With Rakib

With Rakib �Muslim� আসসালামুয়ালাইকুম ব্ন্ধুরা Page এ Like Comment করে পশে থাকবেন। ধন্যবাদ��

আপনি জানেন কী হাট্টিমাটিম’ আসলে ৫২ লাইনের একটি ছড়া, চার লাইনের নয় lবাঙালিমাত্রই ছোটবেলায় পড়া এই ছড়াটি কোনওদিনই ভুলবেন...
26/01/2024

আপনি জানেন কী হাট্টিমাটিম’ আসলে ৫২ লাইনের একটি ছড়া, চার লাইনের নয় l

বাঙালিমাত্রই ছোটবেলায় পড়া এই ছড়াটি কোনওদিনই ভুলবেন না কেউ।

কিন্তু ছড়াটি মোটেই মাত্র চার লাইনের নয়।

মোটামুটি কথা ফুটলেই বাঙালি শিশুদের যে কয়েকটি ছড়া কণ্ঠস্থ করানো হয়, তার মধ্যে একটি অবশ্যই

‘হাট্টিমাটিম টিম’।
তারা মাঠে পাড়ে ডিম,
তাদের খাড়া দুটো শিং,
তারা হাট্টিমাটিম টিম।

এর চেয়ে বেশি তথ্য শতকরা ৮০ শতাংশ বাঙালির কাছে রয়েছে কি না সন্দেহ।

আদতে ছড়াটি মোটেই ৪ লাইনের নয়। রোকনুজ্জামান খানের লেখা একটি ৫২ লাইনের সম্পূর্ণ ছড়া।

রোকনুজ্জামান খান জন্মেছিলেন ১৯২৫ সালের ৯ এপ্রিল অবিভক্ত বঙ্গের ফরিদপুর জেলায়। বাংলাদেশে তিনি ‘দাদাভাই’ নামে পরিচিত ছিলেন। সেদেশের জনপ্রিয় সংবাদপত্রের শিশু-কিশোরদের বিভাগের দায়িত্বে ছিলেন তিনি বহু বছর।

তাঁর রচনার বেশিরভাগই শিশু-কিশোরদের জন্য। হাট্টিমাটিম সম্ভবত তাঁর রচনাগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয়।

১৯৬২ সালে রচিত হয় ছড়াটি। ১৯৬৮ সালে বাংলা আকাদেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয় তাঁকে। ১৯৯৯ সালে মারা যান রোকনুজ্জামান।

সেই 52 লাইনের আসল ছড়াটা এইরকম -

টাট্টুকে আজ আনতে দিলাম
বাজার থেকে শিম
মনের ভুলে আনল কিনে
মস্ত একটা ডিম।

বলল এটা ফ্রি পেয়েছে
নেয়নি কোনো দাম
ফুটলে বাঘের ছা বেরোবে
করবে ঘরের কাম।

সন্ধ্যা সকাল যখন দেখো
দিচ্ছে ডিমে তা
ডিম ফুটে আজ বের হয়েছে
লম্বা দুটো পা।

উল্টে দিয়ে পানির কলস
উল্টে দিয়ে হাড়ি
আজব দু'পা বেড়ায় ঘুরে
গাঁয়ের যত বাড়ি।

সপ্তা বাদে ডিমের থেকে
বের হল দুই হাত
কুপি জ্বালায় দিনের শেষে
যখন নামে রাত।

উঠোন ঝাড়ে বাসন মাজে
করে ঘরের কাম
দেখলে সবাই রেগে মরে
বলে এবার থাম।

চোখ না থাকায় এ দুর্গতি
ডিমের কি দোষ ভাই
উঠোন ঝেড়ে ময়লা ধুলায়
ঘর করে বোঝাই।

বাসন মেজে সামলে রাখে
ময়লা ফেলার ভাঁড়ে
কাণ্ড দেখে টাট্টু বাড়ি
নিজের মাথায় মারে।

শিঙের দেখা মিলল ডিমে
মাস খানিকের মাঝে
কেমনতর ডিম তা নিয়ে
বসলো বিচার সাঁঝে।

গাঁয়ের মোড়ল পান চিবিয়ে
বলল বিচার শেষ
এই গাঁয়ে ডিম আর রবে না
তবেই হবে বেশ।

মনের দুখে ঘর ছেড়ে ডিম
চলল একা হেঁটে
গাছের সাথে ধাক্কা খেয়ে
ডিম গেলো হায় ফেটে।

গাঁয়ের মানুষ একসাথে সব;
সবাই ভয়ে হিম
ডিম ফেটে যা বের হল তা
হাট্টিমাটিম টিম।

হাট্টিমাটিম টিম-
তারা মাঠে পারে ডিম
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমাটিম টিম।

ইন্টারনেট থেকে সংগৃহীত।

12/01/2024

শীর্ষ ধনী ১০ এমপির তালিকা প্রকাশ :

এই মুভি দেখার পরে সবাই শ্রদ্ধাকে নিয়ে ব্যস্ত? আদৌ কি শ্রদ্ধা খুব বেশি কিছু করেছে মনোজের জীবনে? আমার সোজা উত্তর "না"। শ্র...
05/01/2024

এই মুভি দেখার পরে সবাই শ্রদ্ধাকে নিয়ে ব্যস্ত? আদৌ কি শ্রদ্ধা খুব বেশি কিছু করেছে মনোজের জীবনে? আমার সোজা উত্তর "না"। শ্রদ্ধা আসার আগেও মনোজ সবকিছু চালিয়ে যাচ্ছিল, পরিশ্রম করছিল। তার বন্ধু পান্ডে এবং গৌরি ভাই তাকে যেই পরিমাণ সাহায্য করেছে শ্রদ্ধা সেই পরিমাণে অর্ধেকও করে নাই। আমি তোমাকে ভালবাসি যাও দুনিয়া উল্টাপাল্টা করে দাও এই কথাতেই সবকিছু হয়ে যায় না। এতো সহজ না সবকিছু। ভালবাসার চেয়েও বড় হচ্ছে পেটের ক্ষুধা, থাকার জায়গা, বাসায় খরচ পাঠানো,নিজের মনোবল শক্ত রাখা। এই সবকিছু করেছে গৌরি ভাই এবং পান্ডে। গৌরি ভাইয়ের মতো ভাই দরকার। পান্ডের মতো বন্ধু দরকার। শ্রদ্ধা না আসলেও সে চালিয়ে নিচ্ছিল। গৌরি ভাই যেই হেল্প করেছে সেটা সবচেয়ে বেশি ছিল। নিজের রুম ছেড়ে দিছে,বাসায় টাকা পাঠাতো,তাকে খেতে দিতো, ফ্রি পড়াতো,বই কিনে দিতো। শ্রদ্ধার চেয়ে গৌরি ভাইয়ের ভূমিকা অনেক। আমি গৌরি ভাইকে চাই, শ্রদ্ধা না আসলেও হবে। আমাদের জীবনেও গৌরি ভাইয়ের মতো মানুষ আছে। দয়াকরে তাদেরকে মনে রাইখেন,ভুল যায়েন না গৌরি ভাইদের।

"নিজ পারিবারিক চাহিদায় স্বয়ংসম্পূর্ন আনতে যেভাবে পরিকল্পনা করা যেতে পারেঃ*খাদ্য চাহিদাঃ১)২টা গাভী।২)৬টা মুরগী ১টা মোরগ। ...
28/11/2023

"নিজ পারিবারিক চাহিদায় স্বয়ংসম্পূর্ন আনতে যেভাবে পরিকল্পনা করা যেতে পারেঃ

*খাদ্য চাহিদাঃ

১)২টা গাভী।
২)৬টা মুরগী ১টা মোরগ।
৩)২বিঘা জমি ধান চাষ।
৪)একটা পুকুর।
৫)সবজি আঙিনা চাষ।

*বস্ত্র চাহিদা(উৎপাদন)ঃ

১)সেলাই ম্যাশিন(ম্যানোয়াল)।

*আদর্শ বাসস্থানঃ

১)বাড়ি সীমানা বেড়া/প্রাচীর দিয়ে ঘিরে দেয়া।
২)বাড়িতে উঠান রাখা।
৩)বাড়ির আঙ্গিনায় হালকা পাঁচ মিশালী সবজি চাষের ব্যাবস্থা করন।
৪)বাড়িতে টিউবয়েল স্থাপন/কুপ/হাউজ স্থাপন।
৫)সৌর বিদ্যুৎ শক্তি ও বায়োগ্যাস ব্যাবহার করা যেতে পারে।

*চিকিৎসাঃ

১)ফাস্ট এইড বক্স।
২)ঔষধি গাছ রোপন ও প্রয়োগ।
৩)নানা ঔষধি বই ও ম্যাটারিয়াল সংরক্ষন।
৪)কমন কিছু অসুস্থতা, যেমনঃ জ্বর, সর্দিকাশি,হাত,পা,বুক,মাথা ও শরীর ব্যাথা,কাটাছেড়া,চর্ম,চুলকানি এবং ঘাঁ ও ফোঁড়া ও গোটা ইত্যাদি বিষয়ের প্রাকৃতিক শুশ্রূষাময় প্রাচীন চিকিৎসা পদ্ধতি জেনে রাখা।

*শিক্ষাঃ

১)পারিবারিক লাইব্রেরী।
২)পারিবারিক হালাকা পয়েন্ট(যেখানে পারিবারিক ভাবে ইলম অর্জনের বা ইলম শেয়ারের ব্যাবস্থা থাকবে)
৩)মাদ্রাসা নির্মান।(সামাজিক ভাবে কয়েকটি পরিবার মিলে)। ©️

Back to Nature Movement "

অনেকদিনের স্বপ্ন
গ্রামীন নিরাপদ খাবারের জন্য
আমাদের ওয়েবসাইট এ নক দিতে পারেন
www.forkanfood.com

20/11/2023

মাছ কেন কথা বলতে পারে না ':🤍✨

01/11/2023

🤍✨

22/10/2023

নবীজি 💙

18/10/2023

শিতের সময়......

12/10/2023

Crossover no one asked for.

03/10/2023

Tere Mast Mast Do Nain"✨💙

28/09/2023

নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ে ।। কথাটির সাথে কি আপনি একমত ।। ডাঃ জাকির নায়েক

22/09/2023

- This feelings.🥺❤️‍🩹

21/09/2023

Mr Beast Bangla_ ১ হাজার মানুষের অন্ধ চোখের সমস্যা সমাধান!! ©Mr Beast,

Subscribe My Youtube Channel Link: https://youtube.com/?si=X47aETTWHrmWkXSJ

18/09/2023

The only problem i want

12/09/2023

অবস্থায় মানুষ কি দোয়া করতে পারে......

23/04/2023

" Who knew Sid's lines will make sense one day "

📽️ : Dil Chahta Hai

16/04/2023

বন্ধুত্বের সম্পর্ক গুলো তৈরি হয় আত্মা দিয়ে ধনী গরীব দেখে নয়, তাইতো রক্তের সম্পর্ক না থাকলেও বন্ধুত্বের সম্পর্ক এতো আপন মনে হয় 🫰🤍

Address

Narayanganj
���

Telephone

+8801820843028

Website

Alerts

Be the first to know and let us send you an email when With Rakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies


Other Publishers in Narayanganj

Show All

You may also like