করা যাবে না, যেমন দেখা গেলো আপনি ফেসবুক পেইজের ক্যাপশন অথবা ডিজাইনে এক লেখা দিয়েছেন কিন্তু অডিয়েন্স সেটা দেখে আগ্রহী হয়ে ক্লিক করে দেখলো সম্পুর্ন ভিন্ন কিছু, এরকম হলে পেইজ রেস্ট্রিকশন হবার সম্ভাবনা থাকে বেশি।

- কমেন্ট চেক করুন
কমেন্ট তো আপনার হাতে না তাই না? অনেকেই অনেক রকম কমেন্ট আপনার পোস্টে করতে পারে, তবে সে সব কমেন্ট রিমুভ করে দিন যা কিনা ফেসবুকের পলিসি ভায়োলেশনের মধ্যে পরে।

- পোস্টে গ্রামার ঠিক আছে কিনা চেক করুন
ভুলে ভরা গ্রামারের পোস্টের কারনে ফেসবুক পেইজ রেস্ট্রিক্টেড পর্যন্ত হয়ে যায়, তাই পোস্ট করার আগে গ্রামার চেক করে নিন।

- পেইজে অন্য কাউকে নিয়ে মজা করবেন না
পেইজে কাউকে নিয়ে হাস্যরস তৈরি করবেন না, সেটা ব্যাক্তিগত কেউ হোক অথবা কোন কোম্পানি, ফেসবুক এই ব্যাপারগুলোকে একদম সমর্থন করে না, আর পলিসি ভায়োলেশনের জন্য আপনার পেইজ রেস্ট্রিক্টেশন হতে পারে।

- আপনি যদি বিজনেসে জন্য পেইজ করে থাকেন তাহলে মনে রাখবেন সেই পেইজে ব্যাক্তিগত পোস্ট কম করতে হবে, ব্যাক্তিগত পোস্টের জন্য আপনার ফেসবুকের পার্সোনাল প্রোফাইল রয়েছে।

ফেসবুক প্রোফাইল ভেরিফাই করুন মাত্র ১২০০ টাকায়!
20/09/2023

ফেসবুক প্রোফাইল ভেরিফাই করুন মাত্র ১২০০ টাকায়!

22/01/2023

৫০০ টাকা সেভ করবেন নাকি ৫০০ ডলার লস।

উপরের লাইনে দ্বিধার মধ্যে পরে যেতে পারেন, ৫০০ টাকা সেভ করতে গিয়ে ৫০০ ডলার কিভাবে লস হবে। ছোট করে আলোচনার চেস্টা করছি।

ফেসবুক মার্কেটিং এর অন্যতম একটি প্রধান উপাদান হচ্ছে কন্টেন্ট এবং মোস্ট ইম্পোর্টনেন্টলি মান সম্মত কন্টেন্ট।

এটা ফেসবুক অ্যাডের সাথে সরাসরি জড়িত কারন আপনার কন্টেন্ট যদি মানসম্মত না হয় তাহলে আপনার ক্রেতা আপনার অ্যাডের কন্টেন্ট দেখে আগ্রহ বোধ করবে না, আপনি অ্যাড থেকে সেল পাবেন না। কিছুটা হলেও বুঝতে পারছেন কেন উপরে ৫০০ টাকার সেভ ৫০০ ডলার লস বুঝাইছি।

দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমরা ফেসবুক অ্যাডের পিছনে যতটকু সিরিয়াস, রিচ কেন কম আসলো, ম্যাসেজ কেন আসে না, সেল কেন হয় না, বাজেট বাড়িয়ে লাভ হয় ইত্যাদি, ঠিক সে রকম ভাবে আমরা কন্টেন্টের ক্ষেত্রে একদম ই উদাসীন। ই কমার্সের মেইন মডেল ওয়বসাইট তো নাই ই, থাকলেও সেগুলো এমন ভাবে ডেভেলপ করা যা থাকার থেকে না থাকাই ভালো, এর কারন একটাই আমরা এদিকে সস্তার পিছনে ছুটি মানের পিছনে না, কিন্তু অন্যদিকে কিন্তু আমাদের লস হচ্ছে এটা আমাদের মাইন্ডেই নাই।

ঠিক একই ভাবে অন্যান্য কন্টেন্টেও খারাপ অবস্থা, ৫০০ টাকায় লোগো, ২০০ টাকায় কাভার ডিজাইন, আপনারা নিজেরাই চিন্তা করে দেখুন এই প্রতিযোগিতার মার্কেটে এই লেভেলের মান দিয়ে কিছু করা পসিবল?? একদমই না।

সেখানেই বলছিলাম যে ফেসবুক অ্যাড আপনার কন্টেন্ট কে মানুষের কাছে দেখাবে সেই কন্টেন্টেই যদি গন্ডগোল থাকে তাহলে তো ৫০০ ডলার এমন কি আরো বেশি লস হতে পারে।

তাই বলবো ফেসবুক অ্যাড আর কন্টেন্ট দুইদিকে সমান গুরুত্ব দিন, এরপর দেখুন পার্থক্য টের পান কিনা।

আমাদের এই ক্লায়ান্ট খুবই পুরোনো। অনেকদিন যাবত আমাদের দিয়ে কাজ করাচ্ছেন। গতকাল ফোন দিয়ে বললেন ভাই আমার এড গুলোর বাজেট কমি...
22/01/2023

আমাদের এই ক্লায়ান্ট খুবই পুরোনো। অনেকদিন যাবত আমাদের দিয়ে কাজ করাচ্ছেন। গতকাল ফোন দিয়ে বললেন ভাই আমার এড গুলোর বাজেট কমিয়ে দেন। কৌতুহলবশত বন্ধ করার কারণ জানতে চাইলে জানান উনার এত অর্ডার পরছে প্রতিদিন, উনি প্রোপারলি ডেলিভারি করতে পারছেন না। অর্ডারের চাপ কমে আসলে আবার বাজেট বাড়াবেন। প্রায়ই এরকম ফিডব্যাক পাই অনেকের কাছ থেকে। এটাই আমাদের প্রাপ্তি 💙

মাত্র ১০ ডলারের ক্যাম্পেইনের রেসাল্ট! আলহামদুলিল্লাহ
22/01/2023

মাত্র ১০ ডলারের ক্যাম্পেইনের রেসাল্ট! আলহামদুলিল্লাহ

ভাইয়া ১০ ডলারের ক্যাম্পেইন রান করে ভালো রেসপন্স পাওয়াতে ২ টা ক্যাম্পেইন রান করেন ২ দিন করে টোটাল ৫০ ডলারের। রেসপন্স আলহা...
22/01/2023

ভাইয়া ১০ ডলারের ক্যাম্পেইন রান করে ভালো রেসপন্স পাওয়াতে ২ টা ক্যাম্পেইন রান করেন ২ দিন করে টোটাল ৫০ ডলারের। রেসপন্স আলহামদুলিল্লাহ 💙

 #মিনি_টিপস কিছুক্ষণ আগে একটা কোম্পানির অ্যাডে ক্লিক করলাম, মিনিটের মধ্যে সে কোম্পানি সম্পর্কিত আরো পেইজের অ্যাড আসছে আম...
21/01/2023

#মিনি_টিপস

কিছুক্ষণ আগে একটা কোম্পানির অ্যাডে ক্লিক করলাম, মিনিটের মধ্যে সে কোম্পানি সম্পর্কিত আরো পেইজের অ্যাড আসছে আমার নিজফিডে। তার মানে ফেসবুকের অলগারিদম ঠিক মতই কাজ করছে, আমি একটা প্রোডাক্ট অথবা সার্ভিসে আগ্রহ প্রকাশ করাতে সম্পর্কিত আরো অ্যাড আমি দেখতে পাচ্ছি।

তাহলে রিচ নাই, সেল নাই, ম্যাসেজ নাই ইত্যাদি ইত্যাদি কেন? ধরেন আপনি জামা বিক্রি করেন, কেউ আপনার অ্যাডে না অন্য কোন জামার অ্যাডে ক্লিক করলে সম্ভাবনা থাকে আপনার অ্যাডও সেই ইউজারের নিউজফিডে দেখানোর।

এখানেই আপনাকে কাজ করতে হবে, অ্যাডের রেজাল্ট খেয়াল করলে দেখতে পাবেন রিচ হচ্ছে, কিন্তু ম্যসেজ নেই, অথবা কনভার্শন। ৪ হাজার ৫ হাজার রিচে ২০-২৫ টা ম্যসেজ। কেন? এতো কম কেন? কারন অডিয়েন্স আপনার অ্যাড দেখছে কিন্তু আগ্রহ পাচ্ছে না, স্কিপ করে চলে যাচ্ছে। আগ্রহ না পাওয়ার পিছনে মূল কারন৷

-ছবি অথবা ভিডিওর মান ভালো না
-ক্যাপশন দিয়ে অডিয়েন্সকে আকৃষ্ট করা যায় নি
-আপনার পেইজের মান ভালো না, কাভার ফটো লোগো
-পোস্টে যদি প্রমোশনাল ব্যানার দিয়ে থাকেন সেটার মান ভালো না
-পেইজে বিজনেস সম্পর্কে বিস্তারিত বলা নেই।

কোন একজন ইউজার যখন কোন নির্দিষ্ট ক্যাটাগরির পেইজের অ্যাডে ক্লিক করে তখন ফেইসবুকের অলগারিদম স্বাভাবিকভাবেই তাকে আরো অপশন দেয়, বিভিন্ন পেইজ দেখে সিদ্ধান্ত নেয়ার জন্য, এখন সেই অপশনের তালিকায় আপনার পেইজের নাম আসাটা জরুরি সে জন্য দরকার সব কিছুর ভালো মান। আবারো বলছি ভালো মান।

🔰🔥আপনার পেজটি কি রেস্ট্রিকটেড হয়ে আছে? বু- স্ট আনএভেইলেবল, সমাধান করে নিন এক্সপার্ট টিম এর কাছে।🔥🔰☎️বিস্তারিতঃ 01814-728...
18/01/2023

🔰🔥আপনার পেজটি কি রেস্ট্রিকটেড হয়ে আছে? বু- স্ট আনএভেইলেবল, সমাধান করে নিন এক্সপার্ট টিম এর কাছে।🔥🔰
☎️বিস্তারিতঃ 01814-728277

আমাদের সার্ভিস সমূহঃ
--------------------------
▶️ পেজ প্রোমোশন বা টার্গেট কাস্টমার মার্কেটিং।
▶️ প্রফেশনাল পেজ ডেভেলপমেন্ট করা লোগো, কাভার ও ইনফো।
▶️ কমপ্লিট পেজ চেকআপ করা।
▶️ কমপ্লিট ৩ মাস পেজ ডেভেলপমেন্ট মার্কেটিং সাপোর্ট।
▶️ আডভান্স মার্কেটিং গাইড।

☎️বিস্তারিতঃ 01814-728277

15/01/2023

প্রোফাইল টাইপ পেইজে ইডিটর কিংবা এডভারটাইজার রোল দিতে হয় তা নিচের ভিডিওতে স্পষ্ট করে দেয়া আছে। যারা এড এক্সেস দিতে পারেন না সম্পূর্ণ ভিডিও টি দেখে নিতে পারেন।

বু'ষ্টিং এর বিষয়ে বিস্তারিত কথা বলতে এখনি মেসেজ করুন m.me/easyitxd
15/01/2023

বু'ষ্টিং এর বিষয়ে বিস্তারিত কথা বলতে এখনি মেসেজ করুন m.me/easyitxd

৪ ডলারের রেসপন্স!বু'ষ্টিং এর বিষয়ে বিস্তারিত কথা বলতে এখনি মেসেজ করুন m.me/easyitxd
15/01/2023

৪ ডলারের রেসপন্স!

বু'ষ্টিং এর বিষয়ে বিস্তারিত কথা বলতে এখনি মেসেজ করুন m.me/easyitxd

আলহামদুলিল্লাহ, প্রায়ই এরকম ফিডব্যাক পাই
09/01/2023

আলহামদুলিল্লাহ, প্রায়ই এরকম ফিডব্যাক পাই

Alhamdulillah
08/01/2023

Alhamdulillah

ফেসবুকে সন্ধ্যার পর থেকে বু'ষ্ট করতে সমস্যা হচ্ছে। ধারণা করা হচ্ছে এটি খুব সম্ভবত ফেসবুকের সিস্টেম এরর। ঠিক না হওয়া পর্য...
05/01/2023

ফেসবুকে সন্ধ্যার পর থেকে বু'ষ্ট করতে সমস্যা হচ্ছে। ধারণা করা হচ্ছে এটি খুব সম্ভবত ফেসবুকের সিস্টেম এরর। ঠিক না হওয়া পর্যন্ত বু'ষ্টিং সেবা দেয়া সম্ভব হচ্ছে না। সবাই একটু ধৈর্য ধরুন।

Address

Narsingdi Sadar, New Bustand
Narsingdi
1602

Opening Hours

Monday 13:00 - 04:00
Tuesday 13:00 - 04:00
Wednesday 13:00 - 04:00
Thursday 13:00 - 04:00
Friday 13:00 - 04:00
Saturday 13:00 - 04:00
Sunday 13:00 - 04:00

Telephone

+8801814728277

Website

Alerts

Be the first to know and let us send you an email when Easy It posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Easy It:

Videos

Share



You may also like