01/03/2024
যে কনফেশন দিবেন এবং যার নামে কনফেশন তাদের উভয়ের জানার বিষয় নিম্নরূপ:-
১। কনফেশন কিভাবে দিতে হবে এটা জানার জন্যে আপনি পেইজের ইনবক্সে মেসেজ দিতে পারেন, ইনবক্সে auto reply মেসেজের মাধ্যমে জানতে পারবেন অথবা পূর্ববর্তী কনফেশন দেখে নিতে পারেন। তবুও বুঝতে সমস্যা হলে ইনবক্সে এডমিন বুঝিয়ে দিবে।
২। কনফেশন দেয়ার ক্ষেত্রে:-
📌 অবশ্যই নিজের অরিজিনাল আইডি ব্যবহার করতে হবে।
📌 অবশ্যই আইডিতে নিজের নাম থাকতে হবে, DP & COVER photo থাকতে হবে।
📌 কোনো ধরনের অজুহাত (ID deactivated, privacy problem etc) থাকলে মেসেজ দিবেন না।
মনে রাখবেন, আপনি চাইলে আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং আপনার পরিচয় প্রকাশের জন্যে আপনার অনুমতি নিয়েই প্রকাশ করা হবে।
৩। কনফেশন ইনবক্সে দেবার পর অপেক্ষা করতে হবে, সিরিয়াল অনুযায়ী আপনার কনফেশন পোষ্ট করে লিংক আপনার ইনবক্সে দিয়ে দেয়া হবে।
৪। যার নামে কনফেশন হচ্ছে তিনি চাইলে কনফেশন পোষ্ট ডিলিট করা হবে।
📌 এক্ষেত্রে নিজেকেই পেইজের ইনবক্সে মেসেজ দিয়ে ডিলিট করতে বলতে হবে।
৫। যার নামে কনফেশন হচ্ছে তিনি ইনবক্সে জানতে চাইতে পারেন কে কনফেশন দিয়েছে তবে শর্ত হচ্ছে যিনি কনফেশন দিয়েছে ওনার অনুমতি থাকলে নাম প্রকাশ করা হবে নাহলে নাম প্রকাশ করা হবে না।
৬। কনফেশনে কোনরকম harassment or bullying জাতীয়ও কোন লেখা থাকলে কনফেশন পোষ্ট হবে না।
সর্বোপরি, কনফেশন হচ্ছে একজন মানুষের আবেগ-অনুভূতি এটাকে সম্মান করতে চেষ্টা করবেন। কমেন্টে অযাচিত কথা (অশ্রাব্য ভাষা) লেখা থেকে বিরত থাকবেন। আপনার বন্ধুদের ইনভাইট করে আমাদের পাশে থাকবেন যেন আমরা আপনাদের মনের অব্যাক্ত কথাগুলো আপনাদের প্রিয়জনদের কাছে পৌঁছে দিতে পারি।
⭕ এডমিন চাইলে যেকোনো সময় যেকোনো পোস্ট ডিলিট করার ক্ষমতা রাখেন।
ধন্যবাদান্তে ISCS Crush and Confession