abid fashion

abid fashion business

রাসূলুল্লাহ্ (সাঃ)বলেছেন ,আমি জাহান্নামের মহিলাদের অনেক আযাবে ভুগতে দেখেছি,তাদের মধ্যে একজনকে চুলের সাথে উল্টো করে লটকিয...
29/04/2024

রাসূলুল্লাহ্ (সাঃ)বলেছেন ,
আমি জাহান্নামের মহিলাদের অনেক আযাবে ভুগতে দেখেছি,
তাদের মধ্যে একজনকে চুলের সাথে উল্টো করে লটকিয়ে রাখা হয়েছে,
যার মগজ খুলে খুলে পরছে,
তাঁর পাপ হচ্ছে সে পর পুরুষের সামনে মাথার চুল ঢেকে রাখতো না।
[ আল কাবায়ের পৃ:১১৭ ]

"আপনি কি জানেন সূর্য ডোবার পর  কোথায় যায়?"  সূর্য অস্ত যাওয়ার সময় "রাসূলুল্লাহ (সাঃ) আবু যর গীফায়ী(রাঃ)কে বললেন, তুম...
29/04/2024

"আপনি কি জানেন সূর্য ডোবার পর কোথায় যায়?"
সূর্য অস্ত যাওয়ার সময় "রাসূলুল্লাহ (সাঃ) আবু যর গীফায়ী(রাঃ)কে বললেন, তুমি কি জানো সূর্য ডোবার পর কোথায় যায়?
আমি বললাম আল্লাহ্‌ ও তাঁর রাসূল (সাঃ)
তা ভালো জানেন।
তিনি বললেন তা যেতে যেতে আরশের নিচে গিয়ে সেজদায় পড়ে যায়।এরপর সে পুনরায় উদিত হওয়ার অনুমতি চায় এবং তাকে অনুমতি দেওয়া হয়।
আর অচিরেই এমন দিন আসবে যেদিন সেজদা করবে,সেজদা কবুল হবে না এবং অনুমতি চাইবে,অনুমতি দেওয়া হবে না।
তাকে বলা হবে যে পথে এসেছো সে পথে ফিরে যাও।
তখন সে পশ্চিম আকাশে উদিত হবে তখনই ঘনিয়ে আসবে কিয়ামত।তখন থেকে আর দোয়া কবুল হবে না।

সৃষ্টিকে ভালোবাসুন, স্রষ্টাকে পাবেন, স্রষ্টা সৃষ্টির মাঝেই বিরাজমান। প্রেম সত্য, প্রেমই শক্তি,প্রেমই ধর্ম, প্রেমই মুক্তি...
28/04/2024

সৃষ্টিকে ভালোবাসুন,
স্রষ্টাকে পাবেন,
স্রষ্টা সৃষ্টির মাঝেই বিরাজমান।
প্রেম সত্য, প্রেমই শক্তি,
প্রেমই ধর্ম, প্রেমই মুক্তি,
প্রেমই স্রষ্টা পাওয়ার একমাত্র পথ।
চেতন গুরুর সহবতে গিয়ে
বায়াতে'মুহাম্মদ(স.)'এর নামের রশি ধরে,
ধ্যান-সাধনার মাধ্যমেই
স্রষ্টার দর্শন লাভ।

আস্'সালামু'আলাইকুম,আমার ফেসবুকের সব বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন। "সার্পোট করলে সার্পোট পাবেন, ইন্'শা-আল্লাহ্ পাশে আছি।...
28/04/2024

আস্'সালামু'আলাইকুম,
আমার ফেসবুকের সব বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন।
"সার্পোট করলে সার্পোট পাবেন,
ইন্'শা-আল্লাহ্ পাশে আছি।"

পীর সম্পর্কে পবিত্র ক্বোরআন থেকে জানার চেষ্টা করবো।পরকালের কল্যাণের জন্য এই দুনিয়ায় শ্রেষ্ঠ বন্ধু নির্বাচন করতে হবে পরি...
16/04/2024

পীর সম্পর্কে পবিত্র ক্বোরআন থেকে জানার চেষ্টা করবো।
পরকালের কল্যাণের জন্য এই দুনিয়ায় শ্রেষ্ঠ বন্ধু নির্বাচন করতে হবে পরিপূর্ণ ঈমানদার দেখে।
এ ব্যাপারে আল্লাহ্‌তা'য়ালা ক্বোরআনে নির্দেশনা এরকম,
* "তোমাদের বন্ধু তো আল্লাহ্‌,তাঁর রাসূল (স.) এবং বিশ্বাসীরা যারা সালাত কায়েম করে,যাকাত দেয় ও বিনত হয়।"
( সূরা-মায়েদা-৫৫)
(আপনি যার সঙ্গে চলছেন, সেই বন্ধু ভালো না খারাপ,তা আপনি নির্ণয় করতে পারবেন। কারও সঙ্গে চলার পর যদি ভালো গুণ আপনার ভিতরে আসতে থাকে,তাহলে মনে করতে হবে তিনি আপনার ভালো বন্ধু।
অন্যদিকে, যদি খারাপ কিছু আসতে থাকে,তাহলে যত দ্রুত সম্ভব সেই বন্ধুকে ত্যাগ করতে হবে।
কাজেই জীবনে চলার পথে ভালো বন্ধু খুঁজে বের করা জরুরী।)

* "আল্লাহ্‌তা'য়ালা সূরা-মায়েদায় বলেছেন-
হে ঈমানদারগন তোমরা আল্লাহ্‌কে ভয় করো এবং তাকে পাওয়ার জন্য উছিলা অন্বেষণ করো।" (সূরা-মায়েদা-৩৫)
(সেই উছিলাই হলো মোর্শেদ বা ওলী/কামেল মোকাম্মীল পীর/চেতন গুরু)

* "আল্লাহ্‌তা'য়ালা বলেছেন-
হে মু'মিনগন!তোমারা অনুসরণ করো,আল্লাহ্পাক এর,তাঁর রাসূল পাক (দঃ)এর এবং তোমাদের মধ্যে যারা ধর্মীয় নেতা।" (সূরা-নিসা-৫৯)
(এখানেও আল্লাহ্‌পাক ধর্মীয় নেতাদের অনুসরণ করতে বলেছেন।)

* "স্বরন করো!সেই দিনকে যেদিন আমি প্রত্যেক সম্প্রদায়কে তাঁদের (ইমাম)নেতা সহ আহ্বান করবো।"
(সূরা-বনী ইসরাইল-৭১)
(এখানেও আল্লাহ্‌পাক বলেন-ধর্মীয় নেতাসহ শেষ বিচারে আহ্বান করবেন।)

* "মু'মিন পুরুষ ও মু'মিনা মেয়েলোকের ভিতর হতে কতেক কতেকের বন্ধু।"
(সূরা-তাওবাহ-৭১)
(এখানেও আল্লাহ্‌পাক বলেন-মু'মিন মু'মিনেরা ও মু'মিনা মু'মিনাদের ভিতরে
একজন একজনের বন্ধু হতে পারে।
মানে একজনের শিক্ষায় আরেকজন শিক্ষিতও হতে পারে।)

* "তোমাদের মধ্যে এমন একদল লোক যারা কল্যাণের দিকে আহ্বান করবে।"
( সূরা-আল ইমরান-৭১)
(এখানেও আল্লাহ্‌পাক বলেন-একদল লোক থাকবে যারা আল্লাহ্‌র পথে ডাকবে।)

* "অনুসরণ করো তাঁদের যারা তোমাদের নিকট কোনো প্রতিদান চাহে না,এবং যারা সৎ পথ প্রাপ্ত।" (সূরা-ইয়াসিন-২১)
(এখানেও আল্লাহ্‌পাক বলেন-সৎ পথ প্রাপ্তদের অনুসরণ করার জন্য।)

* "যে বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখি হয়েছে তাঁর পথ অনুসরণ করো।"
(সূরা-লোকমান-১৫)
(এখানেও আল্লাহ্‌পাক- সৎ পথ প্রাপ্তদের অনুসরণ করতে বলতেছেন।)

* "যিকৃর সম্বন্ধে তোমাদের জানা না থাকলে যিনি জানেন তাঁর নিকট হতে জেনে নাও।" (সূরা-আম্বিয়া-৭)
(এখানেও আল্লাহ্‌পাক বলেন-যারা যিকৃর সম্পর্কে জানে না,তারা যেন যারা জানে তাঁদের থেকে জেনে নেয়।)

* "হে মু'মিনগন!তোমরা আল্লাহ্‌কে ভয় করো এবং(ছাদেক্বীন)সত্যবাদীগনের সঙ্গী হয়ে যাও।" (সূরা-তাওবাহ-১১৯)
(এখানেও আল্লাহ্‌পাক সত্যবাদীদের সঙ্গী হতে বলেছেন।)

* "জেনে রেখো নিশ্চয় যাঁরা আল্লাহ্‌র ওলী তাঁদের কোনো ভয় নাই। আল্লাহ্‌ই তাঁদের জন্য যথেষ্ট।"
(সূরা-ইউনুছ-৬২)
ওলী শব্দের শাব্দিক অর্থ বন্ধু বা প্রতিনিধি।
ওলীআল্লাহ্‌ গনই পীর আউলিয়া।
আউলিয়া শব্দটি ওলী শব্দের বহুবচন।
পীর আউলিয়া শব্দের শাব্দিক অর্থ হলো আল্লাহ্‌র বন্ধুগন বা আল্লাহ্‌র প্রতিনিধিগন।
আল্লাহ্‌র প্রিয় বান্দাদের অনেকেই পবিত্রতা ও পরহেজগারীতা অবলম্বন করে ধ্যান-সাধনার মাধ্যমে তাঁরা প্রিয় হন,তাঁদেরকে আউলিয়ায়ে কেরাম বলা হয় এবং আমারা সাধারণ মানুষ ফার্সি শব্দে পীর ডেকে থাকি।
মুলতঃ কোনো আল্লাহ্‌র ওলীকে পীর ডাকতেই হবে এটা কোনো কথা নয়।
বরং আমাদের বুঝতে হবে আমাদের নাম রাখা হয় আমাদেরকে সহজে পরিচয় করার জন্য, ঠিক তেমনই আমরা যাদেরকে নির্দিষ্টভাবে ইসলামের পথে অনুসরণ করি তাকে নিজেদের পীর বলে অভিহিত করে থাকি।
পীর বলাটা বুঝানোর জন্য হয়ে থাকে।
প্রকৃতপক্ষে আল্লাহ্‌র প্রতিনিধিগনদের বা আল্লাহ্‌র বন্ধুগনদের অথবা আল্লাহ্‌র পথে যারা উদিয়মান তাঁদেরকে অনুসরণ করে থাকি।
যেটাকে সহজ ভাষায় অমুক পীর তমুক পীরের মুরিদ বা একনিষ্ঠ অনুসরণ করি অথবা তিনার কথা শুনে চলার চেষ্টা করি।

উপরে দেখানো সূরা সমূহতে যে নির্দেশ দেওয়া হয়েছে, তা সবগুলোই পীর মানাকে বুঝানো হয়েছে।
পীর মানেই শিক্ষক/অভিভাবক/ধর্মীয় বন্ধু/সৎপথ প্রাপ্ত/ছাদেক্বীন/ধর্মীয় নেতা/ চেতন গুরু/চেতন মোর্শেদ/কামেল ও মুক্কাম্মীল পীর/আল্লাহ্‌র দল।
(কিন্তু পীর কামেল ও মুক্কাম্মীল হতে হবে, সমাজে কামেল পীর এর মত ভন্ড পীরও আছে, সেটা বেছে নিতে হবে,কিন্তু ভন্ড দেখিয়ে কামেল পীর না মানা চরম অজ্ঞতার বহিঃপ্রকাশ।)

রাসূলুল্লাহ (স.) তিন ধরনের বন্ধু বেছে নিতে বলেছেন---
(১) যার কথা আপনার জ্ঞান বৃদ্ধি করে।
(২) যার উপস্থিতি আপনাকে আল্লাহ্‌র কথা স্মরণ করিয়ে দেয়।
(৩) যার কাজকর্ম আপনাকে আখিরাতের কথা মনে করিয়ে দেয়।

(এ ব্যাপারে,
আল্লাহ্‌ ও রাসূল (স.)আমাদের পথ দেখিয়েছেন। পুণ্যবান, চরিত্রবান,জ্ঞানী ও বিচক্ষণ বন্ধু বেছে নেওয়ার জন্য মনীষীরাও দিক-নির্দেশনা দিয়েছেন। তাঁরা আবার কয়েক ধরনের মানুষের সঙ্গে বন্ধু নির্বাচন করতে নিষেধও করেছেন_যাঁরা মিথ্যাবাদী,কৃপণ, পাপী,বোকা ও স্বজনদের সঙ্গে প্রতারণা করেন।)

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

সূরা-আল ইমরান-৭১;
সূরা-নিসা-৫৯;
সূরা-আরাফ-৫৬;
সূরা-তাওবাহ-৭১,১১৯;
সূরা-ইউনুছ-৬২,৬৪;
সূরা-বনী ইসরাইল-৭১;
সূরা-কাহাফ-১৭;
সূরা-লোকমান-১৫;
সূরা-ফাতাহ্-১০;
সূরা-ইয়াসিন-২১;

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

"সকালে সোনা,                    বিকালে লোনা"অর্থ:সকালের গোসল উত্তম আর বিকালে গোসল করলে ত্বক মলিন হয়।"ভোরের হাওয়া      ...
14/04/2024

"সকালে সোনা,
বিকালে লোনা"
অর্থ:সকালের গোসল উত্তম আর বিকালে গোসল করলে ত্বক মলিন হয়।
"ভোরের হাওয়া
লাখ টাকার দাওয়া"
অর্থ:লাখ টাকার ওষুধের চেয়ে ভোরের হাওয়া উপকারি।
"উনা ভাতে দুনা বল,
অধিক ভাতে রসাতল"
অর্থ:অতিরিক্ত খাদ্য গ্রহণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
"আঁতে তিতা দাঁতে নুন,
উদর ভরে তিন কোণ"
অর্থ:পাকস্থলীর চার ভাগের এক ভাগ খালি রেখে খাবার খেতে হয়।
"বেল খেয়ে খায় জল,
জির (কৃমি)যায় রসাতল"
অর্থ:বেল খেয়ে জল (পানি)পান করলে কৃমি নাশ হয়।
"অধিক খেতে করে আণ,
এর নাম বুদ্ধি নাশ"
অর্থ:মাত্রাতিরিক্ত খেলে বুদ্ধি নাশ হয়।
"বারো মাসে বারো ফল,
না খেলে যায় রসাতল"
অর্থ:সব মৌসুমেই কিছু কিছু মৌসুমি ফল খেতে হয়।
"আহারান্তে চোখে জল,
দৃষ্টি শক্তির বাড়ে বল"
অর্থ:খাবার পর চোখে জল (পানি)ছিটানো চোখের জন্য ভালো।
"খেতে বসলে কিসের দায়,
পাকনা ধান কি জলে পায়"
অর্থ:নিশ্চিন্ত মনে আহার করা উচিত।
"খানা খায় করে শব্দ,
অলক্ষী খুশি লক্ষী জব্দ"
অর্থ:নিরবে খাদ্য গ্রহণ করতে হয়।

"শবে ক্বাদ্'র"হযরত আবূ সায়ীদ (রা.)হতে বর্ণিত, "রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপদেশ দিলেন এবং বল...
30/03/2024

"শবে ক্বাদ্'র"
হযরত আবূ সায়ীদ (রা.)হতে বর্ণিত, "রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপদেশ দিলেন এবং বললেন, 'আমাকে লায়লাতুল ক্বাদ্'র দেখানো হয়েছিল, কিন্তু পরে তা ভুলিয়ে দেয়া হয়েছে।তবে তোমরা রমযানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লায়লাতুল ক্বাদ্'র অন্বেষণ করোʼ।"
[ সহীহ মুসলিম:১/৩৭০]
তাই রমযান মাসের শেষ ১০ দিনের
যেকোনো এক বেজোড় রাত হচ্ছে শবে ক্বাদ্'রের রাত। ২১,২৩,২৫,২৭,২৯ এই পাঁচ রাত জেগে 'ইবাদতকারী শবে ক্বাদ্'র লাভ করবে।অধিকাংশ 'উলামায়ে কিরামের মতে ২৬ রমযানের দিবাগতই বা ২৭ রমযানই সেই মর্যাদা পূর্ণ রাত যা হাজার মাসের চেয়েও অধিক শ্রেষ্ঠ রাত।
লায়লাতুল ক্বাদ্'র সম্পর্কে আল ক্বুরআনুল করীমে আল্লাহ্‌পাক বলেছেন:
"ক্বাদ্'রের রাত হাজার মাস হতে উত্তম।"
হযরত 'ওমর( রা.)এঁর পুত্র ওবায়িদ বলেন,"আমি ২৬ রমযানের দিবাগতই বা ২৭ রমযানের রাত্রিতে জাহাজে চড়ে ভ্রমণ করতে গিয়েছিলাম। কোনো কারণ বশত: সাগরের পানি আমার মুখে পরলো এবং তা আমার নিকট অত্যন্ত মিষ্টি মনে হলো।কিছুক্ষণ পর নদীর তীরের দিকে আমার নজর পরলো, আমি দেখতে পেলাম, সমস্ত বৃক্ষাদি সিজদায় পরে রয়েছে। তখন আমি মনে মনে ভাবলাম যে,এটি শবে ক্বাদ্'রের বুযুর্গী ব্যতীত আর কিছুই নহে।কারণ রাসূলুল্লাহ (সা.)এমনই বলেছেন।"

লাল দস্তরখানা ব্যবহারের ফযিলত:হযরত ঈসা(আঃ)-এর দস্তরখানাও লাল ছিল এবং সেটা আসমান হতে অবতীর্ণ হয়েছিল ।   যে ব্যক্তি লাল দ...
30/03/2024

লাল দস্তরখানা ব্যবহারের ফযিলত:
হযরত ঈসা(আঃ)-এর দস্তরখানাও লাল ছিল এবং সেটা আসমান হতে অবতীর্ণ হয়েছিল ।
যে ব্যক্তি লাল দস্তরখানায় আহার করিবে প্রতি লোকমার প্রতিদানে ১০০ করে সওয়াব পাইবে এবং বেহেস্তের ৮টি দরজা তাহার জন্য নির্ধারিত হইবে।
মেহমানকে খাওয়াইলে ১০০ নেকি পাইবে।
যে ব্যক্তি লাল দস্তরখানায় আহার করতে থাকেন রোজ হাশরে হযরত জিব্রাঈল (আঃ) তাহার জন্য বেহেশতি পোষাকসহ বোরাক নিয়ে আসবেন এবং পোষাক পরিধান করিয়ে বোরাকে করে বেহেস্তে নিয়ে যাবেন।
[ সহীহ বোখারী, হাদীছ নং:৫৩৮৬;
তাফসিরে কুরতবি:৬/৩৭৪]
"লাল দস্তরখানায় খাবার খাওয়ার সুন্নত সমূহ :---------------------------------------------
খাবার খাওয়ার পূর্বে দোয়া পাঠ করা,
"বিস্'মিল্লাহি ওয়া আলা বারকাতীল্লাহ্"
(১)দস্তরখান বিছিয়ে খাবার খাওয়া।
(২)উভয় হাত কব্জি পর্যন্ত ধোয়া ।
(৩)ডান হাতে খাবার খাওয়া।
(৪)যদি কোনো লোকমা পড়ে যায়,তবে তা ওঠিয়ে খাওয়া।
(৫)ঠেস লাগিয়ে খাবার না খাওয়া।
(৬)খাবারের মধ্যে কোন দোষ বের না করা।
(৭)তিন তরীকার এক তরীকায় বসা।
(৮)বর্তন ভালোভাবে চেটে খাওয়া।
(৯)খাওয়ার পরে দোয়া পাঠ করা।
(১০)খাওয়ার পর উভয় হাত ধোয়া।
(১১)খাওয়ার পর কুলি করা।

খাবারের সময় মাঝে মাঝে,
"লাকাল হাম্'দু ওয়া লাকাস্ শুক্র" বলা।
আসুন আমরা সবাই রাসূল (স.)এর সুন্নত অনুসরণ অনুকরণ করে জীবনকে পরিচালিত করি।

"হাস্-বুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান্-নাসির।"অর্থ: আল্লাহ্‌ তা'য়ালাই আমাদের জন্য যথেষ্ট,তিনিই...
15/11/2023

"হাস্-বুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান্-নাসির।"
অর্থ:
আল্লাহ্‌ তা'য়ালাই আমাদের জন্য যথেষ্ট,
তিনিই হলেন উত্তম কর্মবিধায়ক;
আল্লাহ্‌ তা'য়ালাই হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী।

"ইসলামি জীবনে____ নতুন স্বামী-স্ত্রীর মধু-মিলন" হৃদয়ের আদান-প্রদানের এই প্রথম সাক্ষাতে যৌন মিলন করতে চেষ্টা না করাই স্বা...
23/10/2023

"ইসলামি জীবনে____
নতুন স্বামী-স্ত্রীর মধু-মিলন"
হৃদয়ের আদান-প্রদানের এই প্রথম সাক্ষাতে যৌন মিলন করতে চেষ্টা না করাই স্বামীর উচিৎ। অবশ্য স্ত্রী রাজী ও প্রস্তুত থাকলে সে কথা ভিন্ন। স্ত্রীর কর্তব্য স্বামীর ইঙ্গিতে সাড়া দেওয়া।
এমন কি গোসলের পানি না থাকলেও স্ত্রীর না করার অধিকার নেই।যেহেতু স্বামী যখন তার স্ত্রীকে বিছানার দিকে ডাকে, তখন স্ত্রী যেতে অস্বীকার করলে এবং স্বামী রাগান্বিত অবস্থায় রাত্রি কাটালে প্রভাতকাল পর্যন্ত আল্লাহ্‌র ফেরেশতাগন স্ত্রীর উপর অভিশাপ করে থাকেন।
স্ত্রী রান্নাঘরের রান্নার কাজে ব্যস্ত থাকলেও (অথবা সফরের জন্য সওয়ারীর পিঠে থাকলেও)স্বামীর ডাকে উপস্থিত হওয়া ওয়াজীব।
এই মিলনে রয়েছে সদকার সম-পরিমান সওয়াব। একটানা নফল ইবাদত ত্যাগ করেও স্ত্রী-মিলন করা ইসলামের বিধান। এই জন্যই স্বামী উপস্থিত থাকলে তার অনুমতি ছাড়া স্ত্রী নফল রোযা রাখতে পারে না।
সুতরাং অন্যান্য ব্যস্ততা ত্যাগ করে সঙ্গমের মাধ্যমে উভয়ের হৃদয়ে মহাশান্তি আনয়ণ একান্ত কর্তব্য। হযরত খুজাইমা ইবনে সাবিত (রা.)বর্ণনা করেন,
"আল্লাহ্‌র রাসূল (সা.)বলেছেন;
আল্লাহ্‌ তোমাদেরকে সত্য কথা বলতে লজ্জাবোধ করেন না,তোমরা তোমাদের স্ত্রীদের সাথে পায়ুপথে সঙ্গম করো না।" হযরত আব্বাস (রা.)বর্ণনা করেন, "আল্লাহ্‌র রাসূল (সা.)বলেছেন ;
আল্লাহ্‌ সেই পুরুষের দিকে তাকাবেন না যে তার স্ত্রীর পায়ুপথে সঙ্গম করেছে।"
জীবনের প্রথম সহবাসে,
১৬ টি সুন্নত শিখে নাও:-----
১৷ সহবাসের পূর্বে পবিত্রতা(অযূ) অর্জন করা।
২৷ বিস্-মিল্লাহ্ বলে শুরু করা, তবে দোয়া পড়া সুন্নত।
৩৷ সহবাসের পূর্বে সুগন্ধি ব্যবহার করা সুন্নত।
৪৷ কিবলামুখী হয়ে সহবাস না করা।
৫৷একেবারে উলঙ্গ হয়ে সহবাস না করা।
৬৷ স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি না দিয়ে বিচ্ছিন্ন না হওয়া।
৭৷ স্ত্রীর হায়েজ- নেফাজের সময় সহবাস না করা।
৮৷ চন্দ্র মাসের ১ এবং ১৫ তারিখ রাতে সহবাস না করা।
৯৷ স্ত্রীর জরায়ু দিকে তাকিয়ে সহবাস না করা।
১০৷ কোথাও সফরে যাওয়ার পূর্বের রাতে সহবাস না করা।
১১৷ সহবাসের সময় স্ত্রীর সাথে বেশি কথা না বলা।
১২৷ যোহরের নামাজের পরে সহবাস না করা।
১৩৷ ভরা পেটে স্ত্রী সহবাস না করা।
১৪৷ উল্টোভাবে স্ত্রী সহবাস না করা।
১৫৷ স্বপ্নদোষের পর গোসল না করে স্ত্রী সহবাস না করা।
১৬৷ "রাতের দ্বিতীয় ভাগের সময়ে সহবাস করা।"
( সংক্ষিপ্ত)
এই লেখার মধ্যে কোন প্রকার ভুল থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে শেয়ার করবেন।

"Total Quality Management"                   part =20                     "FABRIC"                                 FABRI...
17/10/2023

"Total Quality Management"
part =20
"FABRIC"
FABRIC:- এক কথায় বলতে পারি যে, TEXTILE FABRIC বা YARN দিয়ে Weaving বা Knitting এর মাধ্যমে যে cloth বা consumers goods (ভোগ্যপন্য)তৈরি হয় তাকে FABRIC বলে।
TYPES OF FABRIC:- সাধারণত FABRIC চার প্রকার ।
যথা:-
১৷ Woven fabric
২৷ Non-Woven fabric
৩৷ Knitted fabric
৪৷ Braid fabric.
WOVEN FABRIC》দুই সেট, WARP বা WEFT YARN যখন Interlacement এর মাধ্যমে একটি fabric তৈরি করে তাকে Woven fabric বলে।
নিম্নে দুই সেট YARN প্রয়োজন হয় একটি Woven fabric তৈরি করতে । NON-WOVEN FABRIC》Mechanical বা Chemical bonding এর মাধ্যমে যে fabric তৈরি হয় তাকে Non-Woven fabric বলে।
KNITTED FABRIC 》 এক সেট YARN যখন Inter loping এর মাধ্যমে একটি fabric তৈরি করে তাকে KNITTED FABRIC বলে।
নিম্নে এক সেট YARN প্রয়োজন হয় একটি KNITTED FABRIC তৈরি করতে।
BRAID FABRIC》 BRAID বলতে বুঝায় Weave এর মাধ্যমে তিনটি বা তার অধিক Stripes দিয়ে যে fabric তৈরি হয় তাকে BRAID FABRIC বলে।
Fabric Properties:-
Fiber or Filament 》
TYPE,
SIZE,
LENGTH.
Yarn 》
DIAMETER,
TWIST,
WEIGHT or SIZE,
COUNT,
PLY.
Weight 》
YARDS PER POUND.
Thickness 》
VERTICAL DEPTH.
" FABRIC STRUCTURE " Woven fabric 》
Weave type warp and filling yarn count per liner inch.
Knitted fabric 》
Knitted type wale and course count per inch.
Colour 》
Hue, Value and intensity.
Fabric density 》
Weight per unit of volume.
" DEFECT OR FAULTS OF FABRIC" Fabric এর কিছু common defect or fault বা ত্রুটি আছে। যথা :- DEFECTS of WOVEN FABRIC:-
Bad selvedge,
Broken ends or warp,
Broken picks or weft,
Loose warp,
Loose weft or snarl,
Double end,
Tight end,
Float of warp,
Wrong end color,
Miss pick,
Double picks,
Weft bar,
Ball,
Hole,
Oil spot,
Tails out,
Temple mark,
Reed mark,
Slub,
Thick and thin place. DEFECTS OF KNITTED FABRIC:- Yarn dust,
Set-up,
Loop mark,
Needle break,
Oil spot,
Thick and thin place,
Mix yarn or lot mix,
Hole,
Lycra out,
Yarn contamination,
Yarn missing,
Yarn nut,
Tara fault( star),
Uneven dyeing,
Dye spot,
Pilling,
Soda spot.
"See more next post "

"Total Quality Management"                 part =19"QUALITY"মানে গুণগত মান।               Q=Quite(বেশ).              U=U...
16/10/2023

"Total Quality Management"
part =19
"QUALITY"মানে গুণগত মান।
Q=Quite(বেশ).
U=Unity(ঐক্য).
A=Assurance(নিশ্চয়তা).
L=Liability(দায়).
I=Intelligent(বুদ্ধিমান).
T=Tendency(প্রবণতা).
Y=Youthfulness(যৌবন).
"See more next post"

"Total Quality Management"                   part =18  "CUFF" 》Today we learn about Cuff which is related with apparel m...
15/10/2023

"Total Quality Management"
part =18
"CUFF" 》
Today we learn about Cuff which is related with apparel merchandising.
(Below chart)
"See more next post"

"Total Quality Management"                 part =17   "POCKET" 》Today we learn about pocket which is apparel merchandisi...
15/10/2023

"Total Quality Management"
part =17
"POCKET" 》
Today we learn about pocket which is apparel merchandising related.
(Below chart)
"See more next post "

"Total Quality Management"                    part =16                                            "QUALITY CONTROL PROCE...
15/10/2023

"Total Quality Management"
part =16 "QUALITY CONTROL PROCESS"》Woven shirt Inspection》
01》Quality control process checks:-
▪︎correct custom options used. ▪︎Sizing correct-within Normal variance.
▪︎Tailoring and stitching correct. ▪︎All QC results documented. 》02》Check custom options:-
▪︎Collar
▪︎Cuff
▪︎Pocket
▪︎Back pleat
▪︎Monograms (Optional)
▪︎Special instructions (Optional).》03》Check for correct Sizing:-
▪︎Overall shirt length
▪︎Chest/Waist/Hips sizes ▪︎Shoulder length
▪︎Sleeve length
▪︎Neck size
▪︎Sleeve width-Cuff width. 》
04》Confirm Tailoring Quality:-
▪︎Check buttons/button holes ▪︎Check fusing Collar/Cuff
▪︎Check stitching throughout ▪︎Check Pocket alignment
▪︎Check Collar cut and alignment ▪︎Check shirt panel alignment ▪︎Check cuffs and gauntlet.
"See more next post"

"Total Quality Management"                 part =15  "PRODUCTION PLANNING"                      &      "PRODUCT  PROCESS...
14/10/2023

"Total Quality Management"
part =15
"PRODUCTION PLANNING"
&
"PRODUCT PROCESS " Below chart:-

নাহ্‌মাদুহু ওয়া নুছাল্লী আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফা-আউযুবিল্লাহি মিনাশ্ শাইত্বনির রাজীম।বিস্-মিল্লাহির রাহ্-মা...
12/10/2023

নাহ্‌মাদুহু ওয়া নুছাল্লী আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ।
ফা-আউযুবিল্লাহি মিনাশ্ শাইত্বনির রাজীম।
বিস্-মিল্লাহির রাহ্-মানির রাহীম।
" ইয়াত্তমা লা ইয়ানফাউ মা- লুওঁ ওয়ালা বানুন। ইল্লা মান্ আতাল্লাহা বিক্বাল্-বিন্ ছালীম।"
আল্লাহ্ পাক ফরমান, কিয়ামতের দিন অর্থ-সম্পদ এবং সন্তান- সন্ততি কারো কোন উপকারে আসবে না। একমাত্র সে ব্যক্তি মুক্তি পাবে,যে সুস্থ অন্তঃকরণ নিয়ে আল্লাহ্‌র কাছে পৌঁছবে।
এ আয়াতের মর্মে দিল ও আত্মাকে পবিত্র করার বিভিন্ন নিয়মাবলী ক্বোরআন ও হাদীছ শরীফে বর্ণনা করা হয়েছে,যা হাছিল করা পীরে কামেল ও মুক্কাম্মীল তথা চেতন গুরুর সহবত ও তাঁর নিকট নিজেকে সোপদ্র করার উপর নির্ভর করে। এছলাহে নফ্ছ বা দিলের পবিত্রতার জন্য বিভিন্ন ত্বরীকার ভেতর থেকে যিকৃরও একটি ত্বরীকা।
হুযূর পাক ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমান -----------------
" লিকুল্লি শাইয়্যিন ছিকালাতুন্ ওয়া ছিকালাতুল ক্বুলুবি যিক্- রুল্লাহ্"। " প্রত্যেক জিনিসকে পবিত্র করার যন্ত্র আছে, ক্বলব পরিস্কার করার যন্ত্র আল্লাহ্‌র যিকৃর।"
যিকৃর যত বেশী করবে, ক্বলবের শক্তি তত বেড়ে যাবে।হযরত মাওলানা কারামত আলী মরহুম মগফুর ছাহীব (রহ.) ফরমায়েছেন ,
" মানুষ রূহানী শক্তির বলে ফাওকে আরশ, লা মাকান পর্যন্ত পৌঁছতে পারে।" নফ্ছে আম্মারার খোরাক গুনাহের কাজ। গুনাহ্ যত বেশী করবে নফ্ছে আম্মারার ক্ষমতাও তত বৃদ্ধি পাবে।মৃত্যুর পর ঐ নাপাক রূহের জন্য ছিজ্জিন ( জাহান্নাম) ছাড়া উপায় থাকবে না।
তাই রূহ্কে যিকৃরের খোরাক দিয়ে ইল্লীনে( জান্নাতে) যাওয়ার উপযোগী করে তোলার নিমিত্তে আল্লাহ্‌র অলীগন আল্লাহ্‌র পথ ভোলা বান্দাদেরকে দিনের ছহিহ্ বুঝ পাওয়ার জন্য আল্লাহ্‌র হুকুম মত বেশী বেশী যিকৃর করে রূহকে আল্লাহ্‌ পাকের সঙ্গে মিলিয়ে আল্লাহ্‌ পাকের প্রিয় বান্দা হিসেবে তাঁর দরবারে যাওয়ার নির্দেশ দিয়ে থাকেন।

"Total Quality Management"                     part =14           "FINAL INSPECTION"        *Your eyes in the factory --...
11/10/2023

"Total Quality Management"
part =14
"FINAL INSPECTION"
*Your eyes in the factory -------------
■ Cartons are selected at random. ■ Selected Cartons are isolated for Inspection. ■ Metal detecting test. ■ Inspected Sample from selected Cartons. ■ Style comparison against reference sample. ■ Pantone color comparison. ■ Measurement checking. ■ Symmetry check. ■ Check for needle damage. ■Fabric strength test. ■ Check if labels are secured. ■ Rub test.
■ Pull test.
■ Color Shading check. ■ Barcode and serial number check. ■ Fabric weight test. ■ Every defect in a detailed report. ■ Inspected Samples labelled with all stickers. ■ All defects are marked and documented. ■ Repack accepted goods. ■ Inspected Cartons are resealed. " See more next post "

09/10/2023

"হাদীছের বাণী"
"ক্ব-লা রসূলুল্লা-হি ছাল্লাল্লা-হু আলাইহি ওয়া সাল্লাম আক্- ছিরূ-যিক্-র্-ল্লা-হি হাত্তা ইয়াকূলূ মাজনূন।" অর্থ:-রসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমারা এত বেশী পরিমানে আল্লাহ্‌র যিকৃর করতে থাক যেন সাধারণ লোকেরা তোমাদেরকে পাগল বলে।

09/10/2023

"আল-ক্বোরআনের বাণী"

"ইয়া আইয়্যুহাল্লাযীনা আ-মানূ লা-তুলহিকু আমওয়া-লুকুম ওয়ালা আওয়া-দুকুম আং যিক্ রিল্লাহ্।" অর্থ:- হে ঈমানদারগন!তোমাদের ধন-সম্পদ ও ছেলেমেয়ে তোমাদেরকে যেন আল্লাহ্‌র যিকৃর থেকে বিরত না রাখে(গাফেল করে না দেয়)।

08/10/2023

"আল-ক্বোরআনের বাণী"
"ইয়া আইয়্যুহাল্লাযীনা আমানুয্ কুরুল্লাহা যিক্ রং কাছীরা, ওয়া ছাব্বিহূ-হু বুকরাতাওঁ ওয়া আছীলা।" অর্থ:- হে ঈমানদারগন! তোমরা বেশী বেশী করে আল্লাহর যিকৃর কর এবং সকাল-বিকাল তাঁর পবিত্রতা বর্ণনা কর।

08/10/2023

"হাদীছের বাণী"
ক্ব-লা রসূলুল্লাহি ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আলা-ইন্না ফিল জাছাদি মুয্গাতুন ইযা ছলুহাত ছলুহাল জাছাদু কুল্লুহূ ওয়া ইযা ফাছাদাত ফাছাদাল জাছাদু কুল্লুহূ আলা-ওয়াহিয়াল্ ক্বলব। (বোখারী ও মুসলিম শরীফ) অর্থ:- রসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : নিশ্চয়ই (আদম সন্তানদের)শরীরে একটা গোশতের টুকরা আছে, যখন তা ভালো হয়ে যায়, তার সমস্ত শরীর ভালো হয়ে যায়, আর যখন ঐ গোশতের টুকরা খারাপ হয়ে যায়, তার সমস্ত শরীর খারাপ হয়ে যায়। তোমরা শুনে রাখ এটা হলো ক্বলব।

অন্ধকার দূর করার জন্য যেমন আলো দরকার, তেমনি ভালো মানুষ হওয়ার জন্য ভালো মানুষের সংস্পর্শে আসা দরকার। ঘুমিয়ে পড়লে আর কোন...
07/10/2023

অন্ধকার দূর করার জন্য যেমন আলো দরকার, তেমনি ভালো মানুষ হওয়ার জন্য ভালো মানুষের সংস্পর্শে আসা দরকার। ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যাথা থাকে না,সেটা শরীর হউক কিংবা মনের। নিজের শরীরকে প্রয়োজনের বেশি সাজিও না,কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে রূহ্কে সাজাও, কারণ রূহ্কে আল্লাহর সামনে জবাব দিতে হবে। "দুনিয়া ও আখিরাতের শান্তির লক্ষ্যে দেহের ভিতর ও বাহিরের যত প্রকার খারাপ গুণাবলী আছে, সেগুলো পরিহার করে একজন চেতন মানুষের সহবত গিয়ে 'আল্লাহ ও আল্লাহর রাসূল (সা.)'এর দেখানো পথ তথা আল ক্বোরআন ,আল-হাদিস ও সুন্নত সমূহকে অনুসরণ করে নিজেকে পরিচালিত করতে হবে।"

Address

Jalkuri, Siddirgonj, Narayanganj City Corporation, Dhaka Division
Narayanganj
1420

Telephone

+8801998588444

Website

si=c5TFd_HEWGxK...

Alerts

Be the first to know and let us send you an email when abid fashion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to abid fashion:

Videos

Share


Other Digital creator in Narayanganj

Show All