Bortoman Narayanganj

Bortoman Narayanganj সত্যের সন্ধানে আমারা

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান এর মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে মরহুম মোঃ ...
26/11/2024

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান এর মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে
মরহুম মোঃ আনোয়ার হোসেন আনু স্মৃতি সংসদ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জানে আলম

08/11/2024

বিএনপির যুবদলের নেতা আনোয়ার হোসেন আনুর আসামি PBI এর হাতে গ্রেপ্তার রাসেলে পান্না

মরহুম বিএনপি নেতা আনোয়ার হোসেন আনুর বন্ধু মহলের উদ্যোগে কুলখানি অনুষ্ঠান।নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি, নার...
07/11/2024

মরহুম বিএনপি নেতা আনোয়ার হোসেন আনুর বন্ধু মহলের উদ্যোগে কুলখানি অনুষ্ঠান।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আনু'র মৃত্যুর ৭৫তম দিনে তার বন্ধু মহলের পক্ষ থেকে আগামীকাল বা'দ জুম্মা দোয়ার আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে আপনাদের সকলকে উপস্থিত হয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করার জন্য অনুরোধ করা হলো।

স্থান- পশ্চিম দেওভোগ পানির ট্যাংকি স্কুল মাঠ সংলগ্ন
মোঃ জানে আলম সাহেবের বাড়ি।
Moniruzzaman Monir

৪৪ দিন বয়সী এক নবজাতকের মৃত্যুতে তোপের মুখে পড়েছেন নারায়ণগঞ্জ শহরের মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের ডা. উজ্জ্বল মিত্র বিরুদ...
06/11/2024

৪৪ দিন বয়সী এক নবজাতকের মৃত্যুতে তোপের মুখে পড়েছেন নারায়ণগঞ্জ শহরের মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের ডা. উজ্জ্বল মিত্র বিরুদ্ধে

শিশুটির পরিবারের অভিযোগ, উজ্জ্বল মিত্রের দেওয়া চিকিৎসা ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) অনুযায়ী ইনজেকশন দেওয়ার পর শিশুটির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় শিশুটির পরিবারের লোকজন উজ্জ্বল মিত্রের চেম্বারে অবস্থান নেন। খবর পেয়ে পুলিশও যায় ঘটনাস্থলে।

আয়মান নামে ৪৪ দিন বয়সী শিশুটির মা সুপ্রীম কোর্টের আইনজীবী আরবি আমান রিয়া। তিনি জানান, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেওয়ায় একমাত্র শিশু সন্তানকে নিয়ে সকাল দশটার দিকে মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে উজ্জ্বল মিত্রের কাছে যান তারা। চিকিৎসক উজ্জ্বল মিত্র শিশুটি নিউমোনিয়া আক্রান্ত জানিয়ে একটি চিকিৎসা ব্যবস্থাপত্র দেন। তাতে ওষুধের পাশাপাশি একটি ইনজেকশন দেওয়ার কথাও উল্লেখ রয়েছে।

‘ইনজেকশনটি ডায়াগনস্টিক সেন্টারের পার্শ্ববর্তী ফার্মেসি থেকে কেনারও কথা বলেন ডা. উজ্জ্বল। ইনজেকশন কিনে পাশের আরেকটি ক্লিনিকে সেটি দেওয়ার পর বাচ্চাকে বাসায় নিয়ে যাই। কিছুক্ষন পরই আমার বাচ্চার শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে সাইনবোর্ড এলাকার ‘বাংলাদেশ নবজাতক হাসপাতালে’ নিয়ে গেলে সেখানের চিকিৎসক জানায়, আমার বাচ্চা মারা গেছে।’

শিশুটির পরিবারের সদস্যদের অভিযোগ, উজ্জ্বল মিত্র শিশুটির শারীরিক অবস্থা সঠিকভাবে নিরীক্ষণ না করেই উচ্চমাত্রার কোনো ইনজেকশন দেওয়ার পরামর্শ দিয়েছেন। যার প্রতিক্রিয়ায় শিশুটির মৃত্যু হয়েছে।

যদিও, ডা. উজ্জ্বল মিত্র বলছেন, তিনি সঠিকভাবে পর্যবেক্ষণের পরই চিকিৎসা ব্যবস্থাপত্র দিয়েছেন।

তিনি বলেন, ‘সকালে ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে বাচ্চাকে নিয়ে আসলে তার নিউমোনিয়ার লক্ষণ পাই। সে অনুযায়ী প্রেসক্রাইব করেছি। তারা দুপুর বারোটার দি�

অটো  চুরির ঘটনায়বন্দরে তিনদিন নির্যাতনের পর নাইটগার্ডকে পিটিয়ে হত্যাবন্দর(নারায়ণগঞ্জ) প্রতিনিধি : বন্দরে অটো চুরির ঘটনায়...
20/10/2024

অটো চুরির ঘটনায়
বন্দরে তিনদিন নির্যাতনের পর নাইটগার্ডকে পিটিয়ে হত্যা

বন্দর(নারায়ণগঞ্জ) প্রতিনিধি : বন্দরে অটো চুরির ঘটনায় নাইটগার্ডকে নির্যাতনের পর পিটিয়ে হত্যা করেছে গ্যারেজ মালিক আক্তার ও তার সহযোগীরা। তিনদিন পর রোববার ভোরে নিহত নাইটগার্ড সিরাজুল ইসলাম (৬৫) লাশ গ্যারেজ থেকে উদ্ধার করে পুলিশ। নিহত নাইটগার্ড সিরাজুল, মুছাপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। গত বৃহস্পতিবার রাতে জহরপুর এলাকায় আক্তার হোসেনের মালিকানাধীন অটোরিকশা গ্যারেজে চুরির ঘটনা ঘটে। তার পর থেকে আক্তার ও তার লোকজন নাইটগার্ড সিরাজকে গ্যারেজে আটক করে বেঁধে রেখে নির্যাতন চালালে রোববার ভোরে তার মৃত হয়েছে বলে এলাকাবাসী ও পরিবারের অভিযোগ।

স্থানীয়রা জানান , উপজেলা মুছাপুর ইউপির জহরপুর এলাকার আক্তার হোসেনের মালিকানাধীন অটোরিকশা গ্যারেজে নাইটগার্ড হিসাবে কাজ করতেন পাশ্ববর্তী মুছাপুর গ্রামের বৃদ্ধ সিরাজুল ইসলাম। গত বৃহস্পতিবার রাতে কৌশলে গ্যারেজ থেকে ৬ টি অটো চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ একটি চোরের দল। এ ঘটনার জের ধরে নাইটগার্ড সিরাজকে গত তিনদিন যাবত গ্যারেজে আটক করে বেঁধে নির্যাতন চালায় গ্যারেজ মালিক আক্তার, তার ছেলে অর্ণপ, মহিন, রাজু ও ৬ অটো চালক। নির্যাতনের পর শনিবার রাত আড়াই টার দিকে নাইটগার্ড সিরাজুল ইসলামের মৃত্য হয়। এ খবর পেয়ে রোববার সকালে কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।

নিহতের ছেলে ইউসুফ ও মেয়ে শিল্পি জানান, চুরির ঘটনার পর শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও গ্যারেজ মালিক আক্তার ও মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জু মেম্বার বিচারের কথা বলে বাবাকে গ্যারেজে আটক করে রেখে যায়। পরে নির্যাতন চালিয়ে হত্যা করেছে তারা। শনিবার রাত আড়াই টার দিকে বাবা আমাদের সঙ্গে কথা বলবে বলে আক্তার বাড়িতে খবর পাঠায়। পরে উপস্থিত হয়ে দেখি বাবার লাশ গ্যারেজের ভেতরে পড়ে আছে। পুলিশের দায়িত্ব অবহেলার কারণে আমার বাবাকে তারা পিটিয়ে মেরে ফেলেছে। আমার বাবার হত্যার বিচার চাই।

কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাব্বির রহমান বলেন, নাইটগার্ড বৃদ্ধের লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় হত্যাকান্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন ।

নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক এহসান কাদির রুমি আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১৮ অক্টোবর শুক্রবার সকাল ...
18/10/2024

নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক এহসান কাদির রুমি আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১৮ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে তিনি হাজীগঞ্জস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক‌্যজ‌নিত বি‌ভিন্ন রোগে ভুগছিলেন। উল্লেখ্য, এহসান কা‌দির রু‌মি সা‌হেব নারায়ণগঞ্জের স্থানীয় পত্রিকা দৈনিক দেশের আলোর বার্তা সম্পাদক ও নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। মরহুমের নামাজে জানাজার সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে যাওয়ার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহ*ত আদিল হ*ত্যা মাম*লার আসা*মি ফতুল্লা ইউনিয়ন স্বেচ্...
17/10/2024

ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে যাওয়ার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহ*ত আদিল হ*ত্যা মাম*লার আসা*মি ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুস্তম খন্দকার আট*ক

 #ইন্না_লিল্লাহ_ওয়া_ইন্না_ইলায়হি_রাজিউন!😭ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশন ধোবাউড়া এর সম্মানিত উপদেষ্টা দূধনই বাজার জামে মসজিদের...
12/10/2024

#ইন্না_লিল্লাহ_ওয়া_ইন্না_ইলায়হি_রাজিউন!😭ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশন ধোবাউড়া এর সম্মানিত উপদেষ্টা দূধনই বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম সাহেব ভিমরুলএর হাত থেকে ছেলে মেয়েদেরকে বাঁচাতে গিয়ে,নিজে ভিমরুলের কামড়ে ই ন্তে কা ল করেছেন!

উনার মৃ ত্যুর কিছুক্ষণ পর মা রা যায় তার ১০ বছরের মেয়ে লাবিবা!জানাজা আগামীকাল সকালে!
আল্লাহ তায়ালা উভয়কে ক্ষমা করে জান্নাত বাসী করুন!

স্মারক নং- ৪৬,১৬,০০০০,০০৪,১৮(১),০০৩,২০-১১০, তারিখ: ০২/১০/২০২৪ খ্রিঃ📢 অফিস আদেশ📢পুনরাদেশ না দেয়া পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি ...
02/10/2024

স্মারক নং- ৪৬,১৬,০০০০,০০৪,১৮(১),০০৩,২০-১১০, তারিখ: ০২/১০/২০২৪ খ্রিঃ
📢 অফিস আদেশ📢

পুনরাদেশ না দেয়া পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরশনের নিম্নবর্ণিত কর্মকর্তাকে নাসিক ১৪নং ওয়ার্ডের নাগরিকগণকে (১) জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ, (২) নাগরিকত্ব সনদ, (৩) চারিত্রিক সনদ, (৪) ওয়ারিশান সনদসহ অন্যান্য সনদ ও প্রত্যয়ণপত্র প্রদানের জন্য -

জনাব মোঃ জহিরুল আলম
বাজার কর্মকর্তা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন
দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড নং: ১৪ ও ১৫
মোবইল নং- ০১৯১৯৪০৯৬১০

দায়িত্ব প্রদান করা হলো।

বিঃ দ্রঃ- যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে এ অফিস আদেশ জারি করা হলো, যা অবিলম্বে কার্যকর হবে।

নারায়ণগঞ্জ মর্ডান ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে থানায় অভিযোগ অভিযোগ সুত্রে জানা যায়, অভিযোগকারী বাদিনী মিষ্টি ধর, পিতা:...
28/09/2024

নারায়ণগঞ্জ মর্ডান ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে থানায় অভিযোগ

অভিযোগ সুত্রে জানা যায়, অভিযোগকারী বাদিনী মিষ্টি ধর, পিতা: স্বর্গীয় বিমল ধর, মাতা: স্বর্গীয় সবিতা রানী ধর, এই অভিযোগ দায়ের করেন। বাদিনীর সাথে আলাপকালে তিনি বলেন, ২০১৬ থেকে ২০২২ সাথে পর্যন্ত মর্ডান ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ছিলো। কর্মরত অবস্থায় করোনাকালিন সময়ও দীর্ঘ দুই বৎসর মর্ডান ডায়াগনস্টিক সেন্টার এর পক্ষ থেকে জীবনের ঝুঁকি নিয়ে সিভিল সার্জন এর তত্বাবধানে কাজ করেন। কাজ করার সময় যাবতীয় সুযোগ সুবিধার কথা বলা হলেও কোনরকম সুবিধা পায়নি। উল্টো মাসিক বেতন ও নানাবিধ কমিশন থেকে বঞ্চিত হন। তিনি আরো বলেন, এবিষয়ে মর্ডান ডায়াগনস্টিক সেন্টারের ম্যানাজার সাইফুল ইসলাম টিপুর সাথে অনেকবার চেষ্টা করেও কোন সমাধান পায়নি। উল্টো বাদিনীকে হয়রানি করা হয়। যার ফলে বাদিনী গত ১১/০৩/২১ তারিখে সদর থানায় একটি জিডি করেন, যার জিডি নং- ৫০৯। কোন ভাবেই কোন সুরাহা না পেয়ে গত ০৭/০৮ /২৪ সদর থানায় মর্ডান ডায়াগনস্টিক সেন্টারের মালিক আনোয়ার খান, ম্যানাজার সাইফুল ইসলাম টিপু, একাউন্টেড শরীফ, ও মার্কেটিং অফিসার সাজুকে আসামী করে অভিযোগ দায়ের করেন। অভিযোগটির তদন্ত এস, আই, ওলিয়ার রহমান দায়িত্ব গ্রহণ করেন। তবে বাদিনী বার বার চেষ্টা করেও কোন প্রতিকার পায়নি। বাদিনী বলেন, তদন্তকারী কর্মকর্তা বদলি হয়ে যাওয়ায় অভিযোগটি আর এগোইনি। বাদিনী দাবি করেন, ম্যানাজার সাইফুল ইসলাম টিপু বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। বাদিনী তার সুবিচারের জন্য প্রশাসনের যথাযথ ব্যাবস্থা কামনা করছেন।

বন্দরে নিখোঁজের দুইদিন পর যুবকের লাশ উদ্ধার বন্দর(নারায়ণগঞ্জ) প্রতিনিধি :  বন্দরে নিখোঁজে দুইদিন পর অনিক(২০) নামে  এক যু...
28/09/2024

বন্দরে নিখোঁজের দুইদিন পর যুবকের লাশ উদ্ধার

বন্দর(নারায়ণগঞ্জ) প্রতিনিধি : বন্দরে নিখোঁজে দুইদিন পর অনিক(২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উত্তর সাবদি এলাকায় মোহাম্মদ আলীর ধঞ্চে ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত অনিক নাসির
সেলসারদি গোসাইবাড়ি এলাকার নাসির উদ্দিনের ছেলে। স্থানীয় লোকজন ধঞ্চে ক্ষেতে লাশ দেখে বন্দর থানা পুলিশকে অবহিত করলে মদনগঞ্জ ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন।

মদনগঞ্জ ফাঁড়ির এস আই মোমেন জানান, গত ২৫ সেপ্টম্বর পাশ্ববর্তী সেলসারদি গ্রামের মাদকাসক্ত অনিক নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। দুইদিন পর শুক্রবার সকালে উত্তর সাবদি এলাকার আবুল হোসেনের প্লটের দক্ষিণ পার্শ্বে মোহাম্মদ আলীর ধঞ্চে ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী
থানায় জানালে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করা হয় ।
তবে স্থানীয় লোকজনের ভাষ্যমতে ভিকটিম একজন নিয়মিত মাদক সেবনকারী ছিলেন। ঘটনাস্থল নির্জন জায়গা হওয়ায় ভিকটিম অনিক মাদক সেবন করতে গেলে মৃগী রোগ থাকায় পানিতে পড়ে মৃত্যু বরণ করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

খোলা চিঠি:আজ আপনাদের একজন নিবেদিত প্রাণ নেতার গল্প শুনাবো। যে গল্প শুনে আপনি চোখের পানি আটকে রাখতে পারবেন না। এই গল্প আম...
23/09/2024

খোলা চিঠি:

আজ আপনাদের একজন নিবেদিত প্রাণ নেতার গল্প শুনাবো। যে গল্প শুনে আপনি চোখের পানি আটকে রাখতে পারবেন না। এই গল্প আমাদের নারায়ণগঞ্জের
মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন অনুর। তিনি ছিলেন বিএনপির ভালো ও খারাপ এই দুই সময়েই দেশের জন্য কাজ করে যাওয়া এক অকুতোভয় দুঃসাহসী নেতা। যখন নারায়ণগঞ্জে অন্য কেও ভালো- মন্দ অন্যায়-অপরাধের বিরুদ্ধে কথা বলতে ভয় পেতেন সেই দুঃসময়েও এসবের বিরুদ্ধে সোচ্চার ছিলো এই অকুতোভয় সৈনিকের কন্ঠ। রাজনৈতিক জীবনে তিনি ছিলেন যেমন আপোষহীন ব্যক্তি জীবনেও তিনি ছিলেন তেমনই স্নেহময় ও দায়িত্ববান একজন বাবা, স্বামী, ভাই, ছেলে। কিন্তু সবসময় স্ত্রী-এক ছেলে-এক মেয়ের পরিবারের সকল চাহিদা পূরন করা এতো ভালো একজন মানুষ তার জীবনে আজীবন দুঃখ ছাড়া আর কিছুই পান নি। তার স্রী পরকীয়া করে তারই পরিচিত বিসিক এলাকার যুবদল নেতা রাসেল মাহমুদের সাথে।

আনোয়ার হোসেন আনু তার বিসিক এর জায়গার দেখাশুনা করাতো রাসেল মাহমুদকে (আনোয়ার হোসেন আনুর জেটাতো ভাইয়ের ছেলে) দিয়ে সেই থেকে তার স্ত্রী পান্নাও রাসেলের সাথে প্রায় সেখানে যেতো ভাড়ার টাকা নিয়ে আসতে সেই সুবাদে ই তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক তৈরি হয়। এরপরে আনোয়ার হোসেন আনু তার স্ত্রীর রাসেল মাহমুদের সাথে পরকিয়ার সম্পর্ক জানতে পারার পর থেকে তাকে বাড়িতে আসতে বারণ করে কিন্তু রাসেল বিভিন্ন উপায়ে তার স্ত্রী পান্নার সাথে যোগাযোগ বজায় রাখে। রাসেল ছিল লোভী ও লম্পট চরিত্রের লোক। নিজের বউ আর বাচ্চা থাকার পরও চাচীর সাথে পরকীয়ায় লিপ্ত হয়। আর এ বিষয়টি একপর্যায়ে পারিবারীক ভাবে উত্তেজনা সৃষ্টি হয়। দেওভোগের বাড়িতে বসবাসের কারনে স্ত্রী পান্না রাসেলের সাথে সহজেই মেলামেশা করতে না পারার কারনে সে স্বামীকে অন্যত্র বাসা নিতে চাপ প্রয়োগ করে। স্বামী আনোয়ার হোসেন পত্রিক ভিটা ছেড়ে মাসদাইর একটি ফ্ল্যাট বাসা ভাড়া নিতে বাধ্য হয় এবং সেখানে তার অনুপস্থিতীতে তার ছেলে মেয়ের সহযোগিতায় রাসেল বিভিন্ন সময় যাওয়া আসা করতে থাকে।

আনোয়ার হোসেন আনু তার ফ্ল্যাটে রাসেলের যাওয়া আসার খবর জানতে পারার পর তার স্ত্রীকে রাগচাপ দিলে সে আনোয়ার হোসেনকে মারার পরিকল্পনা করার জন্য ২০১৯ সাল জানুয়ারীর ২ তারিখে আমলা পাড়া এলাকার একটি ফ্ল্যাটে রাসেলের সাথে দেখা করে, আর এই খবর আনোয়ার জানতে পেরে সাথে সাথে সে তার বন্ধু বান্ধব নিয়ে আমলা পাড়া ছুটে যায় এবং অপ্রীতিকর অবস্থায় তাদের দুজনকে হাতেনাতে ধরে। ধরার পর পান্না ও রাসেল উভয়েই হাত জোড় করে ক্ষমা চায় আর ওয়াদা করে তারা আজকের পর থেকে আর কোনো যোগাযোগ রাখবে না। কিন্তু তারপরেও তারা অবৈধ যোগাযোগ বজায় রাখে।

স্ত্রী পান্না পরকিয়ায় আসক্ত হয়ে স্বেচ্ছায় আনোয়ার হোসেন আনুকে ২০২০ সালের ৩০শে জুন তালাক নোটিশ পাঠায়। এবং প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েকে তার বাবার কাছে রেখেই ২০২১ সালের ৩ ডিসেম্বর রাসেলের সাথে বিবাহ কাজ সম্পন্ন করে।
আনোয়ার হোসেন আনুর ডিভোর্সড দেয়া স্ত্রী পান্না, প্রেরণা (মেয়ে), শারিদ (ছেলে) এবং পান্নার নতুন স্বামী রাসেল মাহমুদ এরা সবাই মিলে আনোয়ার হোসেন কে হত্যার পরিকল্পনা করে আর এরপর বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে ২৬ শে আগস্ট ২০২৪ তারিখে এই পরিকল্পনা বাস্তবায়ন করে। এসব কিছুই পান্না করেছে রাসেলের মাধ্যমে শুধু তার সাবেক স্বামীর বিসিক এর ১ টা ৩৩ শতাংশ জায়গা এবং তার টাকা পয়সা হাতিয়ে নেবার জন্য।
কুলাঙ্গার ছেলে সারিদ ও মেয়ে প্রেরণা পুরোই তাদের মা'র বর্সিভূত ছিল। ছেলে ও মেয়ে মিলে তার মাকে রাসেলের সাথে বিয়ে দেয় নিজেরা সে জায়গায় উপস্থিত থেকে। মায়ের প্ররোচনায় ছেলে মেয়েও বাবার সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করতে থাকে, এমন কি মাঝে মাঝে ছেলে মেয়ে বাবার গায়ে হাত তুলতো, কিন্তু আনোয়ার হোসান লজ্জায় কাউকে কিছু বলতো না। ওরা প্রতিনিয়ত আনোয়ার হোসেনকে মানসিক যন্ত্রনা দিয়ে নাস্তানাবুদ করে রাখতো।
ধারণা করা হচ্ছে এরা ২ জন ও এই হত্যা কান্ডের সাথে পরোক্ষ ভাবে জড়িত। পুলিশ ইতিমধ্যে সারিদ ও প্রেরণাকে গ্রেফতার করেছে।
পান্না ও রাসেল এখন ও পলাতক রয়েছে তবে আইন শৃংখলা বাহিনী তাদের খোঁজা অব্যাহত রেখেছে। খুব শিগগিরই তারা ও আইনের হাতে ধরা পড়বে এই কামনা করছি।

রাসেল মাহমুদ পূর্বেও চাঁদাবাজী ও অন্নান্য দলের সংগঠন বহির্ভূত বিভিন্ন কাজ করে টাকার পাহাড় গড়া একজন আলোচিত সমালোচিত নেতা।
আমাদের দাবী বিএনপির অভিভাবক দেশনেতা তারেক রহমানের নিকট এই ধরনের ঘৃন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিতে দলগত ভাবে গঠনমূলক ব্যবস্থা নেয়া। নতুবা এই নব-অর্জিত স্বাধীন দেশে বিএনপির দুঃসময়ের সাথী আনোয়ার হোসেন আনুর মত নেতার মৃত্যু বিএনপির মত মহান দলকেও প্রশ্নবিদ্ধ করবে।
আসুন সবাই এই পোস্টটি শেয়ার করে আনোয়ার হোসেন আনুর খুনের বিচার দাবী করি।


#বিএনপি #তারেক_রহমান
Moniruzzaman Monir Moniruzzaman Monir Ncc Ward 14 Bangladesh Television Salahuddin Sumon

23/09/2024

নারায়ণগঞ্জের ১ নাম্বার বাস টার্মিনাল দখল নিয়ে বিএনপির দুপক্ষের সং'ঘ'র্ষ

22/09/2024

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ বন্ধন কাউন্টার দখল নিয়ে
১ নম্বর গেইট এলাকা থেকে

সাবেক সংসদ গোলাম দস্তগীর গাজীর আড়াইহাজার এর মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর।
18/09/2024

সাবেক সংসদ গোলাম দস্তগীর গাজীর আড়াইহাজার এর মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর।

নারায়ণগঞ্জ ফতুল্লার কাশীপুরে ফ্লাই ওভার নির্মান স্থল ভোরে কাঁদাময় রাস্তায় ট্রাক দূর্ঘটনার শিকার ৷নারায়ণগঞ্জ ফতুল্লার কাশ...
18/09/2024

নারায়ণগঞ্জ ফতুল্লার কাশীপুরে ফ্লাই ওভার নির্মান স্থল ভোরে কাঁদাময় রাস্তায় ট্রাক দূর্ঘটনার শিকার ৷

নারায়ণগঞ্জ ফতুল্লার কাশীপুরে ঢাকা মুন্সীগঞ্জ সড়কে কাউন্সিল অফিস সংলগ্ন শাহী মসজিদের সামনে ৷ ফ্লাই ওভার নির্মান স্থলে অপরিকল্পপিত ভাবে নির্মান কাজ করায় জমে থাকা কাদা পানির কারনে নিয়ন্রন হারিয়ে বাশ বোঝাই ট্রাক উল্টে পরে দূর্ঘটনা ঘটেছে ৷ এতে রাস্তায় যান বাহন চলাচলে মারাত্বক ব্যাঘাত ঘটছে ৷ জানা গেছে আজ বুধবার ভোর ৫ টায় এই দূর্ঘটনা ঘটে ৷ বাশ বোঝাই ট্রাক নং (ঢাকা মেট্রো -ট ১৮৯২১৩ ) গাড়িটি ফতুল্লা থেকে মুন্সীগঞ্জের দিকে যাচ্ছিল ৷ দূর্ঘটনায় ট্রাকের ড্রাইভার সামাদ (৫০ ) ও হেলপার বাচ্চু মিয়া সামান্য আহত হয়েছেন ৷

সূত্রঃ জনতার কাগজ পত্রিকা

18/09/2024

যে স্থানে ত্বকীর লাশ পাওয়া গিয়েছিলো সে স্থান পরিদর্শনে র‍্যাব-১১
Bangladesh Television Salahuddin Sumon

চাঞ্চল্যকর ত্বকী হ*ত্যা মাম*লায় ইয়ার মোহাম্মদ ওরুফে পারভেজ গ্রেফ*তার
18/09/2024

চাঞ্চল্যকর ত্বকী হ*ত্যা মাম*লায় ইয়ার মোহাম্মদ ওরুফে পারভেজ গ্রেফ*তার

Address

Narayanganj
1400

Alerts

Be the first to know and let us send you an email when Bortoman Narayanganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bortoman Narayanganj:

Videos

Share