নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া
মরণ আমার এত কাছে.. হায়,
নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া
মরণ আমার এত কাছে.. হায়।
সকাল ফুরালো বেলা গড়ালো,
সকাল ফুরালো বেলা গড়ালো,
কেমন করে যে দিন চলে যায়...।
নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া
মরণ আমার এত কাছে.. হায়,
নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া
মরণ আমার এত কাছে.. হায়।
এ ধরায় যারা.. সাথী ছিল
একে একে সব বিদায় নিল,
এ ধরায় যারা.. সাথী ছিল
একে একে সব বিদায় নিল।
এ কথা আমি..ভাবিনি কখনো,
এ কথা আমি..ভাবিনি কখনো।
মরণ আমার কবে এসে.. যায়...।
নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া
মরণ আমার এত কাছে.. হায়,
নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া
মরণ আমার এত কাছে.. হায়।
ঐ গোরস্থানে কত মুর্দার রেখে
মাটি ছড়িয়ে.. দিয়েছি ঢেকে,
ঐ গোরস্থানে কত মুর্দার রেখে
মাটি ছড়িয়ে.. দিয়েছি ঢেকে,
এভাবে তোমাকে ঢেকে দিবে, একদিন,
এভাবে তোমাকে ঢেকে দিবে একদিন,
সে দিনকে স্মরন করো সদায়....
নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া
মরণ আমার এত কাছে.. হায়,
নয়ন মেল
বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন।
মুসলিম নও তুমি মোনাফেক নবীজির দুশমন।
নবীর ইজ্জতের উপর যারা আক্রমণ করতে চায়,
তাদের বিরুদ্ধে আমাদের আবারও গর্জে উঠতে হবে। আমরা সবাই রসূল সেনা।
ভয় করিনা কোন বুলেট বোমাকে। জীবন দিতে হলে ইসলামের পথে জীবন দিব।
মনের ঘরেতে রেখেছি যারে
দোজাহানের বাদশা নবী
কামলিওয়ালা রে
দোজাহানের বাদশা নবী
আমার দয়াল নবীরে
আমার মায়ার নবীরে (২)
দোজাহানের বাদশা নবী
দোজাহানের বাদশা নবী
মোরা যদি ডানাওয়ালা পাখি
হইতাম ওই মদিনা দেখবার
লাগি উইড়া যাইতাম (২)
হৃদয় জুড়ে দেখতাম আমি
নয়ন ও ভোরে
দোজাহানের বাদশা নবী
কামলিওয়ালা রে (২)
আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে
মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করেন (২)
দোজাহানের বাদশা নবী
কামলিওয়ালা রে (২)
মনের ঘরেতে রেখেছি যারে
দোজাহানের বাদশা নবী
কামলিওয়ালা রে (২)
আমার দয়াল নবীরে
আমার মায়ার নবীরে (2)
দোজাহানের বাদশা নবী
কামলিওয়ালা রে (২)
সমাপ্ত
রক্তের বাঁধনেই শুধু পরিবার শক্তপোক্ত হয় না, হয় ভালবাসা ও বিশ্বাসের বন্ধনে…
পরিবার শুধু গুরুত্বপূর্ণ নয়, পরিবারই সবকিছু!
পরিবারের সঙ্গে কাটানো সময়টাই আপনি সারা জীবন মনে রেখে দেবেন!
সকল মিথ্যার উৎস বস্তুবাদি মতবাদের বিষাক্ত আগ্রাসনে ভাষা-গোত্র-দেশ-রাষ্ট্র-লিংগ-বর্ণ ইত্যাদি বস্তুভিত্তিক জাতীয়তাবাদি আত্মপরিচয়ের মাধ্যমে সকল বস্তুর উর্ধে স্রষ্টার নামে জীবনের সত্য ভিত্তিক আত্মপরিচয় ছিনিয়ে মানবাত্মা ও মানবসত্তার মৃত্যু ঘটানো হয়েছে, ফলে মানবিক চেতনা- মানবিক মূল্যবোধ- মানবিক বিবেকবোধ ও সত্য উপলব্ধির ক্ষমতা হারিয়ে জ্ঞাতে বা অজ্ঞাতে মানুষ আজ সত্য ও মানবতার শত্রু এবং মিথ্যা ও জুলুমের ধারক অমানুষ হয়ে পড়েছে।
জীবনবিরোধী বস্তুবাদি জাতীয়তাবাদি হিংস্র অপরাজনীতি অখন্ড মানবতা ও মানবিক ভ্ৰাতৃত্ব ধ্বংস করে উগ্র জাতীয়তাবাদি চেতনার ভিত্তিতে মানুষের মধ্যে পাশবিক বিদ্বেষ-বৈষম্য-বিভক্তি তৈরি করে মানুষকে পরস্পরের শত্রুতে পরিনত করেছে।
একই সাথে ধর্মের আসল শিক্ষা ও ধর্মের মানবিক চেতনা উৎখাত করে ধর্মের নামে বিভিন্ন অধর্ম উগ্রবাদ
* জীবন স্রষ্টার দান * * মানবতা রাসুলের দান *
* বস্তুবাদি মতবাদের আধাঁরে বিলুপ্ত মানবসত্তার পুনরুজ্জীবন,
* সকল বস্তুর উর্ধে স্রষ্টার নামে স্রষ্টার আলো রেসালাতের আলোকে জীবনের সত্য রক্ষা,
* দয়াময় স্রষ্টা ও প্রাণাধিক প্রিয়নবী প্রদত্ত সব মানুষের জীবনের আত্মমালিকানা ও দুনিয়ার সম্মিলিত মালিকানা খেলাফতে ইনসানিয়াত পুনরুদ্ধার,
* ধর্মের নামে অধর্ম উগ্রবাদ সন্ত্রাসবাদ থেকে সব ধর্ম রক্ষা,
* দুনিয়াব্যাপি একক ধর্মবাদি ও একক জাতীয়তাবাদি একক গোষ্ঠীবাদি সকল অপরাজনীতির পাশবতা ও রাষ্ট্রীয় সন্ত্রাস থেকে জীবন-মানবতা-দেশ-রাষ্ট্র-গণতন্ত্র রক্ষায় সব মানুষের প্রতিনিধিত্বশীল সর্বজনীন মানবতার রাজনীতি প্রবর্তন ও
* প্রাণাধিক প্রিয়নবী প্রদত্ত সব মানুষের নিরাপত্তা- অধিকার-মর্যাদা- স্বাধীনতা- রুটিরুজি-কল্যাণ-মালিকানা ভিত্তিক ও একক গোষ্ঠীর স্বৈরদস্যুতামুক্ত অসাম
সকল মিথ্যার উৎস বস্তুবাদি মতবাদের বিষাক্ত আগ্রাসনে ভাষা-গোত্র-দেশ-রাষ্ট্র-লিংগ-বর্ণ ইত্যাদি বস্তুভিত্তিক জাতীয়তাবাদি আত্মপরিচয়ের মাধ্যমে সকল বস্তুর উর্ধে স্রষ্টার নামে জীবনের সত্য ভিত্তিক আত্মপরিচয় ছিনিয়ে মানবাত্মা ও মানবসত্তার মৃত্যু ঘটানো হয়েছে, ফলে মানবিক চেতনা- মানবিক মূল্যবোধ- মানবিক বিবেকবোধ ও সত্য উপলব্ধির ক্ষমতা হারিয়ে জ্ঞাতে বা অজ্ঞাতে মানুষ আজ সত্য ও মানবতার শত্রু এবং মিথ্যা ও জুলুমের ধারক অমানুষ হয়ে পড়েছে।
জীবনবিরোধী বস্তুবাদি জাতীয়তাবাদি হিংস্র অপরাজনীতি অখন্ড মানবতা ও মানবিক ভ্ৰাতৃত্ব ধ্বংস করে উগ্র জাতীয়তাবাদি চেতনার ভিত্তিতে মানুষের মধ্যে পাশবিক বিদ্বেষ-বৈষম্য-বিভক্তি তৈরি করে মানুষকে পরস্পরের শত্রুতে পরিনত করেছে।
একই সাথে ধর্মের আসল শিক্ষা ও ধর্মের মানবিক চেতনা উৎখাত করে ধর্মের নামে বিভিন্ন অধর্ম উগ্রবাদ
মনের ঘরেতে রেখেছি যারে
দোজাহানের বাদশা নবী
কামলিওয়ালা রে
দোজাহানের বাদশা নবী
আমার দয়াল নবীরে
আমার মায়ার নবীরে (২)
দোজাহানের বাদশা নবী
দোজাহানের বাদশা নবী
মোরা যদি ডানাওয়ালা পাখি
হইতাম ওই মদিনা দেখবার
লাগি উইড়া যাইতাম (২)
হৃদয় জুড়ে দেখতাম আমি
নয়ন ও ভোরে
দোজাহানের বাদশা নবী
কামলিওয়ালা রে (২)
আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে
মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করেন (২)
দোজাহানের বাদশা নবী
কামলিওয়ালা রে (২)
মনের ঘরেতে রেখেছি যারে
দোজাহানের বাদশা নবী
কামলিওয়ালা রে (২)
আমার দয়াল নবীরে
আমার মায়ার নবীরে (2)
দোজাহানের বাদশা নবী
কামলিওয়ালা রে (২)
সমাপ্ত