EHS Fazlu

EHS Fazlu Environment health and safety, fire safety, development work in society, anti-drug treatment.

29/12/2023

হার্ট অ্যাটাক।

26/12/2023

Ma

21/09/2023
21/09/2023

মনের ঘরেতে রেখেছি যারে
দোজাহানের বাদশা নবী
কামলিওয়ালা রে
দোজাহানের বাদশা নবী
আমার দয়াল নবীরে
আমার মায়ার নবীরে (২)
দোজাহানের বাদশা নবী
দোজাহানের বাদশা নবী
মোরা যদি ডানাওয়ালা পাখি
হইতাম ওই মদিনা দেখবার
লাগি উইড়া যাইতাম (২)
হৃদয় জুড়ে দেখতাম আমি
নয়ন ও ভোরে
দোজাহানের বাদশা নবী
কামলিওয়ালা রে (২)
আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে
মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করেন (২)
দোজাহানের বাদশা নবী
কামলিওয়ালা রে (২)
মনের ঘরেতে রেখেছি যারে

দোজাহানের বাদশা নবী

কামলিওয়ালা রে (২)

আমার দয়াল নবীরে

আমার মায়ার নবীরে (2)

দোজাহানের বাদশা নবী

কামলিওয়ালা রে (২)

সমাপ্ত

17/09/2023

রক্তের বাঁধনেই শুধু পরিবার শক্তপোক্ত হয় না, হয় ভালবাসা ও বিশ্বাসের বন্ধনে…
পরিবার শুধু গুরুত্বপূর্ণ নয়, পরিবারই সবকিছু!
পরিবারের সঙ্গে কাটানো সময়টাই আপনি সারা জীবন মনে রেখে দেবেন!

08/09/2023

* জীবন স্রষ্টার দান * * মানবতা রাসুলের দান *

* বস্তুবাদি মতবাদের আধাঁরে বিলুপ্ত মানবসত্তার পুনরুজ্জীবন,
* সকল বস্তুর উর্ধে স্রষ্টার নামে স্রষ্টার আলো রেসালাতের আলোকে জীবনের সত্য রক্ষা,
* দয়াময় স্রষ্টা ও প্রাণাধিক প্রিয়নবী প্রদত্ত সব মানুষের জীবনের আত্মমালিকানা ও দুনিয়ার সম্মিলিত মালিকানা খেলাফতে ইনসানিয়াত পুনরুদ্ধার,
* ধর্মের নামে অধর্ম উগ্রবাদ সন্ত্রাসবাদ থেকে সব ধর্ম রক্ষা,
* দুনিয়াব্যাপি একক ধর্মবাদি ও একক জাতীয়তাবাদি একক গোষ্ঠীবাদি সকল অপরাজনীতির পাশবতা ও রাষ্ট্রীয় সন্ত্রাস থেকে জীবন-মানবতা-দেশ-রাষ্ট্র-গণতন্ত্র রক্ষায় সব মানুষের প্রতিনিধিত্বশীল সর্বজনীন মানবতার রাজনীতি প্রবর্তন ও
* প্রাণাধিক প্রিয়নবী প্রদত্ত সব মানুষের নিরাপত্তা- অধিকার-মর্যাদা- স্বাধীনতা- রুটিরুজি-কল্যাণ-মালিকানা ভিত্তিক ও একক গোষ্ঠীর স্বৈরদস্যুতামুক্ত অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মানবিক সাম্যের ভিত্তিতে মুক্ত জীবনের অখন্ড দুনিয়া খেলাফতে ইনসানিয়াত (State & world of universal humanity based on authority of life)
গড়ে তোলার লক্ষ্যে-

* #ইনসানিয়াত_বিপ্লব_মহাসমাবেশ *
- #সোহরাওয়ার্দী_উদ্যান, #ঢাকা -
- #৮ই #সেপ্টেম্বর' ২৩, #শুক্রবার #বেলা ৩টা -

প্রধান অতিথি:
#আল্লামা_সৈয়দ_সাইফুর_রহমান_নিজামী_শাহ্
সভাপতি:
#ইমাম_হায়াত
#ইনসানিয়াত_বিপ্লব ( ), #বাংলাদেশ
সব মানুষের কল্যাণে মানবসত্তার ভিত্তিতে মানবতার রাজনীতির মাধ্যমে সর্বজনীন মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতা ভিত্তিক রাজনৈতিক দল।

01/09/2023

রাসুলুল্লাহ (সাঃ) সৃষ্টি জগতের রহমত
প্রমানঃ সূরা আম্বিয়া আয়াতঃ ১০৭

আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসুল (সাঃ) এবং আলে রাসুল (আঃ) দের গোলামি করার তৌফিক দান করুন…

বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন।
মুসলিম নও তুমি মোনাফেক নবীজির দুশমন।

নবীর ইজ্জতের উপর যারা আক্রমণ করতে চায়,
তাদের বিরুদ্ধে আমাদের আবারও গর্জে উঠতে হবে। আমরা সবাই রসূল সেনা।
ভয় করিনা কোন বুলেট বোমাকে। জীবন দিতে হলে ইসলামের পথে জীবন দিব।

এই পোস্ট যাদের চোখে পড়বে কমপক্ষে ১০ হ্যাসটেক না দিয়ে যাবেন না।

রাসূল [সাঃ] এর উম্মত হিসেবে নিজের দায়িত্ব পালন করি। আসুন আমরা অন্তত এই সামান্য প্রতিবাদে শরিক হই । যেন হাশরের ময়দানে নবীজির ভালোবাসার থেকে আমরা বঞ্চিত না হয় l

* আমার প্রিয় নবী ( সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ধ্যান করার কারণে, হেরা পর্বত এর নাম হলো জাবালে নুর, অর্থ:-নুরের পাহাড়।
*আমার প্রিয় নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর দুই কন্যাকে বিবাহ্ করার কারণে, হযরত উসমান (রাঃ)এর নাম হলো জিন্নুরাইন, অর্থ:-দুই নুরের অধিকারী।
* আমার প্রিয় নবী (দুরুদ),মদিনা শোয়ে আছেন বলে এর নাম হলো, মদিনা মনোয়ারা, অর্থ:-নুরের শহর।
* আর আল্লাহ তায়ালা বলেন, আমার প্রিয় নবী(দুরুদ) কে, সিরাজুম্মনীরা, অর্থ :-নুর দানকারী সুর্য।

আল্লাহ বলেন নবী (দুরুদ ) নুর। আমার প্রিয় নবী (দুরুদ) বলেন নুর।

29/08/2023

অগ্নি প্রতিরোধ ব্যবস্থা,নির্বাপনের চেয়ে উত্তম।

22/08/2023

যতক্ষণ পিতা-মাতার ছায়া তার সন্তানের উপর থাকে, ততক্ষণ তারা তাদের সন্তানের সামান্যতম ক্ষতি হতে দেন না।

পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে, সেই ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজন লুকিয়ে থাকে।
কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে সে হলো মা বাবা।

আপনার যদি কখনো ঘরে ফিরতে দেরী হয়
বাবা আপনার কে খুঁজতে চলে যাবে আর মা দাড়িয়ে থাকবে ঘরের দরজার মুখে তার সন্তানকে কখন ঘরে ফিরবে।

20/08/2023

- অন্য হাদিসে এসেছে, ‘মুয়াজ্জিনের সঙ্গে সঙ্গে যে ব্যক্তি আজানের শব্দগুলো বলবে, সে জান্নাতে যাবে।’ (আবু দাউদ, মেশকাত)

- আজানের জবাব দেয়ার বিবরণ ও প্রাপ্তি সম্পর্কে হাদিসের দীর্ঘ এক বর্ণনায় এসেছে-

হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমাদের কেউ যদি মুয়াজ্জিনের-- ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার’-এর জাওয়াবে ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার’ বলে এবং- ‘আশহাদু আল্-লা ইলাহা ইল্লাল্লাহ’-এর জওয়াবে ‘আশহাদু আল্-লা ইলাহা ইল্লাল্লাহ’ বলে এবং- ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ’-এর জওয়াবে ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ বলে তারপর - ‘হাইয়্যা আলাস্-সলাহ’-এর জওয়াবে ‘লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ’ বলে, তারপর- ‘হাইয়্যা আলাল-ফালাহ’-এর জওয়াবে ‘লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ’ বলে, তারপর- ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার’-এর জওয়াবে ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার’ এবং- ‘লা-ইলাহা ইল্লল্লাহ’-এর জওয়াবে ‘লা-ইলাহা ইল্লল্লাহ’ বলে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে।’ (আবু দাউদ, মুসলিম)

সুতরাং আজানে সময় অযথা কথা নয়, বরং মুয়াজ্জিনের সঙ্গে সঙ্গে হাদিসের নির্দেমনা অনুযায়ী জবাব দেয়া উত্তম। আর আজানের জবাবের প্রাপ্তিও সর্বোত্তম জান্নাত। তারপর যে দোয়া-ই করা হয়; আল্লাহ তাআলা কবুল করে নেবেন বলে ঘোষণা দিয়েছেন স্বয়ং বিশ্বনবি।

Advertisement

18/08/2023

যানজট একটি ভয়াবহ সমস্যা ''বিশ্বরোডের উপর কাঁচামালের হাট। বারৈচা বাজার, বেলাব,নরসিংদী।
1.রাস্তার উপর বিভিন্ন দোকান ও বাজার স্থাপন : দেশের প্রায় সকল শহরেই দেখা যায়, রাস্তার উপর ছোটো ছোটো বাজার এবং দোকানপাট গড়ে উঠছে, যার ফলে লোকজনের চলাচলের সমস্যা হয়। রাস্তার পাশের ফুটপাতগুলো বিভিন্ন হকারদের দখলে, তাই লোকজনের রাস্তা দিয়ে হেঁটে যায়, ফলে সৃষ্টি হয় যানজট।

2.রাস্তাঘাটে অতিরিক্ত যানবাহন চলাচল : জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে যানবাহনের সংখ্যাও বিপুলহারে বৃদ্ধি পাচ্ছে, ফলে মানুষ চলাচল ও যান চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে এবং যানজট বৃদ্ধি পাচ্ছে

3. ট্রাফিক ব্যবস্থার মধ্যে ত্রুটি : বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থা বেশ ত্রুটিপূর্ণ অবস্থায় রয়েছে। অনেক পুরনো সময় থেকে এই ট্রাফিক ব্যবস্থা একইভাবে চলছে আজও, তাই বেশ কিছু ট্রাফিক সিগন্যালে এখন বাতি পর্যন্ত জ্বলে না। অন্যদিকে ট্রাফিক পুলিশ নিজের দায়িত্ব পালনের ক্ষেত্রে উদাসীন এবং কিছু ক্ষেত্রে তারা দুর্নীতিমূলক কাজের সাথেও যুক্ত, এসব কারণে ট্রাফিক ব্যবস্থার বেহাল দশা।

4. রাস্তাঘাটে অদক্ষ চালকের পরিমাণ বেশি : বাংলাদেশের বেশ কিছু গাড়ি চালক আছে যাদের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে জ্ঞান কম। তাছাড়া অনেক গাড়ি চালকদের কোনো প্রশিক্ষণ বা লাইসেন্স নেই। এই অজ্ঞতা ও অদক্ষতার কারণেও যানজটের সৃষ্টি হয়।

5. ভিন্ন রকম যানবাহনের একসাথে চলাচল করায় যানজট হয় : শহরের রাস্তাঘাটে বিভিন্নরকম যানবাহন একসাথে চলাচল করে। কোনোটা বড়ো গাড়ি, কোনোটা আবার ছোটো, কোনোটা দুই চাকার, আবার কোনোটা হয় চার চাকা বা তিন চাকার। তাই এদের গতিবেগও হয় ভিন্ন ধরনের, যেমন বাস-ট্রাক সহ অন্যান্য যান্ত্রিক সব যানের পাশেই চলছে মনুষ্যচালিত রিকশা।

ধীরগতির এই যান এলোপাথাড়ি চলাচল করলে অনেক সময় যন্ত্রচালিত যানবাহন রাস্তার মাঝে আটকা পড়ে যায়, এর ফলে সৃষ্টি হয় যানজট। অন্যদিকে প্রত্যেক গাড়ির চালকের মধ্যে যেন প্রতিযোগিতা চলতে থাকে একজন আরেকজনের আগে যাওয়ার, ফলে বিশৃঙ্খলভাবে চলতে শুরু করে গাড়িগুলো, এভাবেও যানজটের সৃষ্টি হয়

17/08/2023

বাবা মা বোঝা নয়! সন্তানের জীবনের শ্রেষ্ঠ সম্পদ।
প্রতিটি মানুষের জীবনে বাবা-মায়ের সবচেয়ে বড়ো অবদান রয়েছে। কোনো কিছুর সাথে পিতার ধৈর্য এবং মায়ের ভালোবাসার তুলনা করা যায় না। যে সব ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতার যত্ন নেয় না এবং তাদের সেবা করে না, তাদের কখনো মুক্তি লাভ হয় না।
1.যতক্ষণ পিতা-মাতার ছায়া তার সন্তানের উপর থাকে, ততক্ষণ তারা তাদের সন্তানের সামান্যতম ক্ষতি হতে দেন না।

2.যে ব্যক্তি তার পিতা মাতাকে তার সবচেয়ে বড় সম্পদ বলে মনে করে তার কখনই অর্থের অভাব হয় না।

3.যে ব্যক্তি তার পিতামাতাকে সর্বদা সম্মান করে, সে ব্যক্তি চাইলেও কখনো অসুখী থাকতে পারে না।

4.বাবা-মায়ের মন জয় করুন, তবেই আপনি সফল হবেন। নইলে সারা বিশ্ব জয় করেও হেরে যাবে।

16/08/2023

বাবা-মায়ের ভালবাসার শেষ নেই, তাদেরকে কখনো ভুলা যায় না, ভুলা যাবে না।

Address

Baroicha, Belabo
Narsingdi
3122

Alerts

Be the first to know and let us send you an email when EHS Fazlu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to EHS Fazlu:

Videos

Share