বাংলাভূমি টিভি-Bangla Bhumi Tv

বাংলাভূমি টিভি-Bangla Bhumi Tv News entertainment

সবার জন্য স্বাস্থ্য কার্ড.........স্বাস্থ্যখাত ডিজিটাল করার লক্ষ্যে জনগণের স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরও সহজতর করতে,  বাংলা...
01/12/2023

সবার জন্য স্বাস্থ্য কার্ড.........

স্বাস্থ্যখাত ডিজিটাল করার লক্ষ্যে জনগণের স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরও সহজতর করতে, বাংলাদেশ সরকারের উদ্যোগে অন্যান্য উন্নত দেশের ন্যায় এবার বাংলাদেশে শুরু হতে যাচ্ছে রোগীদের জন্য হেলথ আইডি সম্বলিত হেলথ কার্ড। জাতীয়পরিচয়পত্রে ব্যাক্তিগত তথ্যের ন্যায়, এই কার্ডে থাকবে আপনার স্বাস্থ্যসেবা তথ্য।

সকল সরকারি ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের মধ্যে স্বাস্থ্য তথ্য আদান প্রদান এবং বাংলাদেশের নাগরিকদের স্বাস্থ্য তথ্য সংরক্ষণের একক প্ল্যাটফর্ম প্রস্তুত করার লক্ষ্য নিয়ে "শেয়ারড হেলথ রেকর্ড" বাস্তবায়নে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগের উদ্যোগে শুরু হয়েছে এই উন্নত স্বাস্থ্য ব্যবস্থা।

বর্তমানে ঢাকা মহানগরের মধ্যে National Institute of Traumatology and Orthopaedic Rehabilition (NITOR) এবং ঢাকা বিভাগের মানিকগঞ্জ ও গোপালগঞ্জের সকল সরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠান/ হাসপাতালে রোগীদের হেলথ আইডি প্রদান কার্যক্রমের পাইলটিং শুরু হয়েছে।

প্রথম ধাপ, হেলথ আইডি প্রাপ্তির জন্য হাসপাতালে চিকিৎসা গ্রহণকালে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নম্বর (১৮ বছরের নিম্নে) এর কপি সহ হাসপাতালে যেতে হবে। পরবর্তীতে দ্রুত সময়ের মধ্যে তারা হাতে পেয়ে যাবেন এই কার্ডটি।

এছাড়া খুব শীঘ্রই দেশের অন্যান্য সকল সরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং হাসপাতালে শুরু হবে এই ডিজিটাল পদ্ধতি। বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ও হাসাপাতালগুলোও দ্রুত সময়ের মধ্যে এই ডিজিটাল পদ্ধতির আওতাভুক্ত হবে।



কেন এই হেলথ কার্ড?

১। বাংলাদেশের হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানকে অটোমেশনের আওতাভুক্ত করা।
২। "শেয়ারড হেলথ রেকর্ড"এর মাধ্যমে সকল প্রতিষ্ঠান কেন্দ্রীয় ভাবে সংযুক্তীকরণ।
৩। বাংলাদেশের প্রত্যেক নাগরিকের থাকবে নিজস্ব "হেলথ আইডি" নম্বর।
৪। সুনির্দিষ্টভাবে রোগ নির্ণয় করা
৫। চিকিৎসাসেবার গুণগত মান বৃদ্ধি
৬। নাগরিকদের অর্থ ও সময় সাশ্রয়
৭। চিকিৎসা ব্যবস্থা আরও সুশৃঙ্খল
৮। সর্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা।

কি থাকবে এই কার্ডে?

১। রোগীদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল স্বাস্থ্য সেবার তথ্য সংরক্ষিত থাকবে এই ডিজিটাল ডাটাবেজে
২। পূর্বের চিকিৎসা এবং পরীক্ষা-নীরিক্ষার কাগজ হারানোর ভয় থাকবে না।
৩। রোগীর বহন করে নিতে হবে না কোন কাগজ। অনলাইনেই থাকবে সব তথ্য।
৪। শুধু হেলথ কার্ডের বদৌলতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা।
৫। সকল পরীক্ষা-নীরিক্ষার রিপোর্ট চলে যাবে আপনার ইমেইল এড্রেসে।
৬। অনলাইনে ঘরে বসেই রোগীরা হাসপাতালে এপয়েন্টমেন্ট নিতে পারবেন।

তথ্য নিরাপত্তা?
সমগ্র সম্ভাব্য প্রক্রিয়ায় আপনার তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

রোগীর বেসরকারি হাসপাতালের সেবা তথ্য কি থাকবে?
হ্যাঁ, অবশ্যই থাকবে। রোগী দেশের, স্বাস্থ্য অধিদপ্তর অনুমোদিত যে স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকেই সেবা গ্রহণ করবেন, সকল তথ্যই থাকবে এই হেলথ কার্ডে।

কিভাবে পাব এই স্বাস্থ্য কার্ড?

সরকার কর্তৃক খুব শীঘ্রই স্বাস্থ্য কার্ডের জন্য একটি বিশেষ ওয়েবসাইটের যাত্রা শুরু হতে যাচ্ছে। যেখানে আপনি যে কোন সময় যে কোন জায়গা থেকে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে স্বাস্থ্য কার্ড পেয়ে যেতে পারেন।

যারা অনলাইনে নিজে নিবন্ধন করতে পারবেন না তারা ?

চিকিৎসা গ্রহণকালে স্বাস্থ্য অধিদপ্তর অনুমোদিত যে কোন সরকারী-বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ও হাসপাতালে গিয়ে আপনার জাতীয় পরিচয় পত্র কিংবা জন্ম নিবন্ধন পত্র দেখালেই, উক্ত প্রতিষ্ঠানের নির্ধারিত রেজিস্ট্রেশন কাউনটার কিংবা বুথে গেলেই স্বল্প সময়ের মধ্যে আপনার কার্ডটি তৈরি করতে সাহায্য করবে তারা।

কি কি লাগবে এই কার্ড পেতে?
১। ১৮ বছর বয়সের ঊর্ধ্বে- তাদের লাগবে শুধু সঠিক জাতীয়পরিচয়পত্র
২। ১৮ বছর বয়স নিম্নে- তাদের লাগছে জন্মনিবন্ধন পত্র।

কার্ড কি বিনামূল্যে পাওয়া যাবে?
হ্যাঁ।

* স্বাস্থ্য কার্ড নিয়ে পর্যায়ক্রমে আরও তথ্য জানতে লাইক-কমেন্ট-শেয়ার দিয়ে সাথেই থাকুন বাংলাভূমি টিভির।

----তথ্যসূত্র : স্বাস্থ্য মন্ত্রণালয়, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

To verify Please follow this post https://www.facebook.com/dghsbd/posts/700099708887695



13/04/2023
05/01/2023

অবিরাম শুভকামনা রইল সবার জন্য

14/10/2022

#রিক্সার ড্রাইভার দের হাতে গণধোলাই এর শিকার দুই ট্রাফিক কর্মকর্তা‼️

✍️ গতকাল সকাল ৯ টায় মিরপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনে রিক্সার ড্রাইভারদের গণধোলাই এর শিকার দুই ট্রাফিক পুলিশ।

হামলার কারণঃ রিক্সার ড্রাইভারদের নাকি প্রতিনিয়ত হ্যানস্থ করছেন ট্রাফিক পুলিশ, তারা কখনো মিথ্যা মামলার ভয় দেখিয়ে, আবার কখনো তাদের কষ্টে অর্জিত টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ করছেন এই রিক্সার ড্রাইভাররা।গতকাল সকাল ৯ টায় মিরপুর ১০ নাম্বার থেকে সবাই এক যোগ হয়ে মিরপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনে এসে একত্রিত হয়। সেখানে বসে থাকা দুই ট্রাফিক পুলিশকে দেখে তারা তর্কে জড়িয়ে পরে। তারপর অবস্থার অবনতি দেখলে দুই ট্রাফিক পুলিশ দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের উপর হামলা করে রিক্সার ড্রাইভাররা। এই হামলায় দুই ট্রাফিক পুলিশ গুরুতর আহত হয়!


TMR tv Official

27/09/2022

নারায়ণগঞ্জের প্রাণপুরুষ জনাব এ কে এম শামীম ওসমান এমপি মহোদয়ের একমাত্র সুযোগ্য পুত্রসন্তান জনাব অয়ন ওসমান তার ফেসবুক আইডি থেকে একটি ভিডিও বার্তায় জানিয়েছেন তিনি আল্লাহর রহমতে এখন অনেকটাই সুস্থ আছেন তিনি বর্তমানে তার নিজ বাসায় আছেন। তিনি নারায়ণগঞ্জবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সকলের কাছে আবারও দোয়া চেয়েছেন।

16/09/2022

বক্তব্য রাখছেন মহিউদ্দিন রনি

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার আজকের গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে আমরা স্বাধ...
06/09/2022

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার আজকের গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে আমরা স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখা সর্বদাই একাত্মতা ঘোষণা করি, পাশে আছি আমরা একে অপরের সাথে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমাদের দাবীগুলো বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাল্লাহ,,,
সফল ও সার্থক হোক আজকের গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা সভা।
লাইভ পোগ্রাম হবে তাই এই পেইজটির পাশেই থাকুন।

বিশেষ অতিথি হিসাবে থাকছেন-

সম্মানিত সভাপতি-
আল ইমরান মুন্না
স্বাধীনতা আউটসোসিং কর্মচারী কল্যাণ পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখা।
01862404040

https://youtu.be/OF9-P_l11Ms
31/07/2022

https://youtu.be/OF9-P_l11Ms

সর্বোচ্চ মহলের নির্দেশের পরও বন্ধ হচ্ছে না সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার। বাড়ির বাজার, ছেলেমেয়েদের স্কু...

15/07/2022

নারায়ণগঞ্জসহ সারা বাংলাদেশের সকলের জন্য দোয়া করেছেন মাননীয় সংসদ সদস্য শামীম ওসমান

09/07/2022

ঈদ-উল-আযহা ২০২২ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র শুভেচ্ছা বার্তা।

25/06/2022

মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো (মমতাময়ী মা) দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 🤱

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে ইয়াসিন (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।মঙ্গলবার (২১ জু...
21/06/2022

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে ইয়াসিন (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২১ জুন) সকালে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
তিনি ওই এলাকার সাউদ এ নূর তুহিনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

একনজরে দেখে নিন এবারের বিশ্বকাপের মূলপর্বে মাঠের লড়াইয়ে নামবে যেসব দেশ। দলগুলোকে সর্বমোট আটটি গ্রুপে বিভক্ত করেছে ফিফা। ...
20/06/2022

একনজরে দেখে নিন এবারের বিশ্বকাপের মূলপর্বে মাঠের লড়াইয়ে নামবে যেসব দেশ। দলগুলোকে সর্বমোট আটটি গ্রুপে বিভক্ত করেছে ফিফা। এবার শুধু নভেম্বর মাসের অপেক্ষায় পুরো বিশ্ব।ফুটবল বিশ্বের রাজধানী হতে যাচ্ছে কাতার। ফুটবল বিশ্বের সেরা তারকাদের মিলনমেলা বসবে সেখানে...

দেশের প্রথম নারী অর্থ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ফাতিমা ইয়াসমিন। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপ...
16/06/2022

দেশের প্রথম নারী অর্থ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ফাতিমা ইয়াসমিন। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। একই সঙ্গে তাকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১১ জুলাই থেকে ফাতিমা ইয়াসমিন অর্থসচিবের দায়িত্ব পালন করবেন।

অর্থ সচিব আব্দুর রউফ তালুকদারকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ফলে এ অর্থ সচিবের পদ শূন্য হওয়ায় এ পদে ফাতিমা ইয়াসমিনকে নিয়োগ দেওয়া হয়।

ফাতিমা ইয়াসমিন বর্তমানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি অর্থ সচিবের পদে নিয়োগ পাওয়ায় ইআরডির সচিবের শূন্য পদে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য শরীফা খান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ করা ফাতিমা ১৯৯১ সালের বিসিএস ক্যাডারের কর্মকর্তা। ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রথম নারী সচিব হিসেবে যোগ দেন ফাতিমা। এই দায়িত্ব আসার আগে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান, ইনস্টিটিউট অব পাবলিক ফিন্যান্সের মহাপরিচালক ছিলেন। এর আগে ইআরডিতে থাকা অবস্থায় বিশ্ব ব্যাংক, জাতিসংঘ, এডিবি ও আইডিবির সঙ্গে কাজ করেছেন ফাতিমা।

পদ্মায় চলন্ত ফেরিতে আগুন, অল্পের জন্য রক্ষা অর্ধশতাধিক যাত্রীরমুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝির...
11/06/2022

পদ্মায় চলন্ত ফেরিতে আগুন, অল্পের জন্য রক্ষা অর্ধশতাধিক যাত্রীর
মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝিরকান্দি যাওয়ার সময় মিনি রোরো ফেরি ‘বেগম রোকেয়াতে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১১ জুন) ভোর সোয়া পাঁচটার দিকে মাঝিরকান্দি চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের সময় ফেরিটিতে অর্ধশতাধিক যাত্রী ও ৩৬টি যানবাহন ছিলো। তবে দ্রুত আগুন নির্বাপণ সরঞ্জাম ও পানির পাম্পের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হলে ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফেরির ক্যান্টিনে থাকা তালাবদ্ধ রুম থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কৃর্তপক্ষ।
শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির সহ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ভোর পৌনে ৫টার দিকে ফেরিটি শরীয়তপুরের মাঝিরকান্দি ঘাটের দিকে রওনা দেয়। সোয়া ৫টার দিকে মাঝিরকান্দি চ্যানেলে পৌঁছালে ক্যান্টিনের পাশের একটি তালাবদ্ধ কক্ষ থেকে আগুন ও ধোয়া বের হতে থাকে। দ্রুত ফেরিতে থাকা পাম্প ও আগুন নেভানোর যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণ করা হয়।
তিনি বলেন, ফেরির ভেতরে শুধুমাত্র রুমের সিলিং পুড়ে গেছে, এছাড়া তেমন কোনো সমস্যা হয়নি। বিআইডব্লিউটিসির মেরিন বিভাগ পরিদর্শন করেছে। সেটি পরে মেরামত করা হবে। ফেরিটি বর্তমানে যাত্রী ও যানবাহন নিয়ে শিমুলিয়া-মাঝিরকান্দি নৌরুটে চলাচল করছে

10/06/2022

হযরত মুহাম্মদ (সা .)কে কটুক্তির প্রতিবাদে ওলামা পরিষদের বিক্ষোভ সমাবেশ

08/06/2022

মাননীয় শাজাহান খান এমপি মহোদয়, বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং জাতীয় সংসদের সদস্য। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং সাবেক নৌপরিবহন মন্ত্রী, জাতীয় সংসদ অধিবেশনে গত বছর আউটসোর্সিং চাকুরীজীবি দের সকল অনিয়মের কথা তুলে ধরেন,,,

একসঙ্গে ডুবে মরতে গিয়ে দিলেন লাফ প্রেমিকা, দাঁড়িয়ে রইলেন প্রেমিক!একে অপরকে ভালোবেসে দুজনেই ভিন্ন ব্যক্তিকে বিয়ে করলেও এ...
08/06/2022

একসঙ্গে ডুবে মরতে গিয়ে দিলেন লাফ প্রেমিকা, দাঁড়িয়ে রইলেন প্রেমিক!

একে অপরকে ভালোবেসে দুজনেই ভিন্ন ব্যক্তিকে বিয়ে করলেও একসঙ্গে থাকতে চেয়েছিলেন প্রেমিক-প্রেমিকা। যখন সামাজিক বাধ্যবাধকতা আসে, তারা অনেকটা বলিউড নায়ক/নায়িকার মতো, একসাথে মারা যাওয়ার সিদ্ধান্ত নেন। পরিকল্পনা অনুযায়ী একসঙ্গে যমুনা নদীতে ঝাঁপ দেওয়ার তারিখ ও স্থানও ঠিক করা হল। কিন্তু, টুইস্ট এলো শেষ মুহূর্তে। প্রেমিকা নদীতে লাফিয়ে পড়লেও তীরে দাঁড়িয়ে থাকেন পুরুষসঙ্গী। শেষ পর্যন্ত সাঁতার কেটে তীরে ফিরে আসেন প্রেমিকা।

প্রেমিকের বিশ্বাসঘাতকতায় হতবাক হন ওই নারী। পরে থানায় হাজির হয়ে প্রেমিকের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনেন তিনি। চাঞ্চল্যকর এমনই এই ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে। খবর- হিন্দুস্তান টাইমস।




স্থানীয় প্রশাসন বলছে, ৩২ বছর বয়সী ওই নারী বেশ কয়েক বছর আগে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন বয়সে দু’বছরের ছোট চান্দু নামক এক যুবকের সঙ্গে। বেশ কিছু দিন প্রেম চললেও মাস খানেক আগে কিছু দিনের জন্য বছর ছয়েকের মেয়েকে নিয়ে পুণেতে বেড়াতে যান ওই নারী। আর তখনই তাকে না জানিয়ে বিয়ে করে ফেলেন চান্দু। গত ১৮ মে প্রয়াগরাজে ফিরে বিষয়টি জানতে পারেন ওই নারী। দু’জনের মধ্যে ঝামেলাও হয়। শেষে দু’জনে সিদ্ধান্ত নেন একই সঙ্গে যমুনাতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন।

ওই নারীর অভিযোগ, একসঙ্গে আত্মঘাতী হবেন বলে যমুনা সেতুতে হাজির হন দু’জনে। কিন্তু তিনি লাফিয়ে পড়ার পর দেখেন প্রেমিক দাঁড়িয়ে আছে। তড়িঘড়ি সাঁতরে নদীর পারে ফিরে আসেন তিনি। যোগাযোগ করেন কয়েদগঞ্জ থানায়। চান্দুর বিরুদ্ধে আনা হয়েছে বিশ্বাসঘাতকতা ও খুনের চেষ্টার অভিযোগ। বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি রয়েছেন ওই নারী।

07/06/2022

সীতাকুণ্ডের ঘটনায় হুংকার দিয়ে একি বললেন রুমিন ফারহানা

************** ব্রেকিং নিউজ *************
07/06/2022

************** ব্রেকিং নিউজ *************

নারায়ণগঞ্জ, বাংলাদেশ৭ জুন ২০২২, মঙ্গলবারসালিশে বসে ধর্ষণের ভিডিও দেখলেন সবাই, বাড়ি ফিরেই আত্মহত্যা করলেন তরুণী---- নারায়...
07/06/2022

নারায়ণগঞ্জ, বাংলাদেশ
৭ জুন ২০২২, মঙ্গলবার

সালিশে বসে ধর্ষণের ভিডিও দেখলেন সবাই,
বাড়ি ফিরেই আত্মহত্যা করলেন তরুণী----

নারায়ণগঞ্জে ধর্ষণের শিকার এক তরুণীকে জোরপূর্বক সালিশে বসিয়ে ধর্ষণের ভিডিও প্রদর্শন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকির পর ওই তরুণী আত্মহত্যা করেছেন।

জেলার বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বালিয়াগাও গ্রামে এ ঘটনা ঘটেছে।
সালিশে বসে ধর্ষণের ভিডিও দেখলেন সবাই, বাড়ি ফিরেই আত্মহত্যা করলেন তরুণী।

গতকাল সোমবার (৬ জুন) দুপুরে নিজ বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনা ও ধর্ষণের ভিডিও ভাইরালের হুমকির অভিযোগে ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা। ওই মামলায় স্থানীয় ইউপি সদস্য আব্দুল মোমেন কচিকে গ্রেফতার করা হয়েছে।

ভুক্তভোগী পরিবার, স্থানীয় লোকজন ও থানা পুলিশ জানিয়েছে, গত ২২ মে সকালে ধর্ষণের শিকার হন বালিয়াগাঁও এলাকার ২২ বছরের তরুণী। এ ঘটনায় স্থানীয় সালিশে বিচার না পেয়ে ২ জুন থানায় মামলা করেন তরুণীর মা। মামলার পর আসামিপক্ষের লোকজন বাদীপক্ষকে জোরপূর্বক পুনরায় সালিশে বসান।

পরে ৫ জুন রাত সাড়ে আটটার দিকে বালিয়াগাঁওয়ের জনৈক শহীদুল্লাহর বাড়িতে বসা সালিশে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মোমেন কচিও উপস্থিত ছিলেন।
সালিশ চলাকালীন ধর্ষণের মামলায় অভিযুক্ত নুরুল আমিনের স্ত্রী শ্যামলী বেগম ও ভাগনে স্থানীয় মসজিদের ইমাম মো. ইব্রাহিম ধর্ষণের ভিডিও মোবাইলের মাধ্যমে সালিশে উপস্থিত লোকজনকে দেখান। একই সঙ্গে তারা ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকিও দেন।

এ অপমান সহ্য করতে না পেরে ভুক্তভোগী তরুণী তার মাকে নিয়ে কাঁদতে কাঁদতে ঘটনাস্থল থেকে বাড়িতে চলে যান। পরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। সোমবার সকালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহত তরুণীর মা বলেন, তিনি গৃহকর্মী হিসেবে বিভিন্ন বাসা বাড়িতে কাজ করেন। তার স্বামী একজন দিনমজুর। মামলা করার পর থেকেই আসামিপক্ষ তাদের নানা হুমকি দিয়ে আসছে। পরে গত রাতে জোর করে সালিশে বসানো হয়। সালিশে উপস্থিত সবাইকে ধর্ষণের ভিডিও দেখানো এবং ফেসবুকে ভাইরালের অপমান সইতে না পেরে মেয়েটা আত্মহত্যা করলো। এ ঘটনার বিচার দাবি করেন তরুণীর মা।

এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ভুক্তভোগী তরুণী গত ২ জুন ধর্ষণের মামলাটি দায়ের করেন। তবে এর আগেই অভিযুক্ত আসামি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যায়। মামলার পর আসামিপক্ষের চাপে বাদীপক্ষ সালিশে যান। সেই সালিশে ধর্ষণের ভিডিও সবা সামনে প্রদর্শন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হয়েছে বলে অভিযোগ করে ভুক্তভোগী পরিবার।
এ ঘটনায় তদন্ত চলছে। তদন্তের পর যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এ ঘটনায় গ্রেফতার অভিযুক্ত ইউপি সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

-- বাংলাভূমি টিভি নিউজ ডেস্ক

05/06/2022

সরাসরি একাদশ জাতীয় সংসদের ১৮তম অধিবেশনে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তরপর্বে, মাননীয় এমপি শাহজাহান খান
সারা বাংলাদেশের সকল সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের নিয়ে সংসদ অধিবেশনে যা বলেছেন

https://youtu.be/SCs88Bjbufgজয় হবেই ইনশাল্লাহ
02/06/2022

https://youtu.be/SCs88Bjbufg
জয় হবেই ইনশাল্লাহ

ঐক্য ফোরামের প্রতিনিধি সমাবেশ স্থগিত করা হয়েছে। বিকেল ৩টায় রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস....

১۔  ফেরি ঘাটে এম্বুলেন্স আটকে মাকে হারানো সন্তান জানে পদ্মা সেতু কি?২ ۔ ৩ ঘন্টা দেরি হওয়াতে ইন্টারভিউ দিতে না পারা  বেকা...
01/06/2022

১۔ ফেরি ঘাটে এম্বুলেন্স আটকে মাকে হারানো সন্তান জানে পদ্মা সেতু কি?
২ ۔ ৩ ঘন্টা দেরি হওয়াতে ইন্টারভিউ দিতে না পারা বেকার ছেলেটি জানে পদ্মা সেতু কি?
৪۔ কুয়াশার কারনে ফেরি বন্ধ হলে ফ্লাইট মিস করা রেমিটেন্স যোদ্ধা প্রবাসী জানে পদ্মাসেতু কি?
৫ ۔ সারাবছর পরিচর্যার পরে ঘন্টার পর ঘন্টা ফেরিঘাটের গরমে থেকে বস্তায় পচা সবজিগুলো দেখা কৃষকটি বলতে পারবে পদ্মা সেতু কি?
৬ ۔ প্রচণ্ড ঝড়ে পদ্মায় ট্রলার সহ ডুবে যাওয়া সন্তানকে খুজে না পাওয়া বাবা মা জানে পদ্মা সেতু কি?

এই পদ্মা সেতুর রুপকার, দেশরত্ন জননেএী শেখ হাসিনা সহ পরিকল্পনাকারী সকল কলাকৌশলী ও সহযোগী সকল কে বাংলাভূমি টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও অশেষ ধন্যবাদ।

28/05/2022

সত্য প্রকাশে কোনই সমঝোতা নয়,
যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ,
পাশে পাবেন - বাংলাভুমি টিভি।

★ ফলো বাটনে ক্লিক করে আপনিও পাশে থাকেন সচেতন নাগরিক হিসাবে।

26/05/2022

মানবতার পাশে আছি, আমার বাংলার বাংলাভূমি টিভিতে,,,
ফলো বাটনে ক্লিক করে সাথেই থাকুন,,,লাইক কমেন্ট শেয়ার করুন,,,

24/05/2022

স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের" মানববন্ধন

গত ২০ মে ২০২২ রোজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মচারীদের সংগঠন "স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ" এর আয়োজনে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।

সঠিকভাবে বেতন-ভাতা না দেয়ার প্রতিবাদে, প্রাপ্য সুযোগ-সুবিধা দেয়ার দাবীতে এবং চাকরী স্থায়ীকরনের দাবীতে "স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ" এর কেন্দ্রীয় কমিটি জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা'র আয়োজন করেছে।
যেখানে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বিভাগীয়,জেলা, উপজেলা ও থানাভিত্তিক কমিটির নেতা-কর্মীরাও উপস্থিত হয়েছেন।

মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি , সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বেশ কিছু কেন্দ্রীয় নেতারা বক্তৃতা দেন।
তারা বলেন সারাদেশে প্রায় ৮ লক্ষের বেশি চুক্তিভিত্তিক বা আউটসোর্সিং কর্মচারীরা আছে। এসব কর্মচারীরা নানান রকম সীমাবদ্ধতা থাকার পরেও সরকারি কর্মচারীদের সাথে তাল মিলিয়ে নিজেদের সব দায়ীত্ব-কর্তব্য সঠিকভাবে পালন করে আসছেন।
কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ হবার কারনে এইসব আউটসোর্সিং কর্মচারীরা তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বরাবরই বঞ্চিত হয়ে আসছেন।
এমনকি কোভিড-১৯ ভয়াবহ পরিস্থিতির সময় তারা নিজেদের জীবনের ঝুকি নিয়ে কাজ করা সত্বেও তারা ৬ মাস, ৯ মাস এমনকি ১ বছর পর্যন্ত কোন বেতন-ভাতা পাননি এমন নজির ও রয়েছে।

তাই এই মানববন্ধনের মাধ্যমে তারা তাদের প্রতি এই অনিয়ম ও অমানবিক আচরনের প্রতিবাদ জানিয়েছেন।
আর এইসব সমস্যার সমাধানের জন্য এবং তাদের চাকরি স্থায়ী করার জন্য তারা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে তার হস্তক্ষেপ কামনা করেছেন।

"মারা গেছেন ‘ভাদাইম্যা’খ্যাত টাঙ্গাইলের সেই কৌতুক অভিনেতা"দীর্ঘ ১০ বছর ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন অভিনেতা আহসান আলী। এ...
23/05/2022

"মারা গেছেন ‘ভাদাইম্যা’খ্যাত টাঙ্গাইলের সেই কৌতুক অভিনেতা"

দীর্ঘ ১০ বছর ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন অভিনেতা আহসান আলী। এই অভিনেতা দেশের দর্শকের কাছে ‘ভাদাইম্যা’ নামে পরিচিতি। ক্যানসার নিয়েও এই অভিনেতার মনোবল অটুট ছিল। চিকিৎসা শেষে শুটিং করতেন। জীবনের শেষ সময়েও দর্শকদের হাসিয়ে গেছেন। অনেক স্বপ্ন ছিল আবার সুস্থ হয়ে দর্শকদের হাসাবেন। শুটিংয়ের পরিকল্পনাও ছিল। কিন্তু শেষ রক্ষা আর হলো না। আজ রোববার গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের চেয়ারম্যান আফজাল হোসেন।

এই অভিনেতা দেশের দর্শকের কাছে ‘ভাদাইম্যা’ নামে পরিচিতি,
আফজাল হোসেন বলেন, দীর্ঘ প্রায় ১০ বছর আহসান আলী ভাই ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন। এরপর থেকে প্রতি দুই মাসে একবার রক্ত পরিবর্তন করতে হতো। এ জন্য ঢাকায় আসতেন। চিকিৎসা নিয়ে আবার গ্রামে ফিরে অভিনয় করতেন। তাঁর একটি দল ছিল। তিনি অসুস্থ হলেও মনোবল শক্ত ছিল। তাঁকে দেখে বোঝা যেত না তিনি অসুস্থ। হঠাৎ দুই সপ্তাহ হবে তাঁর অসুস্থতা বেশি হয়। সে সময়েই তিনি ঢাকায় যান। আজ সকালে শুনলাম তাঁর অবস্থা সিরিয়াস। আজই হাসানোর মানুষটি আমাদের ছেড়ে চলে গেলেন। তিনি খুবই ভালো মানুষ ছিলেন। গ্রামে মানুষের কাছে ‘জোকার ভাই’ নামে পরিচিত ছিলেন। সবার পছন্দের মানুষ ছিলেন তিনি।

দীর্ঘ প্রায় ১০ বছর আহসান আলী ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন,
একসময় গ্রামে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন আহসান আলী। পরে বিভিন্ন অনুষ্ঠান ও কমেডি অভিনয় দেখে তাঁর মধ্যে অভিনয়ের প্রতি আগ্রহ জন্মায়। নব্বই দশকের শেষের দিকে গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে দল নিয়ে কালি মেখে অভিনয় করতেন। এভাবে তাঁর মধ্যে অভিনয়টা জেঁকে বসে। গ্রামেই সে সময়েই মুখে মুখে ছিল তাঁর নাম। সব অনুষ্ঠানে তাঁর ডাক পড়ত। পরে অডিও অ্যালবাম প্রকাশ করেন। গ্রাম ছাড়িয়ে জেলা, পরে দেশের একজন কৌতুক অভিনেতা হয়ে ওঠেন। অল্প সময়ের মধ্যেই তিনি সারা দেশের দর্শকের কাছে টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় জনপ্রিয় হতে থাকেন। দোকানে ও গ্রামে তাঁর অ্যালবামের ভালো চাহিদা ছিল। পরে অডিও দাপট কমে যেতে থাকলে ভিডিও বানিয়েও সমান জনপ্রিয়তা অর্জন করেন ‘ভাদাইম্যা’খ্যাত এই অভিনেতা।

অভিনয়ের মুর্হুতে সহঅভিনেতার সঙ্গে আহসান আলী
অভিনয়ের মুর্হুতে সহঅভিনেতার সঙ্গে আহসান আলীছবি: সংগৃহীত
প্রায় দুই যুগের ক্যারিয়ারে ‘ভাদাইম্যা এখন চাপড়া নেতা’, ‘শীতের রিকশাওয়ালা’, ‘ভাদাইম্যার বিয়া’, ‘চাপাবাজ’, ‘কিপটা সোনামিয়া’, ‘শ্বশুরের টাকায় ফুটানি’—এমন অসংখ্য ভিডিওতে দর্শকদের হাসিয়েছেন আহসান আলী। টাঙ্গাইলের ভাষায় তাঁর ভিডিওতে ফুটে তুলেছেন দেশের গ্রাম্য অনেক সংস্কৃতি, ঐতিহ্য। অভিনয় দর্শকদের এতটাই ছুঁয়েছিল যে নামকে ছাপিয়ে তিনি দর্শকদের কাছে হয়ে উঠেছিলেন ‘ভাদাইম্যা’খ্যাত অভিনেতা। দর্শককে আর হাসাবেন না এই অভিনেতা। মাত্র ৫০ বছর বয়সেই তিনি চিরবিদায় নিলেন। মৃত্যুর সময় স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। দাইন্যা ইউনিয়নের দাইন্যা রামপাল গ্রামের বাসিন্দা ছিলেন আহসান আলী।

21/05/2022

নারায়ণগঞ্জ ইসদাইর বাজার এলাকায় নির্মমভাবে নিহত ধ্রুব চন্দ্র দাসের খুনিদের ফাসির দাবিতে মানব বন্ধন

আসামি গ্রেফতার করে ফেরার পথে এসআই নিহতমৌলভীবাজারের রাজনগরে ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করে ফিরছিলেন পুলিশ সদস্যরা। ফ...
21/05/2022

আসামি গ্রেফতার করে ফেরার পথে এসআই নিহত

মৌলভীবাজারের রাজনগরে ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করে ফিরছিলেন পুলিশ সদস্যরা। ফেরার পথে তাদের বহনকারী পিক‌‌আপ একটি গাছের সাথে ধাক্কা খায়। এ ঘটনায় সমীরণ চন্দ্র দাস নামে এক উপ পরিদর্শক (এস আই) নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ৫ পুলিশ সদস্য ও ৩ আসামিসহ ৮ জন।

শনিবার (২১ মে) ভোরে উপজেলার যাদুরগুল এলাকা থেকে ৩ আসামিকে গ্রেফতার করে পিকআপ ভ্যানে ফেরার পথে
মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নার দোকান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সবাইকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক এসআই সমীরণ চন্দ্র দাসকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় এসআই শওকত মাসুদ ভুইয়া, কন্সটেবল মাসুক চালক আজীজ ও আসামি লক্ষন শাওতালের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত এসআই সোলাইমান, এএসআই জাহাঙ্গীর, আসামি কান্ত শাওতাল ও আসামি ময়না মিয়া মৌলভীবাজার সদর হাসপাতাল চিকিৎসাধীন আছেন।
নিহত সমীরণ চন্দ্র দাস হবিগঞ্জ সদর উপজেলার পাঁচ পাড়িয়া গ্রামের বাবু লিলু দাশের ছেলে। মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়ার রহমান জিয়া এই তথ্য নিশ্চিত করেন।

Address

Narayanganj
1400

Telephone

+8801862404040

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাভূমি টিভি-Bangla Bhumi Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাংলাভূমি টিভি-Bangla Bhumi Tv:

Videos

Share


Other Broadcasting & media production in Narayanganj

Show All