#আলহামদুলিল্লাহ
🌙আজ ১০/৫/২০২৪ ইং রোজ শুক্রবার, খানকায়ে মাহবুবীয়ায়, পাঠানটুলীর,নারায়ণগঞ্জ। মোহাম্মদী ইসলামের মিলাদ শরীফ পাঠ করে, জুম্মার নামাজ আদায় করে মহান ইমাম প্রফেসর ডক্টর কুদরত এ খোদা মাঃআঃ হুজুরের বানী মোবারক শ্রবণ করে অতঃপর মহান মোর্শেদ সূফী সম্রাট হযরত শাহ্ দেওয়ানবাগী (রহঃ) এর সহধর্মিণী আওলাদে রাসূল কুতুবুল আকতাব দূররে মাখনুন খাতুনে জান্নাত হযরত সৈয়দা হামিদা বেগম-দয়াল মা, (রহঃ) এর ৬৭ তম শুভ জন্মদিন পালন করা হয়।কেক কাটা,ও মিস্টি খাওয়া।
পরিশেষে মহান ইমামের বানী মোবারক ও আখেরী মোনাজাতের পর সকল আশেকে রাসূল ভাই ও বোনদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।
আজকের অনুষ্ঠানের ভুল বেয়াদবির জন্য মহান ইমাম এর কদমে ক্ষমা ভিক্ষা চাই। আমিন🙏🙏🙏
🌙মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব,আল্লাহর মহান বন্ধু, নূরে মোহাম্মদির ধারক ও বাহক,ইমাম প্রফেসর ড. কুদরত -এ- খোদা (মাঃআঃ) হুজুর কেবলা জান ১৪ বছর পূর্বে খানকায়ে মাহবুবিয়া পাঠানটুলীর নারায়ণগঞ্জ দয়া করে তাসরিফ রাখেন। আল্লাহর বন্ধুর কদম মোবারকের বরকতে টিনের খানকায় বর্তমানে বিল্ডিং হয়েছে। লক্ষ কোটি শুকরিয়া ও কদমবুসি জানাই আল্লাহর মহান বন্ধুর পবিত্র কদম মোবারকে। দয়াকরে পাপি গোলামদের ভুল বেয়াদুবি মাফ করে আমাদেরকে আপনার পবিত্র কদম মোবারক এ আশ্রয় ভিক্ষা দিবেন।❤️
🌙দয়াল বাবাজান এর পবিত্র জন্মদিন উপলক্ষে প্রতি বছর স্বরনিকা বের হয় সেই স্বরনিকা প্রতি বছর ই সংগ্রহ করে যত্ন সহকারে সংরক্ষণ করা হয়, তারই কিছু অংশ,,,,,
🌙আলহামদুলিল্লাহ।
২০০৮ সালের শাওয়াল মাসের পূর্ণিমার চাঁদে সর্বপ্রথম মহান আল্লাহ দয়া করে আমাদের মহান মোর্শেদ সূফী সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী(রহঃ) হুজুর কেবলাজানের জীবন্ত প্রতিচ্ছবি প্রদর্শন করেন। সেই ২০০৮ সাল থেকে অদ্যবধি মহান আল্লাহ তার প্রিয় বন্ধুর নূরানিময় চেহারা মোবারক পূর্ণিমার চাঁদে দেখিয়ে যাচ্ছেন।এরই শুকরিয়া স্বরুপ এবং মোহাম্মদী ইসলামের বর্তমান নেতৃত্ব প্রদানকারী মহামানবের সদয় নির্দেশনায় এই বছরের "আল্লাহর দেওয়া পুরস্কারঃ পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি" শীর্ষক বাৎসরিক অনুষ্ঠানটি ২৩/০৪/২৪ইং গতকাল নারায়ণগঞ্জ জেলার অবস্থিত খানকায়ে মাহবুবীয়া পাঠানটুলীর দিবাগত রাত ৮ ঘটিকা থেকে রাত ১২টা পর্যন্ত খানকায়ে মাহবুবীয়া পাঠানটুলীর আশেকে রাসুলেরা আজিজির সাথে দয়াল কুদরত এ খোদা মাঃআঃ হুজুর এর সাথে এই রহমতপূর্ন রাএি উদযাপ
🌙ঈদ মোবারক
❤️আলহামদুলিল্লাহ❤️
মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম
প্রফেসর ড.কুদরত এ খোদা (মা.আ.)হুজুর কেবলাজান এর নির্দেশিত পথে এক মাস সিয়াম সাধনার পরে, খানকায়ে মাহবুবিয়া, পাঠানটুলী,নারায়নগন্জ। আশেকে রাসূল ভাইয়েরা, বাবে রহমতে ঈদের নামাজ মহান ইমামের সাথে আদায় করেন।
আলহামদুলিল্লাহ।
আজ ২৫ ই রমজান রোজ শুক্রবার। দেওয়ানবাগ শরীফের পরিচালক, সমন্বয়ক ও সমস্যার ফয়সালা কারি, মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রসেসর ড.কুদরত এ খোদা (মা.আ.) হুজুরের ৩৯ তম শুভ জন্মদিন উপলক্ষে খানকায়ে মাহবুবিয়া পাঠানটুলীর নারায়ণগঞ্জ, আশেকে রাসূল পরিষদের পক্ষ থেকে মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মহান ইমামের নূরের কদম মোবারক এ ভুল বেয়াদবি জন্য ক্ষমা ভিক্ষা চাই।
শুভ! শুভ!! শুভ!!! দিন
মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী
ইমামের শুভ জন্মদিন ।
সূফী সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী ( রহঃ) হুজুর কেবলাজানের সুযোগ্য উওরসূরি মেজো সাহেবজাদা মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব,
দেওয়ানবাগ শরীফের পরিচালক, সমন্বয়ক ও সমস্যার ফয়সালাকারী ইমাম প্রফেসর ড. কুদরত-এ-খোদা (মাঃ আঃ) হুজুরের ৩৯তম শুভ জন্মদিন উপলক্ষ্যে -
খানকায়ে মাহবুবিয়া পাঠানটুলীর নারায়ণগঞ্জ এর আশেকে রাসূল ভাইদের উদ্যোগে,খানকায়ে স্টিকার /ওয়াল পেপার লাগানো হয়েছে।
দয়াময় যেন এই শুভ জন্মদিনের উসিলায় সকল ভুল বেয়াদবি ক্ষমা করে কবুল করে
নেন। ( আমিন)
সর্বোপরি এই মহামানবের কদম মোবারকে জানাই লাখো সালাম ও কদমবুচি।
❤️ঈদ মোবারক💖
১৫/০৩/২৪ইং বাদ আসর আশেকে রাসূল পলাশ ভাই ও হাসান ভাই খানকায়ে মাহবুবিয়া পাঠানটুলীর নারায়ণগঞ্জ, মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করেন।
মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানবের আহ্বানে, বিশ্ব আশেকে রাসুল সাঃ সম্মেলনে, খানকায়ে মাহবুবিয়া পাঠানটুলীর নারায়ণগঞ্জ থেকে রির্জাব বাস, ময়মনসিংহ, এিশাল,বাবে বরকত, দেওয়ানবাগ দরবার শরীফের উদ্দেশ্যে রওনা হলো।
আসন্ন ২৩ শে ফেব্রুয়ারী বিশ্ব আশেকে রাসুল (সা.)সম্মেলনের প্রচারে খানকায়ে মাহবুবিয়া, পাঠানটুলীর নারায়ণগঞ্জ , পক্ষ থেকে মাইকিং এর গোলামী চলছে।
বিশ্ব আশেকে রাসুল (সা.) সম্মেলন এর
প্রচারকল্পের মিছিল 💖
বাবে রহমত সন্মেলন চত্বর থেকে মিছিল শুরু হয়।
💖বিশ্ব আশেকে রাসূল (সা.)সম্মেলনে💖
আমরা যাচ্ছি।
আপনি আসছেন তো?
তারিখ: ২৩শে ফেব্রুয়ারি, ২০২৪, শুক্রবার
স্থান: বাবে বরকত, দেওয়ানবাগ শরীফ, কাশীগঞ্জ বাজার, ত্রিশাল, ময়মনসিংহ।