Ms Travel Vlog

Ms Travel Vlog আসুন সারাদিনে একটি হলেও ভালো কাজ দিয়ে দিনটি শুরু করি।
(1)

18/11/2024

দিল আমার কিছু বুঝেনা

18/11/2024

দূষণ-দখল ও নাব্য সংকটে মৃত্যুর পথে মারিখালী নদ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মারিখালী নদ দিয়ে সুলতানি আমলে বণিক ও ধনীরা মেঘনা নদী থেকে বরজা, গহনা বা বড় নৌকায় করে ঐতিহাসিক পানাম নগরীতে যাতায়াত করতেন। সরকারের ঔদাসিন্যে বর্তমানে নদটি দূষণ, দখল ও নাব্য সংকটে বিলীন হওয়ার পথে।
জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মেঘনা নদীর কোলঘেঁষে সোনারগাঁ পৌরসভা, পিরোজপুর, মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেকের ঐতিহাসিক হাটের পাশ দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদে মিলিত হয়েছে এ নদ। উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকার বৃষ্টির পানি এ নদে গিয়ে পড়ে।দূষণে দখলে ৮ কিলোমিটার দীর্ঘ ও ৪২ মিটার প্রস্থের মারিখালী নদের আগের সেই রূপ এখন আর নেই। নদটি মৃতপ্রায়। #সোনারগাঁও

18/11/2024

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের টিস্যু ফ্যাক্টরির একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

17/11/2024

বাসায় আলমারি টা খুলুন। যদি গতবছরের কোনো জ্যাকেট/হুডি গায়ে না লাগে/ছোট হয়। দয়া করে গোপনে কাউকে দান করে দিন।

17/11/2024

ডিরেক্টর আরিয়ান ভাইয়ের পয়দা দিবসে সেলিব্রেশন🥰

17/11/2024
আমার হাতের কব্জিতে ছোট একটা ঘড়ি লাগানো আছে এবং এটা দিয়েই আমি নিজের মৃত্যুর দিন গুনছি।
17/11/2024

আমার হাতের কব্জিতে ছোট একটা ঘড়ি লাগানো আছে এবং এটা দিয়েই আমি নিজের মৃত্যুর দিন গুনছি।

17/11/2024

এক দিকে মেঘনার অথৈয় জলরাশির বয়ে চলার শব্দ, অন্যদিকে জেলেদের কোলাহল নিয়েই রোজ ভোরে ঘুম ভাঙ্গে মেঘনা তীরবর্তী বৈদ্যেরবাজারের বাসিন্দাদের। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার এই বৈদ্যেরবাজারে গড়ে উঠেছে মিঠাপানির ছোট মাছের বাজার। ফিশারিঘাট নামে পরিচিত এই ছোট মাছের বাজারে সারা বছরই লেগে থাকে ক্রেতাদের ভিড়। প্রতিদিন কাকডাকা ভোরে মাছ কেনাবেচা শুরু হয় এই বাজারে, চলে সন্ধ্যা পর্যন্ত।

সোনারগাঁওয়ে মানসিক প্রতিবন্ধী যুবককে ডাকাত আখ্যায়িত করে গণপিটুনি
17/11/2024

সোনারগাঁওয়ে মানসিক প্রতিবন্ধী যুবককে ডাকাত আখ্যায়িত করে গণপিটুনি

16/11/2024

ভুল বুঝে থেকো ভালো ওগো প্রিয়তমা

16/11/2024

সোনারগাঁও শুরু হয়েছে মাসব্যাপী লোকজ ও গ্রামীন মেলা।
নয়াপুর আদর্শ সুপার মার্কেট উদ্বোধন উপলক্ষে এ মেলার আয়োজন করে মার্কেট কতৃপক্ষ.১৫ নভেম্বর থেকে শুরু হয় এই মেলা।

কিভাবে যাবেন: মদনপুর এসে যেকোন অটো বা সিএনজি ড্রাইভারকে বললেই হবে নয়াপুর যাবেন ভাড়া জনপ্রতি ১৫ টাকা।নয়াপুর স্ট্যান্ডে নেমে যে কাউকে বললেই দেখিয়ে দেবে নয়াপুর আদর্শ সুপার মার্কেট।

#সোনারগাঁও

একটি হারানো বিজ্ঞপ্তি এই বাচ্চাটি বৈদ্দার বাজার  মসজিদের সামনে পাওয়া গেছে কেউ যদি চিনে থাকেন তার মা বাবার কোলে ফিরিয়ে ...
15/11/2024

একটি হারানো বিজ্ঞপ্তি
এই বাচ্চাটি বৈদ্দার বাজার মসজিদের সামনে পাওয়া গেছে কেউ যদি চিনে থাকেন তার মা বাবার কোলে ফিরিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো সবাই একটু কষ্ট করে ছবিটা শেয়ার দিয়ে দিবেন যাতে মার সন্তান কে ফিরিয়ে দিতে পারি
যোগাযোগের মোঃ সুমন মোহাম্মদ নাম্বার 01794626567.

15/11/2024

শুক্রবার ছুটির দিন পরিবার নিয়ে একটু ঘুরতে যাবেন,কিন্তু কোথায় যাবেন তা ভেবে পাচ্ছেন না ।তাহলে হাতের খুব কাছেই এমন সুন্দর একটি পার্ক থেকে ঘুরে আসতে পারেন।চারিদিকে সবুজের সমারোহে ঘেরা এই এই মিনি পার্কটি
লোকেশনঃ নীল দিগন্ত পার্ক,নয়াগাঁও পিরোজপুর সোনারগাঁও নারায়ণগঞ্জ
কিভাবে যাবেনঃ মোগরাপাড়া চৌরাস্তা এসে যেকোন অটো ড্রাইভারকে বললেই নিয়ে যাবে ভাড়া জনপ্রতি ৩০ টাকা{কম বেশি হতে পারে}
। #সোনারগাঁও

14/11/2024

আসুন সবাই মিলে দেশটাকে নিয়ে ভাবি

14/11/2024

এ দেশ আমার পরিস্কার রাখার দায়িত্ব কার

সোনারগাঁ উপজেলা রোডের প্রদান ফটকে কেন ময়লার ভাগার
সারাদেশে এত এত স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে দেশকে পরিস্কার করতে,সোনারগাঁওয়ে তার ব্যাতিক্রম নয়,তাহলে উপজেলা রোডের প্রদান ফটকে কেন ময়লার ভাগার বানাতে হলো।দীর্ঘ যানজটের কারনে যখন স্কুল শিক্ষার্থী সহ সবাই এখানে বসে থাকে তখন ময়লার গন্ধে তাদের দম বন্ধ হয়ে আসে।নামমাত্র কয়েকদিন যানজট নিরশনে কয়েকজনকে দেখা গেলেও তা এখন আর দেখা যায়না।

এটাই কি পরিছন্নতার বার্তা?
#সোনারগাঁও

13/11/2024

নতুন কিছু নিয়ে আসছি আপনাদের জন্য🥰

★ হারিয়ে যাওয়া এই মেয়েটিকে তার বাবা মায়ের কাছে পৌঁছে দিতে প্রচুর শেয়ার প্রয়োজন। লাইক কমেন্ট না হলেও চলবে।বিস্তারিত: মীম ...
13/11/2024

★ হারিয়ে যাওয়া এই মেয়েটিকে তার বাবা মায়ের কাছে পৌঁছে দিতে প্রচুর শেয়ার প্রয়োজন। লাইক কমেন্ট না হলেও চলবে।

বিস্তারিত: মীম নামের এই মেয়েকে কিছুক্ষণ আগে নারায়ণগঞ্জের উত্তর সানারপাড় বায়তুল মেরাজ জামে মসজিদের সামনে পাওয়া গিয়েছে। অভিবাবকহীন মেয়েটি তার বাবা মায়ের কাছে ফেরত যাওয়ার জন্য সারাক্ষণ কান্নাকাটি করছে। যদি এই বাচ্চা মেয়েটিকে কেউ চিনে থাকেন তাহলে এই ০১৯১৬৮৭৮২০৩ নাম্বারে কল করে এসে নিয়ে যাবেন অথবা উল্লেখিত মসজিদে যোগাযোগ করবেন।

Copy Post

Address

Sonargaon Janapath
Sonargaon
1440

Alerts

Be the first to know and let us send you an email when Ms Travel Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ms Travel Vlog:

Videos

Share

Category

Nearby media companies